নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

কুকুর অনেক মানুষের চেয়েও বহুগুণ ভালো

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩


নোটঃ পোস্টটি শুধু মাত্র ইসলাম ধর্মে বিশ্বসীদের জন্য।


সাধারণ মানুষ খারাপ মানুষ দের সাধারণত কুকুরের সাথে তুলনা করে। এটা ঠিক নয়। অনেক মানুষ কুকুরের চেয়েও জঘন্য খারাপ। কুকুরের শুধু ১ টা খারাপ গুণ আছে। তা হলো এক কুকুর অন্য কুকুরের খাবার সহ্য করতে পারেনা। এটা ছাড়া কুকুরের আর কোন খারাপ গুণ আপনি পাবেন না।

অথচ অপরকে হিংসা করার ক্ষেত্রে মানুষ বহু আগেই কুকুরকেও ছাড়িয়ে গেসে। শুধু হিংসা পরায়ণ হয়ে মানুষ মানুষের সাথে এতো নোংরা ভাবে শত্রুতামী করে যে, তা দেখে স্বয়ং শয়তান পর্যন্ত লজ্জা পায়।

মানুষ এতো বেশী হিংসাপরায়ণ যে কারো ভালো হতে দেখলেই গা জ্বলে এবং শত্রুতামি শুরু করে। কারো ভালো কিছু অর্জন সহ্যই করতে পারেনা। ফলে পেছনে লেগে শত্রুতামি করে মানুষকে কষ্ট দেয়। ক্ষতি করে।অন্যের সুখ ও ভালো কিছু সহ্য করার জন্য একটা সুন্দর মন দরকার হয় যেটা এদের নাই।

এদের শত্রুতামি থেকে নিজেকে হেফাজত করে তাদের ব্যার্থ করে দেয়ার সেরা কুরআনি আমলঃ

সুরা আল ইমরানের ১৭৩ নাম্বার আয়াতঃ "হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল- আমার অবিভাবক আল্লাহ" প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর ১০০ বার করে পড়ুন। আশা করা যায় ১৫ থেকে ২১ দিনের মধ্যে শত্রু শাস্তি পাবে। শত্রু এমন বিপদে পড়বে "শত্রুতামি করা তো দূরের কথা শত্রুতামি করার চিন্তা মাথায় পর্যন্ত আসবেনা। "

বিশ্বাসীরা শতভাগ নিশ্চিত থাকতে পারেন শত্রুর এমন পরিণতি হবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হব। ইগোর কারণে ক্ষমা না চায়লে এতো ভয়ংকর শাস্তি পাবে যে ভিষণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


ভালোদিক হলো, কুকুর কথা বলতে পারে না, নিশ্চিন্তভাবে বিশ্বাস করা যায়।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। কুকুর মানুষের চেয়ে ১০০০ গুণ বেশী বিশ্বস্থ।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা ব্যাপক অথচ কুকুরকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা ক্ষীণ।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


খুব কাজের একটি আয়াত। মনে করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

গরল বলেছেন: শত্রুকে শাস্তি দেওয়ার বদলে শত্রু যেন ভালো মানুষ হয়ে যায় এমন কোন দোয়া নাই? ফিলিস্তিন, সিরিয়া, ইরাকের জনগণ দোয়াটা জানলো না কেন বুঝলাম না?

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পরে জবাব দিচ্ছি।

০৯ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: অবশ্যই আছে। রাসুল সঃ কখনো তার শত্রুদের জন্য বদদোয়া করেন নি। কিন্তু কিছু জালেম যারা চরম সীমালঙ্ঘন করেছে তাদের জন্য বদদোয়া করেছেন। ইসলামে বলা হয়েছে বিপথগামী দের জন্য সর্বপ্রথম হেদায়েতের জন্য দোয়া করার জন্য। কিন্তু যারা সরল পথ ছেড়ে শয়তান এর পদানুসরণ করে চরম লেভেলের সীমালঙ্ঘন করে তখন তাদের হেদায়েত এর জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে। কিন্তু গোমরা লোকরা তো সরল পথে আসবেনা। হেদায়েত এদের কপালে নাই। সীমালঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তো শাস্তি পেতেই হবে।

ফিলিস্তিন সিরিয়া ইরাক ক্যাচাল পুরনো। আল্লাহ কেন তাদের উপর যারা জুলুম করছে তাদের শাস্তি দিচ্ছেন না তা নয়ে বিগত ১৪ বছরে ব্লগে অনেক আলোচনা হয়েছে। দেখে নিয়েন। আপনি পুরনো ব্লগার আপনার তো ভালো জানার কথা।

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৩

জুল ভার্ন বলেছেন: একমত পোষণ করছি।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ বড়ভাই।

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

সোবুজ বলেছেন: শত্রু কি জন্য শত্রুতা করে সেটা খুঁজে বের করুন এবং সমাধান করলে আর শত্রুতা থাকবে না।দোয়া ফোয়ায় কাজ হয় এমন কোন প্রমান নাই।আপনি প্রয়োগ করে দেখতে পারেন।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথমত পোস্টের একদম উপরে নোট দেয়া পোস্টটা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের জন্য।

২য়ত আপনি আগে বলেন আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী নাকি অবিশ্বাসী।

৩য় দোয়া ফোয়া এর দোয়া ইসলাম ধর্মাবলম্বী দের বিশ্বাস। দেশের ৯০% মানুষের ধর্মানুভুতিতে আঘাত করে আপনি ব্লগীয় রুল ভঙ্গ করেছেন। অন্যের বিশ্বাস কে সম্মান করতে শিখুন।

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



একটু বেশী হয়ে গেছে; জনসংখ্যার চাপ, অসততা, দারিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার আমাদের সামাজিক জীবনকে কষ্টকর করে তুলেছে।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক।

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

সোবুজ বলেছেন: আপনি বিশ্বাস করেন কোন সমস্যা নাই।প্রচার করলে আলোচনা হবেই।প্রচার করবেন না আলোচনাও হবে না।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আলোচনা করার জন্য মন্তব্য করলে আলোচনা করতাম। আপনি দোয়া ফোয়া বলে যস্রা দোয়ার শক্তিতে বিশ্বাস করে তাদের কষ্ট দিয়েছেন যেটা অনুচিত।

৯| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: আলোচনা করা এবং কারো বিশ্বাসে আঘাত করা এক কথা নয়।

১০| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫০

বিটপি বলেছেন: কুকুর স্বভাবগতভাবে একটু নোংরা শ্রেণীর প্রাণী। এরা নোংরা ঘেটে খাবার সংগ্রহ করে, বা অন্য প্রাণীর মৃতদেহ ভক্ষণ করে। স্বভাবেও এরা উগ্র ও হিংস্র। প্রায়ই একে অন্যের উপর আক্রমণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ কারণে ইসলামে কুকুর পালনে নিরুৎসাহিত করা আছে। তবে হ্যাঁ, প্রভুভক্তিসহ অন্যন্য কারণে পশ্চিমা বিশ্বে কুকুরের বেশ জনপ্রিয়তা আছে।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
অনেক মানুষের চেয়েও কুকুর ভালো। হিংসায় উগ্রতায় এরা কুকুরের চেয়ে বহু এগিয়ে।

১১| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুকুর অত্যন্ত প্রভুভক্ত।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এবং বিশ্বস্থ।

১২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: টাকা ছাড়া হজ করার কি কোনো উপায় আছে কি আপনার কাছে ?

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: হজ্ব করার সামর্থ্য না থাকলে হজ্ব করা ফরজ নয়। আপনার মায়ের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকান হজ্ব এর সওয়াব পাবে। সকালে সূর্য উঠার ১৫ মিনিট পর ৪ রাকাত ইশরাক নামাজ পড়েন হ্বজের সওয়াব পাবেন।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'পোস্টটা শুধু ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য' বলার পরও মনে হয় দুই একজন বাইরের লোক ঢুকে পড়েছে। সমালোচনা করা আর বিদ্রুপ করার পার্থক্য এরা বোঝে না।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনারা এই ব্লগের সম্মানিত ব্লগার। তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য উদাত্ত আহবান জানাই।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্টের শিরোনামের কুকুর ছিলো, আমার পোষ্টে কুকুর আছে; কেমন েকটা গোজামিল হয়ে গেলো!

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হিংসাত্মক আত্না হিংসায় জ্বলে পূড়ে যাক।

১৫| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: একমত পোষণ করছি।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২১

সোবুজ বলেছেন: @রাজীব নুর,টাকা ছাড়া হজ্ব করার উপায় আমার কাছে আছে।আমার এক বন্ধু প্রতি বছর হজ্ব করতে যায়।ওর কাছে শুনে ছিলাম ওর কোন টাকা লাভে না।উপায়টা হলো,আপনি দশজন লোক ঠিক করবেন হজ্বে যাবার জন্য।আপনাকে বিনা পয়সায় ঐ দশ জনের সাথে পাঠিয়ে দিবে।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো বুদ্ধি।

১৭| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৩

সোনাগাজী বলেছেন:




আপনি একটু থামেন, আপনাকে জেনারেল করে দেবে।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: করলে করুক।রোজা দেখে ফ্রী। ব্লগে লেখার টাইম কই? প্যারা নাই।

১৮| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুর যতই ফালাফালি
লাফালাফি করুক হাটুর
উপরে কামড়াবার সাধ্য নাই।
তাই ভয়ের কারন নাই,
সারমেয়দের ঘেউ ঘেউ
করতে দিন।

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: U r টা লুলভির এর মাল্টি। রাজীব ভাই কে ব্লগীয় নীতিমালার আওতায় নিতে বাধ্য করছে সিন্ডিকেট বাজরা।

কুকুরের কাজ তো কামড় দেয়া। রমজানের মত সংযমের মাসের এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। হিংসা বিদ্বেষ পোষণ করছে। এদেরকে কুকুরের সাথে তুলনা করে কুকুরকে অপমান করবেন না।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১

সোনালি কাবিন বলেছেন: @ লেখক, একটা বিষয় জানার জন্য মন আকুপাকু করছে। লুলভির নামের মধ্যে কি আসল নামের কিছু অংশ বিদ্যমান আছে?

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ এখন একটা কেজি স্কুল। এই স্কুলের ছাত্ররা কথায় কথায় কমপ্লেন করে। এর চেয়ে বেশী কিছু বলার পরিবেশ এই মুহুর্তে ব্লগে নেই।

২০| ২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনালি কাবিন বলেছেন: অনেক আগে ব্লগে শাহ নামের একজনকে লুলশাহ উপাধি দেয়া হয়েছিল

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি লুলশাহ উপাধি পেলেও লুলভির এর মতো ক্লাসলেস না। সম্মান করার মতো অনেক গুণাবলি তার মধ্যে ছিল। লুলবির এর তো ব্যক্তিত্বই নেই। নোংরা সিন্ডিকেট বাজী করে ব্লগের পরিবেশ অস্থির করছে তাও রমজানের মতো একটা পবিত্র সংযমের মাসে।

২১| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



অপু, জটিলভাই, জ্যাকেল, জেকো ব্লগ, জুল ভার্ণ নিয়ে কথা কম বলুন।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ওঁকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.