নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

১লা বৈশাখ আমাদের ঐতিহ্য। অনুগ্রহ করে এই দিবসে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪১


বৈশাখ এলে প্রতিবছর অতি প্রগতিশীল ও মৌলবাদীদের মধ্যে সাম্প্রদায়িক কামড়াকামড়ি লেগে যায়। শুধু বৈশাখ বলছি কেন? পুরা বছরই এই দুই দল সাধারণ কিছু বিষয়ে কামকামড়ি করে।

অতি প্রগতিশীলরা চায় মেয়েরা জামা কাপড় খুলে রাস্তায় হাটুক। মৌলবাদীরা চায় ৪৩ ডিগ্রী তাপমাত্রাতেও মেয়েরা হিজাব বোরখা নেকাপ পড়ে গরম চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরানির মতো রান্না করুক।

আমি নিজেও নিজেকে একজন প্রগতিশীল মানুষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু প্রগতিশীলতা মানেই উগ্রতা নয়। ১লা বৈশাখে জিএফ/বউ নিয়ে ঘুরতে বের হবে যার যার পছন্দমতো।ছেলেরা সাদা পাঞ্জাবী পড়বে। মেয়েরা লাল সাদা শাড়ি পড়বে, চুড়ি পড়বে, কানে ঝুমকা কানের দূল পড়বে। স্বামী স্ত্রী কিংবা বিএফ /জিএফ হাত ধরে পাশাপাশি হাটবে। প্রেমিক প্রেমিকাকে চুড়ি কিনে দিবে। ছেলেরা তাল পাতার বাঁশি বাজাবে। একসাথে পান্তা-ইলিশ খাবে। প্রেমিক তার প্রেমিকার গালে আলতু চুমু খাবে। প্রেমিকা তার তার প্রেমিকের সাথে রিক্সায় ঘুরার সময় হাত ধরে থাকবে। প্রেমিকের কাঁধে মাথা রেখে বৈশাখী অনুষ্ঠান উপভোগ করবে। বিকেল বেলা এক সাথে বৈশাখী মেলায় যাবে। মংগলশোভা যাত্রাতে যোগদান করে প্যাঁ পোঁ বাশী বাজাবে।


সুন্দরী ললনরা মিষ্টি গালে "এসো হে বৈশাখ " লিখবে। মাটির পেয়ালায় মালায় চা খাবে। এতে দোষের কী আছে? ধর্ম অবমাননারই বা কি আছে?

কিন্তু এমন পোশাক যা পহেলা বৈশাখের সাথে যায়না তা কেউ পরিধান করলে আমাদের দেশে হাস্যকর দেখাবে। যেমন ১লা বৈশাখে কোন মেয়ে সাধারণত স্কাট জিন্স পড়বেনা। জিন্স পড়লেও অবশ্যই গায়ে বৈশাখী টি-শার্ট পড়বে। এখন অতি প্রগতিশীলরা যদি দাবী করে মেয়েরা অমানানসয় পোশাক পড়ে ১লা বৈশাখ সেলিব্রট্র করবে তা আমাদের দেশে অত্যন্ত দৃষ্টিকটু।

আবার ভন্ড কাঠমোল্লারা মেয়েরা আমাদের দাদী নানীদের ঐতিহ্যকে ধারণ করার নিমিত্তে ব্লাউজ বিহীন শাড়ি পড়লে মেয়েটির গায়ে নাস্তিক/হিন্দু/বেশ্যা তকমা লাগিয়ে দেয়।

অতি প্রগতিশীল এবং ধর্মান্ধ দুই দলই জঘন্য। মধ্যমপন্থা অবলম্বন করাই সুন্দর।একদম উপরে দেয়া ১ম ছবিটি দেখুন। একটি বাঙালী মেয়ে বৈশাখী সাঁজে মাথায় ফুল দিয়েছে। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পড়েছে। ২য় শাড়িতে একটি সুন্দর মেয়ে বৈশাখ উপলক্ষে লাল শাড়ি পড়ছে। এখানে উগ্রতাও নাই ধর্মান্ধতাও নেই। দুজনকে খুব ভালো দেখাচ্ছে। এখন মারিয়া ও লিনা যদি বৈশাখে ওয়েস্টার্ন অথবা হিজাব পড়তো বিষয়টি খুবই বেমানান লাগত।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৩

নাহল তরকারি বলেছেন: আসলে কি বলবো। বলার কিছু নাই। প্রগতিশীল আর ধর্মান্ধদের চাপে সমাজ দিশেহারা হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন অতি প্রগতিশীলারা আবার মেয়েদের ভোগ্যপন্য বানিয়ে দিয়েছে। আমেরিকার মত প্রগতিশীল তো এই পৃথিবীতে নাই। অতছ সেই দেশে পর্ন ভিডিও বেশী বানানো হয়। আর প্রগতীশীলরাই এই পর্ন ভিডিও দেশে নিজের চাহিদা কৃত্রিম ভাবে পূরন করে। আর আমেরিকাতে ধর্ষন বেশী হয়।

আর সৌদি আরব আর ইরানে ধর্ষন এর মত খারপ কাজ আর পরকীয়ার মত প্রতারণার একটাই শাস্তি মৃত্যুদন্ড। এইটার ভয়ে সে দেশে ধর্ষন আর পরকীয়া হযনা বললেই চলে।

হিজাব এর কথা যেটা বললেন। সব ছেলেরা তো আর ভালো ভদ্র নাগরিক না। অনেক ছেলেরাই মেয়েদের দিক কু-নজরে তাকায়। আপনি ছেলে মানুষ। আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝে গেছেন। একজন মেযে হিজাব পড়লে তার চেহেরা, বুক, কমড় ঢাকা থাকে। যার কারনে সেই বোরকা পড়িহিত মেয়ে দেখলে সহজে কারো উত্তেজনা সৃষ্টি হবে না। (ভুল কিছু বললে মাফ করে দিয়েন।) তাই মেয়েদের নিজেদের সুরক্ষার জন্য হলেও বোরকা পরিধান করা উচিত। বা এমন কাপড় পড়া উচিৎ যাতে কোন খারাপ ছেলের কু-জনরের স্বীকার না হয়।

আর প্রেমিক প্রেমিকার কথা যেটা বললেন। এখানে আমার একটু আপত্তি আছে। এখন অনেক বিবাহিত নারী আছে যারা তাদের স্বামী ঘরে রেখে প্রেমিকের সাথে ঘুরতে যায়। ছেলেরাও প্রতারণা কম করে না। এই পরকীয়ার জন্য আজ স্বামী স্ত্রী এর মধ্যে বিশ্বাস ওঠে যাচ্ছে। সংসার ভেঙ্গে যাচ্ছে।

স্বামী স্ত্রী এর মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ থাকা উচিৎ। স্বামী স্ত্রী এর বাহিরে প্রেমিক প্রেমিকার মাঝে প্রেম ভালোবাসা ছড়িয়ে গেলে সমস্যা।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। পরকীয়া আসলে নিন্দনীয়। আত ধর্ষকরা মেয়েরা বোরখা পড়লেও ধর্ষণ করবে। মাদ্রাসায় ছেলে শিশু ধর্ষণের শিকার হয় নিশ্চয় দেখেছেন।

২| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৫

কামাল১৮ বলেছেন: মেলায় যাইয়ে ———-।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মেলায় যাইরে হবে। আমার অসম্ভব প্রিয় গান।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৪

জ্যাক স্মিথ বলেছেন: অনেকদন পর মারিয়া নূর'কে দেখতে পেলাম, তার বেবি কেমন আছে?

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে ফেসবুকের স্টোরিতে ও ইনস্টাগ্রামে বেবির ছবি দিসে। বেবি ভালো আছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৫

জ্যাক স্মিথ বলেছেন: [link||]

৫| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৬

জ্যাক স্মিথ বলেছেন: view this link

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার খুব প্রিয় একটা গান। ধন্যবাদ শেয়ারের জন্য।

৬| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনার আগামীর দিনগুলি হোক আরো সাফল্যমন্ডিত, আরো সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হিরণ ভাই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানবেন।ভালো থাকা হোক অবিরাম।

৭| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। প্রচণ্ড দাবদাহে ঘুরাঘুরি বন্ধ। রোজা রেখে আমল করাই শ্রেয় আমার কাছে। কুসংস্কার বর্জনীয়।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: যে যেভাবে ইচ্ছা বৈশাখ পালন করুক। কেউ জোর করে কারও উপর কিছু চাপিয়ে না দিক।

৮| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:



ইসলাম মহান ধর্ম। প্রকৃত ইসলামে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা কোন সমস্যাই না।
কিন্তু জামাতে ইসলাম তথা বালকায়দা টাইপ পলিটিক্যাল ইসলামে পৃথিবীর সবকিছুতেই সমস্যা,,,

গণতন্ত্র ও প্রচলিত সভ্যতা হারাম
সমাজতন্ত্র, হারাম
জাতীয়তাবাদ, হারাম
কমিউনিজম, হারাম
ক্যাপিটালিজম, হারাম,
প্রচলিত অর্থনীতি, ব্যাঙ্কিং সিষ্টেম হারাম
সেকুলারিজম, হারাম
ভাষা দিবস, হারাম
স্বাধীনতা দিবস, হারাম
বিজয় দিবস, হারাম
সঙ্গিত গান, নাচ, বাদ্যযন্ত্র হারাম
কবিতা, সাহিত্য। কার্টুন হারাম
ফটোগ্রাফি, টিভি, ভিডিও, ফোন সব হারাম
ভাস্কর্য, মুর্তি, চিত্রাঙ্কন, হারাম
নববর্ষ, সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, হারাম
খাবার, হারাম
ভিন্ন ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশিদের শুভেচ্ছা জানানো, হারাম
নারী, সবটাই হারাম, সবটাই নাপাক। নারীদের শিক্ষা, নারীদের কর্ম, নারীদের পোশাক, চলাচল একা রাস্তায় চলা, ট্রাভেল। হারাম
সর্বক্ষেত্রেই সমস্যা এমন কোন জায়গা নেই যেখানে বালকায়দা জামাতি ভাইদের সমস্যা হয়না।

শুধু সমস্যা নেই নারী সহবতে,
সহবত দ্বারা ইফতার করা সাহারি করা সমস্যা নেই, দাসী সহবতেও সমস্যা নেই, পবিত্র রমজান মাসে ৫০১ নং রুমে নারী নিয়ে ফুর্তি করতেও সমস্যা নাই।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বালকায়দা জামাইত্যা হালারপোরা যা করে সব হালাল অন্য সব হারাম। অথচ ছাগুর বাচ্চারা মাদ্রাসায় শিশু বলৎকার এর কন্য কূখ্যাত।

৯| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের গুরুত্বপর্ণ আনন্দ উৎসবগুলোয় দেশে বিভিন্ন জোনকে বিভিন্ন দলে ভাগ করে উদযাপন করা দরকার।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বালকায়দা জঙ্গি জামাত আসলে যেকোনো ভাবেই ঝামেলা লাগাবে।

১০| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বৈশাখে কালবৈশাখী ঝড় হয়।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ।

১১| ১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা । ডাক , ঢোল আর নতুন বছর জড়িয়ে থাক জীবনে আপনার ।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা।

১২| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ নববর্ষ।

১৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

মৌন পাঠক বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ নববর্ষ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খ্রিষ্টীয় নববর্ষ নিয়ে অনেকের আপত্তি নেই, যত আপত্তি বাংলা নববর্ষ নিয়ে।

১৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬

বিটপি বলেছেন: নববর্ষকে কেন্দ্র করে কোন সাম্প্রদায়িক দাঙ্গা কি কখনও কোথাও হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.