নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

হবিগঞ্জ পুলিশের একাধিক অফিসার জানিয়েছে, সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি নাটক!!!

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

হবিগঞ্জ পুলিশের একাধিক অফিসার জানিয়েছে, সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি নাটক!!!



গতকাল বিপুল পরিমানের যে সকল অস্ত্র নিয়ে উদ্ধার দেখিয়েছে র‌্যাব, তা সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর কাছে নাই। এসব রীতিমত যুদ্ধাস্ত্র। আর এই নিউজের শুরুতেই বলা হচ্ছে র‌্যাবের ভাবমুর্তি সংকটের কথা! এ থেকে অনেক প্রশ্ন উঠে আসছে-



➊ র‌্যাবের ভাবমুর্তি উদ্ধার ও ভারতের মোদী সরকারের সমর্থন লাভের জন্য এ নাটক আয়োজন!



➋ হাসিনা কি বাংলাদেশে আক্রমন করার জন্য ভারতকে উস্কানি দিচ্ছে? র‌্যাবের মুখ দিয়ে বলিয়ে দেয়া হয়েছে, এসব ভারতের জিনিষ! তার মানে, ভারত চাইলে বাংলাদেশে অভিযান চালাতে পারে! এতকাল সরকার বলে আসছে, এদেশে ভারতীয় জঙ্গীদের কোনো ক্যাম্প নাই। এখন তার কি হবে? এতকাল সেনাবাহিনী বা গোয়েন্দারা যে সব রিপোর্ট দিচ্ছিল, তাদের কি উপায় হবে?



➍ এই বিপুল পরিমান অস্ত্র কেবল বাংলাদেশ ভারতের জন্য চিন্তার বিষয় নয়, বরং সত্যি হলে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। সরকার কি চায় জাতিসংঘ বা অন্য কেউ দেশে আসুক?



➌ সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে এত অস্ত্র- তবে বিজিবি নামক সংস্থার কাজ কি? র‌্যাবের সাথে ওটাও তুলে দিতে হবে নাকি?



➎ এ ঘটনাকে সত্যি বলে জনগনকে খাওয়াতে চাইলে দেশে আর সিভিল শাসন থাকে কি করে? এতবড় ঘটনার পরে সারা দেশে সেনাবাহিনী নামিয়ে তল্লাশি করবে নাকি? কোন হিসাবে এত সব অস্ত্র ক্যান্টনমেন্টের বাইরে নেয়া হলো? এগুলো কি লাইভ অস্ত্র নাকি ডামি নাকি অকেজ অস্ত্রপাতি? জেনারেল ইকবাল কি জবাব দিবেন?



➢ জাতি এ সরকারের অনেক নাটক দেখেছে। সরকারের অবস্থা খারাপ হলেই শুরু হয় একটা নতুন নাটক! সাভারে রেশমা নাটক, আল কায়েদার ভুয়া ভিডিও নাটক, কিশোরগঞ্জে সোনালী ব্যাংক ডাকাতির নাটক, বান্দরবানে ৪ বর্মী সৈন্য হত্যার ভূয়া খবর, এবারে মাধবপুরে অস্ত্র উদ্ধার নাটক!

➢ তবে খুবই কাঁচা হাতের কাজ করলো র‌্যাব! অভিযান শেষ হওয়ার আগেই বলে দিচ্ছে, ২দিন লাগবে, আরো কয়েকগুণ রকেট লঞ্চার, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, চার্জ আছে। তার মানে কত আনা হইছে বুঝে দেখুন। তদন্তের আগেই র‌্যাব বলছে, পাশের দেশের অস্ত্র !!!! উদ্দেশ্য পরিস্কার।



গতকাল বিপুল পরিমানের যে সকল অস্ত্র নিয়ে উদ্ধার দেখিয়েছে র‌্যাব, তা সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর কাছে নাই। এসব রীতিমত যুদ্ধাস্ত্র। আর এই নিউজের শুরুতেই বলা হচ্ছে র‌্যাবের ভাবমুর্তি সংকটের কথা! এ থেকে অনেক প্রশ্ন উঠে আসছে-



➊ র‌্যাবের ভাবমুর্তি উদ্ধার ও ভারতের মোদী সরকারের সমর্থন লাভের জন্য এ নাটক আয়োজন!



➋ হাসিনা কি বাংলাদেশে আক্রমন করার জন্য ভারতকে উস্কানি দিচ্ছে? র‌্যাবের মুখ দিয়ে বলিয়ে দেয়া হয়েছে, এসব ভারতের জিনিষ! তার মানে, ভারত চাইলে বাংলাদেশে অভিযান চালাতে পারে! এতকাল সরকার বলে আসছে, এদেশে ভারতীয় জঙ্গীদের কোনো ক্যাম্প নাই। এখন তার কি হবে? এতকাল সেনাবাহিনী বা গোয়েন্দারা যে সব রিপোর্ট দিচ্ছিল, তাদের কি উপায় হবে?



➍ এই বিপুল পরিমান অস্ত্র কেবল বাংলাদেশ ভারতের জন্য চিন্তার বিষয় নয়, বরং সত্যি হলে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। সরকার কি চায় জাতিসংঘ বা অন্য কেউ দেশে আসুক?



➌ সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে এত অস্ত্র- তবে বিজিবি নামক সংস্থার কাজ কি? র‌্যাবের সাথে ওটাও তুলে দিতে হবে নাকি?



➎ এ ঘটনাকে সত্যি বলে জনগনকে খাওয়াতে চাইলে দেশে আর সিভিল শাসন থাকে কি করে? এতবড় ঘটনার পরে সারা দেশে সেনাবাহিনী নামিয়ে তল্লাশি করবে নাকি? কোন হিসাবে এত সব অস্ত্র ক্যান্টনমেন্টের বাইরে নেয়া হলো? এগুলো কি লাইভ অস্ত্র নাকি ডামি নাকি অকেজ অস্ত্রপাতি? জেনারেল ইকবাল কি জবাব দিবেন?



➢ জাতি এ সরকারের অনেক নাটক দেখেছে। সরকারের অবস্থা খারাপ হলেই শুরু হয় একটা নতুন নাটক! সাভারে রেশমা নাটক, আল কায়েদার ভুয়া ভিডিও নাটক, কিশোরগঞ্জে সোনালী ব্যাংক ডাকাতির নাটক, বান্দরবানে ৪ বর্মী সৈন্য হত্যার ভূয়া খবর, এবারে মাধবপুরে অস্ত্র উদ্ধার নাটক!

➢ তবে খুবই কাঁচা হাতের কাজ করলো র‌্যাব! অভিযান শেষ হওয়ার আগেই বলে দিচ্ছে, ২দিন লাগবে, আরো কয়েকগুণ রকেট লঞ্চার, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, চার্জ আছে। তার মানে কত আনা হইছে বুঝে দেখুন। তদন্তের আগেই র‌্যাব বলছে, পাশের দেশের অস্ত্র !!!! উদ্দেশ্য পরিস্কার।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৩৯

ম্যাংগো পিপল বলেছেন: জনগন সবই দেখে, বুঝে কিন্তু কিছু করতে পারি না।

২| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪১

ইসপাত কঠিন বলেছেন: বাংলাদেশের পুলিশ খুব ভালো। তারা সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ। তারা দলকানা নয়। তাই তারা সরকার র‌্যাবের জারিজুরি ফাঁস করে দিচ্ছে। অনেকে বলে এদেশ নাকি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এরকম সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ পুলিশ কিভাবে যে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে তা বোধগম্য নয়।

পৃথিবীতে অবৈধ অস্ত্রের কোন বাজার নেই। অবৈধ অস্ত্র কখনো স্মাগলিং হয় না। সব অস্ত্র সেনাবাহিনীর। সেনাবাহিনী শান্তিবাহিনী, ইউপিডিএফ, জেএসএস, তালেবান, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির সবাইকে অস্ত্র দেয়। কলম্বিয়ান স্মাগলার, মেক্সিকান ড্রাগ ডিলার সবাই সেনাবাহিনী থেকে অস্ত্র পায়। সিআইএ, এফএসবি, মোসাদ, র, আইএসআই কাউকে অস্ত্র দেয়না। সব সেনাবাহিনী দেয়।

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩৬

কুকরা বলেছেন: পুলিশের সব লোক দলীয় ভাবে নিয়োগকৃত নাও হইতে পারে- এই বেসিক কথাটা আপনার ইস্পাত কঠিন মাথায় না আসাই স্বাভাবিক। ভূল বললাম।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:০০

ঢাকাবাসী বলেছেন: সহমত।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:২২

দখিনা বাতাস বলেছেন: @ ইসপাত কঠিন :D :D :D :D নিকের সাথে কমেন্টের সেইরাম মিল .......

কমেন্টে ++++++++++

৫| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৫৮

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আপনারে গুম করার ব্যবস্হা করতাসি।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৪১

কুকরা বলেছেন: بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু


قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’।


تُولِجُ اللَّيْلَ فِي الْنَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الَمَيَّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاء بِغَيْرِ حِسَابٍ

‘আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে চান বিনা হিসাবে রিয্ক দান করেন’।
-----------------------------------------------------------
হায়াত মওতের মালিক উপরওয়ালা, পারলে গুম করেন।

৬| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:০৫

খাটাস বলেছেন: সরকার কাকে দেশে ডাকতে চায় জানি না। সরকার চায় প্রশংসা পেতে। প্রশংসার দাবিতে সরকারের অনেক দৃশ্যমান কাজ আছে, যার বিপক্ষে নাটকের অভিযোগে যুক্তি ও আছে অনেক। সাধারন আমরা পক্ষ বিপক্ষ যুক্তি পড়েই বয়স পাড় করছি। আপনার কিছু প্রস্ন ও যৌক্তিক মিল অবশ্যই সমর্থন করি।
তবে দশ ট্রাক অস্ত্র দেশে ঢুকতে পারলে দেড় দুইশ রকেট লাঞ্চার ও দেশে ঢুকতে পারে- এটাও যুক্তি। সেক্ষেত্রে পৃষ্ঠপোষক হিসেবে নিজ স্বার্থ হাসিলে নাটক সরকার সাজিয়েছে নাকি সরকার কে ছোট করতে বিরোধীদের কাজ। যদি ও প্রেক্ষাপটে দ্বিতীয় টা প্রায় অজুক্তির পর্যায়ে । তবে পৃষ্ঠ পোষক কে সেটাও কিন্তু প্রশ্ন বলে মনে হচ্ছে।

৭| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

অেসন বলেছেন: আজকের আনন্দবাজার পত্রিকায় খবর দেখলাম, ত্রিপুরার একজন বিচ্ছিন্নতাবাদী নেতার স্বীকারোক্তি মোতাবেক ভারত বাংলাদেশকে
জানিয়েছিল যে ঐ স্থানে অস্ত্র মজুদের কথা। তারপরই অস্ত্র উদ্ধারের
জন্য rab অভিযান চালায়। rab অবশ্য অস্বীকার করে। কোনটা বিশ্বাসযোগ্য জানি না। তবে আপনার পাকা হাতের লেখা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তথ্যের ভিত্তিতে অভিযান দুইদিন লাগবে বলতেই পারে। পুলিশী সুত্র আপনার কাছে এত বিশ্বাযোগ্য হলো কেন ? সেনাবাহিনী অস্ত্রগুলো ওখানে রাখলো কবে ? দশ ট্রাক অস্ত্র কি সেনাবাহিনীর ?

৮| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মুদ্‌দাকির বলেছেন: আপনার এ্যনালাইসিস যৌক্তিক

কিন্তু আপনি যে পোষ্ট লিখেছেন এটি উধাউ হয়ে যেতে পারে
আপনিও উধাও হয়ে যেতে পারেন
আপনি সামু ব্লগে ও জীবনে ব্লক খাইতে পারেন

সামু এখনো BAL এর প্রপাগান্ডা ব্লগ

=p~ =p~ =p~ =p~ =p~

৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
১০ ট্রাক অস্ত্রের সাথে ৪০ এমএম টি৬৯ রকেট চালিত গ্রেনেডের ছবি আর হবিগঞ্জের গ্রেনেড লাঞ্চারের অস্ত্রের ছবি ১০০% মিল।

তার মানে এগুলো ১০ ট্রাকের আগের ৪০ ট্রাকের কিছু অস্ত্র।
যা উলফার কাছে পৌছানো সম্ভব হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.