নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
অনেকের নুসরাত ফারিয়ার নাম শোনলে চুলকায়। কারণ সে হিজাব পরেনা। তারা পোস্টটি না পড়লে ভালো হয়। যারা নাচ পছন্দ করেন তারা চুপি চুপি দেখে নিন।
নৃত্য আমার ভিষণ ভালো লাগে। নাচ পছন্দ করেনা এমন কেউ আছে কিনা আমার জানা নেই।আগে নাচ দেখার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যেতে হতো। এখন তার প্রয়োজন পড়েনা। ফেসবুক ইউটুব ইনস্টাগ্রামের হোম পেজে আমাদের দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী দের পাশাপাশি অনেক সাধারণ মেয়েরা নিজের নাচের ভিডিও আপলোড করে।
সাম্প্রতিককালে কয়েকটি নৃত্য বা নাচ সকলের নজরে এসেছে। তার মধ্যে থেকে বেশ আলোচিত কয়েকটি পাঠকদের উদ্দেশ্যে শেয়ার করা হলো।
১) বাংলা সিনেমায় অভিনয় করা যেকজন সম্প্রতি ভারতেও জনপ্রিয়তা পেয়েছে তাদের মধ্যে অন্যতম হলো নুসরাত ফারিয়া। যদিও খোলামেলা ড্রেসাপের কারণে অনেক গরুছাগল ওরে গালি দেয় তবে আমাদের দেশে যেকজন নায়িকা মডেলিং এবং নাচে তুখোড় ও অনন্যা নুসরাত তাদের মধ্যে অন্যতম। নাচ ও অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুট ও মডেলিং এ অসাধারণ । ফলে বার্জার এর মতো কোম্পানি তাঁকে ব্রান্ড এম্বাসাডর বানাতে বাধ্য হয়।শুধু উপস্থাপনা, অভিনয় নয়, গান দিয়ে হৃদয় কেড়েছেন কোটি শ্রোতার।
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে কলকাতার নামকরা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউবে চ্যানেল প্রকাশ পেয়েছে নুসরাত ফারিয়া গাওয়া ৪র্থ গান ‘বুঝি না তো তাই’। গানটি অবমুক্ত হওয়ার মাত্র ৮ দিনেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৩ মিলিয়ন এর বেশী । এই গানটিতে রয়েছে র্যাপের মিশ্রণ। গানের ভিডিওতে রয়েছে রোমান্স ও নাচের উপস্থাপন। নাচে-গানে নুসরাত ফারিয়ার আবেদনময়ী দৃশ্য দেখে মুগ্ধ দর্শক-স্রোতারা। সঙ্গে তিনি গড়তে চলেছেন নতুন রেকর্ড । মিউজিক ভিডিওর শুটিং হয়েছে থাইল্যান্ডে।
দেখে নিন: চমৎকার গানের সাথে নুসরাতের অতুলনীয় নাচটি।
২) কথা আছে গানের সাথে চিত্র নায়িকা বুবলির ডিজে স্টাইলে অসাধারণ নাচের পারফরম্যান্স সবার নজরে এসেছে। এতোদিন বুবলি বা কোন বাংলা ছবির নায়িকার নাম শুনলেই যারা ছে ছে করেছে এই পারফর্মেন্স এর পর তারাও বুবলিকে বাহ বাহ দিয়েছে। গানটি দেখে নিন:
৩) ঝুমকা গানটি শোনেনি এমন কেউ কি আছে ব্লগে? গানটি যেন সবার মুখে মুখে। লিরিক্স এর প্রথম দুইটি লাইন মনে করিয়ে দিচ্ছি।
যতই তুমি বাহনা করোনা কেন?
চুপি চুপি চোখের ইশারায় খেলো।
মাত্র ৩ মাস আগে আপলোড হওয়া চমৎকার গানের সাথে নাচটি শুধু মাত্র ইউটুবে ৩৬ মিলিয়ন ভিউ পেয়েছে। ক্যান ইউ ইমাজিন! দেখে নিন গানের সাথে অসাধারণ নাচটি:
পোস্টটি জাস্ট বিনোদনের জন্য। বোরিং লাগলে গানের সাথে নাচ গুলো দেখতে পারেন।
আমার পোস্টে ৪৫০০ তম মন্তব্যটি করেছেন ব্লগার "নান্দনিক নন্দিনী "। পোস্টটি উনাকে উৎসর্গ করা হলো।
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি মুরুব্বি মানুষ। ফেসবুকে হয়তো একটিভ না, একটিভ থাকলে তো চোখে পড়ত।
২| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৬
কামাল১৮ বলেছেন: অন্য কেউ আছে কিনা জানি না কিন্তু আমি আছি। প্রতিটি গান এবং নাচ আমি প্রথম দেখলাম।এদিক থেকে আমি খুবই প্রাচীনপন্থী।তবে ভালো লেগেছে নাচ ও গান।
গানে আমি ৬০ এর দশকে আর নাচ তারও আগে।ধ্রুপদী,কথ্থক বা মনিপুরি আমার প্রিয় নাচ।
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের শিল্পীরা ও ফিল্ম, মিউজিক ইন্ডাস্ট্রি ডেপেলপ করছে। বিষয়টি অংকারের।
৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
নুসরাত ভারতমুখী হয়ে যাবে, দেশে কিছু নেই।
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: পুজা চেরি বুবলি মেঘলা মুক্তা ওরা ভালো করবে। এছাড়াও আমাদের কিছু ট্যালেন্ট মডেল মুভিতে ইন করছে। ওরাও ভালো করবে।
৪| ০১ লা মে, ২০২৩ রাত ১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি একটাও দেখি নাই
বোকা মানুষ বলে কি ভাই,
যদি হয় ঠিক তাই
বলেন এখন কোথায় লুকাই?
০১ লা মে, ২০২৩ দুপুর ১:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে এখন দেখেছেন তো।
৫| ০১ লা মে, ২০২৩ সকাল ১১:১৮
নতুন বলেছেন: বিদেশে সুটিং, বিদেশে সব কিছু করলে বিদেশির মতনই হবে।
আর বর্তমানে গান/নাচে জনপ্রিয় হবার মাসালা হইলো খোলামেলা পোষাক আর ক্যামেরার কাজ...
লিরিক্স/ছন্দের বেইল নাই...
০১ লা মে, ২০২৩ দুপুর ১:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: যুগের চাহিদা কি করবেন বলুন তো নতুন ভাই।
৬| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আমি মিডিয়া থেকে এখন অনেক দূরে চলে গেছি। এই জগত আমার পছন্দ না।
০১ লা মে, ২০২৩ দুপুর ২:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: এই জগত খুব কম লোক ছাড়তে পারে।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৮
কামাল১৮ বলেছেন: অন্য কেউ আছে কিনা জানি না কিন্তু আমি আছি। প্রতিটি গান এবং নাচ আমি প্রথম দেখলাম।এদিক থেকে আমি খুবই প্রাচীনপন্থী।তবে ভালো লেগেছে নাচ ও গান।
গানে আমি ৬০ এর দশকে আর নাচ তারও আগে।ধ্রুপদী,কথ্থক বা মনিপুরি আমার প্রিয় নাচ।