নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

\'ও সে রঙ করা পুতুল \'

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯


নারী ন্যাচারাল লুকে বেশি সুন্দর হলেও বাস্তবতা তাদের মেকআপ সুন্দরী বানায়।পুরুষ যতই বলুক না কেন, নারী দেখতে নেচারালি সুন্দর, মেক আপ সুন্দরীদের বাজে দেখায়,সেগুলো মিথ্যা কথা। প্রতিটি পুরুষই নারী কে সুন্দর রূপে দেখতে চায়।নেচারাল লুকে খুব কম মেয়ে কেই মেক আপ সুন্দরীর চেয়ে বেশি সুন্দর দেখায়। যতই মহাপুরুষ ভান ধরুক না কেন চোখের নীচে ডার্ক সার্কেল থাকলে, ফেস তৈলাক্ত থাকলে অধিকাংশ পুরুষ নাক উঁচা করে।

মেকআপ এর জন্য আইলাইনার, শ্যাডো, হাইলাইটার, ফাউন্ডেশন সহ মেকআপের অনন্ত ফিরিস্তি নিয়ে আয়নার সামনে মেয়েরা প্রচুর সময় দেয়।এটা খুবই দুঃখজনক। কারণ এখন অধিকাংশ মেয়েরা মেক আপ করে নিজেকে আকর্ষণীয় রূপে রিপ্রেজেন্ট করে ছেলেদের চোখে সুন্দর দেখানোর জন্য। এটা ঠিক নয়।বুঝতে হবে সৌন্দর্য ভেতর থেকে প্রতিফলিত হয়।মন সুন্দর হলে পৃথিবীর প্রতিটি মানুষকে সুন্দর লাগে।কারো জন্য নিজেকে সুন্দর করা পুওর পারসোনালিটির বৈশিষ্ট্য।

এটা সত্য যে, পরিমিত, সিম্পল ও ন্যাচারাল মেকআপ ছাড়া খুব কম নারী ঘর থেকে বের হয়। একেবারে মেক আপ ছাড়া শুধুমাত্র সে সব মেয়েরা ঘর থেকে বের হয়, যারা ভেতর থেকে কনফিডেন্ট, স্মার্ট এবং আত্ম নির্ভর শীল।এই ধরণের মেয়েরা আমার খুব প্রিয় ও সম্মানিত আমার কাছে। আমার অধিকাংশ মেয়ে বন্ধু এরকম। (মডেলরা ছাড়া)|আসলে মেক আপের মাধ্যমে একটি মেয়ে/ছেলে সম্পূর্ণ চ্যাঞ্জ করা যায়।

অপ্রিয় হলেও সত্য যে অধিকাংশ মেয়ের ড্রিম বয় বিসিএস ক্যাডার(ক্ষেত হলেও সমস্যা নাই) বা ৬ ডিজিট সেলারি পাওয়া ধনী ছেলে অথবা লম্বা ফর্সা বিল্ডার ছেলে। ফলে ড্রিম বয় পাওয়ার জন্য মেক আপ এর আশ্রয় নেয়।

তবে টু বি ভেরি অনেস্ট, মেক আপ যেন একটা যাদু।এক একজন মেক আপ আর্টিস্ট যেন এক একজন যাদুকর। ব্রাইডাল, পার্টিমেক আপ অনেকেই করতে পারেন, একটু প্রাকটিস করলে ২/৩ মাস টিউটোরিয়াল করলে, ট্রেনিং নিলে যে কেউ মেক আপ আর্টিস্ট হতে পারেন। তবে অনন্য শৈল্পিক হলো ফ্যাশন মেক আপ।এটা শেখা সহজ কাজ নয়। প্রচুর সাধনা করতে হত।এই মেক আপ শিল্পীদের হাতে সত্যি যাদু আছে।আপনার বয়স কতো এটা কোন ব্যাপারই না। এমন ভাবে এরা মেক আপ করে বয়স রেগুলারের ৭/৮ বছর কম দেখাবে।বেশি দূর যেতে হবেনা। জয়া আহসান প্রমাণ হিসেবে যথেষ্ট।

যাদুকরী মেক আপ দেখুনঃ
১)

ছবি- নগর বাউল জেমস
মডেল- জুই।
মেকাপ- ভুবন
২)
একই মডেলের আরেকটি মেকআপ দেখুনঃ

ছবি- আমি।

তবে অতিরিক্ত সবকিছুই বিশ্রী। অনেকে এমন ভাবে মেক আপ করে মানুষ নাকি পুতুল বুঝা যায়না।অফিস থেকে বের হয়ে একটু আফমি প্লাজা গেসি। মার্কেটটির পাশে যেখানে সিগারেট ও চা বিক্রি করে সেখানে দাঁড়িয়ে আছি। পরিচিত একজন পারসোনা থেকে ব্রাইডাল মেক আপ করছে। আমার সামনে পড়ার পর হাই দেয়ার পর চিনিনাই। ও নাম না বললে সত্যি চিনতাম না। আচ্ছা এই মেক আপ ৮ ঘণ্টা পর চলে যাবে। তখন তো আসল রূপ টা দেখবে শ্বশুর বাড়ির লোকজন। হুদাই নিজেরে পুতুল বানালো কেন? এদের দেখে জেমসের 'ও সে রঙ করা পুতুল' গানটি মনে পড়ে। আসলে অরজিনাল টাই ক্লাসি। ফেক সবকিছুই জঘন্য। বি রিয়েল। রঙ করা পুতুলের মতো হলে রঙ চলে গেলে অবেহেলিত হতে হবে হয়তো।দুঃখের বিষয় অধিকাংশ ফেকদের পেছনে ছুটে প্রতারিত হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১

কামাল৮০ বলেছেন: এখানে নারীরা খুব কম মেক আপ করে।দেখতে তো ভালোই লাগে।সামারে পোষাক ও কম পরে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে ফেক বেশি। ওখানে রিয়েল বেশি।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: সাজলে মেয়েদের ভালো লাগবেই!! নতুন করে বলার কিছু নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ কোন সন্দেহ নেই। তবে নিজত্ব বজায় রেখে না সাঁজলে পরে সমস্যায় পড়তে হয়।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪২

পোড়া বেগুন বলেছেন:
নারীদের মেক আপের কারণে পুরুষ ধোকা খায়।
বিয়ের কনেকে পেত্নী থেকে অপ্সরা বানায়; বিয়ের
পরবর্তী জীবনে সংঘাত হয়। কাউকে ধোকা দেয়া
ঠিক না! ন্যাচারাল লুক শ্রেয় তবে রঙমহলে
মেক আপ করা হয় পুরুষের মনোরঞ্জনের জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০২

জগতারন বলেছেন:

চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ৯০ দিন পর ওনাদের পাবেন।৬০ দিন হলে ভালো হতো।ব্লগ চলছে চলবে।কারো জন্য থেমে থাকবেনা। কিন্তু এখানে ওনারা কিভাবে আসলেন?

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: মেকআপের সুষ্ঠ ব্যাবহার খুব কম নারী করতে পারে। মেকআপের মাধ্যমে নারী তার ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলতে পারে । মেকআপের ভয়ানক ব্যাবহার দেখা যায় যেকন বিয়ের অনুষ্ঠানে !!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মেক আপ একটি শিল্প। যারা মেক আপ করেন তাঁরা শিল্পী। সাধনা ছাড়া শিল্পী হতে গেলে লেজেগোবরে হবেই।
মেক আপে পারফেকশন না আনলে খুবই বাজে দেখায়।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


মেকআপ মেয়েদের ব্যক্তিত্বের সাথে রিলেটেড।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ তবে পারফেশন জরুরী।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

Ml Ali বলেছেন: বাস্তবকে ইমিটেশন দিয়ে সাময়িকভাবে আড়াল করা গেলেও আন্তরিকতাকে প্রকাশ করা যায় না।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। ন্যাচারালটাই সুন্দর।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫

সোনালি কাবিন বলেছেন: মেক আপ আর ন্যাচারাল, দুইটার দুই রকম ভাইব।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ন্যাচারালি বিউটি খুব সুন্দর। কিন্তু সবাই তো নেচারালি বিউটি না। অনেক নেচারালি বিউটি অযত্নে আর হতাশায় নষ্ট হয়ে যায়। তাই মেকওভার এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।তবে মেক আপে পারফেকশান না আসলে বাজে দেখায়।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১১

গফুর মিয়া১৯১ বলেছেন: সব কিছুর সংমিশ্রণে একটা সাধারণ জিনিষ অসাধারন হয়ে ঊঠে যার পিছনে থাকে শিল্পীমনা মন।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: এই সংমিশ্রণ টাই শিল্প। সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.