![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................................
১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবদুল লতিফ হলের ছাত্র আসলাম হোসেনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ নভেম্বর রাজশাহীর বোয়ালিয়া থানায় ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহতের রুমমেট নওয়াব আলী। মামলায় প্রধান আসামী করা হয় তৎকালীন জাসদ ছাত্রলীগ নেতা রুহুল কুদ্দুস বাবুকে।
২০১০ সালে সেই বাবুকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয় সরকার। এ নিয়ে প্তারচুর কথা ওঠে। তখন প্রধান বিচারপতি তাকে শপথ দেননি। যদি বিচাপতি নিয়োগ দেবার আগের দিন সরকারে সিদ্ধান্তে ৮ এপ্রিল ২০১০ এ মামলা থেকে প্রধান আসামী বাবুর নাম প্রত্যাহার করা হয়। বাদিপক্ষ এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করে। অনেক জল ঘোলা করে আজ হাইকোর্ট বাবুর পক্ষেই রায় দেয়। মানে হলো, খুনের বিচার হলো না।
আওয়ামী শাসনে খুনির বিচার হবে না, কিন্ত সে হবে বিচারপতি! এখানে হিন্দি সিনেমাও ফেল!
দেশটা আসলে নন-ফাংসনাল হয়ে গেছে। ফূল ওভারহোলিং দরকার।
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০৮
ঢাকাবাসী বলেছেন: ফেইলিউর স্টেট! নন ফাংশনাল স্টেট!
৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮
মুদ্দাকির বলেছেন: দেশটা আসলে নন-ফাংসনাল হয়ে গেছে। ফূল ওভারহোলিং দরকার।
৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১:০৩
বাংলার ঈগল বলেছেন: আজব সেলুকাস এ দেশ!!!!!!!!!!!
৫| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪
নিজাম বলেছেন: হা সেলুকাস! বিচিত্র এ দেশ!!! এদেশটা এখন একটি ইস্ট ইন্ডিয়া বা অন্য কোম্পানীর হাতে দেয়া দরকার!!! কী বলেন?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪
কুকরা বলেছেন: কার্টেসি: কামরুল ইসলাম