নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আমার নাম বেশী বেশী নিলে তোমাদের বউরা মাইন্ড করবে। (কপি- পেস্ট)

২২ শে মে, ২০২২ দুপুর ১২:২২












এই ভদ্রমহিলার নাম মরিয়ম নেওয়াজ। পাকিস্তান মুসলীম লীগের বর্তমান ভাইস প্রেসিডন্ট।

মরিয়ম সব সময় ইমরান খানের সমালোচনা করেন। তাই গতকাল ইমরান খান তাকে উদ্দেশ্য করে বলেনঃ। “মরিয়াম, আমার নাম বেশি বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হতে পারে”

আজকাল আমার নামেও দেখি কিছু লোক দিনে ৩ বেলা তজবি জপছে। আমার অপরাধ আমি চাঁদগাজী আর রাজীব কে পছন্দ করি।
রাজীবের কপি পেস্ট আমি সমর্থন করিনা। অনেকবার বলছি। তাই বলে কি তারে ঘৃণা করব। চাঁদগাজীর কিছু মন্তব্যের ব্যাপারে আমিও একমত তার সংশোধন করা দরকার। তাই বলে তারে ঘৃণা করবো। তাদের ব্লগে লেখা বন্ধ করে উঠে পড়ে লাগবো?
না ভাই। এগুলো পারবোনা। হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলো আমার পাঠ্যপুস্তকে কখনো অন্তর্ভুক্ত ছিলোনা।থাকবেওনা।


" পাপপে ঘৃণা করুন পাপীকে নয় " "হিংসা কবীরা গুনাহ, এটা অন্তরকে এমন ভাবে পূঁড়ায় রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়"

আত্নতৃপ্তির জন্য হিংসামুক্ত হওয়ার বিকল্প নেই।

আর আমি জামাত শিবির কর্তৃক অনেক নির্যাতিত। তাই এদের দিকে আমি সবসময় ঘৃণা প্রকাশ করব। এদের তোমাদের জ্বললে আমার কিছু করার নেই।

ছবি সুত্র মুত্রঃ ফেসবুক।

মন্তব্য ৫৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪১

জুল ভার্ন বলেছেন: এই বক্তবের মধ্যে কিছুটা অসৌজন্যতা আছে। তবে আমাদের দেশে এর চাইতে জঘন্যতম ভাষায়ও রাস্ট্রের/সরকারের সর্বচ্চ পর্যায় থেকে হরহামেশা মন্তব্য করা হয় যুগ যুগ ধরে।

২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আত্নতৃপ্তির জন্য হিংসামুক্ত হওয়ার বিকল্প নেই।

২| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: মরিয়ম নেওয়াজ মামলা করবে বলছে তথ্য আজকের কিছু পত্রিকা। পরস্পর কাদা ছোড়াছুড়ি করা আমাদের এই উপমহাদেশের কালচার যা রাজনৈতিক নেতাদের মধ্যেও দেখা যায় ব্যপক ভাবে মোহাম্মদ গোফরান।

২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আইন যখন আছে মামলা করলেই হয়।
কিন্তু এখানে ন্যায় বিচার আছে?

২২ শে মে, ২০২২ বিকাল ৪:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জুনাপু কারো যদি ৫০ টা মাল্টিমিডিয়া থাকে এবং একাই ২ দিন পর পর পঁচা ড্রামা প্রচার করে আমাদের কি করার আছে? দেশে যে আইনের প্রয়োগ নেই।

৩| ২২ শে মে, ২০২২ দুপুর ১:০৫

শাহ আজিজ বলেছেন: এমনিতেই ব্লগ খালি হয়ে গেছে তারপর এইসব হাউকাউ আরও নিবিড় হয়ে ব্লগ বন্ধ করে দেবে । মডারেটররা কোন কারন দর্শানো ছাড়াই কপি কিছু পেলে তা মুছে দেবেন । আমরা খুব পজিটিভ দিকগুলো নিয়ে ভাবতে চাই । ব্লগ থেকে জামাত উচ্ছেদ চাই ।

২২ শে মে, ২০২২ দুপুর ১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ২ টা লাইন লেখার মেধা নেই এদের। ১০ লাইনের একটা পোস্ট লিখতে পারেনা। তার উপর ভালো ব্লগার দের তাড়াতে চায়।ক্যাচাল পোস্ট লিখে ২ দিন পর।

ব্লগে জামাতি ছাগুদের লাথানো জায়েজ। দেখলেই গদাম দিবেন।

২২ শে মে, ২০২২ বিকাল ৪:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: এই ব্লগে ২ জন আর তাদের ৫০ ছাড়া ছাড়া আর কোন ব্লগার এর দরকার নেই।

৪| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ভাই সাহেব সিলেট তো ডুবে যাচ্ছে। আপনাদের চিটাগাং এঁর অবস্থা কি?

২২ শে মে, ২০২২ দুপুর ১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চিটাগাং লেভেল অনেক হাই ক্লাস। বন্য টন্য কিছু করতে পারবেনা।

৫| ২২ শে মে, ২০২২ দুপুর ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বক্তবের মধ্যে কিছুটা অসৌজন্যতা আছে। তবে আমাদের দেশে এর চাইতে জঘন্যতম ভাষায়ও রাস্ট্রের/সরকারের সর্বচ্চ পর্যায় থেকে হরহামেশা মন্তব্য করা হয় যুগ যুগ ধরে।

বি.দ্র.: মন্তব্য খানি অনুমতি না লইয়া কাপি-পেস্ট করিলাম।

২২ শে মে, ২০২২ দুপুর ১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কথিত কপি পেস্ট এর অন্তরালে জামাতি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা, হিংসা করে কোন ব্লগার কে রগ কেটে দেয়া হচ্ছে কিনা ভেবে দেখতে হবে।

৬| ২২ শে মে, ২০২২ দুপুর ২:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১। " পাপকে ঘৃণা কর পাপীকে নয় " - কিংবা
২। " অহিংসা পরম ধর্ম " - বা
৩। " ক্ষমাই মহত্তের লক্ষণ" -

এসব শুধু পড়ার জন্য পড়া নয় বরং আমাদের সকলের জীবনে অনুকরণীয় হওয়া উচিত এবং এসবই সকল ধর্মের মূল সুর।
তবে বর্তমানে আফসোস একটাই, আমরা সবাই এখন নিজেদেরকে ধার্মিক দাবী করি তবে ধর্মের মূল সুরকে অস্বীকার করি বা মেনে চলিনা।

অফ টপিক - ইমরান খান একসময়ের ;) প্লেবয় , কাজেই মরিয়ম নেওয়াজ বেশী বেশী তার নাম নিলে তার স্বামী মাইন্ড করতেই পারে তবে - মরিয়ম নেওয়াজ ও কম সুন্দরী নয় ।

২২ শে মে, ২০২২ বিকাল ৩:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের এথিক্স নেই। জন্মপরিচয়হীন জারজরা তো অপরকে হিংসা করবে।
আমার বউ আমাকে ৩ দিন থেকে মুবাইল ব্যাবহার করতে দিচ্ছেনা। আমি নাকি ইদানিং ছাগুদের পেছনে বেশী সময় দিচ্ছি।
আরো বলছে এদের লেভেলে নামা অপমানজক।

৭| ২২ শে মে, ২০২২ দুপুর ২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ইমরান সমর্থক পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক বেশী।
ইমরানের উচিত বাংলাদেশে নির্বাচনে দাঁড়ানো।

২২ শে মে, ২০২২ বিকাল ৩:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত। চোখ কান খোলা রেখে চারপাশে ভালো করে দেখলে তা সহজে অনুমেয়।

৮| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি অযথাই ব্লগার চাঁদগাজী ও রাজিব কে নিয়ে বন্দনা গেয়ে লাইম লাইটে আসতে চাচ্ছেন; কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এইটা স্বাভাবিক। কিন্তু আপনার বন্দনা গাওয়া একটু অস্বাভাবিক। :(

২২ শে মে, ২০২২ বিকাল ৩:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো ভন্ড নই। যাকে ভালোবাসি তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমি লজ্জা পাইনা। চিতকার করে বলি ভালোবাসি।
আমি ২০১৬ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত লাইম লাইটে আসতে চাইনি আজ চাচ্ছি? ভালো ভালো।

৯| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:০৮

খাঁজা বাবা বলেছেন: কথা দুই রকম হয়ে গেল তো :)

২২ শে মে, ২০২২ বিকাল ৩:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কেমনে বুঝাইয়া বলেন :)

১০| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৩৩

খাঁজা বাবা বলেছেন: একদিকে আপনার বিদ্বেষ নাই, আবার জামাত কে ঘৃনা করেন।

২২ শে মে, ২০২২ বিকাল ৪:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: দুঃখিত জবাবটি মন্তব্য আকারে প্রকাশিত হয়েছে।

১১| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: জামাত কে এদেশের ১৯ কোটি ঘৃণা করে, শুধু আমি নই। চাদগাজী আর রাজীব কে ঘৃণা করে যারা ক্যাচাল ছাড়া কিছু লিখতে জানেনা ওরা।

১২| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:২১

রানার ব্লগ বলেছেন: ভাই সবি নাকি সিন্ডিকেটের খেলা !!! আমি শুনে তাজ্জব !! ব্লগেও সিন্ডিকেট !!!!

২২ শে মে, ২০২২ বিকাল ৪:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: লোকে তো তাই বলছে। কিন্তু যতো দোষ নন্দঘোষ। এই ব্লগে সব কানুন শুধু আমি নুরু ভাই সামু পাগল চাদিগাজি আর বেছেরা রাজীবের জন্য।কেউ যদি ১০ মাল্টিমিডিয়া খুলে দুইদিন পর গু নাটক সম্প্রচার করে নিরুহ ব্লগার দের কি করার আছে।

১৩| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ভাগ্যবান!
যে যাকে ভালোবাসে
তার নাম বেশী জপে।

২২ শে মে, ২০২২ বিকাল ৪:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: মুখে দিছে কি? বললেই তো হয়।

১৪| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:৩১

খাঁজা বাবা বলেছেন: আমি চাদ্গাজী বা রাজীব ভাইয়ের লেখা পড়ি, সুতরাং ওই দিকে যাচ্ছি না।
বাংলাদেশে ৫% মানুষ খাশ জামাত। যা বর্তমান আওয়ামীলিগের প্রায় সমান।
১৯ কোটি মানুষের মধ্যে ৫% জামাত ও আছে। :)

২২ শে মে, ২০২২ বিকাল ৪:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: তাহলে ঐ ৫% বাদ যাবে। কিন্তু আমি শুনছি দেশে নাকি এখন সব আওয়ামিলীগ।

১৫| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:৪৯

খাঁজা বাবা বলেছেন: দেশে সব আওয়ামীলিগ হলে জামাত এর নাম আলাদা ভাবে না বলা এ ভাল। :)

২২ শে মে, ২০২২ বিকাল ৪:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি খাজা বাবা গানটি শোনেছেন?

১৬| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:১৬

জাদিদ বলেছেন: ব্লগার রাজীব নূরের বিরুদ্ধে লেখা কপি এবং অন্যান্য ব্লগীয় আচরন লংঘন করার কারনে ব্লগটিম থেকে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আশা করা যায়, ব্লগার রাজীব নুর এই জাতীয় ভুল আর করবেন না। যেহেতু তাকে নীতিমালার আওতায় আনা হয়েছে, তাই এই ব্যাপারে যে কোন প্রসঙ্গে বার বার রাজীবনুর কে টেনে আনে উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তিগত সংক্ষুদ্ধতার ইংগিত প্রদান করে।

চাঁদগাজীকে নিয়ে কিছু বলার নাই। একটা সমাজে সবাই একই মানসিকতার হয় না। অযাচিত খোঁচাখুচির চুড়ান্ত তিনি করেছিলেন এবং তার এই কাজকে অনেকেই উৎসাহ দিয়েছে। তিনি ভালো লিখেন, সমালোচনা করেন, ভালো রসবোধ সবই আছে এবং মানি কিন্তু তাই বলে অন্যায়ভাবে ভাবে ব্যক্তি আক্রমনকে গ্রহন করা হবে না।

আপনারা অনুগ্রহ করে উনাকে এই সব অন্যায় ভাবে সাপোর্ট করা বন্ধ করুন। আপনারা সাপোর্ট করেন বলেই তিনি এই ধরনের অন্যায় আচরন করেন। তিনি যদি নিজেকে শুধরে নিতে পারেন, তাহলে আমাদের কাছে তিনি গ্রহনযোগ্য হবেন।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। আমি অসংখ্য বার বলেছি রাজীব আর চাঁদ ভাই এর দৃষ্টিকঠু ব্যাপার গুলো আমি সমর্থন করিনা। করবও না। তাই বলে কি তাদের কে ভালো লাগার অধিকার আমার নেই। আমি শায়মাপুর পোস্টেও একাধিক মন্তব্য করি কারণ উনাকে আমি খুব পছন্দ করি সম্মান। কারো প্রতি সম্মান ভালো বাসা দেখানো কি অপরাধ?

প্লিজ চাঁদগাজী নিকটি আনব্যান করে দিন। উনি যদি এধরনের আচরণ আবার করেন তাহলে সোলেমানি ব্যান করিয়েন। আমি উনাদের পক্ষে তখন কথা বললে আমাকে যা শাস্তি দিবেন মাথা পেতে নিব।

১৭| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



যারা লিখতে পারে না, যা লেখে উহা ভুল ধারণাকে পোষণ করে লেখে, তারা আমার সমালোচনাকে "ব্যক্তি আক্রমণ" বলে থাকেন।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ আপনাকে যারা সম্মান করে ভালোবাসে তাদের নিয়ে থাকুন। যারা অপছন্দ বা ঘৃণা করে ওদের পোস্টে যাবেন না।

১৮| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:২৯

বিটপি বলেছেন: আপনি কি কেবল নির্যাতিত হবার কারণে জামাতকে ঘৃণা করেন, নাকি অন্য কোন কারণ আছে? যদি কেবলমাত্র নির্যাতিত হবার কারণেই করে থাকেন, তবে সবচেয়ে বেশি ঘৃণা তো প্রাপ্য বর্তমান ক্ষমতাসীন দল। কেবল নিজ দলীয় কর্মী ছাড়া বাংলাদেশের ইতিহাসে এমন কোন দল নেই যে এদের নির্যাতনের শিকার হয়নি। এমনকি যারা কোন রাজনীতির সাথে জড়িত নয় - এমন অনেক অনেক নিরীহ মানুষও এদের নির্যাতন থেকে রেহাই পায়নি। তাই জামাতকে ঘৃণা করলে এদেরকে তো আরো বেশি ঘৃণা করা উচিৎ।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বিটিপি@ আপনাকে আমি পছন্দ করি। আরেকদিন বলবো রিজেন।

১৯| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

খাঁজা বাবা বলেছেন: জ্বি না, আপনার কালেকশান এ থাকলে দিতে পারেন, শুনে নেব। :)

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনিও আমার পছন্দের মানুষ। খাঁজাবাবা মারহাবা গান লিখে ইউটুবে সার্স দিন।

২০| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

আরইউ বলেছেন:




@জাদিদ,
রাজীব নূরকে কেউ ব্যক্তিগত উদ্দেশ্যপ্রনোদিত কারণে খোচাঁ খুঁচি করছেননা। আপনার তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে লেখা কপি-পেস্টের কারণে রাজীব নূর শাস্তি পেয়েছে। কিন্তু, আমাদের রাজীব সাহেব প্রতিনিয়ত বলে বেড়াচ্ছে যে সে আদতে কপি-পেস্ট করে না; সে দিনে চাইলে ১০/২০ টি মৌলিক লেখা প্রসব করতে করতে পারে, তো তার অন্যের লেখাচুরির প্রয়োজনটাই বা কী, ইত্যাদি, ইত্যাদি। নিজের মন্তব্যে সে বলেছে “যারা জোরজবদস্তি আমাকে দোষী সাবস্ত করতে চেয়েছিলো। তাঁরা সাকসেস হয়নি। তাঁরা আমার গত দুই বছরের পোষ্ট গুলো দেখুক। কিছু কপিপেস্ট খুঁজে পায় কিনা।

এখন কেউ যদি ইতিহাস নিজে রচনা করতে চায়, ভুল তথ্য ব্লগারদের দিতে চায়, তাহলেতো তার সামনে সঠিক ইতিহাস তুলে ধরা সবার দায়িত্ব!

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ওরে আমার মৌলিক বাবু! জীবনে একটা পোস্ট দেয়নাই এইখানে আইছ্র সুশীল সাঁজতে। চামচামি আর কতো। এইবার মানুষ হও।

২১| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

জাদিদ বলেছেন: @আর ইউঃ যার যা খুশি তাতে তা বলতে দিন না! পাগলের সুখ তো মনে মনে! পাগলের সুখ মিথ্যে প্রমান করার জন্য যদি কেউ নিজে পাগল হয়, তাহলে তো সেটা ভালো দেখায় না।

রাজীব নূর যদি মনে করেন, তিনি বাদশাহ নামদার বা তিনি কোন অপরাধ করেন নাই, তিনি বলুক। ব্লগ টিম যখন দেখবে, তিনি আবার নীতিমালা লঙ্গন করেছেন, অনুতপ্তহীনতার কারনে তিনি একই অন্যায় আবার করেছেন - ঠিক মুহুর্তেই তিনি নীতিমালার আওতায় আসবেন। - এই কথা মনে হয় আমি ১০০ বার বলেছি, আপনি বা আপনারা ১০০ বার আমাকে বলতে বাধ্য করেছেন।

সমস্যা নাই, আমি আরো ১০০ বার শুনতে প্রস্তত আছি। যেদিন আমি দেখব রাজীব নুর আবারও কপি পেস্ট করেছেন পোস্টে বা মন্তব্যে - সেদিন তাঁর বিদায়। এইভাবে পরিষ্কারভাবে বলার পরেও, আবারও যদি রাজীব নূরকে নিয়ে কোন পোস্ট আসে, সেটা আমার কাছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত কারন বলেই মনে হবে।

এই বিষয়ে আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি। আমি মনে করি - সব কিছুর একটি সীমা এবং শেষ থাকা প্রয়োজন।
ধন্যবাদ।

২২| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

আরইউ বলেছেন:




@জাদিদ,
আপনাকে নিশ্চয়তা দিচ্ছি “পাগলের সুখে“ কেউ পাগল হচ্ছেনা। কেউ কোন ন্যারেটিভ ম্যানুপুলেট করতে চাইলে কাউন্টার আর্গুমেন্ট আসবেই। সেই আর্গুমেন্ট যদি সত্য হয়, ভ্যালিড হয়, আপত্তিকর না হয়, ব্লগের নীতিমালার বাইরে না হয় তবে তা উপস্থাপনে কোন সমস্যা দেখছিনা।

আমরা সাধারণ ব্লগাররা গত কয়েক বছরে দেখেছি অন্যায়ের চুড়ান্ত করেও সামহোয়ারইনে টিকে থাকা গেছে, তাই ধরুন আমি নীতিমালার ভেতরে থেকে লিখলে তা আশাকরি আপনার দেয়া সীমা অতিক্রম করবেনা। সঠিক কথা লেখা নিশ্চই নীতিমালার বাইরে নয়!

ভালো থাকুন, জাদিদ, সবসময়!

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মুখ লুকাইয়া আর কত দিন? হেডম থাকলে সামনে থেকে খেলেন দেখি পশ্চতদেশে কত জোর। মাল্টি থেকে হিজড়ারা হেড়ম দেখায়। ৬ বছরে একটা পোস্ট লেখার হেডম নেই আইছে মারা খাইতে। যান ফুটেন।

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দূর হন এখান থেকে। নির্লজ্জের মত আমার পোস্টে মন্তব্য করতে আসছে। আরেকবার আসলে কানে ধরে ব্লগের বাইরে রেখে আসব।

২৩| ২২ শে মে, ২০২২ রাত ৯:২৯

জগতারন বলেছেন:
“মরিয়াম, আমার নাম বেশি বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হতে পারে”
=p~ =p~ X((

২২ শে মে, ২০২২ রাত ১১:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। ক্রিকেটার তো। মজার লোক।

২৪| ২২ শে মে, ২০২২ রাত ৯:৩৮

জগতারন বলেছেন:
রাজীব নুর বলেছেন:
ভাই সাহেব সিলেট তো ডুবে যাচ্ছে। আপনাদের চিটাগাং এঁর অবস্থা কি?
অনেক দিন পর একবার বন্যা আর্শবাদ বলে মানি।
কিন্টু স্বোয়ামী ছড়া, পোলা-মাইয়া হীন, সংসারহীন অস্বাভাবিক মহিলা মমতা'র
অ-মমতা কার্যকলাপ হওয়ারও সম্ভাবনা আছে তা'ও আমাদের বুঝতে হবে।

২৩ শে মে, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: নায়ক রিয়াজ চট্টগ্রাম কে কোন একটা দেশের সাথে তুলনা করছে মনে আছে?

২৫| ২২ শে মে, ২০২২ রাত ১১:৩২

রানার ব্লগ বলেছেন: এই যারা আধা নুন খেয়ে রাজীব নুর আর সোনগাজী কে নিয়ে পরে আছেন তাদের বলছি দয়া করে থামুন জাদিদ ভাই তার কমেন্টে পরিষ্কার করে বলে দিয়েছেন তার পরেও আপনারা যদি এই বিষয়ে লেখা অব্যাহত রখেন লেবু তিতা হতে বাধ্য। আমার মনে হয়না ব্লগের বিষয়বস্তু কেবল এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ।

২৩ শে মে, ২০২২ রাত ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনার দাম আজকের বাজারে ৮২০০০ হাজার টাকা। আলগাবে কেমনে?

২৬| ২৩ শে মে, ২০২২ রাত ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই
ক্ষ্যান্ত দিন।
যুক্তিতে মুক্তি নাই
সেখানে ভয় পাই।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ পড়ে না দেখে আমার বিরুদ্ধে দেয়া পোস্টটি দৃষ্টি আকর্ষণীয় হওয়ার জন্য পোস্টে ছবি ইউজ করছে আমারই একটা ছোট বোনের।হাসবো না কাঁদব? জোকস লিখসে হাসি তো আসেনাই বরং মানুষ বিরক্ত হইসে।

২৭| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫৭

অক্পটে বলেছেন: এই পোষ্ট থেকে কি শিখলাম বুঝতে পারছিনা।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এই পোস্ট থেকে যারা শিখিলাম

১) যার কাজ তারেই মানায় অন্য কাউকে নয়।
২) ইট মারলে পাটকেল খেতে হয়।
৩) হিংসা করা করা কবিরাহ গুনাহ। তাওয়াবে নসুহা করতে হবে প্রতিবার হিংসার জন্য। হিংসার মাধ্যমে যে অপরের ক্ষতি করছে তার জন্য ইহকাল ও পরকালে রয়েছে শাস্তি।
৪) পাপীকে নয় পাপকে ঘৃণা করুন।

২৮| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩

অধীতি বলেছেন: এই বিতর্ক কি শেষ হবেনা?
ব্লগিংয়ের প্রধান বিষয়বস্তু দেখতেছি কপি-পেস্ট নীতিমালার আড়ালে রাজীব নূর আর চাঁদগাজী হয়ে যাচ্ছে।

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমারও একই কথা এসব বন্ধ করুন। এক লেবু আর টিপে আর কতো তিতা করবেন।

২৯| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই ওদের সম্বলই এক লেবু,
সবাই মিকে তাই কচলিয়ে নরক গুলজার
করছে! পচা কাঠাল খেতে দ্দিন।

লুল প্রাকাশ করেছে ওই ছবি দিয়ে।
ল্গুলায়িত মনের লোল দেখুক সবাই।

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বর্তমানে। যে কেউ দতে পারে সোর্স উল্লেখ করে। ঐটা সমস্যা নাই।
আমার খারাপ লাগছে আমি তাদের সাথে কখনোই মিসবিহেভ করিনি।ভদ্র ভাবে কথা বলছি। যখন শুধু রাজীবকে টার্গেট করে পোস্ট দিসে তখন আমি বলছি সব কপি পেস্টারদের তালিকা করুন। এজন্য আমাকে চামচা বলে ব্যাক্তি আক্রমন করছে। আমার অপরাধ আমি রাজীবকে (তার কপি পেস্ট কে নয়) পছন্দ করি। শেষ পর্যন্ত ব্যাক্তি আক্রমণ করে পোস্ট দেয়ার পর ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেসে।

আমরা বিষয় টা মডারেশনের হাতে ছেড়ে দেই। এগুলো নিয়ে আর হাউ কাউ না করাই বেটার।

সবাইকে হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.