নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

২৩ শে মে, ২০২২ রাত ১১:৫১

আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছি। কে বা কারা এই পোস্টটি অহেতুক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে রিফ্রেশ দিয়ে ইতিমধ্যে ৭০০ বার পঠিত করছে। এই কাজ যে করছে সে খুব নোংরা মানসিকতার লোক। প্লিজ তার আইপি সিলেক্ট করে তাকে ব্যান করার অনোরোধ করসি। এভাবে চলতে থাকলে তো হবেনা। প্লিজ তাকে খুজে বের করে সবার সামনে আনুন যেন এসব নোংরা কাজ আর কেউ না করে। এরা এগুলো কেন করছে আমার জানা নেই। কেউ জানলে জানাবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব মন্দ লোক সব জায়গায় থাকে। এটা আপনাকে মেনে নিতে হবেই।
মক্কা মদীনায়াও মন্দ লোক আছে।

২৪ শে মে, ২০২২ রাত ১২:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ সভ্যদের জায়গা। অসভ্যদের এখানে থাকতে হবে হয়তো নিজেকে পরিবর্তন করে সভ্য হতে হবে অথবা ব্যান হবে। ব্লগের সিস্টেম এরকমই হওয়া উচিত ।

০১ লা জুন, ২০২২ দুপুর ১:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: জন্ম পরিচয়হীন নিষিদ্ধ পল্লী তে জন্ম নেয়া জারজ দের বিচার করবে বলে তো মনে হয়না।

২| ২৪ শে মে, ২০২২ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: উদ্দেশ্যপ্রনোদিত ভাবে রিফ্রেশ দিয়ে ইতিমধ্যে ৭০০ বার পঠিত করছে।

আপনার এবং নুর সাহেবের দুটি পোস্ট দেখলাম হাজারের ঘর পার করেছে।
এটা কি করে করে?
এটা করলে পোস্ট দাতার ক্ষতি কি? বরং লাভইতে মনে হচ্ছে।
বিষয়টা কি?

২৪ শে মে, ২০২২ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো উদ্দেশ্য প্রনোদিত কেউ করছে যা করা ঠিক না। ৫ লাখ ফেক পঠিত হওয়ার চেয়ে ১ বার প্রকৃত হওয়া অনেক ভালো। নিজের পোস্টে অহেতুক এতোগুলো পঠিত সংখ্যা আমার জন্য আমার জন্য অপমানজনক।

৩| ২৪ শে মে, ২০২২ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



এগুলো কে করছে, বের করা সোজা হবে না। এটার মাঝেই বাস করতে হবে।

২৪ শে মে, ২০২২ রাত ২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের পোস্ট বেশি বার পঠিত করে উহাদের কি লাভ ?

৪| ২৪ শে মে, ২০২২ রাত ১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিফ্রেশ করার তরিকা কি?
শিখতে চাই, হাজার হাজার
পাঠক নিজে জন্ন দিমু!

২৪ শে মে, ২০২২ রাত ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লেপটপ ওপেন করে কি বোর্ডের ctrl+ F5 ক্লিক করতে থাকুন। এগুলো পারসোনালিটিলেসরা করে থাকেন। এই কাজ করতে আপনার বিবেকে লাগবে।

৫| ২৪ শে মে, ২০২২ ভোর ৪:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার সচেতনতাকে অভিনন্দন জানাই।
৫ লাখ ফেক পঠিত হওয়ার চেয়ে ১ বার প্রকৃত হওয়া অনেক ভালো। নিজের পোস্টে অহেতুক এতোগুলো পঠিত সংখ্যা আমার জন্য আমার জন্য অপমানজনক। আপনার এই উপলব্ধিটি আমার খুব ভাল লেগেছে গোফরান ভাই, -মনেপ্রাণে সমর্থন করি।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ বদ্দা।

৬| ২৪ শে মে, ২০২২ সকাল ৭:০০

নজসু বলেছেন:



এই জিনিসটাই আমার একেবারে অপছন্দের।
আমি আগেও দেখেখি অনেক পোষ্টে লাইক নাই কমেন্ট নাই অথচ সেটা সর্বাধিক পঠিত পোষ্টের তালিকায় চলে গেছে।
আপনাকে সাধুবাদ জানাই।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কেন করে এসব? এরা কি সাইকো? ব্লগে কি সবাই বেকুব? ব্লগবাসী সব বুঝে এগুলো করে লাভ নেই।

৭| ২৪ শে মে, ২০২২ সকাল ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ না বলেই আমি জানি। কিছু অনলাইন 'বাগ' আছে, যার কারণে হঠাৎ হঠাৎ কোনো পোস্টের ভিউসংখ্যা অস্বাভাবিক রকম বেশি দেখাতে পারে। কয়েক বছর আগেও একবার এরকম দেখেছিলাম। তবে, এরকম বেশি দেখানোয় পোস্টদাতার আহ্লাদিত হবার কোনো কারণ নেই যে, তার পোস্টটি প্রচুর পাঠকপ্রিয়তা পাচ্ছে :) কথাটা বললাম এ কারণে, এর আগে একবার এক ব্লগারের পোস্টে এরকম হুহু করে ভিউসংখ্যা বেড়ে যাচ্ছিল, খুবই সাদামাটা, নিম্ন মানের পোস্ট হওয়া সত্ত্বেও। তা দেখে তিনি গর্বে ফুলে-ফেঁপে উঠে বলছিলেন, তার পোস্ট কতই না উন্নত মানের :)

ইউটিউবে কিছুদিন পর পর এ রকম নোটিশ পাই যে, ভিউসংখ্যা সঠিকভাবে দেখানোয় তাদের সমস্যা হচ্ছে, টেকনিক্যাল এরর ঠিক করা হচ্ছে। এরর ঠিক করার পর দেখা যায়, ৫৫১৯ ভিউ নেমে ৮৩-তে চলে এসেছে।

রিফ্রেশ করে হয়ত কিছু ভিউ বাড়ানো যায়, কিন্তু ৭০০-তে নেয়া সম্ভব নয় বলেই আমি মনে করি। আর আপনার পোস্ট অন্য কেউ রিফ্রেশ করতে যাবে কোন সুখে?

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এতোগুলা পোস্টের মধ্যে শুধু আমি আর নুরু ভাই পোস্ট কে বাগে ধরেছে? কি যে বলেন না আপনি প্রিয় ব্লগার।

৮| ২৪ শে মে, ২০২২ সকাল ৯:১৮

শাহ আজিজ বলেছেন: তাহলে আমার পোস্টেও এরকম ঘটেছে মনে হচ্ছে । একটু সন্দেহবান ছিলান আজ গোফরানের পোস্টে পরিস্কার হলাম । যাক আমি কিছু মনে করি নাই ।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের ক্ষমা করুন। এরা ব্যাক্তি জীবনে খুব নিঃসঙ্গ এবং দুখি। তাই এগুলো করে বেড়ায় ব্লগে। কাজ না থাকলে আর কি করবে?

৯| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: এটাতো অত্যন্ত বিরক্তিকর একটা কুরিপু!

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এসব করে কি মজা?

১০| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: "এতোগুলা পোস্টের মধ্যে শুধু আমি আর নুরু ভাই পোস্ট কে বাগে ধরেছে? কি যে বলেন না আপনি প্রিয় ব্লগার।"

এগুলো টেকনিক্যাল ইস্যু।

আর প্রিয় গোফরান ভাই, কিছু মনে করবেন না, আপনার রিপ্লাইটা খুবই বাচ্চাদের মতো হয়ে গেছে।

১১| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

১০ নাম্বার কমেন্টটা মুছে দ্যান মিয়া। এই ১১ নম্বরটাও :)

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মুছার দরকার কি?

১২| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কোনো কোনো নিষ্প্রভ ভিডিওতে হঠাৎ ভিউসংখ্যা অস্বাভাবিক বেশি দেখায়, আমি অবাক হই, সকালে দেখলাম মাত্র ২০০, আর এখন ২৩ হাজার হয় কীভাবে? সন্ধ্যার সময় ওটা আবার ২০০'র ঘরে নেমে আসে। আর এসব অহরহই হয়ে থাকে টেকনিক্যাল এররের কারণে।

উপরে যে ব্লগারের কথা বলছিলাম, তার পোস্টে যদ্দূর মনে পড়ে ভিউসংখ্যা ১০ হাজারের উপরে চলে যেত, যা রিফ্রেশ করে ২/১ ঘণ্টায় বাড়ানো সম্ভব না, আর এটা কেউ করবেও না। এগুলো 'বাগ', হতেই পারে। ২/৩টা পোস্টের পর ওগুলো আবার ঠিক হয়ে যায়।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ব্লগে একজনকে টার্গেট করা হয়েছিল। তাই ভুই পাইছিলাম।

১৩| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ লেপটপ ওপেন করে কি বোর্ডের ctrl+ F5 ক্লিক করতে থাকুন। এগুলো পারসোনালিটিলেসরা করে থাকেন। এই কাজ করতে আপনার বিবেকে লাগবে।

আমিতো মোবাইল থেকে লিখি তা হলে
আমার কি হবে?
মোবাইল থে কি কিছু করা যায় না?

২৫ শে মে, ২০২২ দুপুর ২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মুবাইল থেকে কিভাবে করে আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.