নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

টিকটকের মাধ্যমে কেউ রোজগার করলে তা কি দোষের কিছু?

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৪


সামাজিক মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো টিকটক। কি নেই এতে? বিশ্রি গান, উদ্ভট অভিনয়, লাইভের নামে পাগলামি, হাউকাউ, ম্যাওপ্যাও। টিকটকে ঢুকলে মনে হবে আপনি অদ্ভুত কোন স্থানে প্রবেশ করেছেন।

ধরুন, একটি ছেলে বা মেয়ে ক্যাটওয়াক পারেনা সে হুদাই ক্যাটওয়াকের ভিডিও আপলোড দিচ্ছে।কেমন লাগবে দেখতে? হয়তো অনেকের কাছে এগুলো শুধু ফান। অন্যদেশের লোকজন হয়তো সুন্দর ভাবে টিকটক ব্যাবহার করসে। কিন্তু বাংলাদেশের ছেলে/মেয়েরা টিকটক ব্যাবহার করার নামে যা করসে তা রীতিমতো পাগলামি।

বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকারের নাম অনামিকা ঐশী। শুধু তার টিকটক ভিডিও এর ভিউ আর সৌন্দর্যের কারণে এই ঈদে তাকে নিয়ে নাটক বানিয়ে ফেলা হইসে।অন্তর্জাল তারকা অনামিকা ঐশী অভিনীত নাটক এর নাম দিসে ‘ড্রেসআপ সেন্স নাই’। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত এ নাটকে অভিনয় করছেন বিশিষ্ট অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। সামাজিক পাতায় তুমুল জনপ্রিয় ঐশী। শুধু এটাই যোগ্য্য।জীবনেও মঞ্চ নাটক করেনি। এমন কি অভিনয়ও শিখে নি।

এই নাটকটির ভিউ কোটি ছড়িয়ে যাবে। ঐশীর ভক্তরা দেখবে সে নাটক। এই টিকটক তারকাদেরর দিকে তাকিয়ে থাকছে বিভিন্ন কোম্পানি। শুধু জনপ্রিয়তা বিবেচনা করে এদের বানানো হচ্ছে ব্রান্ড আম্বাসেডর।

ফেসবুকও টিকটক হয়ে যাচ্ছে বলে আমরা দুঃখ করসি অথচ এই আমরাই জন্ম দিচ্ছি টিকটকার নামক প্রতিবন্ধীদের। (এখানে বডি শেমিং করা হয়ন। দেশের অধিকাংশ মানুষ তাদের প্রতিবন্ধী তাদের প্রতিবন্ধী বলসে)|

আমার এক মডেল ছোট বোন সামিরা খান মাহি একজন জাত মডেল। সে টিকটকে ভিডিও আপলোড দিলে তাকে মানাচ্ছে।দেখতে খুব উপভোগ্য। কারণ সে নাছ বা অভিনয় করতে জানসে। কিন্তু উদ্ভট যারা কিছু না পেরে যেসব গাধারা টিকটক করার নামে হাউ কাউ করসে তা সত্যি হিরু আলমকেও হার মানায়।

অবশ্য কোন বেকার মেয়ে বা ছেলে টিকটক করার মাধ্যমে রোজগার করলে তা আমি দোষের মনে করি না। আমাদের দেশে কর্মসংস্থান নেই। এতো গুলো তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কি আমরা জানি না।




আমার বানানো এভ্রিলের টিকটক স্ট্যান্ডার্ড ৮ সেকেন্ডের ভিডিও টি দেখুন। আসলে যাকে যেটাতে মানায় না বা যে যেটা পারেনা তা করতে গেলে রেডিকুলাস লাগে।

ছবিতে অনামিকা ঐশী। ফেসবুক থেকে ছবিটি নেয়া হয়েছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৭

সোনাগাজী বলেছেন:



বিশ্ব গত ২০/৩০ বছর সামাজিক সমস্যার মাঝে আছে, অনেক জাতির মানুষ হতাশায় ভুগছে; ইহার কারণে, মানুষ প্রচলিত সংস্কৃতিকে ব্যংগ করছে।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক না হওয়ার কোন অবকাশ পর্যন্ত নেই।

২| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৩

নতুন বলেছেন: টিকটকের মাধ্যমে কেউ রোজগার করলে তা কি দোষের কিছু?


টিকটকের বেশিরভাগ কন্টেট খুবই নিন্মমানের :(

তারচেয়ে ইন্সটাগ্রাম অনেক ভালো।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ইনস্টাগ্রামে টিকটকার দের ভাত নেই। ইনস্টাগ্রামে সব ক্লাসি লোকজন। টিকটকের ছাগলামি ওখানে চলবে না।

৩| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে খুব সহজে টাকা ইনকাম করতে দেখলে আমার নিজের গায়ের ভিতর কেমন যেন করে।
ইউটিউবে একজন ভ্লগার কিভাবে টাকা ইনকাম করে সেটাতো দেখি। সারাদিন কি করে সেটা আপ্লুড দেয়।ব্যাস ইনকাম।

এইভাবে টাকা ইনকাম করতে দেখলেই গা কিরমির করে। :|

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ওরা আর কিই বা করবে? দেশে কাজ নেই। এখন ছেলে মেয়েরা অন্যের বোঝা হয়ে থাকতে চায়না।

৪| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুম আমি খারাপ বলছি না। খারাপ লাগে , কত সহজে আজে বাজে কন্টেন্টে ইনকাম করছে। এইভাবে ইনকাম করলে আর কোন ভাবে ইনকাম করতে ভালো লাগবে না।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সবাই ইনকাম করতে পারসেনা। সিলেক্টিভ কিছু ইনকাম করসে যারা আসলেই ক্লাসি। অন্যি গুলো হুদাই টিকটকে পাগলামি করে।

৫| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: টিকটক রুচিহীনদের ঘরবাড়ি বলে মনে হয় । এটা বাংলাদেশে বন্ধ করা উচিত । অনেক ছেলে মেয়ে টিক টকের কারণে খারাপ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এই এপস টা বাংলাদেশে ব্লক করা জরুরি।

৬| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: টিকটক মানে এখন পাগলামী ছাড়া কিছু নয়; সুন্দরটাকে বাদ দিয়ে বিকৃত মানষিকতার দিকে ধাবিত হচ্ছে।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু ক্লাসি টিকটকার ছাড়া বাকি গুলো ছাগল।

৭| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উপরের দুটো মন্তব্যে ৫ আর ৬ এর সাথে একমত।
প্রেক্ষিতে একটা কোথায় মাথায় আসলো --- সবাই সৌন্দর্য্য নিতে পারে না , ধারণ করতে পারেনা।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। যাকে যেটাতে মানায় না তা পরিহার করা উচিৎ।

৮| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: টিকটকের সাথে আমার যোগাযোগ নেই।
কি জিনিস আপনি তৈরি করছেন তার উপরে নির্ভর করে দোষ গুণের।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ১০% রিয়েল অর্টিস্ট ভালো করসে, ৯০% হাউকাউ। শুধুশুধু ফাজলামো করসে।

৯| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫২

রানার ব্লগ বলেছেন: না একদম কোন দোষ নাই !! আউট সোর্সিং যদি দোষের কিছু না হয় টিকটকের আয় দোশের কিছু না । কিন্তু টিকটক করতে গিয়ে অন্যায় কিছু হলে তা দোষের !!!

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাও ১০% খুব ভালো করে টাকা ইনকাম করসে, ৯০% হাউকাউ আর ম্যাওপ্যাও।

১০| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতি হিসেবে আমরা কতটা নীচে আছি তার প্রমাণ হল, টিকটক কনটেন্ট নির্মাতারা আর লাইক শেয়ার ওয়ালারা...

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকে পেটের দায়ে করে। এটা দোষের নয়। ৯০% ম্যাও প্যাও হাউ কাউ করে। এরা ফাজলামো করসে।

১১| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


পেটের দায়ে টিকটক থেকে ইনকাম করে কতভাগ?

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ২০ % | আনুমানিকভাবে।

১২| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকে লিংক দিছে,তবে আমি কখনো এই এপ্স ডাউনলোডই করিনি।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুলেও যাবেন না লিটন ভাই। একবার এডিকটেড হয়ে গেলে আপনি শেষ। আমার পরিচিত অনেক ছোট ভাই ব্যন ৯০% সাইকো হয়ে গেসে।

১৩| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টিকটক আগামীতে মিডিয়া ওয়ার্ল্ডের রাজা হবে।

নাক সিটকেনেওয়ালাদের জিজ্ঞাসা করুন, তাদের টুইটারে একাউন্ট আছে কি না। বলবে- ফেসবুক চালাই, টুইটার দিয়ে কি করবো! =p~

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: কোথাও কাঠ মোল্লাদের একাউন্ট না থাকলেই শান্তি ব্রো। এরা সব খানে ধর্ম টানে আর ক্লাস নষ্ট করে।

১৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:৫১

শেরজা তপন বলেছেন: আপনার প্রিয় মডেল এভ্রিলের ভিডিও ভাল হয়েছে :)

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ও আমার প্রিয় একজন বন্ধু পাশাপাশি কাজের প্ল্যাটফর্ম একই । তার বাড়িও চট্টগ্রাম। এমন কি গ্রামের বাড়িও একই স্থানে। ধন্যবাদ আপনাকে। :)

১৫| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন্যেরা বনে সুন্দর
শিশুরা মাতৃক্রোড়ে!

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষরা পৃথিবীতে সুন্দর
ছাগল গুলো টিকটকে।

১৬| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:১২

মেহেদি_হাসান. বলেছেন: ওদের বৈশিষ্ট্য
১-মাথার চুল ৩/৪ কালারের হবে যদিও দুইপাশে চুল থাকবেনা
২-প্যান্ট থাকবে চকচকে কালারের পায়ের সাথে মিলানো থাকবে
৩-১৫ সেকেন্ডে আবোল তাবল কি বলবে নিজেরাই জানবে না
৪-প্রতিটা ভিডিওতে স্লো মোশন থাকবে
৫-কানে চোখে দুল কিংবা উদ্ভট ট্যাটু থাকবে

এগুলো কোন সুস্থ মানুষ করবে না

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা
দারুণ মজা পেলাম মন্তব্যে।
সাইকো ঐগুলা।

১৭| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

ফয়সাল রকি বলেছেন: দেশের জন্য যে কোনো উপায়েই ডলার আনতে পারলে তা প্রসংশনীয়।
আর কনটেন্ট-এর কোয়ালিটি নিয়ে যারা কথা বলছি, তারা তো আসলে টিকটকের দর্শক না। টিকটকের দর্শকরা যদি কোয়ালিটি দর্শক হতো তাহলে কনটেন্টও মানসম্পন্ন হতো।
অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে দেশে, তেমনি অনেক পঁচা কনটেন্ট নিয়েও ইউটিউব চ্যানেল গুলো কামাই করছে।
আমার নিজের একটা চ্যানেল আছে, যে সকল কনটেন্ট সময় নিয়ে কিংবা শিক্ষামূলক বানাই সেগুলোর ভিউ নাই, অথচ খুব তাড়াহুড়ো করে কিংবা মডারেট কোনো কনটেন্ট বানাই সেগুলোর অনেক ভিউ।
যাইহোক, তবুও চাইবো, সবাই একটা স্ট্যান্ডার্ড বজায় রাখুক।

০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইউটিউবে যেতে হবে না। এই ব্লগই যথেষ্ট গার্ভেজ আর ভালো পোস্ট আইডেন্টিফাই করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.