নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কোরান এর বক্তব্য অনুসারে আমাদের দেশের হিন্দুরা মুসলিমদের চেয়ে ভালো। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ একজন অসাম্প্রদায়িক মানুষ।যারা ধর্ম দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করে ওরা ছাগু ও কাঠমোল্লা। চট্টগ্রামের মুসলিমরা হিন্দুদের অসম্মান করে দান্ডি বলে। মৌলবাদী কাঠমোল্লারা তাদের মালোয়ান বলে অপমান করে। অথচ একজন হিন্দু ও একজন মুসলিম যখন একই প্লেটে খাবার শেয়ার করে এটার চেয়ে চমৎকার দৃশ্য আর কিছু হতে পারে না। অধিকাংশ শিক্ষিত হিন্দুরা ঈদুল ফিতর সেলিব্রেট করে, বিষয়টা আমায় খুবই আনন্দ দেয়। কিন্তু মুহুর্তেই আমার মন খারাপ হয়ে যখন মুসলিম নামক কিছু উগ্রবাদী পুজার সময় হিন্দুদের মন্দির ভাঙে।
বাংলাদেশে একজন চমৎকার হিন্দু চিত্রনায়িকা আছেন।নাম পুজা চেরি। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ও পুজা। এটি রোজার ঈদের চাঁদ রাতে হাতে মেহেন্দি লাগানোর দৃশ্য। অসাম্প্রদায়িক হওয়া আসলেই অসাধারণ মানুষের বৈশিষ্ট্য। আমি রমজান মাজে দেখেছি প্রতিটি হিন্দু সাওদাগর - মাগরিবের আজানের পর ছুলা-মুড়ি-পেয়াজু-বেগুনী-আলুনী এগুলো এনে খাচ্ছে। দেখে মনে হবে ইফতার করছে।
গরুকে/গাভীকে ওরা মা মানে। দেবতা হিসেবে পূজা করে। ওদের সামনে গরু জবাই হলে ওদের খারাপ লাগবে এরপরও ওরা এসে কোনদিন গরু কোরবানির সময় হামলা করেনি। অথচ কথিত মুসলিমরা সুযোগ পেলেই ওদের দোকানে আগুন দেয়, নির্যাতন করে, মন্দির ভাঙে।
পুজা যখন চাঁদরাতে মুসলিম মেয়েদের মতো মেহেন্দি লাগায় তখন এদেশীয় ছাগু ও কাঠমোল্লারা তালি দেয়। বাহবা দেয়। অথচ যদি কোন মুসলিম মেয়ে হিন্দুদের পুজা উপলক্ষে লাল/সাদা শাড়ি পড়ে মন্দিরে যায় তখন তাদের কাফের হিসেবে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। পুজা বলছি কেন? মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহণ করে পহেলা বৈশাখ উৎযাপন করলে পর্যন্ত তাদের নাস্টেক কাফের ঘোষনা করা হয়। এমনকি ১লা বোমা হামলা পর্যন্ত করছে জঙ্গি জামাত হেফাজত।
আজকে দেখলাম একদল ছাগী আন্দোলন করছে জাতীয় পরিচয়পত্রে নারীদের ছবি ব্যাবহার বাদ দিতে। কি ভয়াবহ দাবী!
অনেকে ইন্ডিয়াকে এখানে টেনে আনবে। আমি বাংলাদেশের আই রিপিট বাংলাদেশের কথা বলছি। অহেতুক ইন্ডিয়ান উগ্রবাদী হিন্দুরের পোস্টে টানবেননা অপ্রাসঙ্গিক ভাবে।
চমৎকার অসাধারণ অসাম্প্রদায়িক গানটি কানে হেডফোন লাগিয়ে ফুল স্পীডে শুনুন।
১৯ শে জুন, ২০২৩ রাত ১১:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার সাথে একমত নই ব্রো। স্যরি।
২| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:২৩
কামাল১৮ বলেছেন: সব ধর্মই খারাপ।ধর্ম মানুষকে ধার্মিক করে মানুষ করে না।
১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত।
৩| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:২৯
ডার্ক ম্যান বলেছেন: হিন্দুরা উপরে উপরে অসাম্প্রদায়িক। এরা ঠান্ডা মাথার খেলোয়াড়।
১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দু:খিত আপনার সাথে সহমত নই।
৪| ২০ শে জুন, ২০২৩ রাত ২:৫৯
কামাল১৮ বলেছেন: ধর্ম নিজেই সম্প্রদায় সৃষ্টি করে।মুসলিম সম্প্রদায়,হিন্দু সম্প্রদায়।সেটা পালন করে মানুষ অসাম্প্রদায়িক হয় কি করে? স্ববিরোধী কথা।
২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ধর্মান্ধ না হওয়াকেই আসলে অসাম্প্রদায়িক বলেছি।
৫| ২০ শে জুন, ২০২৩ রাত ৩:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইসলাম ধর্মে অনেক বাঁধা নিষেধ আছে।
চাইলেই আপনি হোলি খেলতে পারবেন না।
২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম সরল মানবিক ও সুন্দর। কাঠমোল্লারা এটা জটিল ভাই এর মতো করে ফেলছে।
৬| ২০ শে জুন, ২০২৩ সকাল ৯:৫২
ধুলো মেঘ বলেছেন: পূজায় যেতে ইসলাম ধর্মে কঠোরভাবে নিষেধ করা আছে। পূজা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট কাজ, সেই উৎসবে যারা অসাম্প্রদায়িকতার অজুহাতে অংশ নিতে যাবে, তাদেরকে কাফের বলবেনা তো কি ধরে ধরে চুমো দেবে?
পুজা চেরী আমার খুব পছন্দের একজন শিল্পী। তাঁকে আমার কাছে একজন নম্র ভদ্র শিল্পী বলে মনে হয়। শিশু শিল্পী হিসেবে তার অভিনয়ও আমার মনে দাগ কেটেছে। উপরের ছবিটি আমার খুব ভালো লেগেছে।
পূজার সময়ে যারা পূজা মন্ডপে হামলা ও ভাংচুর করে - আমরা কোন অবস্থাতেই তাদেরকে মুসলিম বলিনা। তারা হচ্ছে ফেতনা সৃষ্টিকারী। আর হাদীস অনুযায়ী ফেতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য কাজ।
২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কোথায় নিষেধ আছে? দেখি রেফারেন্স দেন।
২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: পূজা ভালো মেয়ে।
৭| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: প্যারা নাই। চিল।
পূজা চেরীকে কোনো নাটক করেছে? করলে ইউটিউব এ লিংক দিবেন।
২১ শে জুন, ২০২৩ রাত ১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: কাল দিব। আজকে ক্লান্ত।
৮| ২০ শে জুন, ২০২৩ দুপুর ২:০৫
ধুলো মেঘ বলেছেন: আপনার কি ধরণের রেফেরেন্স দরকার?
পুজা দেখতে যাওয়া কি জায়েজ?
২১ শে জুন, ২০২৩ রাত ১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো মোল্লসদের মন গড়া কথা। কোরানে এগুলো নেই।
৯| ২০ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৫
তানভীর_আহম্মেদ বলেছেন: পূজা চেরি ঈদুল ফিতরের চাঁদ রাতে হাতে মেহেদি লাগানোয় কোন মোল্লা তালি দিয়েছে?
হাতে মেহেদি লাগানো কি ইবাদত যে মোল্লারা তালি দিবে!
২১ শে জুন, ২০২৩ রাত ১:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কি বুঝাতে চেয়েছি সেটাই বুঝিনি।
১০| ২০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
বিষাদ সময় বলেছেন: আগে আমিও তাই মনে করতাম। এখন দেখি "যে যায় লঙ্কায় সে'ই হয় রাবণ"
২১ শে জুন, ২০২৩ রাত ১:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হিম।
১১| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:০৯
রানার ব্লগ বলেছেন: ভুল ! বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী হাতেগোনা কিছু বাদে বেশিরভাগ অসম্ভব মত্রায় সাম্প্রদায়িক । এরা চুপ থাকে তাই এমন মনে হয় । একই কথা ভারতেও ওখানকার মুসলমানরা তিব্র মাত্রার সাম্প্রদায়িক । একটা কথা মনে রাখবেন সংখ্যালঘুরা সবসময় সাম্প্রদায়িক ।
২১ শে জুন, ২০২৩ রাত ১:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হয়তো আপনি ঠিক।
১২| ২১ শে জুন, ২০২৩ সকাল ১১:০১
ধুলো মেঘ বলেছেন: আপনার শুয়োরের মাংস খাবার লোভ লেগেছে - মোল্লাদের কথা তো মনগড়া লাগবেই।
মোল্লারা যদি বলতো, পুজার অনুষ্ঠানে গেলে আল্লাহ খুশি হন - তাহলে কি আর তাদেরকে ঘাড়ে তুলে নাচতেন?
সত্যি কথা তিতা বলেই বদহজম হয়।
২১ শে জুন, ২০২৩ রাত ১১:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: হাদীস যুগে যুগে এডিটেড হয়েছে।
১৩| ২২ শে জুন, ২০২৩ সকাল ৯:১৫
ধুলো মেঘ বলেছেন: যেই সব হাদীস পড়লে গেলে সুদ খাওয়া হারাম হয়, নাচ দেখা নাযায়েজ হয়, পর্দা করতে হইলে বোরখা পড়তে হয় - সেগুলাই কেবল এডিট হয়। আগে খালি মোল্লারা সুবিধাবাদি ছিল - এখন সাধারণ মানুষও সেরকম হইছে।
২৩ শে জুন, ২০২৩ রাত ১১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হাদীস অথেনটিক না ব্রাদার।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:০২
শেরজা তপন বলেছেন: একেবারে অন্দরে ঢুকেন আসল কাহিনী বুঝতে পারবেন। তবে উপমহাদেশের সব দেশেই সংখ্যালঘুরা অসাম্প্রদায়িকতার ভেক ধরে আছে