নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কিছু মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কোন কাম নাই। এদের কামই হইল অন্যের পেছনে লাগা। কে কি বালছাল করছে কার জীবনে কি ঘটছে, কে কি লিখছে পড়ছে দেখছে কার সাথে শোইছে, ইত্যাদি নিয়ে হাউকাউ করাই এদের রোজকার রুটিন। কথায় আছে অকর্মন্য মস্তিস্ক শয়তানের কারখানা। আমার তো মনে হয় শয়তান এদের দেখে লজ্জা পায়। হুদাই মাইনষের পারসোনাল স্পেস নিয়ে ম্যাওপ্যাও করে। কথায় আছে " People will question all the good things they hear about you but believe all the bad things without a second thought"
আমার চোখে বাংলাদেশের সবচেয়ে জঘন্য মানুষ কাঠমোল্লা ও ছাগুরা। কারণ এরা ভন্ড ।অন লাইনে এমন ভান করবে মনে হবে তারা বহু বড় ইসলামিস্ট , কিন্তু কাজ কারবার কোরান ও হাদীস বিরোধী । একটি হাদীস আছে - " যে অপরের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবে এবং যে অপরকে কষ্ট দিবে, আল্লাহও তাকে কষ্ট দিবে" - আবু দাউদ ৩৬৩৫ । এই ভন্ড ইসলামিস্ট্রা হাদীসের বুলি উড়াবে আবার নিজেরাই হাদীস অমান্য করবে।
খেয়াল করলে দেখবেন এসব জামাত শিবির পনহী ছাগু ও কাঠমোল্লারাই এই হাদীসের সবচেয়ে বেশী অবমাননা করে। এদের ওয়াজ মাহফিলে সাইদীকে চাঁদে দেখা যাওয়ার উদ্ভট মিথ্যাচার, হিংসা, গীবত, অন্যকে কটাক্ষ, বিরোধী মত কাফের ফতোয়া দেয়া, ব্লগারদের নাস্তিক বলে ঘোষোনা দেয়া সহ দুনিয়ার এমন কোন মিথ্যাচার নাই করেনা। জামাত মনে করে ওরা ছাড়া বাকি সিওব কাফের, হেফাজত মনে করে ওরা ছাড়া বাকি সব ইহুদী, সুন্নীরা মনে যারা মাজার মানেনা ওরা নবী সঃ এর দুষমন। এক দল আরেকদলের সাথে সারাক্ষণ মারামারি কাটাকাটি, মিথ্যাচার ছাড়া একটা রাতও অতিক্রিম করতে পারেনা।
ব্লগ ও ফেসবুকে এরা ভিন্নমতাবলম্বীদের গালাগালি করে অলরেডি বস্তি বানিয়ে ফেলছে। সংখ্যায় বেশী বলে ও মোড়লদের প্রশ্রয়ে এরা সঙ্ঘবদ্ধ হয়ে গালাগালি মারামারি কাটাকাটি করে। এরা মনে করে এরা ইসলামিস্ট অথচ ইসলামে ফেতনা ফ্যাসাদ হারাম। এরা জি এফ কে নিয়ে কেউ রিক্সায় ঘুরলে গালি দেয়, কোন নায়িকা বা মডেল বেবি বাম্পের ছবি দিলে শতাব্দীর ভয়াবহ গালিগালাজ করে অথচ এরাই মাদ্রাসায় নিস্পাপ শিশুদের বলৎকার করে সে শিশুগুলোকেই বেবি বাম্প পড়ানোর নোংরা ফ্যান্টাসি করে।
অনলাইনে যারা ইসলামিক ভান ধরে এরা অধিকাংশই ভন্ড। এরা নারী স্বাধীনতার বিরোধীতা করে তাদের ঘরে দাসী বানিয়ে রাখতে চায় , আর ১ম স্ত্রীকে ঠকিয়ে ৪ টা বিয়ে করে জান্নাতের আশায়।এরা প্রতারক ও ভন্ড। এদের সাথে তর্ক না করে এড়িয়ে চলুন। তর্ক করলে দলবল সিন্ডিকেট নিয়ে কুকুরের (কুকুরকে অপমান করছি শুধু এক্সাম্পল দেয়ার জন্য লিখছি) মতো কামড়াবে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। ছাগুদের চেয়ে বিম্পি ভেক ধরা ছুপা ছাগুরা আসলে বেশী শয়তান। এমন পেইন দেয় মাঝে মাঝে তিক্ততা চলে আসে।
২| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
নতুন বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইসব লেখা বাদ দিন। আপনার লেখার হাত ভালো। লেখার অন্য কিছু পাবেন। সেখানে আমার মত অনেকে মনখুলে মন্তব্য করতে পারবে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ছুপাদের নোংরামিদে মাঝে মাঝে ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। আমি নিজেও এধরণের পোস্ট লিখতে চায়না। সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলোতে বিম্পি ভেক ধরা ছুপারা এমন জঘন্য যে ইচ্ছা না থাকলেও এধরণের পোস্ট দেয়া লাগে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
সোনাগাজী বলেছেন:
১০/১২ হাজার মানুষ ইমাম হিসেবে ভিসা পেয়ে আমেরিকা এসেছেন, এরা মসজিদে বসেই ওয়াজ করেন যে, আমেরিকানরা দোযখে যাবে, খৃষ্টান ও ইহুদীরা আল্লাহের অনুগ্রহ পাবে না; এদের কান্ডজ্ঞান দেখেন।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এরা যেসব ওয়াজ নসিহত করে প্রাক্টিকাল লাইফে এরা নিজেরাই সেগুলো মানেনা। হেরা জান্নাতে যাবেসেডা নিশ্চিত হইছে কেমনে ?
৪| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
মৌন পাঠক বলেছেন: ডনট আন্ডা এস্টিমাট দা পাও্যা অফ ইউ নো হু
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ই হেপ এ চিন্ডিকেঠ সো আম একটা কিছু।
৫| ২৮ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
সোনাগাজী বলেছেন:
যখনই কোন ব্লগার ইসলাম নিয়ে কিছু লেখেন, উনি নতুন কিছু ইসলামে যোগ করেন, ইসলাম ক্রমাগতভাবে বিবর্তিত হয়ে নতুন ধর্মতে পরিণত হচ্ছে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সলাম নিয়ে যারা লেখা লেখি করে এরা নিজেরাই ইসলামকে সবচেয়ে বেশী হাস্যকর করে।
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৫
শেরজা তপন বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইসব লেখা বাদ দিন। আপনার লেখার হাত ভালো। লেখার অন্য কিছু পাবেন। সেখানে আমার মত অনেকে মনখুলে মন্তব্য করতে পারবে।
~ তিনি খারাপ বলেননি।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আমি একজন ডেডিকেটেড ব্লগার হওয়ার চেষ্টা করি। বিম্পি ভেক ধরা ছুপা ছাগুরা হুদাই আমারে খোঁচায় ।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৯
রানার ব্লগ বলেছেন: ধর্ম চর্চা করা আর ধর্ম নিয়ে লেখা এই দুইয়ের মধ্যে বিস্তার ফারাক আছে। আসিফ নজরুল নামে এক লোক আছে সে ধর্ম নিয়া কিছু হলেই জান প্রান সব কোরবান করে দেয় দিন শেষে মদের বোতলেই শান্তি খুজে নেয়।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: তিনি মাঝে মাঝে যোউক্তিক কথা বলেন। কিন্তু যখনই জামাতি লেঞ্জা বের করেন তখন পোস্ট থেকে গোবরের গন্ধ ওঠে।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্ম বাংলাদেশে অস্থিরতার দিকে যাচ্ছে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: অধিকাংশই ধার্মিক মারামারি কাটাকাটি গীবত পরনিন্দা পরচর্চাফেতনা ফ্যাসাদে হিন্সা বিদ্বেষে লিপ্ত।
৯| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৬
জগতারন বলেছেন:
বাংলাদেশে যারা ইসলাম নিয়ে লেখালেখি করে তাদের ৯৯%ই ইসলাম নিজেরাই মানেনা।
লাইক, সহমত!
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
১০| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮
অনল চৌধুরী বলেছেন: ব্যাতিক্রম ছাড়া বাংলাদেশের সব ধর্মের ৯৯.৯৯% মানুষ ভন্ড।
এরা নিচেজরা ধর্মের কিছু্ মানেনা কিন্ত অনর্থক ধর্ম নিয়ে মারমারি-খুনাখুনি করে।
যেদেশে এতো ধার্মিক, সেইদেশে চুরি ঘুষ দুর্নীতি মদ মাদক পরকিয়া সুদ জুয়া ব্যাভিচার অপসংস্কৃতি কিভাবে চলে ??
এদের বৈজ্ঞানিক তত্ত্বে অনুভূতিতে আঘাত লাঘে, কিন্ত ধর্মে স্পষ্টভাবে উল্লেখ করা এইসব অপরাধ অবাধে চললে লাগে না।
বিরাট ধার্মিক নামধারীরা কোনোদিনও কি এসবের বিরুদ্ধে কোনো কথা বলে ??
তাহলে তো মাত্র ১ ঘন্টায় দেশ থেকে এসব বন্ধ হয়।
চুরির অপরাধে হাত কেটে দেয়ার শাস্তির আইন করা হোক।
কিন্ত এইসব ভন্ড মোনাফেক বক-ধর্মিকরা কেউই সেটা চা্ইবে না। কারণ সেটা করা হলে এদের একজনেরও হাত থাকবে না।
যেটা যতো বড় চোর-দুর্নীতিবাজ , সেটা ততো বড় ভন্ড ধর্ম-ব্যাবসায়ী।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: যারা আসলে কিছুই লিখতে পারেনা যাদের কেউ পাত্তা দেয়না , যারা ফেসবুকের গার্বেজ ব্লগে এসে কপি পেস্ট মারে তাদের কামই হইল অন্যের পেছনে লাগা ও অন্যকে কটাক্ষ করা।
১১| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯
কামাল১৮ বলেছেন: আমার মনে হয় ঠিক মতো জানে না।যেমন আপনি একটা হাদিসের উল্লখ করলেন।আপনি কি হাদিসটি ঠিক মতো জেনেছেন।আমার মনে হয় না।প্রথমত হাদিসটির অনুবাদে ভুল আছে।অনেকে মনের মাধুরি মিশিয়ে অনুবাদ করে।এই জন্য ইংরেজি অনুবাদ পড়বেন।বাংলায় পড়লে সৌদি সরকারের অনুমোদিত কোন অনুবাদ পড়বেন।
এখানে অপর বলতে কি বুঝায়।অপর বলতে বুঝায় অন্য কোন মমিন।হিন্দু খৃষ্টান বা ইহুদি না।এটা পাবেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সলাম সুন্দর ও পবিত্র , কাঠমোল্লা ও জামাতরা ইহাকে সন্তাসীদের ধর্মতে বিবর্তন করার ষড়যন্ত্র করসে।
১২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭
অনামিকাসুলতানা বলেছেন: ভা ইয়া যা লিখেছেন ঠিক ই লিখেছেন।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইসব লেখা বাদ দিন। আপনার লেখার হাত ভালো। লেখার অন্য কিছু পাবেন। সেখানে আমার মত অনেকে মনখুলে মন্তব্য করতে পারবে।
~ তিনি খারাপ বলেননি।
আমিও একমত।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: রাইট।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইসব লেখা বাদ দিন। আপনার লেখার হাত ভালো। লেখার অন্য কিছু পাবেন। সেখানে আমার মত অনেকে মনখুলে মন্তব্য করতে পারবে।