নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

থমথমে পরিবেশ! শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ!

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৯



থমথমে পরিবেশ! শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ!
Chorki Original Film “নিঃশ্বাস” আসছে।
কাহিনী বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। এই গল্পের মূল নায়িকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী 'তাসনিয়া ফারিন'। ৩ বছর আগে ওকে নিয়ে একবার লিখেছিলাম, সামুতে। অনেকেই মন্তব্য করেছেছিলেন, এর নাম জীবনেও শোনিনি। এ কে? আমি বলেছিলাম এ এক অসাধারণ প্রতিভা। সামনে বিনোদন জগতে বেশ সুনাম সুনাম অর্জন করবে। তিনি আমাকে নিরাশ করেন নি। আমার অনুমান কে মিথ্যে করে দেন নি।

তাসনিয়া এই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী দের একজন। 'নিঃস্বাস' এ এমন একটি চরিত্রে তিনি নির্বাচিত হয়েছেন, যে চরিত্রে সাধারণত ছেলেদের দেখা যায়। এই পরিবর্তন অবশ্যই প্রসংশনীয়।

ট্রেলারে দেখা যাচ্ছে - ফারিন অস্ত্র নিয়ে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গেলো ঈদের পরে শুরু হওয়া শ্যুটিং এ ১০/১২ দিন সময় দিতে হয়ে তাকে। ঢাকা মেডিকেল কলেজে ৩ দিন যেতে হয়ে ট্রেনিং এর জন্য। তাছাড়াও অস্ত্র চালানোর স্টাইল ও দক্ষতার ট্রেনিংও নিতে হয়েছে।

ওকে সাধারণত নুসরাত ইমরোজ তিশাকে অনুসরণ করতে দেখা যায়। ও নিজে বলেছে তিশাকে অনুসরণ করে। ফারুকী -তিশার ঘরে নবজাতক আসার পর থেকে এই ধরনের ব্যতিক্রম ও একশান চরিত্রে তাসনিয়া ফারিনই যেন প্রথম পছন্দ প্রযোজক ও পরিচালকদের কাছে।

সব মিলিয়ে মনে হচ্ছে দারুণ কিছু আসছে।


পোস্ট উৎস্বর্গঃ অভিনেতা মোশারফ করিম।মিডিয়া পারায় আজ তাঁর জন্মদিন নিয়ে বেশ হৈ চৈ।



গতকাল রিলিজ হওয়া টিজারটি দেখুন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
নতুন বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না।
হাওয়াটা দেখার ইচ্ছে আছে।
নিঃশ্বাসের বিশ্বাস নাই।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন:

সাধারণত নায়ক যে রুল প্লে করে, নিঃশ্বাসে নায়িকা সে রুল প্লে করছে। আশা করছি ভালো লাগবে।

২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

প্রায় বিলুপ্তির পথে বাংলা সিনেমা কি অবশেষে ট্র্যাকে উঠলো?
হারানো গৌরব হারানো দর্শক কি ফিরে পাওয়া শুরু।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: একটা পরিবর্তন আসছে। কিন্তু পলিটক্স সামাজিক প্রেক্ষাপট ও সেন্সর বোর্ডের অতি ধর্মীয় মনোভাব বাঁধা। মোস্তফা সরওয়ার ফারুকীর 'শনিবার বিকেলে' ৩ বছর ধরে আটকে রাখসে সেন্সর বোর্ড।' রেহেনা মারিয়াম নুর ' নাম করার পর ভালো ফিল্ম বানানোর একটা হিড়িক আছে। এটা চালু থাকলেই হল। সরকারের আন্তরিক সদিচ্ছা ভিষণ জরুরী।

৩| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৪

কামাল৮০ বলেছেন: ছবির কথা মনে হলেই মনে পড়ে,’তিতাস একটি নদীর নাম’ আরো কিছু নদীর নাম যদি এমন হতো।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি মুরুব্বি মানুষ। এগুলো ভালো লাগবেনা।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৫

পোড়া বেগুন বলেছেন:
ব্লগও থম থম !
যদিও ব্লগে
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াব্লগ "খাদ্য THE FOOD" চলছে।
হেব্বী খানা পিনা হচ্ছে! লীনার চাটগাইয়া কালা ভূনা এর
কাছে তুচ্ছ!

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ওগুলো পড়িনা। নিজেরাই নিজেদের পোস্ট পড়ে, নিজেরাই লাইক দেয়, নিজেরাই নিজেদের পোস্টে কমেন্ট করে,সে কমেন্টে আবার নিজেরাই লাইক দেয়।বিশ্রী অবস্থা।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৪৫

বিটপি বলেছেন: আমি এই দৃশ্যটি দেখে কিছুই বুঝতে পারলাম না। সে কাকে উদ্দেশ্য করে একঝাক গুলি ছুড়ল? যাকে গুলি করল, সে কি আত্মরক্ষা বা পালটা হামলার কোন ব্যবস্থা নেয়নি?

এরকম মেশিনগান কেবল যুদ্ধাবস্থায় সৈনিকের হাতে লিগ্যাল। তাস্নিয়া যে চরিত্রে অভিনয় করেছে, সেটা কি লিগ্যাল? একজন সিভিলিয়ান হিসেবে এরকম একটি আর্মস হাতে নিয়ে সে কি আইন ভঙ্গ করল না?

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝার দরকার কি? আপনি তো এমনিই দেখবেন না। বুঝতে হলে দেখতে হবে।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: কিছু নতুন পরিচাল ও নতুন অভিনেতা অভিনেত্রি এসেছে। তাঁরা ভালো কাজ করছে।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব আপনাকে কমেন্ট ব্যান মুক্ত করেছে দেখে খুব ভালো লাগসে সত্যি। দেশের মানুষের পক্ষে লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.