নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামুর ৩ জন ব্লগারের লেখা কপি করে প্রিয়তমার হৃদয় জয় করেছিলাম।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫



প্রতিটি মানুষের মস্তিষ্কে প্রেম তন্দ্রাঘোরে আবদ্ধ থাকে। কোন একটি হৃদয়ের আকুলতায় উহা জাগ্রত হয়। হাসানের 'প্রেম তুমি' গানটি অনেকেই শোনেছেন।সে গানের একটি লাইন আমার ভীষণ প্রিয় -"প্রেম সত্য, প্রেম শ্বাশত, প্রেম অবিনশ্বর -এমনি প্রেমের মাঝেই রহেতো ঈশ্বর"। হুমায়ুন আহমেদ বলেছেন - " ১ম, ২য়, ৩য় প্রেম বলে কিছুই নেই। প্রতিটি প্রেমই ১ম।" আবার জেমস গেয়েছেন - " প্রথমো কবিতা - প্রথমও প্রেম, প্রথমো স্পর্শ চরম যাতনা "। যদিও প্রথম সবকিছুই স্মৃতিময় তবুও ১ম প্রেমের চেয়ে -;২য় -৩য়- প্রেম গুলো আরও বেশী মধুর হতে পারে। আমার ১ম ব্রেক আপ ২০১৬ সালে ৭ বছরের প্রেম। ব্রেক আপের পর কি হয় সবাইতো জানেন। সিগারেট আর শিশা ধরেছি। ব্রেক আপের প্রথম ১/২ বছর প্রচন্ড কষ্ট হয়। মরে যেতে ইচ্ছে করে। জীবনকে ভ্যালুলেস মনে। মনে হয় নিজেকে দিয়ে কিছুই হবেনা। বেঁচে থাকার ইনটেনশান পর্যন্ত নষ্ট হয়ে যায়।

শরীরের অন্যান্য রাসায়নিক ক্রিয়া কলাপের মত প্রেমও নিয়ন্ত্রিত হয় মস্তিস্ক দ্বারা।ফলে দীর্ঘদিন প্রেম করার পর হঠাৎ করে যদি ব্রেক আপ হয় তবে পুরা জীবনটাই এলোমেলো হয়ে যায়। মনে হয় এখানেই বুঝি একটি জীবনের পরিসমাপ্তি ঘটলো। কিন্তু বিশ্বাস করেন সৃষ্টি কর্তা যা করেন ভালোর জন্য। যেটা আমরা পরে বুঝি। আমার প্রথম ব্রেক আপের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমি এখন বুঝি সেল্পরেসপেক্ট ইজ এভ্রিথিং। অতিরিক্ত সুন্দর ও নিজের চেয়ে ধনী কাউকে কারো সাথে প্রেম করা ঠিক নয়।এতে আত্নসম্মানে আঘাত আসে।

যাই হোক ব্রেক আপের দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২য় বারের মতো প্রেমে পড়ি। পরিচয় ফেসবুকে। একটা কাজিনের ফ্রেন্ড সে। মাত্র ঐ একজনই মিচুয়াল ফ্রেন্ড ছিল। কাজিন ছবি আপলোড করেছিল। দেখেই ভালো লেগে গিয়েছিল। কিন্তু ছোট বোনের বান্ধবী।ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালে ব্যক্তিত্বহীন মনে করলে ঝামেলা। লজ্জা শরমের মাথা খেয়ে বোনকে জানালাম।কারণ ছবি দেখেই বুঝছেন সে আসলেই মাথা নষ্ট করা সুন্দরী। তার উপর বোনের খুব ভালো বন্ধু। বোন তাকে আমার কথা শেয়ার করছে রেসপন্স পজিটিভ কিন্তু আমাকে ইমপ্রেস করতে হবে। ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালাম। হুদাই ৩ দিন ঝুলাইয়া রাখছে। ৪র্থ দিন এক্সেপ্ট করছে। ভনিতা করে লাভ নাই তাই ১ম দিনই ইনবক্সে ভালো লাগার কথা জানালাম। রিপ্লায় দিল আউ নীড টাইম। শুরু হলো আমার ইমপ্রেস করার পালা। সে সময় আমি সামুতে একেবারে নতুন কিছুই লিখতে পারতামনা। এখনো লিখতে পারিনা ভালোমতো। তো ইমপ্রেস করতে ওর জন্য প্রতিদিন একটা করে স্ট্যাটাস আপডেট করতাম। ১ম এবং ২য় স্ট্যাটাস কপি করছি দুইজন ব্লগারের ব্লগ থেকে। একজন হলেন ব্লগার কাল্পনিক_ভালোবাসা অন্যজন ব্লগার বৃতি। আমি নিশ্চিত কোন মেয়েকে উদ্দেশ্য করে যদি কেউ এই লাইন গুলো কেউ লিখে - সে মেয়ে নিশ্চিত ইমপ্রেস হবেন।

কাল্পনিক ভালোবাসা ভাই এর যে লেখাটা কপি করেছিলাম সেটা উনার ব্লগে নিজের সম্পর্কে কিছু লিখুন যেখানে লেখা থাকে ওখানে এখনও লেখা আছে

- " বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।"

ব্লগার ক্লে ডল একটি কবিতার কয়েকটি লাইন কপি করেছিলাম। অবশ্য ঐ ব্লগারের অনুমতি নিয়েছিলাম। জাদিদ ভাইয়া থেকে অনুমতি নেয়া হয়নি। স্যরি।

"কখনো কখনো দীর্ঘশ্বাসের বাষ্পগুলো আর বৃষ্টি হয় না,
অভিমানের নুড়ি জমে থাকে দূর্গম কোন বালুচরে।
মায়ার প্রজাপতিরা আর ডানা ঝাপটায় না,
রঙ হারিয়ে চলে যায় স্বেচ্ছা নির্বাসন।

কখনো অশ্রু ঝর্ণা, আর নদী হয়ে নামে না,
হয়ে ওঠে পৃথিবীর নতুন দুর্জ্ঞেয় এক এভারেস্ট।

কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ।

বিভৎস দূরত্ব যখন মঞ্চে ওঠে,
তুমি আমি গ্যালারীতে মনোযোগী দর্শক! "

ব্লগার বৃতির কবিতার অসাধারণ একটা পোস্টের কয়েকটি লাইন কপি করেছিলাম তাকে ইমপ্রেস করতে। অনুমতি নিয়েছিলাম কিনা মনে নেই। না নিলে স্যরি :(

"স্বপ্নরা কি সবসময় অবয়ববিহীন? পদ্মের কাছে অন্ততঃ নয়। কখনো বৃষ্টির মতো ঝরে পড়ে স্বপ্ন, চুল থেকে গড়িয়ে চিবুক বেয়ে সারা শরীর ছোঁয়, হিম হিম ভাললাগা নিয়ে বুকে আটকে থাকে দীর্ঘক্ষণ। কখনো পেঁজা তুলোর মত, গোলাপি অথবা শাদা কটন ক্যান্ডি যেন, লম্বা কাঠির ওপর ফুলে ফেঁপে আছে-- আলতো ছোঁয়াতেই চুপসে যায় আবার। নির্জনে কখনো তারা অক্ষরের লাল সকার বলটির মত ধীরে গড়িয়ে আসে; বোলিঙের বল হয়ে ধেয়েও আসে কখনো কখনো, ভাবনার পিনগুলোকে অতর্কিতে অতলে ছিটকে ফেলে দেয়। "

- সত্যি বলছি এই ৩ টি স্ট্যাটাস দিয়ে সে ৫০% রাজি হয়েছিল। ৬ মাস লেগেছিল ও ইমপ্রেস করতে। কোন মেয়েকে ভালোবাসলে প্রথমে তাকে নিজের মনের কথা জানান। তারপর তাকে রেসপেক্ট কেয়ার এবং প্রায়োরিটি দিন। তারপর তার জন্য প্রতিদিন সুন্দর সুন্দর স্ট্যাটাস আপডেট করুন। উপরের ৩ টি যেগুলো আমি কপি করছিলাম সেগুলো কপি করে স্ট্যাটাস দিয়ে দিন। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি নিশ্চিত যেমোন মেয়ে ইমপ্রেস হবেই।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই বুদ্ধি আরো বছর বিশেক আগে দিলেন না কেন? =p~

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ২০ বছর আগে আমার বয়স ছিল ১৭। ব্লগ কি বুঝিনা। আপনারে কই পাইতাম? :)

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: আপনার প্রেমের গল্প পড়ে ভালো লাগলো...
আপনাদের জীবন সুখের হোক...
শুভ কামনা সবসময়...

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন দা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: ইনি কি সে?
আর কোন প্যারা হয় নাই?

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ ২য় প্রেম।

প্যারা মানে। হিউজ প্যারা খাইতে হইছিল।


অনেক সাধনার পরে আমি
পেয়েছিলাম তার মন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

কামাল১৮ বলেছেন: এসব শরৎচন্দ্রের যুগের গল্প।এখন খেলারাম খেলে যা এর যোগ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ইমপ্রেস এর ওয়ে টা সেম। জাস্ট সিস্টেম আপটু ডেট হয়েছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এমন জীবনের গল্প গুলো বেশ লাগে

২০১৩-২০১৪ এর দিকে আমিও ফেসবুকে ছাই পাশ প্রেমের গল্প লিখতাম। আমার এক ভার্সিটির বন্ধু তার ফেক আইডি দিয়ে আমার ফ্রেন্ড লিস্টে ছিলো, আসল আইডিতে আমি এড ছিলাম না। সে নিয়মিত আর ফেক আইডি দিয়ে আমার গল্প পড়ে, তার আসল আইডিতে পোস্ট করত। সে থেকেই এক মেয়ের সাথে তার পরিচয় ও ভালোবাসা।

একবার এক ফেসবুক পেজে আমার এক গল্প পোস্ট হলো। আমার বন্ধুর প্রেমিকা আমাকে চোর সাব্যস্ত করে ঘোষণা করল, এই গল্প তার প্রেমিকের লেখা। আমাকে যারা চিনে তারা তো কাউন্টার দিয়ে বলল, এটা আমারই লেখা।


মাস কয়েক পরে আমার সে বন্ধু সব স্বীকার করে এবং জানায় তাদের ব্রেক আপ হয়ে গিয়েছে। কোনো চোরের সাথে ঐ মেয়ে প্রেম করবে না। সেবার বন্ধুর জন্য বেশ খারাপই লেগেছিলো।

আপনার ক্ষেত্রে অমন কিছু হয় নি দেখে ভালো লাগছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: যে মেয়ে ঐ ছেলেরে রিজেক্ট করছে সে আসলে ওনাকে ভালোবাসেনি। রেহেনাহে তেরে দিল মে মুভি টা দেখবেন।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবখানে প্রেমের কবিতা দিয়ে ভালবাসা জয় করা যায় না ,
.....................................................................................
জয়টা হয় সাময়িক
আজকাল উন্নত যুগে পরবর্তী যে ওয়েভটা আসে
তা হলো ব্যক্তিত্ব,
পরবর্তী ধাপটা আসে অর্থনৈতিক অবস্হা কি রকম?
......................................................................................
নাহলে আবার ব্রেক আপ খাবার জন্য তৈরী থাকুন ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আগে আসলে ইমপ্রেস করতে হয়। ব্যক্তিত্ব বান মেয়েদের কাছে আগে ইমপ্রেস হওয়া ইমপরট্যান্ট।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।
বড়ই সৌন্দর্য।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসারাফ।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

কাছের-মানুষ বলেছেন: এই ৩ জন ব্লগারকে আপনার একটি দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার!

আপনাদের সুখী জীবন কামনা করি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওনাদের খাওয়াতে পারাটাই তো সৌভাগ্য। ৩ জন কে আমি খুব ভালোবাসি।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহারে ভাই আপনার সংগে কেন বিয়ের আগে কথা হয়নাই :(

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: :( স্যাড। ভাবীর সাথেই আসলে আপনার জোড়া গাঁথা।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: কাল্পনিক_ভালবাসা,
বৃতি,
ক্লে ডল।

তিন জনকেই আমি জানি।

একজন তো মডু।

আর দুজন অনেক ভালো কবিতা লিখতেন।
কিন্তু দুজনই ব্লগে আর আসেন না। বৃতির একটা সমস্যা হয়েছিল মনে পড়ে।

আপনি ওদের লেখা কপি করে অনেক বড় কিছু পেয়েছেন।
আপনি সুখি হন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বৃতি আপুর কি সমস্যা হয়েছিল একটু বলবেন প্লিজ?

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর স্মৃতি শেয়ার করেছেন। সুখী হোন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
জানলাম।

ভালো থাকুন। আপনাদের ওখানে শীত কেমন পড়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। শীত বেশী।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

গেঁয়ো ভূত বলেছেন: বেশ ভাল লাগলো আপনার সরল স্বীকারোক্তি মূলক জীবনের গল্প। সামুতে ব্লগিং করার ফল বেশ ভালো ভাবেই উপভোগ করেছেন! তিনিই তো আমাদের ভাবি মনে হচ্ছে। যাইহোক এখন সামু পরিবারের সবাইকে দাওয়াত দিয়া ভাবীর হাতের রান্না খাওয়াইয়া ঋণ পরিশোধ করেন।

নববর্ষের শুভেচ্ছা!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: চিটাগং এর লোকজন দাওয়াত খাওয়াতে খুব ভালো বাসে। সবাই মিলে চচট্টগ্রামে ট্যুর প্ল্যান করুন। সে আসলেই ভাল রাঁধে।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

জ্যাক স্মিথ বলেছেন: সত্যি বলছি এই ৩ টি স্ট্যাটাস দিয়ে সে ৫০% রাজি হয়েছিল। ৬ মাস লেগেছিল ও ইমপ্রেস করতে। - হা হা আপনার মাথায় বুদ্ধি আছে দেখা যাচ্ছে। B-)

আমি আমার সারা জীবনে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করিনি অনেকেই এমনিতেই ইমপ্রেসড হয়ে যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ওএমজি আপনি তো সেই লেভেলের হ্যান্ডসাম মনে হচ্ছে।

১৬| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪১

farareaa বলেছেন: অনেক অনলাইন গেম সফল হওয়ার জন্য খেলোয়াড়দের তাদের সম্পদ এবং সময় কার্যকরভাবে পরিচালনা করতে হয়। এটি মূল্যবান সময় ব্যবস্থাপনার দক্ষতা শেখায় যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যেতে পারে।
https://eggycargame.org/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.