|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোহাম্মদ গোফরান
মোহাম্মদ গোফরান
	♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
 
 
***কোন মগজহীন রামছাগল এই পোস্ট অটো রিফ্রেশ দিচ্ছে *** 
কি অসাধারণ দৃশ্য!! মা মেয়ে বোরখা পড়েছেন।কি সুন্দর দেখাচ্ছে! বোরখা পড়া অনেক নারীর সৌন্দর্য বোরখা না পড়া কোটি কোটি মেয়ের সৌন্দর্যকে হার মানায়। বোরখা বা হিজাব পড়ে কেউ কমফোর্ট ফীল করলে সেটা অবশ্যই স্টাইল।আমি দুবাইতে ছিলাম। বোরখা পড়া অনেক এরাবিয়ান নারী, বিশ্বের অনেক নাম করা মডেলের তুলনায় ৩ গুণ বেশি স্টালিস্ট ও সুন্দর। পোস্টের শুরুতে এই কথা বলার কারণ হলো শততম পোস্টের মাধ্যমে আমি জানাতে চাই কে বোরখা পরবে কে ওয়েস্টার্ন পরবে যার যার নিজস্ব রুচি। আমার সমস্যা তাদের ক্ষেত্রে যারা জোর করে কাউকে নির্দিষ্ট কোন পোশাক চাপিয়ে দিতে চায় তাদের সাথে।
 ছোট ছোট বিষগুলোও সেলিব্রেট করতে বা স্মরণীয় করে রাখতে আমার ভালো লাগে। এটা হয়তো আমার ইমোশান বা চাইল্ডিস আচরণ।তাই কারো বিরক্তির কারণ হলে দুঃখিত। 
পোস্টে যাওয়ার আগে ১০০ তম পোস্ট উপলক্ষে একটু খানাপিনা হোক আগেঃ   
 
এর আগে আমি আমার ব্লগের ৫০ হাজার হিট সেলিব্রেশন পোস্টে ব্লগার শায়মা আপু ও সম্মানিত মডারেটর এর সাথে একটি বিষয় নিয়ে কথোপকথন করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। আমার আব্বুর চেয়েও দুই বছর বড় একজন সম্মানিত ও প্রবীণ ব্লগার  আমাকে মতের অমিল বা রাজনৈতিক মতাদর্শের অমিলহেতু  অযাচিত ব্যক্তি আক্রমণ করলে আমি মডারেটরকে এক মন্তব্যের মাধ্যমে জানাই এভাবে ক্রমাগত ব্যক্তি আক্রমণ করতে থাকলে আমি আইনের আশ্রয় নিব। এবং সেটা আমি নিতেই পারি। বাংলাদেশ এর নাগরিক হিসেবে সেটা আমার অধিকারও।সেই মন্তব্যের ১ টা লাইনের স্কিনশন নিয়ে পোস্ট দিয়ে আমায় পরোক্ষভাবে গালি দিয়ে পোস্ট দিয়েছেন অন্য একজন ব্লগার।মিথ্যাচার করছেন আমি মুক্তিযুদ্ধাকে অসম্মান করিছি।অথচ মুক্তি যোদ্ধার সাথে আমার সে মন্তব্যের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।কারো কপালে কি লেখা আছে কেউ মুক্তিযুদ্ধা? আর মুক্তি যোদ্ধা বলেই পুত্রের চেয়েও ছোট কাউকে গালি/ব্যক্তি আক্রমণ করা যাবে?
এই সব পুরনো লেম বিষয় আমি পোস্টে আনতামনা। আনছি কারণ ৮ মাসে সেদিনের মতো খারাপ আমার কখনো লাগেনি।ব্লগে ভবিষ্যতে এই ধরনের কোন বিড়ম্বনায় আমি পড়তে চাইনা। আমি এও চাইনা আমার মতো কাউকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করে সামুতে আর কখনো পোস্ট আসুক। গন্ডগোল বা ক্যাচাল হয়েছে একজনের সাথে অন্য একজন কেন পোস্ট দিয়ে গালাগালি করছে সেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আজও ঢুকেনি। আমি আসলে ব্লগিং করেছি ৭ মাস। এই বছর ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত  ৮ মাসে ৯১  টা পোস্ট করেছি। একটি পোস্ট মডারেশন থেকে সরিয়ে দেয়া হয়েছিল। ৮৭ টি পোস্টই আলোচিত পাতায় গিয়েছে এবং এই পোস্ট গুলোর পোস্ট প্রতি গড় হিটঃ ৭০০ বার। গড় মন্তব্যঃ ২৭ টি। গত ২ মাস সামুর  ব্লগার ও পাঠক ছিল আগের তুলনায় ১/৪ হয়ে গেসে।  নাহলে গড় মন্তব্য  ৪০ ছিল ২ মাস আগেও যখন আমি বর্ষপূর্তি পোস্ট দিছিলাম তখন। 
অবশ্যই আমারও অনেক ভুল ছিল। কিন্তু জাদিদ ভাই, আহমেদ জী এস স্যার, শায়মা আপু ও মরুভূমির জলদশ্যু ভাই, রানার ব্লগ ভাই আমার বিভিন্ন পোস্টে বিষগুলো ইতিবাচক ভাবে সংশোধন করতে বললে আমি ভুলগুলো সংশোধন করেছি। মানুষ মাত্রই ভুল করে। ভুলের কারণে কাউকে পোস্ট বা মন্তব্যের মাধ্যমে গালি দেয়া হেয় করা কি ঠিক? কারও প্রতি আমার কোন অভিযোগ অনুযোগ নেই।শুধু চাই সে বিষয়গুলো সামুতে আর কখনো পুনরাবৃত্তি না ঘটুক।
যাই হোক, এটি আমার ১০০তম পোস্ট। একটু আগে আমার প্রিয় একজন ছেলে  মেক আপ আর্টিস্ট ফেবুতে স্ট্যাটাস দিয়েছে - "ভাই মেক আপ আর্টিস্ট বলে, যে বোন পরিচয় দিতে লজ্জা পায়, তার সাথে আজ থেকে আমিও সম্পর্ক রাখবোনা" 
লক্ষ্য করুন আমাদের দেশের মানুষের মানসিকতা।এক একজন মেক আপ আর্টিস্ট এক একজন শিল্পী। শিল্পের ছোঁয়ায় একটি সাধারণ ছেলে/মেয়েকেও অপরূপ/অপরূপা করে তুলতে পারেন এই মেকআপ যাদুকরেরা। ২০২২ সালে এসেও একজন মেক আপ আর্টিস্ট ছেলে হওয়ার অপরাধে পরিবার ও সমাজে লাঞ্চিত হচ্ছেন, হেয় হচ্ছন। সামু ব্লগের মতো প্ল্যাটফর্ম  যেখানে জ্ঞান বিজ্ঞান,সাহিত্য, সভ্যতা ও প্রগতিশীলতার চর্চা হয় সেটিও এর ঊর্ধ্বে নয়। আমার প্রফেশন নিয়ে আমাকে কথা বানে জর্জরিত করা হয়েছে। নিচের ছবির মেক আপ দেখুন। সে আমার লাস্ট শো এর মেক আপ আর্টিস্ট ছিল। সবাই জানেন ফ্যাশন শোতে যেসব মডেল পারফর্ম করে তাদের মেক আপ করা কতো বড় চ্যালেঞ্জ। সাধারণ মেক আপ আর্টিস্ট দের পক্ষে এটা সম্ভব নয়।এত বড় প্রতিভা নিজের পরিবারের কাছে অবহেলিত!!  
 
কেন এই হীনমন্যতা!  আমার কিছু সহব্লগারগণ আমায় কটাক্ষ করাতে আমার যেখানে এতো খারাপ লেগেছে সেখানে নিজের বোন মেক আপ আর্টিস্ট হওয়ার কারণে যদি লজ্জিত তবে উক্ত মেক আপ শিল্পী কতোটা কষ্ট পায়!  
আজ ঈদে মিলাদুন্নবী। এটি ইসলামে আছে নাকি নেই আমি জানিনা। জানার ইন্টারেস্টও নেই। তবে এই দিবসকে ঘিরে আখনি বিরিয়ানি রান্না হয়। মসজিদে মিলাদ হয়। সরকারি বন্ধ থাকে। পরিবারের সবাই মিলে বিরিয়ানি খাই। এটা আমার বেশ লাগে। পরিবারের সবাই এক হয়ে বিরিয়ানি খাওয়ার একটি উপলক্ষ অন্তত পাওয়া গেলো।  
 
নিচের ছবিটি দেখুন।  
 
শুক্র শনি রবিবার  বন্ধ পাওয়ায়, - লাখো মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। করোনার ৩ বছর ব্যবসা করতে না পেরে পঙ্গু হয়ে গেসিলেন কক্সবাজারের ব্যবসায়ীরা। এই বছর অক্টোবর থেকেই ব্যবসা জমে ওঠেছে। দেশের অর্থনীতি চাঙ্গা হোক।দেশের মানুষ গুলো সুখে থাকুক।সকলের মন থেকে হিংসা বিদ্বেষ গীবত দূর হোক। শুধু ভালোবাসা থাকুক। শুধুই ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা রয়ে যাক।   
 
উপরের ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তাদের আমার পোস্ট যারা নিয়মিত পড়েন তারা চিনেন। লিনা সায়র দুই বোন। সে সম্পর্কে সায়রা আমার ছোট বোন। আমি আমার একটা ভ্রমণ পোস্টে ককর্নফুলী নদীর সৌন্দর্য তুলে ধরতে সায়রায় নীচের পিকটি ইউজ করিঃ  
 
একজন ব্লগার জিজ্ঞেস করেছেন ছবিতে কে? আমি  উত্তর দিসি ছোট বোন।এই ছবি প্রাসঙ্গিক হওয়ার পরও পরোক্ষভাবে আলাদা ভাবে মাল্টি থেকে পোস্ট দিয়ে আমাকে কটাক্ষ করা হয়েছে। অথচ এটা কোন অশ্লীল ছবি নয়। ৪/৫ টা পোস্টে অপ্রাসঙ্গিক ছবি আমি দিয়েছি সেই সুযোগে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমি সব পোস্টে অপ্রাসঙ্গিক ছবি দেই। আমি জানি আমি যতদিন এই ব্লগে ব্লগিং করবো ততদিন বলা হবে আমি সব পোস্টে  অপ্রাসঙ্গিক ছবি দেই। এগুলো কি অনুচিত কাজ নয়? 
আমি আমার ১০১ তম পোস্ট থেকে এতোদিন যে সমস্যা ব্লগিং করতে আমি ফেস করসি তা আর চাই না। আমার ভুল হলে বলবেন আমি সাথে সাথে সংশোধিত হবো। কিন্তু আলাদা পোস্ট দিয়ে হেয় করা গালি দেয়া কটাক্ষ করা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
 ৪৯ টি
    	৪৯ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:১৮
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।
২|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫৯
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫৯
সোনাগাজী বলেছেন: 
অভিনন্দন।
আপনি ফ্যাশান ব্যবসার সাথে জড়িত, বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিবেশে ফ্যাশান ব্যবসা বেশ আলোচিত এলাকা।
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। আপনি সবসময় আমায় অনুপ্রেরণা দিয়েছেন। পাশে থেকেছেন। অনেক কিছু শিখিয়েছেন। এই কারণে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। 
কোন পেশাই ছোট নয়। প্রত্যেকে প্রত্যেকের পেশাকে সম্মান করুক এটাই চাওয়া।
৩|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:০৪
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:০৪
শেরজা তপন বলেছেন: আসছি ফিরে...
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২১
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে, অনেক ধন্যবাদ।
৪|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:৪৭
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৯:৪৭
অপ্সরা বলেছেন: ১০০ তম পোস্টে ১০০ তম দুঃখ অভিযোগ করে ফেললে ভাইয়ু! 
যাইহোক দোষে গুনে ভুলে ভালেই মানুষ। 
আর ব্লগিং শেখাটাও আসলে খুব সহজ বলে মনে হলেও আসলে সহজ নহে। 
অনেক অনেক দোষ ত্রুটি ভুল ভালের পরেই মানুষ শিখতে পারে। 
তুমিও শিখছো বলেই আমার ধারণা তবে সব কিছু ভুলে গিয়ে নিসঙ্কোচিত্তে যতদিন লিখতে না পারবে ততদিন মনে পড়বে পেছনের কথা যেটা তোমার লেখাকে প্রভাবিত করবে। 
তুমি সবার আগে ঠিক করো আসলে কি বিষয়ে তুমি লিখতে চাও। প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ছবির কথা তখনই আসবে না যখন তুমি ফ্যাশন নিয়ে লিখবে মডেল নিয়ে লিখবে বা এমন কোনো টপিকে যা উপরে মন্তব্যে একজন বলেছেন। নদীর সৌন্দর্য্য দেখাতে নারী মডেল আনতে পারো তবে নদীর চাইতে যদি সেখানে নারী মডেলটিকেই প্রমিনেন্ট করে দেখানো হয় তো আসল উদ্দেশ্য মাঠে মারা যাবে। মানুষ বুঝে উঠবে না কোনটা দেখছে আর কোনটা পড়ছে। আর বার বার প্রতি পোস্টে সকল বিষয়েই নারী মডেল আনতে হবে এমন কোনো কথা নেই। বুদ্ধি খাঁটাতে হবে ভাইয়ু!!! সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরুবে মানে এমন সুক্ষভাবে ধীরে সুস্থ্যে তোমার প্রিয় এসব ছবিগুলিকে আনো যেটা তোমার লেখার সাথে আসলেই মানিয়ে যায়। হা হা হা 
অনেক ভালো থাকো অনেক ভালো লেখো এইবার থেকে আরও আরও। 
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪০
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: নির্দিষ্ট কোন বিষয়ে লেখার পক্ষে নই। যখন যা লিখতে ইচ্ছা করে লিখি। আমি গুগল থেকে ডাউনলোড করা পিক না দিয়ে নিজের তোলা পিক ইউজ করি। আর আমি কাউকে নিয়ে ঘুরতে গেসি। সে স্মৃতি নিয়ে পোস্ট লিখতে গিয়ে শিরোনাম দিসি ' সাধারণ সবকিছুই সুন্দর- বাংলাদেশের অভ্যন্তরে ঘুরতে ভালো লাগে'। সেখানে আমার সাথে ঘুরতে যাওয়া কর্নফুলী নদীতে নৌকায় চড়া সাধারণ মেক আপ বিহীন বাঙালি নারীর সাঁজে শাড়ি পড়া সাইরার ছবি অপ্রাসঙ্গিক বললেই তো আমি মেনে নিবোনা। আমার যদি কোন ছবিকে হাইলাইট করার উদ্দেশ্য থাকে তবে সে ছবিটি নিয়ে ১০/১৫ লাইন লিখে আলাদা করে পোস্ট দিলেই তো হয়।
যাই হোক লিভ ইট। আমি মডারেটর কে বলছি অপ্রাসঙ্গিক ছবি আর দিব না। এবং গত ২ মাস দেই নি। ধন্যবাদ মন্তব্যের জন্য ♥️
৫|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:০৭
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:০৭
নতুন বলেছেন: সমাজে যেমন আপনার প্রতিদিন ১২ রকমের মানুষের সাথে দেখা হচ্ছে তেমনি ব্লগেও নানান রকমের মানুস আছে।  
 
চালিয়ে যান লিখতে থাকুন। আপনি ফ্যাসন, মডেলিং জগতের সাথে পরিচিত তাই লিখুন সে সব নিয়ে। 
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:১৯
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নতুন ভাই। ঠিক বলেছেন। সমস্যা হলো আমি কি লিখবো তা অনেকে ঠিক করে দিতে চান। একটু মতের অমিল হলে বা লেখার বিষয়বস্তু পছন্দ না হলে কটাক্ষ আর ব্যক্তি আক্রমণ।
৬|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪১
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: - আপনার শতমত পোস্টের জন্য শতবার অভিনন্দন জানাই। সামুতে আরো সাবলীল ও দীর্ঘ হোক আপনার পথ চলা।
আপনি লিখেছেন -
বোরখা বা হিজাব পড়ে কেউ কমফোর্ট ফীল করলে সেটা অবশ্যই স্টাইল।
এটি ১০০ ভাগ ভুল বিবেচনা। স্টাইলের জন্য বোরখা বা হিজাব পরা আর পর্দার জন্য বোরখা বা হিজাব পরা এক করার কোনো সুযোগ নেই। তবে আপনি চাইলে দুটিকে এক করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। 
আমি আসলে ব্লগিং করেছি ৭ মাস। এই বছর ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত ৮ মাসে ৯১ টা পোস্ট করেছি। একটি পোস্ট মডারেশন থেকে সরিয়ে দেয়া হয়েছিল। ৮৭ টি পোস্টই আলোচিত পাতায় গিয়েছে এবং এই পোস্ট গুলোর পোস্ট প্রতি গড় হিটঃ ৭০০ বার। গড় মন্তব্যঃ ২৭ টি।
আবারও অভিনন্দন আপনাকে। আপনার মতো করে আর কে কে আলোচিত পাতা, হিট আর মন্তব্যের হিসাব রেখেছে জানি না। এই মুহূর্তে মাত্র আর একজনের কথা মনে পড়ছে।
গত ২ মাস সামুর ব্লগার ও পাঠক ছিল আগের তুলনায় ১/৪ হয়ে গেসে। 
আমিতো দেখতে পেয়েছি কারো কারো কোনো কোনো ৪০-৫০-৬০ + মন্তব্য পরেছে। তবে কবিতায় মন্তব্য কম এসেছে। আর বরাবরের মতোই যারা অন্যদের পোস্টে মন্তব্য করেন না তাদের পোস্টেও মন্তব্য কম পরেছে।
যাইহোক, আপনাকে আবারও অভিনন্দন জানাই।
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৫০
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।  
বোরখা বা হিজাব পড়ে কেউ কমফোর্ট ফীল করলে সেটা অবশ্যই স্টাইল।
এটি ১০০ ভাগ ভুল বিবেচনা। স্টাইলের জন্য বোরখা বা হিজাব পরা আর পর্দার জন্য বোরখা বা হিজাব পরা এক করার কোনো সুযোগ নেই। তবে আপনি চাইলে দুটিকে এক করতে পারেন, আমার কোনো আপত্তি নেই।  
-  অনেক নারীবাদী ও ইসলাম বিদ্বেষী মনে করেন বোরখা একটি খ্যাত পোশাক।বোরখা ফ্যাশনের সাথে যায়না। কিন্তু বোরখা পড়েও ফ্যাশনেবল হওয়া যায়। বোরখা পড়লেও স্মার্ট দেখায়। তবে এটা ঠিক যে ফ্যাশন এর উদ্দেশ্যে বোরখা পড়া ইসলাম মতে পাপ কাজ। তবে কেউ পাপ থেকে বাঁচতে বোরখা পড়লে তাকে খ্যাত বলা অনুচিত কাজ। বলতে চেয়েছি অনেক বোরখা পড়া মেয়েকেও বোরখা না পড়া মেয়েদের থেকেও স্মার্ট দেখায়।
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৫৫
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আসলে ব্লগিং করেছি ৭ মাস। এই বছর ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত ৮ মাসে ৯১ টা পোস্ট করেছি। একটি পোস্ট মডারেশন থেকে সরিয়ে দেয়া হয়েছিল। ৮৭ টি পোস্টই আলোচিত পাতায় গিয়েছে এবং এই পোস্ট গুলোর পোস্ট প্রতি গড় হিটঃ ৭০০ বার। গড় মন্তব্যঃ ২৭ টি।
আবারও অভিনন্দন আপনাকে। আপনার মতো করে আর কে কে আলোচিত পাতা, হিট আর মন্তব্যের হিসাব রেখেছে জানি না। এই মুহূর্তে মাত্র আর একজনের কথা মনে পড়ছে।
- আবারও অনেক ধন্যবাদ।  কেউ যখন বর্ষপূর্তি পোস্ট লিখেন তখন নিজের ব্লগিং পরিসংখ্যান দয়ে থাকেন। যেমন আপনি বিষয়ভিত্তিক ব্লগ সংকলন পোস্টে বিষয়ভিত্তিক পোস্ট গুলো আলাদা করে দিয়েছেন। 
হিট মন্তব্য লাইক নিয়ে ব্লগার 'বিডি আইডল' 'আমি তুমি আমরা ' 'ভার্চুয়াল তাসনিম' সহ ১৫ জন এর মতো ব্লগার কে আমি  পোস্ট দিতে দেখেছি।
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০১
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: গত ২ মাস সামুর ব্লগার ও পাঠক ছিল আগের তুলনায় ১/৪ হয়ে গেসে। 
আমিতো দেখতে পেয়েছি কারো কারো কোনো কোনো ৪০-৫০-৬০ + মন্তব্য পরেছে। তবে কবিতায় মন্তব্য কম এসেছে। আর বরাবরের মতোই যারা অন্যদের পোস্টে মন্তব্য করেন না তাদের পোস্টেও মন্তব্য কম পরেছে।
যাইহোক, আপনাকে আবারও অভিনন্দন জানাই।
২/৩ জন ছাড়া এবিং ১/২ জন (২/১ টি) পোস্টে ছাড়া ৪০ এর উপরে মন্তব্য কেউ পান নি। যারা পেয়েছেন তাদের পোস্টে ২/৩ জন ব্লগার ১০/১৫ টি মন্তব্য করেছেন। ২০ জন ব্লগার মিলে ৪০-৫০-৬০ মন্তব্য করেছেন গত ২ মাসে এই রকম পোস্ট ৫ টিরও কম। শুধু গত ৭ দিনের পোস্ট দেখুন ৪০ + মন্তব্য পাওয়া পোস্ট ১% এর ও কম।
৭|  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪৭
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১০:৪৭
শেরজা তপন বলেছেন: অতীতের দুঃখ কষ্ট ভুল বোঝাবুঝি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।
ইদানিংতো ক্যাচালমুক্ত ব্লগিং করছেন। ভালই উন্নতি হচ্ছে- চালিয়ে যান।
  ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০৩
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই। ইদানীং ক্যাচাল থেকে দূরে আছি। কেউ একান্তই গায়ে পড়ে লাগতে না আসলে আমার সাথে কারও ক্যাচাল লাগার সম্ভাবনা নেই।
৮|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০১
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০১
কামাল৮০ বলেছেন: হিজাব পরা কাউকে দেখলে আমার মনে হয় সে আমাকে ভয় করে, এবং ঘৃনা করে।হিজাবের ধারনটা এখান থেকেই।হিজাব না পরলে আমি যেনো তার উপর ঝাপিয়ে পরবো।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১১
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: হুজুররা কিছু মেয়েদের মাথায় ঢুকিয়ে দেন বোরখা না পরলে ধর্ষণ করবে।অথচ বিষয়টি হইল, যে ধর্ষক সে হিজাব পড়লেও ধর্ষণ করবে আর যে ধর্ষক না সে ন্যাংটা হেঁটে গেলেও ধর্ষণ করবেনা। যদি পোশাক ধর্ষণের কারণ হতো তবে হুজুররা মাদ্রাসায় নিস্পাপ এতিম ছেলে গুলোকে ধর্ষণ করতোনা।
৯|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৪
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হিট মন্তব্য লাইক নিয়ে ব্লগার 'বিডি আইডল' 'আমি তুমি আমরা ' 'ভার্চুয়াল তাসনিম' সহ ১৫ জন এর মতো ব্লগার কে আমি পোস্ট দিতে দেখেছি। 
উনাদেরকেও অভিনন্দন।
কিছু কিছু তথ্য আমারও জানা আছে   
  
আমি পোস্ট করেছি: ১৩৭৮টি
আমি মন্তব্য করেছি: ১৫৭৮৬টি
আমি মন্তব্য পেয়েছি: ২১০৬০টি
আমি ব্লগ লিখেছি: ১২ বছর ১০ মাস
আমি অনুসরণ করছি: ০ জন
আমাকে অনুসরণ করছে: ১৯২ জন
আরো আছে -
আমার ব্লগটি ৫১১৪৬৪ বার দেখা হয়েছে
ব্লগ ইনফরমেশন প্যানেল
পোস্ট পর্যবেক্ষণ (১)
অদেখা মন্তব্য সমূহ (০)
আমার ড্রাফট (১১১)
নতুন নোটিশ (০)
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১৬
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্যের সংখ্যা এই ২ মাসের তুলনায় অবশ্যই বেশি।
১০|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৭
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ২/৩ জন ছাড়া এবিং ১/২ জন (২/১ টি) পোস্টে ছাড়া ৪০ এর উপরে মন্তব্য কেউ পান নি। 
দুই-তিন মাস আগে বা ৫-৬ মাস আগে কতজন ৪০ এর উপরে মন্তব্য পেতেন?
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২১
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাচাল পোস্ট বাদে এখন শায়মা আপু আর শেরজা ভাই ছাড়া আর কেউ পান না। আগে বেশ কয়েক জন পেতেন।
১১|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১০
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
১০০-তম পোস্টের জন্যে বর্ণিল শুভেচ্ছা।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২২
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
১২|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১১
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:১১
কাছের-মানুষ বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন আপনাকে। ব্লগে পথ চলা আরও সুন্দর হোক আপনার।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২২
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: থ্যাংকস ব্রাদার।
১৩|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:৫৩
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কোন গাধার বাচ্চা এই পোস্টটি অটো রিফ্রেশ দিয়েছে? রামছাগল কোথাকার।
১৪|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:৫৮
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১২:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কম সময়ে ১০০ পোস্ট করে ফেলেছেন। আপনাকে অভিনন্দন। আপনার মডেলিং জগৎ নিয়ে লেখার মানুষ ব্লগে বেশী নেই। আপনি আশা করি এই জগতের বিভিন্ন দিক নিয়ে আরও পোস্ট দেবেন। যার দ্বারা আমরা আলোকিত হব। আপনার জন্য শুভকামনা।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ১:০৬
১০ ই অক্টোবর, ২০২২  রাত ১:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কোন গাধা মগজহীন রামছাগল পোস্টটি অটো রিফ্রেশ দিচ্ছে। এখন মডারেটরকে অভিযোগ করলে বলবেন বাগ। আগেও এই কাজ করছে। কিছুদিন চুপ ছিল। এখন আবার শুরু করছে।
১৫|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ২:৫১
১০ ই অক্টোবর, ২০২২  রাত ২:৫১
কামাল৮০ বলেছেন: আপনারা দেখি এক এক জন সেলিব্রেটি।সংখ্যার দিক দিয়ে অনেক,গুনগত মান কম।
  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৩
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সেলিব্রিটি ব্লগার বলে কিছু নেই। তবে গুণী ব্লগার আছেন। আমি গুণী ব্লগারদের ধারে কাছেও নেই। তবে এতোটুকু বলতে পারি আমি একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ ব্লগার হওয়ার চেষ্টা করি।
১৬|  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ৩:৫৮
১০ ই অক্টোবর, ২০২২  রাত ৩:৫৮
এমজেডএফ বলেছেন: ১০০তম পোস্টে অভিনন্দন! ব্লগে কার বয়স কত - এটা নিয়ে অহংকার করার মতো কিছু নেই। ব্লগে কে কত বেশি সক্রিয় এবং সেইসাথে লেখা ও মন্তব্যের গুনগত মান কিরকম সেটাই বড় কথা। আপনি সাত মাসে ১০০ পোস্ট দিয়েছেন। অনেকে সাত বছরেও ১০০ পোস্ট লিখে নাই! দুঃখ বা আফসোস না করে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান।
  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৫
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ১০০তম পোস্টে অভিনন্দন! ব্লগে কার বয়স কত - এটা নিয়ে অহংকার করার মতো কিছু নেই। ব্লগে কে কত বেশি সক্রিয় এবং সেইসাথে লেখা ও মন্তব্যের গুনগত মান কিরকম সেটাই বড় কথা। 
--- একদম সঠিক বলেছেন। অনেক ধন্যবাদ পরামর্শের জন্য। গতকাল এসেও ব্লগে অনেকেই ভালো লিখতে পারেন। কে কতো বছর ব্লগিং করেছেন তা নিয়ে কনসার্ন হওয়ার আসলেই কিছু নেই।
১৭|  ১০ ই অক্টোবর, ২০২২  ভোর ৬:৫১
১০ ই অক্টোবর, ২০২২  ভোর ৬:৫১
কবিতা ক্থ্য বলেছেন: শুভ ব্লগিং।
শুভ কামনা।১০০০তম পোষ্টের অপেক্ষায়।
ভালো থাকবেন নিরন্তর।
  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৬
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ। প্লিজ কীপ মি ইন ইউর প্রেয়ার।
১৮|  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:০২
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:০২
বিটপি বলেছেন: প্রথম ছবির নারীটি কি কোন স্বনামধন্য মডেল বা নায়িকা? 
শেষ ছবিতে আমি নারীর চেয়ে বেশি মুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখে। কর্ণফুলী নদীর কোন জায়গায় গেলে এরকম সৌন্দর্য দেখা যাবে?
  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৩
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথম ছবির নারীটি কি কোন স্বনামধন্য মডেল বা নায়িকা?
- এরাবিয়ান কোন সাধারণ মুসলিম মা -মেয়ে মক্কা শরীফে।
শেষ ছবিতে আমি নারীর চেয়ে বেশি মুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখে।
-যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে নেচারালি বিউটি। প্রকৃতির সৌন্দর্যের সাথে মেক আপ বিহীন নেচারিলি বিউটি একটি সাধারণ বাঙালি মেয়ের শাড়ি পড়ে কতো অনন্য হতে পারে তাই তুলে ধরা ছিল ছবিটির থিম। এটাকে বিকৃত করা হয়েছে।
কর্ণফুলী নদীর কোন জায়গায় গেলে এরকম সৌন্দর্য দেখা যাবে?
- কর্নফূলী নদীর পুরানা ব্রীজের দিকে এই সৌন্দর্য অবলোকন করা যাবে।
১৯|  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৯
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৯
মুুজতাহিদুল বলেছেন: একজন নবীন ব্লগারের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। 
একটি সম্প্রদায়ে বিভিন্ন ধরনের লোক থাকেন। দুঃখজনক হলেও আমাদেরকে এসব অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে হ্য়।উপেক্ষা করাই কল্যাণতর বলে মনে করি।শুভকামনা নিরন্তর।
  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৩
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগিং শুভ হোক।
২০|  ১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৩৫
১০ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন
  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৫
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি আপা।
২১|  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:১৪
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তাই আমি নতুন কোনো মন্তব্য করবো না। শুধু বলল, ভালো থাকুন। সুস্থ থাকুন।
এবং অবশ্যই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য।
  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৩৮
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রাজীব , আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন।
২২|  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:২৮
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:২৮
বিটপি বলেছেন: পুরানা ব্রিজ বলতে কি কালুরঘাট ব্রীজ?
  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৩৯
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ , কালুর ঘাট ব্রীজ কে পুরান ব্রীজ বলে চাটগার মানুষ।
২৩|  ১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৫৪
১০ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:৫৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: গোফরান ভাই , শততম (১০০) পোস্টের জন্য আপনাকে অভিনন্দন  সাথে চাওয়া আপনি লিখতে থাকুন আপনার মত করে ,আপনার আগ্রহের বিষয় ও এলাকায়।
মানুষে মানুষে মত-মনের অমিল  থাকবেই ।
তাই বলে জীবন থেমে থাকবেনা । 
জীবন চলবে জীবনের নিয়মে। 
আর তাইতো গায়ক গেয়েছেন, " তবুও জীবন যাচছে কেটে নিয়মের নিয়মে"। 
চলার পথে মত ও মনের অমিলকে , অনেক সময়ে ও বিষয়কে  বড় দেখার দরকার আছে বলে মনে হয়না। আর পজেটিভ দৃষ্টিভংগিতে দেখলে অনেক বড় বড় সমস্যারও সহজ সমাধান বেড়িয়ে আসে। 
সামুর সাথে থাকুন, লিখুন লাখো  পোস্ট। 
আর আমরা দেখতে থাকি আপনারই লেখার মাধ্যমে সমাজ-সংসারকে নতুন করে , নতুন রূপে।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
১০ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ জামান ভাই আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য। ভালো থাকা হউক নিরন্তর।
২৪|  ১০ ই অক্টোবর, ২০২২  বিকাল ৪:২২
১০ ই অক্টোবর, ২০২২  বিকাল ৪:২২
শূন্য সারমর্ম বলেছেন: 
সবটুকু বাদ দিয়ে খাবারের অংশটুকু নিলাম।
  ১০ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
১০ ই অক্টোবর, ২০২২  রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫৩
০৯ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫৩
অক্পটে বলেছেন: মানুষে মানুষে হাজারো পার্থক্য থাকবে। তবুও এগিয়ে যেতে হবে। এইতো জীবন। আমাদের সামাজিক জীবনটা অন্যরকম। মানুষ সব সময় একে অন্যে পেছনে লেগে থাকে যা খুব খুবই বিরক্তিকর।
শততম সুন্দর পোষ্ট। এগিয়ে যান।