নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
লাবনি, মাত্র এস এস সি পাস করে স্কুলের গণ্ডি পার করে সদ্য কলেজে ভর্তী হয়েছে। স্কুলের রুটিন জীবন পার করে সবে মাত্র একটা কমবাইন্ড কলেজে ভর্তি হয়েছে। এর মধ্যেই ড্রাগ এডিকটেড। ভবিষ্যৎ অনিশ্চিত।
কলেজে উঠার পর পড়ালেখার চেয়েও অধিকাংশ তরুণ তরুণী গুরুত্ব দেয় একটা হ্যান্ডসাম বয় ফ্রেন্ড কিংবা স্মার্ট গার্ল ফ্রেন্ড বানানোর দিকে।কারণ নষ্ট দেহ লোভীরা ও ভোগবাদীরা তরুণ তরুণী দের মাথায় ঢুকিয়ে দিয়েছে বয় ফ্রেন্ড কিংবা গার্ল ফ্রেন্ড যারা মেন্টেন করেনা ওরা ক্ষেত। যাদের বিএফ/জিএফ আছে ওরা স্মার্ট।
স্মার্টনেস এর ডেফিনেশন আসলে কি? অধিকাংশ তরুণ তরুণী স্মার্টনেস বলতে বুঝে "একটা ডেসপারেট লাইফস্টাইল "। আর ডেসপারেট লাইফ স্টাইল মানে এরা মনে করে " বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড এগুলো মেন্টেন করা, সেক্স করা ও ড্রাগ নেয়া, পার্টিয়ে গিয়ে ড্রাংক হওয়া ইত্যাদি। "
দেখুন এগুলোর সব গুলোই খুব এক্সপেন্সিভ। গার্লফ্রেন্ড বা বয় ফ্রেন্ড মেন্টেন করা সহজ কথা নয়। প্রেমে পড়ার পর কিছুদিনের মধ্যে ছেলেটি অথবা মেয়েটি শারিরীক সম্পর্কের দিকে ঝুকে! মোহ শেষ হওয়ার পর আবার অন্য কারও প্রতি ঝুঁকে। ফলে যে চ্যাকা খায় সে হতাশায় নিমজ্জিত হয়। অধিকাংশ প্রেমের ক্ষেত্রে শারিরীক সম্পর্ক হয়ে যাওয়ার পরপরই ব্রেক আপ হয়। তীব্র ইমোশান গুলো টার্নওভার করে হতাশায়।হতাশা থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছে মাদকের।
টাইডিজেসিক নামে একটি ভারতীয় ইনজেকশনও বাংলাদেশে মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ইয়াবা নামে আরেকটি উত্তেজক ট্যাবলেট, যা মূলত মেথামফেটাইন ও ক্যাফেইনের মিশ্রণ।এই দুইটি নিয়মিত ক্রয় করা চাট্টি খানি কথা নয়। এই টাকা জোগাড় করতে ছেলেরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়াচ্ছে মেয়েরা সুগার ডেডি মেন্টেন করছে। কিছু লম্পট বয়ষ্ক লোক নিজের পরিবারকে ঠকিয়ে এসব এসব এডিক্টেড মেয়েদের সুগার ডেডি হচ্ছে।
দেখুন মূল সমস্যা কিন্তু এক জায়গায়! গার্লফ্রেন্ড /বয় ফ্রেন্ড মেন্টেন করার ইমোশান, সেখান থেকে শারিরীক সম্পর্কের প্রতি মোহ, মধু আহরণ করার পর ব্রেক আপ, ব্রেক আপ থেকে হতাশা, হতাশা থেকে ড্রাগ এডিকটেড।
০২ রা মে, ২০২৩ বিকাল ৪:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কথিত ধার্মিকরা তো আরও বেশী পাপাচার ও অপরাধে জড়িত। যেমন হিংসা বিদ্বেষ গীবত বোমাবাজি, শিশু ধর্ষণ আরও কত কি?
২| ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:২৯
শাওন আহমাদ বলেছেন: আধুনিক হতে হতে কখন যে আমরা বিকৃত মস্তিষ্কের আর নোংরা মনের মানুষ হিসেবে নিজকে বয়ে বেড়ানো শুরু করেছি টেরই পাইনি। এসব নোংরামী বন্ধ না হলে কিছুই আর বন্ধ করা যাবেনা।
ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টের জন্য।
০২ রা মে, ২০২৩ বিকাল ৪:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আধুনিক হওয়া আর নিজের সর্বনাশ করা এক কথা নয়।
৩| ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:৪৩
নতুন বলেছেন: কিছু কাজের জন্য মৃত্যুদন্ড আমি সমর্থন করি। তার মধ্যে একটা হইলো মাদক।
মাদকের ব্যবসার সাথে অনেকেই জড়িত। সরকারের উচিত এটাকে নিয়ন্ত্রনে আনা।
ভালোবাসার সাথে সেক্স আসবেই, অতীতেও ছিলো বর্তমানে আছে আর ভবিষ্যতেও থাকবে। এটা আইন করে/ধর্মের দোহাই দিয়ে বন্ধ করা যাবেনা।
কিন্তু মানুষের মাঝে প্রজ্ঞা থাকলে যেটাই সে করুক ভেবে চিন্তে করবে।
মেয়েদের অভিঙ্গতা কম থাকে তাই সস্তা আর্কষনে প্রেমে পড়ে যায়। এবং বিছানা পযন্ত গড়ায় সম্পর্ক।
শরীরের ক্ষত হয়তো সেরে যায় এক সময় কিন্তু মনের ক্ষত আজীবন বয়ে বেড়েয় মানুষ।
জানিনা বিয়ের আগে প্রেম বা শারীরিক সম্পর্ক থাকলে সেটা অন্য কারুর সাথে বিয়ের পরে কেমন প্রভাব পড়ে।
অনেকে হয়তো লুকিয়ে রাখতে পারে এবং নতুন সম্পর্কে সুখী হয়। অনেকে হয়তো আগের প্রমিক/প্রমিকার সাথে নতুন মানুষের তুলনা করে অসুখী হয়।
জীবনটা আসলেই জটিল বিষয়।
০২ রা মে, ২০২৩ বিকাল ৫:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: স্বয়ং এমপি যে দেশে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত সেখানে মাদক এর শাস্তি মৃত্যুদণ্ড কামনা বিলাসিতা নতুন ভাই।
৪| ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
এ স্মার্টনেসের ডেফিনিশনে থেকে সুইসাইড করছে কতভাগ?
০২ রা মে, ২০২৩ বিকাল ৫:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার সঠিক জানা নেই।
৫| ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:৫২
শাওন আহমাদ বলেছেন: ভাইয়া যারা নিজের সর্বনাশ করে তারা আধুনিকতা বলতে নোংরামী আর নিজের সর্বনশ করাকেই বোঝায়।
০২ রা মে, ২০২৩ বিকাল ৫:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: অথচ যে ব্যাবহারে ভদ্র আচরণে বিনয়ী পৃথিবীর সব সভ্য দেশে সে প্রকৃত স্মার্ট।
৬| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
নাহল তরকারি বলেছেন: পেপারে ধার্মিকদের বিরুদ্ধে যে ভাবে ফলাও করে ছাপায় অন্য মানুষের বিরুদ্ধে কিন্তু এত বেশী ফলা্ও করে ছাপায় না।
০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
৭| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
কামাল১৮ বলেছেন: সমাজ এবং পরিবারের ক্ষতি না করলে সমস্যা কি।যতবেশি কড়াকড়ি করবে ততবেশী বাড়বে।আগে আবগারিতে গাজা এবং আফিম কিনতে পাওয়া যেতো,খুব কম সংখ্যক লোক ব্যবহার করতো।
০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: মাদক ভয়ংকর। পরিবার সমাজের মূল শত্রু।
৮| ০৩ রা মে, ২০২৩ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: শুধু সিগারেটের নেশাটা কোনো রকমে মেনে নেওয়া যায়। এর বেশি হলে মেনে নেওয়া যায় না।
০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার শীষা ও সিগারেটের আসক্তি আছে।
৯| ০৩ রা মে, ২০২৩ দুপুর ২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: আমিও মাদকাসক্ত। নেশা করে বউ পিটাইতাম। তাই বউ চলে গেছে।
আমি চরম হতাশায় নিয়ে নিমজ্জিত। বাঁচার উপায় বাতলে দেন
০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার বউ কি কারণে চলে গেসে তা শোনা হয়নি। মানুষের ব্যক্তি গত বিষয়ে আমার ইন্টারেস্ট ০%। কিন্তু হতাশ হলে আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারব। নেক্সট উইক পেনিন্সুয়ালায় আসুন রূফটপে।
১০| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেমে দেহ দেয়া নেয়া হয়ে গেলে সব শেষ। আর এটাই হচ্ছে অহরহ। চাই পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা ও সঠিক ধর্মীয় শিক্ষা।
০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বিয়ের আগে সেক্স করা ঠিক কাজ নয়।
১১| ০৪ ঠা মে, ২০২৩ দুপুর ২:৫৮
ডার্ক ম্যান বলেছেন: আপনি যদি দাওয়াত দেন। তাহলে আসতে পারি।
অথবা আপনি হালিশহরে এজেন্সির অফিসেও আসতে পারেন।
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: একটু ঝামেলায়। শিগ্রই দেখা হবে ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:১৩
নাহল তরকারি বলেছেন: আধুনিকতার দিকে আমার যতই এগুচ্ছি, মানুষ কে ভোগ্য পন্য মনে করছি। দেহের চাহিদা শেষে তাদের ছুরে ফেলে দিচ্ছি। মানুষ ধর্ম থেকে দূরে সরার কারনে এই অবস্থা। কারন ধর্মে বিয়া ছাড়া নারী পুরুষের অবাধ মেলা মেশা অবৈধ করেছেন। আর নেশা জাতীয় দ্রব্য ও অবৈধ করেছেন।
ধর্ম তো না বুঝে ওপেন সেক্স আর নেশা কে অবৈধ বলে নাই। এর পিছনে কোন কারন তো আছেই।