নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
আমি: তুমি একজন চাকুরী জীবী। মিউজিক ভিডিও তে মডেলিং করলে হঠাৎ করে?
শায়লা: হঠাৎ লুতফর হাসান ভাইয়া বললেন তুই এবং তোকেই শুটিং করতে হবে। রাজি হয়ে গেলাম।
আমি: ব্লগে লেখা শুরু করেছি। তোমার মিউজিক ভিডিও গুলো শেয়ার করি?
শায়লা: ওকে
শায়লা
সন্ধ্যা হলেই চোখগুলো সব লাল,
সন্ধ্যা হলেই গাছের পাতা কালো,
চোখের আলো কমছে এখন প্রিয়,
সামনে দাঁড়াও একটু বাতি জ্বালো।
গান: প্যারিস রোড।
গায়ক: লুতফর হাসান।
প্যারিস রোড
গান: তুই এবং তোকে।
গায়ক: লুতফর হাসান।
তুই এবং তোকে।
গান: সন্ধ্যার চোখ।
গায়ক: লুতফর হাসান।
সন্ধ্যা হলেই চোখ গুলো সব লাল।
একটু আগে পোস্টটি পাবলিশ করেছিলাম। সামান্য এডিট করার দরকার ছিল তাই ড্রাফট করেছিলাম। স্যরি
ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: কেন?
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: মনে হয় পাঠককে দেখাতে হলে পুনরায় সম্পাদনার প্রয়োজন আছে।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি বার বার এডিট করার ট্রাই করছি বাট এডিট করা যাচ্ছেনা।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:২১
শায়মা বলেছেন: ভিডিও আসেনা !
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আই থিংক ইটস ওকে নাউ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: ভিডিও আসেনা !
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: প্লিজ ওয়াচ নাউ
৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪৬
শায়মা বলেছেন: আর কতবার চেষ্টা করবো!!!!!!!!!!!!!!!!!!!!!
পারবোনা এত কষ্ট করতে !!!!!!!
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: এডিট করেছি তো
৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:২২
শায়মা বলেছেন: ভালো করছো আমি আর কষ্ট করতে পারবোনা বাস!
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে
৭| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৯
অশ্রুকারিগর বলেছেন: আপনার বন্ধু শায়লা সুন্দ্রী আছেন এবং ভালো মডেলিংও করেছেন। অশ্রুকারিগরের পক্ষ থেকে শুভকামনা এবং ভালোবাসা দুইটাই পাঠিয়ে দেবেন, কেমন ?
গান সবগুলোই সুন্দর। প্যারিস রোড গানটা শুনে একটু নস্টালজিক হলাম, যদিও আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তারপরেও বেড়াতে গিয়ে কম স্মৃতি জমা নেই এই রোডে।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: সে সুন্দ্রী কথা সইত্য। ঠিক আছে জনাব পাঠিয়ে দিবনে।
আমার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও সুন্দর। একদি বেড়াতে আসবেন।
৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৫
অশ্রুকারিগর বলেছেন: এই একটা কথা বলছেন, আমি কতবার চট্রগ্রাম গেলাম একবারো সুযোগ হলনা চট্রগ্রাম ভার্সিটি যাওয়ার। শুধু গল্প শুনলাম আর ছবি দেখেই গেলাম । আশা রাখি নেক্সট চিটাগাং গেলে ইনশাআল্লাহ চবিতে একবার যাবো।
০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে আসেন আমি আছি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: একটাও দেখা গেলো না!
আমিও স্যরি!