নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

৫০কে সেলিব্রেশন উইথ ব্লগার শায়মা আপু।একটি ছবি ব্লগ।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০


কক্সবাজারের মারমেইড রিসোর্টের ফুড জোনে লিনা।
সব গুলো ছবিতে কপি রাইট আছে।
পোস্টে ছাগু কাটমোল্লা ছাইয়া মাল্টি গালিবাজ নিষিদ্ধ। আসা মাত্র কানে ধরে ব্লগের বাইরে রেখে আসা হবে।

ব্লগে ৬ বছর হলেও আমি আসলে ব্লগার নই। সাড়ে ৫ বছরে ১০ টা পোস্ট লিখসিলাম। ঐগুলাও ম্যাওপ্যাও পোস্ট।৫ বছরে হিট ছিল মাত্র ৮০০০| হিট টিট এগুলো আমি কেয়ার করিনা। কেয়ার করলে হয়তো ৬ বছরে ৩/৪ লাখ হয়ে যেত। আমি ব্লগিং এনজই করসি এখন তাই ব্লগিং করসি। যখন পেইন লাগবে তখন বাদ।আগে কমেন্ট করতাম মাঝে মাঝে।ধরতে গেলে ব্লগিং করসি ৪ মাস। রাজীব কে কপ-পেস্ট ইস্যুতে জেনারেল করার পর আবার সেফ যখন করছিল, তখন চাটগাঁইয়া খানা পিনার একটা ফুড ব্লগ দিসিলাম। তখন থেকে এখন পর্যন্ত আছি। ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত নিয়মিত। অক্টোবর পর্যন্ত হয়তো নিয়মিত থাকব।আজ লগিন করে দেখলাম ব্লগটি ৫০,০০০ বার হিট। ভাবলাম একটু সেলিব্রেট করি।তাই একটা ছবি ব্লগ ও খানা পিনার পোস্ট দিলাম।

ছবিতে- লিনা।

গরুর মাংস ছাড়া সব লিনা রান্না করসে।


লিনা ডেকোরেট করসে।

চিকেন স্পাইসি মোমোস।

আলুর দম।

মোমোস দিয়ে প্রস্তুতকৃত পাস্তা।

ক্র‍্যাব

বিফ দিয়ে বানানো নাচোস।

হানি চিকেন উইংস।

গুজরাটি ধোকলা।

চাটগাঁইয়া গরুর মাংস মেজবানি ফ্লেভার।

চাটগাঁইয়া গরুর মাংস নরমাল ফ্রেভার।

টমেটো বেসিল স্যুপ।

স্যালমন এবং প্রন দিয়ে বানানো সুশি।

গরুর মাংস ছাড়া সব গুলো খাবার লিনা রান্না করসে।

নিচের ছবিতে যে শহরটি ও ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি উন্নত কোন দেশের শহর নয়। এটি বাংলাদেশে অবস্থিত চট্টগ্রামের হোটেল পেনিনসুলার রুফটপ থেকে তুলা জিইসির মোড় এর ছবি।অনেক চট্টগ্রামের মানুষ দেশের বাইরে থাকেন। তারা হয়তো তাদের প্রিয় শহরটাকে মিস করে।তাদের জন্য নিচের ছবিটি দেয়া হল। গরুর মাংসও তাদের জন্য। আসুন সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজ গুলোর প্রশংসা করি।


পোস্ট উৎস্বর্গঃ ব্লগার শায়মা আপু।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চিটাগাং এর খাবারতো চিনলাম, কিন্তু লিনা কে?

সে যা হোক, একটা কথা বলি,
"রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে
তুমি যদি ঢিল মারতে যাও
তাহলে তুমি তোমার
গন্তব্যেই পৌঁছাতে
পারবে না"

এটা আমার কথা নয়। বলেছিলেন
উইনস্টন চার্চিল।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জারজের বাচ্চা গালি দিবে ব্যক্তি আক্রমণ করবে জানা কথা। সমস্যা হল কিছু সুশীলতার মুখোশ পড়ে ওদের নোংরা গালি ও ব্যক্তি আক্রমণ করার জন্য কুকুরের মত লেলিয়ে দেয়। এরা জানে এদের লেলিয়ে দেয়া কুকুর লেলিয়ে দেয়ার চেয়েও সহজ।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: বেস্ট ফ্রেন্ড লিনা।

২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর পোস্ট।+++++
শিরোনামটি যতটা সুন্দর ততটাই সুন্দর আপনার লেখার ভাষা। এমন পোস্ট ব্লগের কৌলিনত্ব নিঃসন্দেহে বহু গুণ বৃদ্ধি করবে।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মানুষের সাথে মানুষের মত ব্যবহার করি। আমার সাথে যে খারাপ ব্যবহার করে অহেতুক তাকে ৩/৪ মাস কিছু বলিনা। দেয়ালে পিঠ ঠেকে গেলে কুকুরের সাথে কুকুরের মতই আচরণ করি।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পদাতিক ভাই, আমার সাথে কেউ আগে খারাপ ব্যবহার না করলে আমি মরে গেলেও করবনা। আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন। ওরা আগে নোংরা ব্যক্তি আক্রমণ করেছে।

৩| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৫

মোগল বলেছেন: /:)

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কি?

৪| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৬

মোগল বলেছেন: ট্রাক্টরের উপরে চেতলেন নাকি?

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ট্রাক্টর কে?

০৯ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যরি ভাই তখন মাথা ঠিক ছিলনা। ট্রাক্টর নয় একটা বি এন পি নারী বিদ্বেষী বুইড়া রাম ছাগল ও আরেকটা মাল্টি কমেডি খালি ক্যাচাল পোস্ট লিখে, নিজের সম্পর্কে দুইটা লাইন লিখতে পারেনা খালি বলদামি করতে ব্লগে আসে। ছাইয়া নাকি মাল্টি বুঝার উপায় নাই। ওরা ব্লগিং এর নামে গালি ও ব্যক্তি আক্রমণ করে।

৫| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১০

ককচক বলেছেন: কংগ্রাচুলেশনস। ব্লগের পথচলা আরো দীর্ঘ হোক- এই কামনা

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৮

কামাল৮০ বলেছেন: বেশির ভাগ খাবারই বিদেশি।বাংলাদেশী খাবার কৈ?মোল্লারা না থাকলে মরার পর কিন্ত সমস্যা হবে।যদিও আমার সেই সমস্যা নাই ।আমি আমার লাশ দান করে দিয়েছি।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লা এবং প্রকৃত ইমামের মধ্যে প্রার্থক্য আছে।

৭| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৮

কাজী হাসান সোনারং বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৮| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রতিটি পোস্টেই কিসব ছাগু-মাগু লিখে রাখেন শুরুতেই!! এইসব বাদ দেয়া যায় না!

চিকেন উইংস, ধোকলা আর সুশি ছাড়া বাকি সব খাবারে আমার রুচি আছে।
যে রাধে সে তো দেখি চুলও বাঁধে!! লিনা কে?

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দস্যু ভাই ব্লগে যে কজন ব্লগারের পোস্টে আপনি মন্তব্য করেন সেখানে দেখবেন এক শ্রেণির গালিবাজ নোংরামি করে গালি দেয়। পরোক্ষভাবে নাম উল্লেখ না করে ব্যক্তি আক্রমণ করে। যদিও ব্লগে কোন ছাগু নেই তাও নিউ রেজিস্ট্রেশন করতে ১০ মিনিট। এরা নোংরা গালিবাজ। আর পোস্টে ল্যাদায়। তাদের আমার পোস্টে নিষিদ্ধ করার অধিকার আমার আছে। আমার ছবি সেভ করে ৪ দিন ধরে নোংরামি করসে। এগুলো আর কেউ করবেনা, তার কোন নিশ্চয়তা কি আছে? ভালো থাকুন।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার প্রোফাইল পিকচার নিয়ে একটা বাজে ইংগিত করসে। আমার পাশে পিপিতে যাকে দেখতে পাচ্ছেন সে লিনা।আমার সবচেয়ে প্রিয় মানুষ। সহযুদ্ধা।

৯| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

শেরজা তপন বলেছেন: সব কিছুতে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাই- আপনাকে ভালবাসি বলে বললাম।
ভাল করে ভেবে দেখুন শিষ্টাচার বহির্ভুত এসব শব্দচয়ন ঠিক হচ্ছে কি না? ব্লগ আমাদের কারোই নিজস্ব সম্পত্তি নয়।
যে যার মত ব্লগিং করবে ব্লগের নীতিমালা মেনে সেটাই কাম্য।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: শেরজা ভাই দেয়ালে পিঠ ঠেকে গেলে কি করনীয়। আরেকটা পোস্টে এক ব্লগার (আপনার সম্মানে বলদ বললাম না) কিছুক্ষণ আগেও নোংরা ব্যক্তি আক্রমণ করসে না উল্লেখ না করে। পরোক্ষভাবে। আমি আগে কিছুই করিনি। ৪ মাস সহ্য করসি। আপনি কাইন্ডলি নিরপেক্ষ ভাবে বিষয়টা দেখে আগে যে শুরু করসে তারে বন্ধ করতে বলেন। ওরে ৪ মাস কিছু বলিনাই। কুকুরকে মাঝে মাঝে কামড়াতে আসলে লাথি মারতে হয়।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই সম্মানের সাথে আপনাকে অনুরোধ করসি। আগে যে ব্যক্তি আক্রমণ করসে তারে বলে আসুন। যেহেতু আমাকে বলসেন যে এতদিন ধরে গালি দিসে তাকেও বলা নিরপেক্ষ ব্লগার হিসেবে আপনার কাছে প্রত্যাশা রইল।

১০| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার ধারণা আপনি খুব ভালো কথা বলতে পারেন এবং যেই ভাবে কথা বলেন ঠিক সেভাবেই লিখে ফেলেন। এটা অনেকেই পারে না। আমি তো কথায় বলতে পারি না।

খাওয়ার অনেক আইটেম। গরু ছাড়া কোন কিছু খাবোনা।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মানুষের সাথে মানুষের মত আচরণ করি। কুকুর গালি দিলে ৩/৪ মাস চুপ করে থাকি। এরপর কুকুরের সাথে কুকুরের মত আচরণ করি।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ২:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আমার ফটোশুটে একদিন আসেন। এটা একটা অন্য রকম পৃথিবী। আশা করছি আমার লিনার সাথে আড্ডা দিলে আপনার ভালো লাগবে।

১১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৮

শেরজা তপন বলেছেন: আমি সারাদিন ব্লগে ছিলাম না- যার কথা বলছেন আন্দাজ করতে পারছি।
যাই-ই হোক দয়া করে বুড়া ভাম এইসব বইলেন না। আমরা কেউ কাউকেই প্রায় চিনিনা। অযথা কেন শত্রুতা করি??

পরে পড়ে দেখছি।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই সে আগে নোংরামি করসে। ও করার পর আমি করসি। ও ভদ্র হলে আমি ভদ্র ও নোংরামি করলে আমি নোংরা। নীতিমালা দুইজনের জন্য। আপনি এবং দস্যু ভাই এর সাথে প্রতিদিন কমেন্ট ইন্টারেকশন করি ভাই। কখনো অসম্মান করসি ভাই। নীতিমালা শুধু আমার জন্য ওর জন্য না আমি মানব ও মানবে না। এটা দুঃখজনক।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কমেন্টটি দেখে আসুন। চ্যাচড়া চামচা এসব বলে ট্রিট করসে।

১২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গালাগালি পরিহার করুন।
এটাতো জানেন;
"কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়;
তাই বলে কী কুকুরকে কামড়ানো
মানুষের শোভা পায়?"

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো কাউকে গালি দেই নি। গালি কেন দিব? আমি কি অশিক্ষিত বস্তি? এক অভদ্র ৩ মাস ধরে গালি দিয়ে আসছে ব্যক্তি আক্রমণ করসে পরোক্ষ ভাবে। পোস্টের মাধ্যমে প্রতিবাদ করলাম। ওদের কোন বিচার হবে না জানি।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু মাল্টি বহুদিন ধরে ব্লগে আছে। জীবনে একটা মৌলিক পোস্ট কোন দিন করেনি।লিখতেই পারেনা। দুইদিন পর পর শুধু ক্যাচাল।কেউ এদের মৌলিক পোস্ট পড়ে না। তাই ক্যাচাল পোস্ট লিখে। সে ক্যাচাল পোস্টে নিজেরাই লাইক দিবে। নিজেরাই মন্তব্য করবে, নিজেরাই পড়বে। এদের মত বিনুদন আর কমেডি দুনিয়ায় আর ২য় টি নেই। হাসতে হাসতে গড়াগড়ি দেয়ার মত অবস্থা। এরা কি কারণে ব্লগে আসে এরা নিজেরাই জানেনা।

১৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৩:০৮

রানার ব্লগ বলেছেন: ছাগু মাগু লেখা বাদ দেন। মনে রাখা ভালো খাছলত যায় না ধুইলে ইল্লত যায় না মরলে।

খাবার গুলা দেখেই ক্ষুধা পাইলো। আপনি দেখছি দেয়ালে মুরগী একে লোভ লাগান।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ৩:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার আসলে এদের সাথে কোন বিরোধ। আমার অপরাধ ২ টা।
১) ছাগু ও কাঠমোল্লাদের গদাম দেই
২) চাঁদগাজী কে পছন্দ করি।

এদের ব্লগিং দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিবেন। নিজেরাই নিজেদের পোস্ট পড়ে, নিজেরাই কমেন্ট করে, নিজেরাই নিজেদের কমেন্টে লাইক দেয়। কেউ পড়ে না এদের পোস্ট। ব্লগে সবাই জানে এরা লিখতে পারেনা। খালি ক্যাচাল আর সিন্ডিকেট করে।

হা হা হা হাসব না কাঁদব? আমি আমার পোস্টে কমেন্ট করতে মানা করি তাও ২০/২৫ টা মন্তব্য হয়ে যায়। কাটমোল্লা দের পোস্টে নিষিদ্ধ না করলে ও একটু মানায় চললে কত কমেন্ট আসত কে জানে। অন্যায়কারী দের সাথে কিভাবে কম্প্রোমাইজ করি বলুন। এরা ব্লগের স্ট্যান্ডার্ড ও ক্লাস নষ্ট করে দিচ্ছে।

বাসায় দাওয়াত রইল। আসুন একদিন বেড়িয়ে যান অফ ডে তে।

১৪| ০৯ ই আগস্ট, ২০২২ ভোর ৬:২১

অগ্নিবেশ বলেছেন: সুন্দরী মাইরাও যে এত ভালো রান্ধে তা আপনার পোষ্টে না আইলে জানতে পারতাম না। আপনি এত রাগেন ক্যান মিয়া? মাইনষে আপনেরে হিংসা করে।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: লিনা আসলেই ভাল রান্না করে। ও আসলে সবকিছুতেই সফিস্টিকেটেড। ক্লাসি।

ভাই আমাকে যারা হিংসা করে এরা ছাগু মাল্টি ছাইয়া কাঠমোল্লা অথবা নারী বিদ্বেষী।


একটা মজার কথা বলি। আমার এক্স বর্তমানে বেস্ট ফ্রেন্ড ইউকে থেকে এম ডি করে অস্ট্রেলিয়ায় পি এইচ ডি করসে। ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা এক ফেক আই ডি আমি অস্ট্রেলিয়ার হেন অস্ট্রেলিয়ান তেন লিখে চাপাবাজি করে ফেসবুকে পোস্ট দেয়।ভান ধরে তার মত স্মার্ট জ্ঞানী ফেসবুকে আর কেউ নেই। আমার এক্স এগুলো দেখে লজ্জায় মুখ লুকায়। হাসতে হাসতে গড়াগড়ি দেয়ার মত অবস্থা।

১৫| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪০

বিটপি বলেছেন: পেনিনসুলার এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি চট্টগ্রামে গেলে এই জায়গায় কিছুক্ষণ হলেও বসি। এর আগে আমার প্রিয় জায়গা ছিল বাটালি হিলের ছাদ। ঐ জায়গাটা এখন বস্তি হয়ে যাওয়াতে বিকল্প হিসেবে পেনিনসুলাতেই বসি। বিকেল কাটানোর জন্য আমার প্রিয় জায়গা হল নেভালের পাশের রাস্তায়। ওখানে পেঁয়াজুর মত একটা জিনিস পাওয়া যায় - খুব টেশ।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা আসলে বার সংলগ্ন একটি রুফটপ রেস্টুরেন্ট। খুবই মনোরম একটা স্থান। নিয়ল আলোতে সুইমিং পুল এর দৃশ্য ও ওখান থেকে সন্ধ্যার শহর দেখা আমেজিং। নেভাল তো আমার বাসা থেকে অনেক দূর। বৃষ্টি হলে যায় ওখানে। কাকড়া ছোট পেয়াজু খাই। আপনি চিটাগং আসলে একসাথে পেনিন্সুয়ালায় আড্ডা দিব নে।

১৬| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৪

মৌফড়িং বলেছেন: রান্নার খাওয়াগুলো ছবি খুবই চমৎকার। ব্লগ নিস্তেজ হয়ে যাবে বলে এখন উত্তেজনা বিরাজ করছে। সবকিছুই এক সময় থেমে যায়। ব্লগে অপ্রয়োজনীয় অদরকারি লোকদের প্রাধান্য দেওয়ার ফলে ব্লগ নিকট ভবিষ্যতেই হারিয়ে যাবে।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে উত্তেজনা আর গালিবাজি এক নয়। এক শ্রেণির কথিত বলগার ৩ মাস ধরে নেংটা হয়ে গালি দিচ্ছে, ব্যক্তি আক্রমণ করছে। যারা সভ্য পরিবার থেকে উঠে আসছে তাদের ব্লগে নিঃশ্বাস বন্দ হয়ে যাবে। কারণ এদের পক্ষে নেংটা হয়ে গালি দেয়া সম্ভব না। আসলে গালি দেয়ার জন্য এদের লেলিয়ে দেয়া কুকুর লেলিয়ে দেয়ার চেয়েও সহজ।

প্রশংসা লিনার কাছে পৌঁছে দিব।

১৭| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৬

নিমো বলেছেন: ব্লগের চেয়েও জরুরি পরিবার। আপনার উপর কেবল আপনার পরিবারই নয়, আরও বেশ কিছু পরিবার জড়িত, যাদের কর্মের সংস্থানটা আপনি করে দিয়েছেন। তাই সেখানেই বেশি সময় দিন। তাতে দেশ,দশ সর্বোপরি আপনি সহ বাকি পরিবারগুলোও উপকৃত হবে। যারা বাস্তবে ব্ন্ধু-বান্ধব, পরিবার-পরিজনহীন এগুলোই সারক্ষণ সামাজিক মাধ্যমে গ্যাঁজায়।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ পরিবার তো অবশ্যই আগে। কিন্তু ব্লগ যেহেতু আছে এখানে ব্লগাররা লিখতে আসবেন। এদের বুইড়া রামছাগল ও তার পা চাটা দালাল মতের অমিল হলে গালি দিবে কেন? এরা নেংটা হয়ে গালি দিতে পারে কারণ রাস্তার কুকুরের চেয়েও খারাপ। আমরা যারা গালি দিতে বিবেকে লাগে তারা কি করবে? নিশ্চয় ব্লগ ছেড়ে চলে যাবে। এরা ব্লগ কে ব্লগার শূন্য করতে চায়। এদের ব্লগিং কমেডি আর কৌতুককে হার মানায়। যারা ব্যক্তি আক্রমণ ও গালাগালি করে তারা নিজেরাই নিজেদের পোস্টে লাইক দেয়, কমেন্ট করে, সিন্ডিকেট করে সে কমেন্টে লাইক দেয়। কেউ এদের পোস্ট পড়ে ওদের পা চাটারা ছাড়া। এসব দেখে ব্লগে যারা ব্লগিং করতে আসে তারা ইন্টারেস্ট হারিয়ে চলে যায়।

১৮| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার ফটোশুটে একদিন আসেন। এটা একটা অন্য রকম পৃথিবী। আশা করছি আমার লিনার সাথে আড্ডা দিলে আপনার ভালো লাগবে।

আমার আগ্রহ আছে। সুযোগ করে একদিন যাবো। ঢাকাতে তো ?

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ ঢাকা তো অবশ্যই।

১৯| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩

ডার্ক ম্যান বলেছেন: মডেলটা বেশ সুন্দর। আপনারে বললাম, নাটক বানান। আমার অভিনয় করার শখ পূরণ হোক।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনয় করবেন কেন? চারদিকে ক্লাস লেস দের ভিড়ে এই জগৎ তার ঐতিহ্য হারাচ্ছে। চিত্র লেখা গুহের মত কিংবদন্তি অভিনেত্রী ক্লাসলেস নাটকে অভিনয় করসে।

২০| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪

ডার্ক ম্যান বলেছেন: অভিনয় করতে চায়, কারণ আমাকে দিয়ে আর কিছু হচ্ছে না।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু না হলে ব্লগে লিখুন। মৌলিক লেখা লিখতে না জানলে আমাকে গালি দিন ও ব্যক্তি আক্রমণ করুন। এরপর ম্যাও প্যাও পোস্ট দেন। আমাকে ব্যক্তি আক্রমণ করেও পোস্ট দিতে পারেন। দেখবেন পোস্ট লাইক কমেন্ট হিটে ভরে যাচ্ছে।

২১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: খাবারের মেনু ও পরিবেশনা অনেক অনেক ভালো লাগছে। লীনা ভাবির প্রশংসা করতে হয়।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে। লিনা আমার মডেল, ফ্যাশন ডিরেক্টর, স্টাইল ডিরেক্টর, ম্যাগাজিনের স্টাইল সম্পাদক, ক্লাস মেট, বেস্ট ফ্রেন্ড, পরিবার। সবচেয়ে প্রিয়। সে একই সাথে একজন মডেল, একজন ফ্যাশান ও ফ্যাশন রানওয়ে ডিরেক্টর, ইন্টেরিয়র ডিজাইনার ও চমৎকার রাধুনি। স্টালিস্ট সফিস্টিকেটেড ক্লাসি। ওকে কলেজে ছাগুরা শান্তিতে ক্লাস করতে দেয়নি। এই ব্লগের পিপিতে যাকে দেখতে পাচ্ছেন ও লিনা। পিপিতে ও আছে তাই নোংরা মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে নাম উল্লেখ না করে।

২২| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০০

কিশোর মাইনু বলেছেন: ফুড ব্লগারদের আমি একদম দেখতে পারিনা। আমার মনে হয় তারা আমাকে দেখানোর জন্য ছবি দিচ্ছে।
"দেখো দেখো কি মজার মজার খাবার? তুমি খাবে? তাহলে নিজে বানিয়ে খাও নইতো কিনে খাও।"
আরে ভাই, খাওয়াবা না যখন ছবি দিয়ে আপসারাফ আমাদের মত নিষ্পাপ মাসুম বাচ্চাদের কষ্ট দেওয়ার দরকার কি?

ভাইয়ের পোস্টে অনেক ক্ষোভ দেখতে পাচ্ছি। আশা করব ভাই সেটাকে নিয়ন্ত্রণে রেখে নিজের ওজন আরও বাড়াতে সক্ষম হবেন।

"কুকুরে কাজ কুকুরে করেছে, কামড় দিয়ে পায়,
তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়।"

অতি সত্যবচন। কিন্তু কিছু না করলে ও যে কুকুর বারবার কামড়াতে থাকবে। এক'দুবার না হয় সহ্য করা গেল। ৩য় বারে ও যদি কিছু করা না হয় তাহলে তো সমস্যা।

ধন্যবাদ ব্রাদার। ভাল থাকবেন। লীনা ভাবিকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিয়েন।
শুভকামনা রইল আপনাদের দুজনের প্রতি।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: লিনা আমার মডেল, ফ্যাশন ডিরেক্টর, স্টাইল ডিরেক্টর, ম্যাগাজিনের স্টাইল সম্পাদক, ক্লাস মেট, বেস্ট ফ্রেন্ড, পরিবার। সবচেয়ে প্রিয়। সে একই সাথে একজন মডেল, একজন ফ্যাশান ও ফ্যাশন রানওয়ে ডিরেক্টর, ইন্টেরিয়র ডিজাইনার ও চমৎকার রাধুনি। স্টালিস্ট সফিস্টিকেটেড ক্লাসি। ওকে কলেজে ছাগুরা শান্তিতে ক্লাস করতে দেয়নি। এই ব্লগের পিপিতে যাকে দেখতে পাচ্ছেন ও লিনা। পিপিতে ও আছে তাই নোংরা মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে নাম উল্লেখ না করে।

তাই ওর ছবি দিয়ে ফুড ব্লগ দিলাম। ফুডের প্রমোশন করার জন্য নয়।


পোস্টটি উৎস্বর্গ করা হয়েছে ব্লগার শায়মা আপুকে। উনার সাথে আমার একটু রাগ অভিমান চলছিল। সে কারণে উনার কোরবানি ঈদ উপলক্ষে দেয়া পোস্টে কমেন্ট করিনি। তাই উনার জন্য এই পোস্ট। লোভ দেখানোর কোন ইচ্ছা নাই। আমি ফেবু ইনস্টাতে আগে প্রচুর রেস্টুরেন্টে চেক আপ দিতাম। ৯ মাস ধরে দেই না। ব্লগে আমার পিপিতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে নিয়ে যে নোংরা মন্তব্য করসে তাকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য এই পোস্ট।


আপনার শুভেচ্ছা ওর কাছে পৌঁছে দিলাম।

২৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩২

ডার্ক ম্যান বলেছেন: কাউরে গালি দিলে যদি পেট ভরে যেতো তাহলে সবাই কাজ বাদ দিয়ে গালি দিত।

০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু মানুষের ২৪/৭ একমাত্র কাজ হল ব্যক্তি আক্রমণ ও গালি। এরা আর কিছু পারেনা। এদের কাছ কিছু আশা করা বোকামি।

২৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:০০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: :) :) :)


অনেক অনেক ভালোবাসা আমাকে রান্নাবান্নাগুলো দেবার জন্য এবং আমার সাথে পোস্ট ৫০ কে এবং ৪ মাস উদযাপনের জন্য আমাকে বেছে নেবার জন্য।


আমি নিজেও কালকে একজন সেলিব্রেটির সাথে উদযাপনে ছিলাম।

২০ জন উইনারের মধ্যে আমি ছিলাম একজনা। :)

যাইহোক এত সুন্দর করে খানাপিনার সাজসজ্জা আসলেই মন হরণ করা আর লীনার জন্য অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা।

যারা খানা পিনা সাজাই তারাও এক রকমের শিল্পী।

লীনাকে আমার তেমনই একজন মনে হয়।

তবে পোস্টের বাকী অংশ নিয়ে অনেক কিছু বলার আছে আমার।

সে সব বলাটাও খুব জরুরী। কারণ ভালোবাসলে তার ভালো হয় যেটাতে সেটাই আমাদের করা ও বলা উচিৎ।

তবে এখন না পরে বলবো ইনশাল্লাহ। :)

অনেক ভালো থেকো তোমরা দুজন তুমি আর লীনা। :)

০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়াও নাইস সেলিব্রিটি দের সময় কাটালে মাইন্ড ফ্রেশ হয়। কংগ্রাচুলেশনস। শুভ কামনা ভালোবাসা দুইটাই পৌছায় দিলাম ওর কাছে।আসলেই সে মডেলিং ও স্টাইলিং এর পাশাপাশি একজন রন্ধন শিল্পীও। আপনার ডেকোরেশনও খুব সুন্দর।প্রেজেন্টেশন জাস্ট ওয়াও।
শোনার অপেক্ষাতে রইলাম।

আপনিও ভালো থাকুন আপু।


আসলে অহেতুক কেউ গালি দিলে ও ব্যক্তি আক্রমণ করলে খারাপ লাগে খুব। কেমনে পারে সৃষ্টির সেরা মানুষকে কষ্ট দিতে? আপনি আমার উপর ১০০% আস্থা রাখতে পারেন আমি দেয়ালে পিঠ না ঠেকে গেলে কখনও নিজ থেকে কাউকে আঘাত করে কথা বলবনা। আপনি পড়ার জন্য ওয়েট করসিলাম। শিরোনাম পরিবর্তন করে শেষের লাইন গুলো কেটে দিচ্ছি আপনার সম্মানে। এত ফ্রেশ একটা পোস্টে শেষ লাইন গুলো লিখতে আমারও খুব আনইজি লাগতেছিল। বাধ্য ও নিরুপায় হয়ে লিখছি আপু। ঐ দুইজন নাম উল্লেখ না করে খুব বাজে ভাবে নোংরা ব্যক্তি আক্রমণ করসে। এর দুইদিন আগে আরেকজন করসিল খুব বাজে ব্যবহার।

২৫| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নাও এভরিথিং ইজ নাইস ! :)

ইট শ্যুড বি ইন মাই প্রিয় পোস্ট তাই না??

ছবির লীনা যে এই রন্ধনশিল্পী সেটা পরে বুঝেছি।

শি ইজ প্রিটি! :)

তার সৌন্দর্য্যবিলাসও অসাধারণ।

অনেক শুভকামনা তোমাদের দুজনের জন্য।

সকল প্রতিকূলতা ভেদ করে নিজের আলোয় উদ্ভাসিত হও।

১০ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: থ্যাংকইউ প্রিয়তে নেয়ার জন্য। সে আসলে ফ্যাশন ডিরেক্টর ও স্টাইল স্পেশালিষ্ট। রানওয়ে ডিরেক্টর ও।

অনেক ধন্যবাদ আপু প্রশংসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.