নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
আসুন প্রথমে জেনে নেই বাঙালি কি কি নিয়ে পড়ে আছে সেগুলো নিয়ে। বর্তমানের বাঙালির মেতে আছে পাকনা মেয়ে লুবাবাকে নিয়ে। পরীমনি তানজিন তিশাকে নিয়ে সাকিবাল হাসানের ঢাকা ১০ আসনের মনোনয়ন নিয়ে। জায়েদ খান এর উদ্ভট কর্মকান্ড নিয়ে। বাঙালির ভারতকে সাপোর্ট করা উচিৎ নাকি অনুচিত তা নিয়ে।
অথচ আমার দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত এই সিদ্ধান্ত হীনতায় ভুগছেন যে - 'আত্নহত্যা করবেন নাকি আল্লহ আল রজ্জাক এর উপর ভরসা করবেন '। ছবিটি লক্ষ্য করুন -৪ টি কলা, ৮ টি আলু, ১৫/১৭ টি কাঁচা মরিচের দাম ৯০ টাকা। এগুলোর সাথে গ্যাস, চাউল, তেল, মশলা পাতি যোগ করলে একটি নিম্নবিত্ত পরিবারের ১ বেলার খাবারের জন্য সর্বনিম্ন আরও ১০০ টাকা যুক্ত করতে হবে।
বস্তিতে যেসকল পরিবার বসবাস করেন তাদের দৈনিক খরচ যদি গড়ে ১০০০(পরিবারে সবার থাকা+খাওয়া শুধু) টাকা হয় ৩০ দিনে ৩০ হাজার টাকা সর্বনিম্ন রোজগার থাকতে হবে। এখন ১ জন রিক্সাওয়ালা যদি কোম্পানি কে ভাড়া জমা দেয়ার পর দৈনিক ৫০০ টাকা উপার্জন করেন তাহলে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে আরও ৫০০ টাকা ঘাটতি থাকে। আর ৩ টি মৌলিক চাহিদা যেমন - শিক্ষা, বস্ত্র ও বাসস্থান বাদই দিলাম।
আমি একজন সরকার দলীয় অন্ধ সমর্থক। কোনদিন চাইবোনা ঘাতক দালাল পাক হানাদার বাহিনীর দোসররা ক্ষমতায় বাংলাদেশকে পাকিস্থান বানাক। বোমাবাজি করুক। রগ কেটে দিক। দেশে সমকামিতা চালু করুক। মসজিদ মাদ্রাসা গুলোকে জঙ্গিদের আস্তনা বানাক। বিম্পি ভেক ধরা আমার দেশ পত্রিকার সাংঘাতিক মাহমুদুর রহমানরা আমার মত প্রকাশের ও লেখালেখির প্রিয় প্ল্যাটফর্ম সামুর নামে মিথ্যা রিউমাএ ছড়াক।
কিন্তু আমি একজন ব্লগার। আমাকে আমার দেশের দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে।আমার রাজনৈতিক আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু বাংলাদেশের পক্ষে লড়াই করেছেন। তিনি বলেছিলেন আওয়ামিলীগ থেকে "দূর্নীতিবাজ দের" বের করে দাও। মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীর জনকের সে কথা কে অবশ্যই রাখতে হবে। আগামী নির্বাচনের নমিনেশন দেয়া হচ্ছে। সাকিবাল হাসান এর মতো বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ করা ব্যক্তিকে ঢস্কা ১০ থেকে নমিনেশন দেয়ায় একজন লীগার হিসেবে আমার হৃদয় রক্তাক্ত।
সেদিন ১ বলদ মন্ত্রী বললেন বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া সম্ভব নয়।এরা দলের সর্বনাশ করছে। এরা বাজার সিন্ডিকেটের কাছ থেকে ঘুষ খেয়ে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে।
অনুগ্রহ করে এদের আর নমিনেশন দিবেন না। যারা দেশের ও দেশের মানুষের ক্ষতি করে তারা কোন দলেরই হতে পারে না।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: সাকিব সহ সব খারাপ লোককে আওয়ামিলীগ থেকে বের করে দেয়া হোক।
২| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
চারাগাছ বলেছেন:
আমি চাই সাকিব এমপি হোক।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি চাই না।
৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
ডার্ক ম্যান বলেছেন: ৮০ ভাগ তো খারাপ
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সুবর্না মোস্তফা ভাল, শমি কাইসার ভাল, করবি ভালো, মাশরাফি ভাল। ২০ কোটি থেকে ৩৩০ জন ভালো অবশ্যই পাওয়া যাবে।
৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
শায়মা বলেছেন: সূবর্ণা মুস্তাফা, শমী কায়সার, তারিন, আসাদুজ্জামান, চঞ্চল চৌধুরী এদেরকে ভালোই জ্ঞানবান মনে হয় আর আমার অনেক প্রিয়। তারা নিশ্চয় দেশ ও দশের ভালো চাইবেন। ভালো করবেন।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: একজন শিল্পী সাধনা দেশ ও দেশের মানুষের সাথে বেইমানি করে না। সহমত পোষণ করছি।
৫| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
কামাল১৮ বলেছেন: দেশের সকলকে দেশের পক্ষে কথা বলতে হবে।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: তা তো অবশ্যই।
৬| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
নতুন বলেছেন: আমি একজন সরকার দলীয় অন্ধ সমর্থক। কোনদিন চাইবোনা ঘাতক দালাল পাক হানাদার বাহিনীর দোসররা ক্ষমতায় বাংলাদেশকে পাকিস্থান বানাক। বোমাবাজি করুক। রগ কেটে দিক। দেশে সমকামিতা চালু করুক। মসজিদ মাদ্রাসা গুলোকে জঙ্গিদের আস্তনা বানাক। বিম্পি ভেক ধরা আমার দেশ পত্রিকার সাংঘাতিক মাহমুদুর রহমানরা আমার মত প্রকাশের ও লেখালেখির প্রিয় প্ল্যাটফর্ম সামুর নামে মিথ্যা রিউমাএ ছড়াক।
অন্ধ সমর্থনের কারনে শেখ হাসিনা/খালেদা জিয়া এতো ক্ষমতা পেয়েছেন।
গনতন্ত্রের বদলে দেশে রাজতন্ত্র চলছে... তারা নিজেদের জবাবদিহিতার উদ্ধে জ্ঞান করে।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজতন্ত্র চলার কারণে যদি রাজাকার ও আশ্রয় দাতারা দেশকে পাকিস্তান না বানায় তবে রাজতন্ত্রই ভালো মনে হয়।
৭| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
ডার্ক ম্যান বলেছেন: পরিমনি /বুবলি / অপু এরাও এমপি হওয়া সময়ের দাবি
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ওদের এম্পি মন্ত্রী বানালে এরা অন্তত দেশের ও দেশের মানুষের ক্ষুদ্র করবে না।
৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: ৭. ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯০
ডার্ক ম্যান বলেছেন: পরিমনি /বুবলি / অপু এরাও এমপি হওয়া সময়ের দাবি
এদেরকে বানানো ঠিক হবে না।
আগে অভিনয়টা ভালো করে শিখুক তারপর ভাবা যাবে।
২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বুবলি ও অপু দুইজনকে একই সাথে এমপি বানালে ঝামেলা আছে। দেখা যাবে এরা সব বাদ দিনে সাকিব খান কে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে সরকারি দলকে দুই গ্রুপে বিভক্ত করবে।
৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: রাজতন্ত্র চলার কারণে যদি রাজাকার ও আশ্রয় দাতারা দেশকে পাকিস্তান না বানায় তবে রাজতন্ত্রই ভালো মনে হয়।
পাকি জুজু বেশিদিন কাজ করবেনা।
আর পাকি আইডিওলজি বলে কিছু নাই। কিছু মানুষ কট্টর ইসলামপন্হি এরাও এক রকমের ধমান্ধ। যদিও বর্তমানে এদের সংখ্যা দেশে বাড়ছে...
তবে পাকি জুজু দেখিয়ে জবাবদিহিতা ছাড়া দেশ চালানোর চেস্টা্ অপরাধ।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখুন দেশ পাকিস্তান হয়ে গেলে বেঁচে থাকাই দায় হয়ে যাবে। আগে বেঁচে থাকি তারপর না হয় গণতন্ত্রের কথা ভাববো।
১০| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮
শেরজা তপন বলেছেন: আমাদের ব্লগারদের দল ও মত ধর্ম ও জাত পাতের উর্ধ্বে উঠে মানুষের কথা বলতে হবে। ঠিক
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সহমত এর জন্য।
১১| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি দেশ নিয়ে ভাবনা শুরু করলে মিডিয়া জগত নিয়ে ভাবনা ছেড়ে দিতে হবে। - এটি কি কোনোভাবে সম্ভব?
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে দেশ নিয়ে না ভেবে পারা যায়না। আমি বাংলাদেশ কে খুব ভালোবাসি।
১২| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৯
নতুন বলেছেন: পাকি জুজু আর ভারতীয় জুজু দুটাই তো একই কাজ করে।
দেশের সম্পদ লুটপাট ছাড়া আর কি করেছে এই দুই দলের নেতাকর্মীরা?
একদল শেখ মুজিবের চেতনায় উজ্জেবিত হয়ে চুরি করে আরেকদল জিয়ার চেতনায় উজ্জিবিত হয়ে চুরি করে
জিয়াইজম বা মুজিবইজব বইলা কি কিছু আছে?
এই সরকারের আমলে চাটার দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমন ভাবে বিক্রি করেছে যে মানুষের কাছে এর কদর হারিয়ে যাচ্ছে।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: তুলনামূলক ভাবে আওয়ামী লীগ ভালো।
১৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৭
আঁধারের যুবরাজ বলেছেন: @আমি একজন সরকার দলীয় অন্ধ সমর্থক
অন্ধ সমর্থক বা দলকানারা কোনো দলের জন্যই উপকারী না হয়ে বরঞ্চ ক্ষতিকর হয়। দলের খারাপটাও তাদের চোখে পরে না ,পড়লেও নানা কৈফিয়ত খুঁজে বেড়ায়।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে এটা আমার রাশি গত সমস্যা। আমি যাকে ভালো বাসি মনে প্রানে ভালো বাসি।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: আর আমি অন্ধ সাপোর্টার হলেও দলের ভুল গুলো সমালোচনা করি। পোস্ট পড়লেই বুঝবেন।
১৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭
ডার্ক ম্যান বলেছেন: বাংলার জনগণ কি রাজপথে নামবে
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষের কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে একটা মেরুদণ্ড হীন দল বিম্পি, ও ধর্মব্যবসার দল জামাতের জন্য রাস্তায় নেমে নিজেদের ক্ষতি করবে?
১৫| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার লেখায় অনেক সময় অতিতিক্ত আবেগ থাকে। আবেগের সাথে যুক্তির সমন্বয় হওয়া বাঞ্ছনীয় , বিশেষ করে রাজনীতির বিষয়ে।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: আবেগী মানুষ গুলো আসলে দেশপ্রেমিক ও ডেডিকেটেড হয়ে থাকে।
১৬| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫২
আঁধারের যুবরাজ বলেছেন: যুক্তিবিহীন আবেগ ভুল পথে নিয়ে যায় । বিচার ,বিশ্লেষণের সময় ভুল করে। চিন্তা করার পদ্ধতি ক্ষতিগ্রস্থ হয়।
@আবেগী মানুষ গুলো আসলে দেশপ্রেমিক ও ডেডিকেটেড হয়ে থাকে। - রাজাকাররাও অতি আবেগে বৃহত্তম পাকিস্তান রক্ষার জন্য যুদ্ধাপরাধ ,মানবতাবিরোধী কাজ করেছিল। তাদের চিন্তায় ভুল ছিল , যুক্তি ছিল না।
২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজাকাররা অতি আবেগে নয়, ধর্মান্ধতার কারণে বাংলাদেশের বিরোধিতা করেছিল।
১৭| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৬
ডার্ক ম্যান বলেছেন: আবেগ দিয়ে দেশ চলে না তবে রাজনীতি চলে
২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
১৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২
বিজন রয় বলেছেন: আপনি বাদ যাবেন কেন? আপনিও এমপি হন না? খারাপদের জন্য যায়গা ছাড়বেন কেন?
২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: তেলবাজ ছাড়া আর কাউকেই তেমন নমিনেশন দেয়া হয়না।
১৯| ২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২০
ঢাবিয়ান বলেছেন: দেশের মানুষের পক্ষে কথা বলতে হলে সবচেয়ে আগে আপনাকে দেশের পক্ষে থাকতে হবে। আর দেশের পক্ষে থাকতে হলে যে রাজনৈতিক দলই অবৈ্ধ উপায়ে ক্ষমতা ধরে রাখবে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অনির্বাচিত সরকারের কোন জবাবদিহি থাকে না , ক্ষমতা হারিয়ে বিচারের মুখোমুখি হবার ভয় থাকে না। তাই তার পক্ষে যা কিছু তাই করা সম্ভব হয়, যেটা বর্তমানে আমাদের দেশে হচ্ছে।
২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: যদি যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা যদি রাজাকার জামাত শিবির কে বাদ দিত তবে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন চাইতাম। বিম্পি জামাতকে বাদ দিক।
২০| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: @রাজাকাররা অতি আবেগে নয়, ধর্মান্ধতার কারণে বাংলাদেশের বিরোধিতা করেছিল।
যুক্তিবিহীন মানুষ অতিআবেগে ধর্মকে সমর্থন দিতে গিয়ে ধর্মান্ধ হয়। তেমনি যুক্তি বাদ দিয়ে অতি আবেগে দলকে সমর্থন দিয়ে "অন্ধ সমর্থক " হয়। ধর্মকানারা প্রশ্ন করতে পারে না ,শুধু জি হুজুর জি হুজুর করে। একইভাবে রাজনৈতিক দলকানারা দলদাশে রূপান্তরিত হয়। তাদের মাথায়ও প্রশ্ন আসে না। তাদের মুখে শুধু জি ম্যাডাম , ভাইয়া জানে অথবা জি আপা ,আপা সব জানে বের হয়।
রাজাকারদের অধিকাংশ পাকিস্তান প্রেমের কারণে রাজাকার হয়েছে ,ধর্মের কারণে না। আমাদের স্বাধীনতার যুদ্ধ ,ধর্ম যুদ্ধ ছিল না।
"অন্ধসমর্থকের " খোলস থেকে বের হয়ে সচেতন সমর্থক যেদিন হবেন, সেদিন যুক্তি বোধগম্য হবে।
২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: পাকিস্তান কথিত মুসলিম দেশ বলেই মোল্লা জাশি ওদের সাপোর্ট করে।
২১| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: এমপি মন্ত্রী না হলে বুঝি দেশের জন্য ভালো কিছু করা যায় না?
২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: যায়তো।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
ডার্ক ম্যান বলেছেন: সাকিবের চেয়ে অনেক খারাপ লোক বর্তমান সংসদে আছে।
আমি চাই সাকিব এমপি হোক।