নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

কোন লুচ্চা নারী বেহেশতে যাবে না! :-*

২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪৫


সবকিছুর একটা লিমিট আছে। লিমিট ক্রস করলে চরম মজার মানুষও বিরক্তিকর হয়ে উঠে। কিছু বলদ কৌতুক পোস্ট করে হাসি তো দূরের কথা উলটো রাগ উঠে। হোম পেজের সৌন্দর্য নষ্ট করাই যেন এদের একমাত্র কাজ। কয়েকজন আছে অমুক তমুক সমুকরে নিয়ে হাউকাউ করার জন্যই ব্লগে আসে। অবশ্য এটি স্বাধীন মত প্রকাশের স্থান। যার যা খুশী পোস্ট করতে কোন বাঁধা নেই। জনস্বার্থে একটি কৌতুক পোস্ট করলাম।

এক হুজুর বলতেছে- বেহেস্তে এক একজন পুরুষ ৭২জন করে হোর পাবে।

এক ছেলে উঠে বলতেছে- হুজুর মহিলারা একাধিক স্বামী পাবে না?

হুজুর বলতেছে- মহিলারা একাধিক স্বামী চাবে না।

ছেলে বলতেছে- যদি চায়?

হুজুর বিকট শব্দে চেচিয়ে বলতেছে- কোন লুচ্ছা নারী বেহেস্তে যাবে না।

(কালেক্টেড)

ভাবছি কিছুদিন মৌলিক পোস্ট না লিখে হাউকাউ ও ম্যাওপ্যাও জোকস পোস্ট করব। পোস্টে লাইক কমেন্ট বাড়াতে পোস্ট কে আলুচিত পাতায় নিতে ছেলেব্রেটি ব্লগারদের বাচ্চাকাচ্চা নিয়ে ছড়া লিখব।
ঈদ উপলক্ষে সললের জন্য একটু খানাপিনা।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

কামাল১৮ বলেছেন: লোভ না দেখালে যে পক্ষে আনা যায় না।হুজুরের বক্তব্য মতে,লুচ্চা পুরুষরাই শুধু হেহেস্তে যাবে।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হুজুররা মনে করে বেহেশতের একমাত্র হকদার তারা। ৭০ জন হুর পাওয়ার স্বপনে বিভোর মোল্লারা।

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেখা যাচ্ছে, নারীরা সব জায়গায় ঠকছে।

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: বেহেশতে সৃষ্টিকর্তা নিধচয় কোন মানবিক ও গ্রহণযোগ্য সিস্টেম করে রেখেছেন। বিটিপি এই পোস্ট পড়লে সে বিষয়ে আমাদের অবগত করবেন। মোল্লারা ভং চং কথা বার্তা বলে।

৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: 'ছেলেব্রেটি ব্লগারদের বাচ্চাকাচ্চা নিয়ে ছড়া লিখবেন' এইটা ভালো হয়েছে....

হায়! যদি 'ছেলেব্রেটি' ব্লগার হতে পারতাম...

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব সহজ। বেশি বেশি তেলবাজি করতে শিখে নিন।

৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১০

চারাগাছ বলেছেন: হুরের চিন্তায় বিভর থাকলে আপনার জন্য বেহেশত হারাম।

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র মোল্লারা যা বলে ও করে তস ছাড়া সব হারাম।

৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪

চারাগাছ বলেছেন: হুর বিষয়ক একটা পরিচ্ছন্ন পোষ্ট দিয়েন। ব্লগারদের ভালো হবে।

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ছড়া লিখেন। আমরা পড়বো।

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইনশাআল্লাহ লিখব।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯

বিটপি বলেছেন: লুচ্চা পুরুষের তো বেহেশতে যাইতে সমস্যা নাই - তারা ৭০ জন করে লুচ্চা নারী নিয়া যাবে - তাইলে তো হয়।

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে সেটাই।

৮| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:



কাঠমোল্লার বলয় থেকে বের কবে হতে পারবেন?

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা ওটা। এই সমস্যা নিয়ে লেখা সময়ের দাবী।

৯| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঈদের খাবার দাবারের পরিপূর্ণ ছবি দিলে সুন্দর হতো।

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: কাওয়ার সময় কতটুকু তোলেই পোস্ট করে দিসি।

১০| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: আপনি কখনও ব্যান খেয়েছেন?

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: না।

১১| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫২

অধীতি বলেছেন: এই যেমন আপনিও মাথা গরম করে ফেল্লেন। অপরের আনন্দ না সহ্য হলে চুপ করে থাকাই উত্তম। কেউ এসে আপনার গায়ে পড়ে এগুলো করলে কঠিন মাইল দিয়া দিবেন। কোন সমস্যা নাই।

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: অপরের আনন্দে আমি খুবই আনন্দিত থাকি। ব্লগিং এর নামে হাউকাউ ও ম্যাও প্যাও পেইন দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.