নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

তুমি জানলে না, আমার হাসির আড়ালে কতো যন্ত্রণা, কতো বেদনা, কতো যে দুঃখ বুনা।

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৪



স্যার?
বলো।
খুব মন খারাপ লাগছে।
বুঝতে পারছি।
তবুও
কথা বলতে পারবে না।
কেন?
আমার মেরুদণ্ডহীন কিছু আহাম্মক
গ্রামবাসী পছন্দ করসেনা তাই।
আপনি আমার আইডল।
আপনাকে অনুসরণ করি।
হতাশ করবেন না স্যার।
চুপ থাকো।
যা বলছি তাই শোনো।
কিন্তু এমন হুকুম আপনার সাথে যায় না।
আপনার ব্যক্তিত্ব শ্রদ্ধা করার মত।
তুমি আবার কথা বলছো?
বললাম না চুপ থাকতে?
এক কথা এতবার বলতে হয় কেন তোমাকে?
মুখে কথা বলতে পারব?
না।
রাস্তায় নেমে জালিম রাজার বিরুদ্ধে কথা বলতে পারব?
না।
অনলাইনে নোংরাদের বিরুদ্ধে
লিখতে পারব?
না।
এগুলো কি বলছেন?
আপনি কি আপনি আছেন?
আপনি ২ লক্ষের বেশি মানুষের অবিভাবক।
ওরা আপনাকে সম্মান করে।
শ্রদ্ধা করে।
ভালোবাসে।
আস্থা রাখে।
শোন বাচা তবে;
রাজপথ স্বৈরাচারীদের দখলে।
সেথায় গেলে তোমাকে মারবে।
অনলাইন ধর্ষক গালিবাজ জারজ বেয়াদবদের দখলে।
সেথায় লিখলে
ওরা কুকুরের মতো করে
বিষ দাত বসিয়ে দিবে।
তবে বেঁচে থেকে লাভ কি?

শহীদ মিনারে গিয়ে
গলায় দড়ি দেই।
একটা প্রতিবাদ অন্তত হবে।
নারে বাচা
তুমি উল্টো করে লিখ।
তুমি তো লিখতে জানো।
মেধাবী।
আহাম্মকরা তোমাকে আটকাতে পারবেনা।
ব্রেন ইজ এভ্রিথিং।

তুমি বরং এভাবে লিখঃ

"চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।

যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম। "


স্যার উপরের ছবিতে দেখুন,

ফ্যাশনের মঞ্চে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে। ক্লাসি লাগতেসে না দেখে? এখানে যদি পাঁচটা রামছাগল তুলে দেয়া অনেক বিশ্রী লাগবে। আমি কোন ভাবেই কাউকে ছোট করছি না। বলতে চাচ্ছি কারো নিজের ক্লাস ও স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করা ঠিক না।


তুমি অভিভাবক না আমি?
আপনি স্যার।
আমার চেয়ে বেশি বুঝলে বিপদ।
তুমি চুপ থাক।

শিরোনাম জেমসের গান। গানটি শুনুন।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ লিখেছেন।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। কিন্তু যারা লিখতে জানেনা তাদের হিংসা নিন্দা আর ঘৃণা হতাশ করে দিচ্ছে। কারণ এদের পোস্ট ওরা নিজেরা ছাড়া কেউ পড়ে না।

২| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার সূত্র উল্লেখ নাই ক্যান!
কতবার সতর্ক করা হয়েছে কপি
পেষ্ট করলে সূত্র লিখবেন, কানেই
তুলছেন না ! এর শাস্তি কী আপনার
জানা নাই! একে বারে মঞ্চের বাইরে!

১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: সূত্র চাইতে আসুক আগে।
আপনি ফেসবুকে মাল্টি ছাইয়া মুহুর্তে মুহুর্তে রঙ পাল্টানো ব্যক্তিত্বহীন গরু ছাগল দের ইগনোর করে চলবেন। অনেককে আপনার পেছনে লেলিয়ে দেয়া হয়। একদল মানুষ কি পরিমাণ ক্লাসলেস হলে নিজেদের পোস্ট নিজেরাই পড়ে নিজেরাই লাইক দেয়, নিজেরাই কমেন্ট করে। নিজেরাই সে কমেন্টে লাইক করে। নিজেদের পোস্ট মানুষকে পড়ছে দেখানোর সে কি নির্লজ্জ তোড়জোড় ফেসবুকে কিছু বলদের। এদের এসব কমেডি সিনেমার কমেডিয়ান দের হার মানায়। ব্যক্তিত্ববান ও আদর্শিক মৌলিক ব্লগাররা ওদের এগুলো দেখে অফলাইনে গিয়ে হাসতে হাসতে মাটিতে গড়াগড়া দেয়। আপনি কবিতা লিখবেন। কেউ আপনার ছড়া কবিতা নিয়ে কথা বলা মানে বুঝে নিতে হবে সেগুলো তাদের হিংসার খোরাক। আপনি লিখুন। কপি পেস্ট নিয়ে কিছু বলিয়েন না।


অপু ভালো ছেলে। ব্যক্তিত্ব আছে। উনাকে নিয়ে অহেতুক খোচাখোচি করিয়েন না। কপি পেস্ট নিয়ে মন্তব্য করাই বাদ দিন। এই চ্যাপ্টার ক্লোজ।

৩| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো কবিতা; ব্যাক্তিত্ববান মানুষ কোথায় পাই বলেন?

১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আমাদের সমাজে বর্তমানে এমন হাস্যকর ব্যাপার ঘটছে যে এদের এগুলো নাটক সিনেমার বড় বড় কমেডিয়ান দের হার মানায়।আপনি কিছু লোকের কমেডি দেখে হাসতে হাসতে মাটতে গড়াগড়ি দিবেন। ফেসবুকে ফেক আই ডি খুলে ভান ধরবে হালায় বিশাল বড় পন্ডিত। আমার ফ্রেন্ডলিস্টে এক ছাইয়া নিক আছে। কত বড় বলদ নির্লজ্জ হলে একটা বয়ষ্ক হুজুর মানসিকতার লোক অনলাইনে পোলার আই ডি থেকে মাইয়া সাজে। ব্যক্তিত্ববান মানুষের বড় অভাব। একটা লোক কত বড় বেহায়া হলে কেউ ফেসবুক স্ট্যাটাস কেউ পড়ছে না দেখে নিজের পোস্ট নিজেই পড়ে, নিজেই লাইক দেয়। নিজেই কমেন্ট করে। সে কমেন্টে নিজে লাইক। কসম আমি ৩৫ বছর জীবনে এমন ব্যক্তিত্বহীন কান্ড দেখিনি।

৪| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪১

ডার্ক ম্যান বলেছেন: সবাই তো আপনার মতো ক্লাসি না

১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আমি বাস্তবে যেমন অনলাইনেও তেমন। আমি নিজের নামে ব্লগিং করি। আমার শো তে আমার দাওয়াতে শ'পাঁচেক ভি আই পি সি আই পি এটেন্ড করে। মন্ত্রী মিনিস্টার টিভি পত্র পত্রিকা আসে শো গুলো তে। একশ্রেণির লোক দেখবেন ফেক চাপাবাজ। থাকে বস্তিতে বলে অস্ট্রেলিয়ার সিডনিতে হানিমুন করসে। ছেলে হয়ে মেয়ের ভান ধরে মেয়ে হয়ে ছেলের ভেক ধরে। কিছু লোক কত বড় নির্লজ্জ হলে অনলাইনে এসে নিজের মিথ্যা আইডেন্টিটি দেয়। এরা মানসিক রোগী। আসলে একজন গরীব মানুষও ক্লাসি হতে পারে যদি তার মধ্যে ভদ্রতা জ্ঞান থাকে। অনলাইনে ফেক/ছাইয়া নিক থেকে মানুষকে বিব্রত করে এদের চেয়ে এই মুহুর্তে যে বৃদ্ধ মহিলা রাস্তা ঝাড়ু দিচ্ছে সে অনেক বেশি ক্লাসি। পত্রিকা টিভি নিউজ বলে দিবে আমি কি। নিজের ঢোল নিজে পিটাতে চাইনা। আপনাকে ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার নিকটা আমার আসল নাম না।
আমার ব্যাপারে আপনার কোনো মতামত আছে?

১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: না। আপনার নিক নিয়ে কেন বলব? আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা এক হিজরার কথা বলছিলাম। হালায় বহুত বড় ফেক। ২/৪ জন সাইকো তো আছে এরকম অনলাইনে সহজ সরল মানুষকে বিব্রত করে, প্রতারণা করে। ছেলে মেয়ে সাজে। মেয়ে ছেলে সাজে। ওদের কথা বলছি।

৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে ভালো আর কে মন্দ তা
তার লেখনীতেই প্রকাশ পায়।
যেহেতু এখানে কথা বলার
অপশন নাই। তাই লেখনীর
মাধ্যমেই মানুষকে বুঝতে হয়।
আওঅঅনাকে ধন্যবাদ সুন্দর
পরামর্শ দেবার জন্য।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কথিত নিরপেক্ষ ব্লগাররা বেয়াদব গালিবাজ দের পক্ষে সুপারিশ করতে আসে আমার পোস্টে। এরা যে আগে গালি দিসে ঐগুলা দেখেনা।তখন চোখে মালা দিসিল।৩/৪ টা কমেন্টের লোভে অনেকে পক্ষ অবলম্বন করে। হক কথা বলে না। আসলে সবাই মানুষ না। আপনি আল্লাহর ওয়াস্তে কপি পেস্ট নিয়ে আর কোন মন্তব্য করিয়েন না। কিছুই বলিয়েন না। এটা আমার অনুরোধ। কবিতা লিখুন। আপনার ছড়া কবিতা ক্লাসি। শুধু নিরপেক্ষ ব্লগারদের পোস্টে মন্তব্য করুন। সুশীলতার মুখোশ পড়া একপক্ষীয় ব্যক্তিত্বহীন দের পোস্ট এড়িয়ে চলুন। এতো গুলো ব্লগার নৈতিকতার বুলি উড়ান। সাহস নিয়ে একজন ব্লগার বলতে পারলেননা কপি পেস্টের মত গালিগালাজ, সব পোস্টে অপ্রাসঙ্গিক ভাবে ৪ জন ব্লগারকে টেনে এনে ওদের ব্যক্তি আক্রমণ করাও বন্ধ করতে হবে। এরা ভন্ড।

৭| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৬

কাজী হাসান সোনারং বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ!

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৮| ১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

আর জেমসের গান অসাধারণ। জেমস গাইলে অসাধারণ গান হয়ে যায়। এই গুণ তার স্রষ্টা প্রদত্ত।

অসাধারণ।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: নগর বাউল জেমস একটি ভালোবাসার নাম।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৩

বিটপি বলেছেন: ছেলেদের ছবি দেখে মজা নাই। মেয়েদের ছবি দিয়ে পোস্ট শুরু করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.