![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সকল অবহেলা গায়ে মেখে তোমার 'কেমন আছ?' প্রশ্নটি হয়তো কারো ইনবক্সে ঘুমায়।
একইভাবে অন্য কারো 'কেমন আছ?' প্রশ্নটিও তোমার ইনবক্সে ঘুমায়। তাদের সেই প্রশ্নে তোমার কোন ভ্রুক্ষেপ তো নেইই। বরং সেই প্রশ্নদের দিকে ছুঁড়ে দিয়েছ এক জীবনের সকল উপেক্ষা।
মাঝে মাঝে জীবন অন্য সকল সমীকরণকে ছাড়িয়ে যায়। এই যেমন, যাকে আমরা চাই তাকে পাই না। আবার যাকে পাই তাকে চাই না। অন্যদিকে যাকে পাই না তাকে ঘিরেই আমাদের সব সুন্দর স্বপ্নগুলো সাজানো। কিন্তু সেই মানুষটিই যদি পাশে না থাকে তবে কি হবে অন্য সব দিয়ে?
আসলে ত্রিভুবন বড্ড অদ্ভুত। আমাদের এক একটা জনম পার হয়ে যায় কারো অবহেলায়, অবজ্ঞায় আর নয়তো উপেক্ষায়। তবুও আমরা ভাবি, কতই না ভালো আছি!
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৬
রাজীব নুর বলেছেন: আসলে আমরা কেউ ভালো নেই। সবাই শুধু ভালো থাকার অভিনয় করি।