নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

এই হলো আমার বাংলাদেশ,

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩০

এইতো দুইদিন আগে দিল্লির জাতীয় চিড়িয়াখানায় বাঘের খাচায় পরে যায় এক স্কুল ছাত্র, বাঘটা প্রায় ঘন্টাখানেক ছেলেটার সামনে দাড়িয়ে থেকে অবশেষে এক কামর দিয়ে তাকে টেনে তার খাচায় নিয়ে যেয়ে হত্যা করে,

পুরো হত্যায় বাঘটা প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করে, কিন্তু এই দুই ঘন্টায় শত শত পর্যটক, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কেউই ছেলেটিকে বাচাতে এগিয়ে আসে নাই,

চিড়িয়াখানা কত্রিপক্ষের(ভুল বানান) কাছে এই ব্যাপারে ব্যাখা চাইলে বলেন, তাদের কাছে চেতনানাশক ইঞ্জেকশন নাকি ছিলো না,

ভারতীয় যতগুলো পেজে এবং ইউটিউবে এই ভিডিও দেখেছি তত জায়গায় আমি কমেন্ট করেছি এভাবে, "আমাদের বাংলাদেশ হলে কি করতো জানিস? আটদশ জন ওয়াল ডিঙিয়ে লাঠি নিয়ে বাঘের সামনে দাড়িয়ে যেতো, বাঘ পালানোর রাস্তা পেতো না, আর চেতনানাশক ইনজেকশন নেই তো কি হয়েছে, নিরাপত্তাকর্মীরা প্রয়োজনবোধে মানুষটাকে বাঁচাতে বিরল প্রজাতির বাঘকে গুলি করতেও দ্বিধা করতো না,"

আসলেই তাই, ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় ইন্ডিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তিরা একটু সাহায্যের জন্য কি আকুতি জানাচ্ছে আর পাবলিক তার সেই আকুতি মোবাইলে ধারন করছে কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না,

আর আমি অফিস থেকে বাসায় ফেরার পথে বৃষ্টির পানিতে পিছলে বাইক থেকে পরে যাওয়ায় চার পাচটা বাইক থামিয়া আমাকে টেনে তুলে,

এই হলো আমার বাংলাদেশ,

(সংগৃহীত)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭

কলাবাগান১ বলেছেন: "এই হলো আমার বাংলাদেশ"

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

আহসান২০২০ বলেছেন: ভালো লাগলো যে আমরা বাংলাদেশীরা মানবিক গুনটা ধরে রাখতে পেরেছি। গত কয়েকদিন আগে ইউটিউবে কলকাতা বাংলার একটা মুভি দেখলাম। নামটা মনে হয় চেয়েছি শুধু তোমায়। মুভিতে দুই বাংলার ছেলে-মেয়ের প্রেম কাহিনী নিয়ে গল্প। হালার পুত মালু পরিচালক এমনভাবে আমাদের দেশের মানুষকে উপস্থাপন করেছে যেন আমরা অসভ্য, বর্বর, হিংস্র একটা জাতি। যখন তখন যাকে তাকে কুপিয়ে মারি। আমি সেখানে কড়া কড়া কয়েকটা মন্তব্য করেছি।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বাংগালী একটা চরম আবেগপ্রবন জাতি এবং ভালো জাতি।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

ইমরান আশফাক বলেছেন: মানবিক দায়িত্ব বোধও মনে হ্য় ভিসা ছাড়া এখন বাংলাদেশের বর্ডার ক্রশ করতে পারে না।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

ইফতেকার অনিক বলেছেন: অস্থির লিখছেন ভাই , আসলে আমাদের গর্ব করার মত অনেক কিছুই আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.