![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তো তাকে ভালোই বাস না, তাকে তো ফিরিয়েই দিয়েছ, তার নাম শুনলেই গা জ্বলে যায়, তার ছায়াও দেখতে পারো না, তাহলে তাকে নিয়ে মনের গহীনে কেন এত আয়োজন? কেন মনের উৎসবে তাকে প্রধান অতিথির আসনে বসাও? কেন তাকে ভেবে ঘুমুতে যাও? কেন ঘুম থেকে উঠে ফোন হাতে নাও সে ম্যাসেজ দিয়েছে কিনা দেখবে বলে? কেন তার প্রিয় গানটি বারংবার শুন? কেন তার ছবি তোমার ফ্রেমে ঝুলিয়ে রাখো? কেন তার পূর্বের পাঠানো ম্যাসেজ পড়তেই থাকো? কেন কিছুক্ষণ পর পর তার ওয়ালে গিয়ে ডু মারো?
আসলে মানুষ বড্ড অভিমানী প্রাণী। সে অভিমান করতে ভালোবাসে। সে চায় কেউ এসে তাকে সরি বলুক, কেউ এসে তার পাশে বসে শক্ত করে হাতের মুঠি চেপে ধরুক, কেউ তার খোঁজ খবর নিক, কেউ মাঝরাতে ফোন করে ফিসফিস করে বলুক, ‘ভালোবাসি তোমাকে। অনেক বেশি ভালোবাসি। পাগলের মত ভালোবাসি।’
কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, দু’প্রান্তের দু’জন মানুষই ভাবে অপরজন ফোন করে অভিমান ভাঙ্গিয়ে দিবে, অবাক প্রেমের গল্প করে সুস্থ রজনীকে মাতাল করে তুলবে। এই ভেবে অসংখ্য রজনী উল্লাসহীন ভাবেই পার হয়ে যায়। কোন একজনের এগিয়ে আসা বড্ড প্রয়োজন। কিন্তু কেউই এগিয়ে আসে না। কেউই না!
-গোলাম রাব্বানী
২| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই ভালবাসা দুচোখের প্রণয়
৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসার কাছে অভিমান হার মানে। কাজেই প্রচুর ভালোবেসে যেতে হবে।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
পদ্মপুকুর বলেছেন: ভালো!
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর এভাবেই ভালোবাসাগুলো হারিয়ে যায়