![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-‘কৃষ্ণচূড়ার সবগুলো লাল তোমাকে দেবো। তুমি নেবে?’
-‘আর কিছু দিবে না?’
-‘আমার আকাশের উড়ে যাওয়া সবগুলো মেঘ দেবো।’
-‘আর?’
-‘বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাওয়া বেলি ফুলের মালা দেবো।’
-‘আর?’
-‘স্নান সেরে আসা একগুচ্ছ কদম দেবো।’
-‘আর?’
-‘শীতের সকালে সবুজ ঘাসের উপর ঝলমল করতে থাকা শিশির ফোঁটা দেবো।’
-‘আর?’
-‘হিম হাওয়ায় সদ্য জন্ম নেওয়া সকাল, মিষ্টি রোদ্দুর, অলস দুপুর, ক্লান্ত বিকেল, লজ্জাবতী সন্ধ্যা, মায়াবী নিশীথ সবই তো তোমাকে দিলাম। আর কী চাও বল!’
-'‘সবটা সময় জুড়ে বুকের বাম পাশের চিনচিনে ব্যাথা হয়ে থেকো, প্লিজ!’
-(হৃদকথন)গোলাম রাব্বানী
২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩
পদ্মপুকুর বলেছেন: পুর্ণেন্দুপত্রীর কথোপকথনের সাম্প্রতিক ভার্সন মনে হচ্ছে...
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৮
মেহেদি_হাসান. বলেছেন: অসাধারণ
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
মিরোরডডল বলেছেন:
চিনচি্নে ব্যথা তাও আবার বুকের বাদিকে, হার্ট এট্যাক না হলেই হয়
কবিতা সেইরকম হয়েছে
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে ব্যথা হয়ে থাকলে তো মুশকিল
ভালো লাগলো