নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

পরীমনির প্রতি নারী ও মিডিয়া বিদ্বেষমূলক আচরণ ও দেশের জনগন।

১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮


ছবিঃ বলে নিসি হুয়াট্স আপ এ।

পোস্টে মাল্টি, ছাইয়া, নারী বিদ্বেষী, গালিবাজ ও ব্যক্তি আক্রমণ কারী নিষিদ্ধ।

কি অপরাধ পরিমণি আর রাজের? কেন এই নেতিবাচক মন্তব্যের মাধ্যমে অসভ্য আচরণ? কেন রাজ-পরীর সন্তানের ছবি পোস্ট করা পোস্টে নোংরা মৌলবাদী গোষ্ঠী? পরমনীর অপরাধ কি? সে সন্তান জন্ম দিয়েছে? রাজের সাথে প্রেম করে বিয়ে করসে? নাকি তার একমাত্র অপরাধ সে নায়িকা?

একশ্রেণির অসভ্য বেয়াদব পরী রাজকে নোংরা ব্যক্তি আক্রমণ করেছে এমন কি নিষ্পাপ নবজাতক কে নিয়ে নোংরা মন্তব্য করেছে? এরাই আবার শিষ্টাচার এবং সভ্যতা শিখায়। দুঃখের বিষয় হলেও সত্য মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানসিকতা এমন নোংরা। এরা মৌলবাদী।

বোট ক্লাবের মেয়েবাজরা যখন ওর সাথে অসভ্যতামি করেছিল তখনও এই মৌলবাদী গোষ্ঠী ঐ লোক গুলোর পক্ষে গিয়ে পরীকে নির্লজ্জ গালি দিয়েছিল। তবে আমাদের ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের একটি শক্তিশালী অংশ পরীর পক্ষে লেখালেখি করায় সে ন্যায় বিচার পায়।

একজন মিডিয়া কর্মী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ অন্যায় না করলে কোন নায়ক নায়িকা তো দূরের কথা তাদের এসিস্ট্যান্ট পর্যন্ত সিনক্রিয়েট করবেনা। কারণ রেপুটেশন।

পরি নির্দোষ ফেরেস্তা কাউলে বলেনি।তবে সে ভন্ডামি করেনি। যে যেরকম সেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেছে। সুশিলতার মুখোশ পরেনি। মিডিয়ায় তার রেপুটেশন একটা ক্ষেত্রে খুবই খারাপ। সিডিউল মিস করে। হুট করে ফোন টোন বন্ধ করে গায়েব হয়ে যায় মাঝে মাঝে। ড্রাংক থাকলে ও রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে কি করে নিজেরাও জানেনা।

এদেশে সবচেয়ে বেশী মেন্টাল টর্চার করা হয় মিডয়ায় যে সব নারীরা কাজ করে তাদের। কত রকম প্রতিকূলতা ওভারকাম করতে হয় প্রতিদিন প্রতিমুহূর্তে।

কেন এই হীনমন্যতা? কেন এই নোংরামি? কেন পরীর সন্তানকে ওয়েলকাম করতে নেতিবাচক হবো? কেন এই মানসিক দৈনতা? কেন এই নোংরা নেতিবাচক ট্রোল?


তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেনঃ মিডিয়ার সেলিব্রিটিরা নবজাতকের মুখ দেখায়না। কিন্তু পরী দেখিয়েছে।এটা আসলেই প্রশংসনীয়।


প্রতিদিন জয়া আহসান, পরিমণি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিমরা যে পরিমাণ মেন্টাল অত্যাচার অনলাইনে সহ্য করে এটার জন্য তাদের সরকারের পক্ষ থেকে, এক একজনকে সাহসী যুদ্ধার মুকুট পরানো উচিৎ।

একদিন সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৩

ইমরোজ৭৫ বলেছেন: মিডিয়া শুধু পরীমনির খবর প্রকাশিত করে। আর কারো খবর মিডিয়া নেয় না। বলতে পারেন মিডিয়া পরীমনির প্রাইবেসি নষ্ট করছে। আমার, আপনার, পরীমনির সবার; যার যার প্রাইবেসি নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইমরোজ ভাই,

মিডিয়া কি করসে কি করসেনা সেটা প্রাসঙ্গিক নয়। আমরা তাদের নবজাতককে ওয়েলকাম করতে পারবোনা কেন? তাদের ব্যক্তিগত বিষয়ে নির্লজ্জ নাকটাই বা কেন গলাবো? গালি কেমনে দেয় মানুষ! ব্যক্তি আক্রমণই বা কিভাবে করে? পারসোনালিটি লেভেল ০% এদের।


শুভেচ্ছা ♥️

২| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মোগল বলেছেন: কর্পোরেট পতিতা কি জিনিস?

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মোগল ব্রো


পতিতা বলে শব্দটা খুবই আপত্তিকর। পেটের দায়ে জীবিকার অন্বেষনে পরিবারের ভরন পোষণ এর জন্য যে মেয়ে কর্পোরেটে বা নিষিদ্ধ পল্লীতে সুভাষ ছড়ায় সে পতিতা নয়। পতিতা হলো সে পুরুষ যে তাকে টাকা বিনিময়ে ভোগ করে।


শুভ কামনা ♥️

৩| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

নিমো বলেছেন: মোগল বলেছেন: কর্পোরেট পতিতা কি জিনিস?
তা আপনি কি পতিত নাকি উত্থিত ?

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজন কর্ম করে ইথিকালি অন্ন জোগাড় করা মানুষ ♥️

৪| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

রানার ব্লগ বলেছেন: জানেন না আংগুর ফল টক!!!

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: চারদিকে শুধু হিংসা বিদ্বেষ গীবত নোংরামি গালি ব্যক্তি আক্রমণ।

৫| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭

কামাল৮০ বলেছেন: ছাইয়া বুঝলাম না।এটা কি হিন্দি শব্দ?

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা ছেলে হয়ে মেয়েদের নিক চালায় তাদের কে ব্লগে ছাইয়া বলা হয়।

৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: পরীমনি সম্পর্কে আমার কোনো ধারনা নেই।
এর কোনো সিনেমা, নাটক আমি দেখি নাই।
বেশ কিছু দিন আগে হঠাত করেই নানান কর্মকান্ডে এর নাম জেনেছি শুধু।
তারপর থেকে ফেসবুকে মাঝে মাঝেই নানান কারণে নিউজ দেখেছি।
এটাই মিডিয়া জগৎ, এটাই রঙ্গিন জগৎ, যত বেশী চর্চা ততো বেশী নামডাক।
পরীমনির বাচ্চার জন্য শুভকামনা।
ছেলে হয়েছে, না মেয়ে?

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক কিন্তু গালি ও ব্যক্তি আক্রমণ খুব নোংরা কাজ। রাজের স্ত্রী ও নবজাতক তো দোষ করেনি। একজন মা হয়েছেন আরেকজন সবে মাত্র পৃথিবীতে এসেছে। শুধু একজন নায়িকার বেবি বলে আমরা বেবিটাকে ওয়েলকাম করতে পারসিনা। এটা লজ্জার।

ছেলে বেবি। ওর নাম রাজ্য। রাজের সাথে মিলিয়ে নাম রাখায় সমালোচনা করেছেন তসলিমা নাসরিন।


ধন্যবাদ দস্যু ভাই মন্তব্যের জন্য।

৭| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৪

নিমো বলেছেন: লেখক বলেছেন: আমি একজন কর্ম করে ইথিকালি অন্ন জোগাড় করা মানুষ ♥️
সেটা জানি। প্রশ্নটা ছিল মূলত তার প্রতি যিনি অমুকে নাস্তিক, তমুকে পতিতা বলেই খালাস। এদিকে নিজের জাত পরিচয়ের খোঁজ নেই। নিজের পরণে নেংটি আছে কিনা খবর নেই, অন্যর জামায় ফুঁটো খুঁজতে ব্যস্ত।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রভু তাহাদের জ্ঞান দান করুন। প্রভু ছাড়া আর কারো পক্ষে অন্যায় কার্যক্রম থেকে তাদের ফেরাতে পারবেন না।

৮| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুলনার সাতক্ষীরার মেয়ে
পরীমনি একজন ভালো অভিনেত্রী।
তিনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও
মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি
২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০
জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত
হয়েছিলেন।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ও ভালো মেয়ে। জারজ,ধর্ষক, মৌলবাদী, রাজাকার, আলবদর এর দোসররা ওকে গালি দেয়।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩০

বিটপি বলেছেন: পরিমনির উপরে আমাদের মোল্লাদের কোন রাগ নেই। রাগ হচ্ছে মিডিয়া আর পুলিশের উপর। পরিমনি এমন কিছু একটা করে ফেলেনি যে তাকে এত গুরুত্ব দিতে হবে। পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি করেছে, যাতে তার ব্র্যান্ড ভ্যালু বাড়ে।

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে মোল্লা কোত্থেকে এসছে? আজীব!

১০| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৫

বিটপি বলেছেন: ও স্যরি, মৌলবাদী বলেছেন, মোল্লা নয়। আমরা অবশ্য এই দুইটারে একরকমই ধরি।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসারাফ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.