নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
২০২৩ সালে যেসব নারীদের সাথে আর পরিচয় হয়েছে ও কাজ করার যুযোগ হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশী ভি আই পি হলেন জয়া আহসান।জয়া বর্তমানে বাংলাদেশের সেরা সেলিব্রিটি।এমনকি সুদূর ভারতেও আছে সেরা তারকাদের তালিকায়। আরেকজন নারী বাংলাদেশ ও ভারতে সমাদৃত হয়েছে আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। জয়া ৫০ বছর বয়সেও নিজের সৌন্দর্য ও ফিগার ধরে রাখায় সাথে অসাধারণ অভিনয়ের মাধ্যমে উপমহাদেশে জনপ্রিয়তার শীর্ষে। ডিভোর্স হওয়ার পর আর বিয়েই করেননি। আজমেরী হক বাঁধন একজন সিংগেল মাদার। রেহেনা মরিয়ম নুরে অসাধারণ অভিনয়ের মাধ্যমে কান চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী তিনি। ২০২০ সালে সর্বশেষ কাজ হয় উনার সাথে। এরপর নুসরাত ফারিয়া। এই মেয়েটি নাচে গানে অভিনয়ে অনন্যা। সে বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যে ভারতীয় নায়িকাদের মতো নাচতে পারে। জয়া গতকাল লাইভে এসে বলেছিলেন - থার্টি ফাস্টে বাজি-টাজি ফাইটাইয়া হাউকাউ করে কারও ক্ষতি না করতে। এই নারীটিকে স্বয়ং প্রধানমন্ত্রী দাওয়াত দেন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে। আমার সাথে নভেম্বরে ফটোশ্যুট করেছে। কোন অহংকার নেই। দেশের ও দেশের মানুষের প্রতি কি অকৃত্রিম ভালোবাসা।উনাকে ঘৃণা করার ১ টাও কারণ নেই। যারা ঘৃণা করে বুঝে নিতে হবে ওরা মোল্লা।
আমি আমার প্রফেশনাল ৩ জন নারীর কথা বললাম। আমাদের দেশে বিভিন্ন প্রফেশনে এরকম লক্ষ লক্ষ নারী আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করছেন। তাদের মধ্যে অন্যতম হলেন তাসলিমা নাসরিন। পুরুষতন্ত্রের বিরুদ্ধে কথা বলায় উনাকে দেশ থেকে বের করে দিয়েছে হিংস্র পুরুষতন্ত্র। এই পুরুষ তন্ত্র বুঝেনা তাদের জন্মই হয় একজন নারীর পেটে।মৌলবাদী গোষ্ঠী মনগড়া ফতুয়াবাজী করে যে, নারীদের জন্ম হয়েছে পুরুষদের সেবা করার জন্য। অথচ আমাদের মা খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন। মৌলবাদী কাঠমোল্লা গোষ্ঠী পরিবারের অধিকাংশ মেয়ে এখনো মনে করে ওরা স্বামীর দাসী। অথচ পবিত্র কোরানে আল্লাহ নারী পুরুষ উভয়কেই সমান মর্যাদা দিয়েছে।হিংস্র মৌলবাদী কাঠমোল্লা গোষ্ঠী উনাকে পছন্দ করেনা কেবলমাত্র তিনি আওয়ামী লীগ করেন, জাতীর জনককে সম্মান করেন, বেওয়ারিশ কুকুরদের পক্ষে লিখেন। এদেশের কাঠমোল্লাদের সবচেয়ে বেশী সমস্যা নুসরাত ফারিয়াকে নিয়ে। কারণ সে একটু স্টাইলিশ। নিজের মতো ড্রেসাপ করে। ভারতীয় নায়িকাদের মতো নাচে।
তবে বিভিন্ন সেক্টরে সফল নারীদের ঘৃণা করার মূল কারণ - হলো সফল-সুন্দর-স্মার্ট নারীদের কাছে পাত্তা না পাওয়া। একজন পাইলট নারী মোল্লা শ্রেণির ও সংকীর্ণ মনের কারও সাথে প্রেম করবেনা বা বিয়ে করবেনা। আঙ্গুর ফল টক হওয়ায় সকল সুন্দর ক্লাসি নারীই তাদের শত্রু। অথচ একজন নারীর হৃদয় জয় করতে একটা সুন্দর হৃদয় সবার আগে দরকার।সাথে ভালো ক্যারিয়ারও দরকার। তবে সুন্দরী নারী জয় করার ১ম যোগ্যতাটাই হইল সুন্দর মনের মানুষ হওয়া।
১ম ছবিটি নিজের তুলা। ২য় ছবিটি বাঁধনের ফেবু ওয়াল থেকে।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: না হবে কেন? আপনি সঠিক।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।
নারী আর হুরের মধ্যে তফাৎ কী?
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: এই নারীদের কেই জান্নাতে হুর বানানো হবে।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭
নতুন বলেছেন: নারীদের ঘৃণা করার মূল কারণ - হলো সফল-সুন্দর-স্মার্ট নারীদের কাছে পাত্তা না পাওয়া।
১০০% সহমত। যারা নারীর সান্নিধ্য পায় না তারাই নারী বিদ্বেষী হয়।
যদিও অনেক নারী আছে যারা পুরুষদের সিড়ি হিসেবে ব্যবহার করে, তারাও প্রচন্ড ভাবে দায়ী নারীদের ভাবমূর্তি নস্ট করতে।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু নারী তো লোভী আছেই। আমি সকল সফল নারীদের যারা ঘৃণা করে তাদের কথা লিখছি।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০
শূন্য সারমর্ম বলেছেন:
মাহী এমপি হলে মোল্লাতন্ত্র নিপাত যাবে?
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: না। মাহি একা কি করবে?
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩
বিজন রয় বলেছেন: আমার সাথে কারো কোনো সমস্যা হয় না, তবে কি আমি ভালো না খারাপ!! জানিনা।
তবে আমার অনেক ধৈর্য্য, এরকম যদি সবার থাকতো তাহলে নারী কেন, কেহই বিদ্বেশমূলক আচারণ করতো না।
নতুন বছরে আপনার প্রথম পোস্ট।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ভালো মানুষ। চিন্তা চেতনা ভালো।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: ভালো বলেছেন দাদা...
নতুন বছরের শুভেচ্ছা...
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দাদা।
হ্যাপি নিউ ইয়ার - ২০২৪।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
শেরজা তপন বলেছেন: জয়ার ছবিটা ভাল হয়েছে।
শুভ ইংরেজী নববর্ষ!
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্য।
হ্যাপি নিউ ইয়ার - ২০২৪।
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: পুরুষ মনে করে নারীর পাত্তা পা্ওয়ার জন্য সে "একজন পুরুষ", এই পরিচয়ই যথেষ্ঠ। তার আর কোন যোগ্যতার দরকার নেই।
একজন নারীর মন পেতে হলে তাকে অন্ততঃ মানুষ হিসেবে সম্মান দিতে হবে। এই নুন্যতম সম্মানটুকু যে পুরুষ দিতে জানে না সে নারীর পাত্তা পাওয়ার আশা করে কিভাবে?
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু নারী আছে টাকা দেখে প্রেম/বিয়ে করে। তবে নারীর হৃদয় জয় করার অন্যতম শর্ত হলো তাদের রেসপেক্ট কেয়ার এবং প্রায়োরিটি দিতে হবে।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬
ডার্ক ম্যান বলেছেন: অতীতে কিছু নারীকে ভাল লেগেছিল । কেউ পাত্তা দিয়েছে , কেউ দেয় নি । তাই বলে কখনো নারী বিদ্বেষী হয় নি ।
তবে মাঝে মাঝে আমি প্রেমিকা/স্ত্রী বিদ্বেষী ।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: স্ত্রীর প্রতি আপনার যে অনুভূতি ওটা আসলে ঘৃণা। বিদ্বেষ নয়।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭
রিফাত হোসেন বলেছেন: স্বামী অসুস্থ থাকা(হাসপাতাল) অবস্থায় তালাক দিয়ে উনি আলাদা হয়ে যায়। যদিও উনার ব্যক্তিগত বিষয়। তবুও এটি ভাল দৃষ্টান্ত নয়। কিন্তু উনি অভিনয় ভাল করেন। (জয়া আহসান)
বাজি ফাটাতে হয় সমুদ্রের/নদীর পার বা খোলা প্রান্তর এ। কিন্তু বাংলাদেশে মানা হয় না। আকাশে দেখতে ভাল লাগে।
বর্তমান যুগে ড্রোন দিয়ে চেষ্টা করা যেতে পারে। drones show ভাল লাগে।
শুভ নববর্ষ
L
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: উনার ব্যক্তিগত বিষয়ে নিয়ে আমরা কথা না বলি।
বাজি ফাটাতে হয় সমুদ্রের/নদীর পার বা খোলা প্রান্তর এ। কিন্তু বাংলাদেশে মানা হয় না। আকাশে দেখতে ভাল লাগে।
বর্তমান যুগে ড্রোন দিয়ে চেষ্টা করা যেতে পারে। drones show ভাল লাগে।
উত্তম প্রস্তাব।
হ্যাপি নিউ ইয়ার রিফাত ভাই।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩
আঁধারের যুবরাজ বলেছেন: পারিবারিক শিক্ষা ,ছোটবেলা থেকে যে সমস্ত মানুষের সাথে বেড়ে উঠা ,হীনমন্যতা ইত্যাদি নানাবিধ কারণে অনেকেই নারীবিদ্বেষী হয়ে উঠে।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার অবজারভেশন সঠিক। ধন্যবাদ যুবরাজ ভাই।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: নারীরা হচ্ছে ধরনী, তাদের মাঝেই আমাদের বসবাস।
সকল শ্রেনীর নারীকেই সম্মান করতে হবে। শ্রদ্ধা করতে হবে। হোক্স এ নায়িকা, পতিতা অথবা গার্মেন্সের মেয়ে বা বুয়া।
নারীকে সম্মান করলেই জাতি এগিয়ে যাবে।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: নারীরা হচ্ছে ধরনী, তাদের মাঝেই আমাদের বসবাস।
বাহ চমৎকার বলেছেন।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬
মোগল সম্রাট বলেছেন:
নারীরা এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। বাঁধনের এর চাইতে বহু ভালো ফটো আছে । হেইগুলান বাদ দিয়া একটা কি ছবি দিলেন ।
হেপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার মুগল ভাই। নারীরা এগিয়ে যাক।
যান ছবি চ্যাঞ্জ করে দিলাম।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
মোগল সম্রাট বলেছেন:
এইবার ঠিকাছে গোফরান ভাই। ফিদা হবার মতো একখান ছবি
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। ছবিটি আসলেই ভালো হইছে।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
নাহল তরকারি বলেছেন: কি কমু? বুঝতে পারছি না। অনেক কিছু বলার ছিলো। মোল্লারা মায়ের অধিকার নিয়ে কথা বলেন। মা কে বৃদ্ধাশ্রমে না রাখার জন্য কথা বলেন। তারা এটাও বলে “নিজের বউ কে ভালোবাসো। পরের বউ কে না।”
আপনি খোজ নিয়ে দেখুন। মোল্লাদের “মা” বৃদ্ধাশ্রমে থাকে না। মোল্লাদের বউ পরকীয়া করে না। মোল্লাদের মাঝে তালাকের হার কম।
আমাদের মত ভদ্রলোকগণ বউ এর কথায় মা কে বৃদ্ধাশ্রমে পাঠাই। যুবতী নারীর অধিকার রক্ষা করতে গিয়ে বৃদ্ধা নারীর অধিকার ক্ষুন্ন করছি। পরকীয়া করে নিজের স্ত্রী এর অধিকার ক্ষুন্ন করছি। সম্পত্তির বন্টন এর ক্ষেত্রে অধিকাংশ ভাই বোন কে ভাগ দিতে চায় না। আর কিছু বললাম না।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আসলে সরল মানুষ। মোল্লাদের নোংরামি গুলো ধরা আপনার পক্ষে জটিল।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: ঠিক ঠিক পাত্তা না পেলে কেউ কেউ বিদ্বেষী হয়ে ওঠে। হা হা
যাইহোক নতুন বছর কাটুক ঝামেলাহীন!
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু। অস্ট্রেলিয়ায় দিন কাল কেমন কাটছে? কমেন্টে কি উস্তাদরে হালকা খোচাইলেন?
১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬
শায়মা বলেছেন: কোন উস্তাদ!
তোমার উস্তাদ নাকি?
আমার উস্তাদ আছিলো শিশুকালে দূর্গাপদ সেন। গানের হাতে খড়ি (হারমোনিয়াম) দিয়েছিলেন। স্বর্গগত সেই উস্তাদের প্রতি শ্রদ্ধা। নাচের হাতেখড়ি (পায়ে নুপুর) দিয়েছিলেন মুনমুন আহমেদ তাহার প্রতিও শ্রদ্ধা রহিলো। আর গিটারের হাতেখড়ি (গিটার ধরা শিখিয়েছিলো) উস্তাদ আরিফ আহমেদ। উনার প্রতিও শ্রদ্ধা। ছোটকালে ক্বারী মোঃ আতাউল্লাহ নামে একজন তিলাওয়াত শিখিয়েছিলেন। কোথায় আছেন তিনি জানিনা তাহার প্রতিও শ্রদ্ধা রহিলো।
অস্ট্রেলিয়ার দিনকাল আনন্দে কাটছে। খুচাখুচির টাইম নাই।
আহা কি আনন্দ আকাশে বাতাসে গান গাই..... এই দেখো
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! সুন্দর ছবি। অস্ট্রেলিয়া আমার এক্স থাকে। কখনো যাওয়া হয়নি। মজা করেছি। ডুন্ট মাইন্ড প্লিজ। মুনমুন আপা আমার অত্যন্ত সম্মানের। আমি শিল্পীদের খুবই শ্রদ্ধা করি।
হ্যাপি নিউ ইয়ার আপু। এনজয়।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: অস্ট্রেলিয়া তোমার এক্স থাকে! ঠিকানা দাও বেড়াই আসি! কোনটা মজা করলে? এক্সের কথা নাকি তোমার উস্তাদের কথা?
তোমার উস্তাদ কে সেটা অবশ্য বুঝতে পেরেছি।
উস্তাদ নিয়ে সুখে থাকো বৎস!
নিউ ইয়ার উইশের জন্য থ্যাংকস। অনেক ভালো থাকো।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ২০১৮ থেকে যোগাযোগ নেই আপু। তখন এডেলাইডে নামক একটা শহরে থাকত। মজা ছিল উস্তাদের টা।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮
কামাল১৮ বলেছেন: নারী পুরুষ সবাই সমান।কেউ কারোথেকে ছোট নয় বড় নয়।এভাবে ভাবলে আর সমস্যা থাকে না।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: রাইট।
২০| ০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৫৬
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে একটা কমন রোহগ আছে , নারীর না মানে হ্যা। এই রোগের কারনেই বেশিরভাগ পুরুষের জন্ডিস হয়। এই রোগ সারলেই দেখবেন অনেক যন্ত্রনা কমে যাচ্ছে।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন রানা ভাই।
২১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নারীরা জান্নাতে গিয়ে কী করবে?
নারীরা হুর হবে না।
হুর আর নারী আলাদা বস্তু।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি শুনছি নারীরাই হুর হবে।
২২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নারীরা হচ্ছে ধরনী, তাদের মাঝেই আমাদের বসবাস।
বাহ চমৎকার বলেছেন।
কথাটা আমার ওস্তাদ চাঁদগাজীর।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম। জ্ঞানী লোকের জ্ঞানী কথা।
২৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: শুধু মুসলিম ধর্মেই নয় হিন্দু ধর্মেও নারীদেরকে স্বাধীন করা হয় নাই। মুসলিম ধর্মে নারীদের সম্পত্তির অধিকার থাকলেও হিন্দু ধর্মে নারীরা সম্পত্তির অধিকারী নয়।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম ধর্মে নারীদের খুবই সম্মান দেয়া হয়।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে।
নারীর মন
দারুন লোভনীয় ধন
হয়তো পাত্তা না পেয়ে
পুরুষ হয় নারী বিদ্বেষী প্রবণ..
তবে নাও হতে পারে