নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

একজন নকলবাজ জাফর স্যার .........

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

আগে তিনি ইংরেজী সিনেমা দেখে বাংলা উপন্যাস লিখতেন, ইদানিং তিনি হিন্দি সিনেমা দেখে কলাম লিখতে শুরু করেছেন। অতি অবশ্যই সৌর্স উল্লেখ না করে এবং কোনরূপ কৃতজ্ঞতা স্বীকারের ধার না ধেরে-
১/ Alien (1979) => ট্রাইটন একটি গ্রহের নাম (১৯৮৮)
২/ Pitch Black (2000) => অবনীল (২০০৪)
৩/ Matilda (1996) => নিতু আর তার বন্ধুরা (১৯৯৯)
৪/ Baby's Day Out (1994) => মেকু কাহিনী (২০০০)
৫/ Gunday (2014) => ইতিহাসের ইতিহাস (২০১৪) "একটু স্থিতু হয়ে যখন বর্ডার পার হবার পরিকল্পনা করছি তখন পাকিস্তান সেনাবাহিনী মাত্র তেরোদিনের যুদ্ধে পরাজিত হয়ে গেল— আমার মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না।" (মুক্তিযুদ্ধের বাকী সাড়ে আট মাস উনার ফিল্টারে আটকে গেছে)

ভাবছেন তিনি কেবল সিনেমা দেখেন; কোন বই পড়েন না? ধারণাটা ঠিক নয়। তিনি Dave Pelzer এর বই A Child Called "It" (1995) এর ছায়া অবলম্বনে 'আমি তপু' (২০০৫) নামে একটি উপন্যাসও লিখেছেন। (যথারীতি কোন সৌর্স উল্লেখ না করে এবং কোনরূপ কৃতজ্ঞতা স্বীকারের ধার না ধেরে)।

--Akm Wahiduzzaman

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ক্যামনে কি ?????

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

সকাল আহমেদ বলেছেন: অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমি আমার কোনো ব্লগ দেখতে পাই না। এমনকি কোনো ব্লগ লিখতেও পারি না। তাই বাধ্য হয়ে এখানে লিখলাম। প্রিয় লেখক আপনি কি একটু কষ্ট করে এডমিনকে একটু ধাক্কা দেবেন? যখনি আমি আমার ব্লগ দেখতে যাচ্ছি তখনি এরর দেখাচ্ছে আর বলছে ব্লগটি খুজে পাওয়া যায় নি। আপনার সাহায্য কামনা করছি।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

টুম্পা মনি বলেছেন: সত্যি জাফর স্যার এ সব করেছেন?! খুব অবাক হচ্ছি। উনি গুনি লোক। অন্যের লেখা চুরি না করে নিজেও লিখতে পারতেন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

হামিদ আহসান বলেছেন: তাই নাকি ?

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

জয় অপূর্ব বলেছেন: আপনার কথাগুলো সত্যি হলে বিষয়টা আসলেই চিন্তার! ওনার মত ব্যক্তিত্বের কাছ থেকে এটা আশা করা যায়না!
সত্যতা যাচাইয়ের চেষ্টা করব!

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৯

শাহানা বুলবুল বলেছেন: its great crime

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

আহসান২০২০ বলেছেন: ইনারে শাহবাগে আইন্ন্যা বাইন্ধ্যা চপেটাঘাত করা হউক। মুক্তিযুদ্ধের ইতিহাস পঙ্গু করার কারণে। বাংগালীর মুক্তিযুদ্ধ তারকাছে মাত্র ১৩ দিনের হিসাব। বাকি সাড়ে আট মাস মুক্তিযুদ্ধারা খালি আংগুল চুষছে??? ৭ই মার্চের ভাষণ আর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা এমনি এমনি হইছে?? লেখা চুরি করার অপরাধে তার আংগুল কাইট্রা ফালান হুউক।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

আমায় ডেকো না বলেছেন: কিছু চুচিল নামধারি তাকে একেবারে মাথায় উঠাইছে। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। যাই হোক অত্যান্ত সময় উপযোগি এবং প্রয়োজনীয় পোস্ট। এইবার ব্যাটার জোচ্চুরী বাহির হবে। পোষ্টে পিলাচ। সে সাথে প্রিয়েতে ।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

মুদ্‌দাকির বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.