নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
আচ্ছা ফালুদা ১ বাটির দাম ১৮০ টাকা না রেখে কতো রাখবে?
ছবিটি আপলোড দিয়ে মোল্লারা হায় হায় করছে
দেশ গেলো দেশ গেলো!
আফসোস! বড়ই আচানক ঘটনা!!
শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন।৭ তারিখে হরতাল ডেকেছে বাংলাদেশ বিনোদন দল ওরফে বিএনপি। আমরা এতদিন দেখেছি যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই হরতাল মানেনি। প্রতিটি আসনে নৌকার পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।নির্বাচনে আছেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান ও মাহিয়া মাহি। সংরক্ষিত আসনে দেখা যেতে পারে অপু বিশ্বাস, তানভীন সুইটি, সুবর্ণা মোস্তফা, শমি কাইসার সহ একাধিক তারকাদের।
যদিও বিএনপি জামাত ৭ তারিখে দেশের মানুষকে ভোট দিতে ডিমোটিভেট করছে আমার বিশ্বাস এই দেশের মানুষ তাদের কথা আর পাত্তা দিবেনা। জামাইত্যারা নৌকাকে পঁচানোর জন্য নৌকার বিরুদ্ধে দাঁড়ানো আবুল মফিজ দেরকেও ভোট দিতে কার্পণ্য করবেনা।
অনেকে বলেন ফেয়ার ইলেকশন কেন হচ্ছে না? জবাব একটাই এই দেশের মানুষ ফেয়ার ইলেকশন ডিজার্ভ করেনা। যারা একটি অবৈধ রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠিয়ে রাজকারদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পবিত্র পতাকা লাগিয়ে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের সাথে বেইমানি করে, তাদের যারা ভোট দেয়, ওদের ফেয়ার ইলেকশন করে সরকার গঠন করার অধিকার নেই বলে মনে করি।
জামাতি পেজ গুলো বিভিন্ন নেগেটিভ ছবি আপলোড দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলার কাজ করে যাচ্ছে ২০০৭ থেকে। অথচ কত পজিটিভ ছবি আছে শেয়ার করার মতো। আমার হোম পেজের কয়েকটা ছবি আপলোড করছি এটা বুঝাতে যে দেশে অনেক মানুষ অসুখী অভাবে যেমন আছে, ঠিক তেমনি অনেক মানুষ আছে যারা সুখী।
নীচের ছবি দেখে বলুন তো মেয়েটি কি আনহ্যাপি লাইফ লীড করছে? একজন মা তার কলিজার টুকরাকে কোলে নিয়ে হাসিমুখে ছবি তুলছে।
এইবার উপরের এই ছবি দেখুন। এটি কোন বিদেশী মেয়ের ছবি নয়। দুবাই বুর্জ খলিফায় বাংলাদেশের একটি মেয়ে নিউ ইয়র সেলিব্রেট করতে গিয়ে ফটোসেশান করছে।
এইবার এই ছবি দেখুন। একটি মোটামুটি মানের রেস্টুরেন্টের ফটুশ্যুট এটি। একটি রেস্টুরেন্টের জন্য উঠানো। এই রেস্টুরেন্টের বিক্রি দৈনিক ১ লক্ষ টাকা সর্বনিম্ন।দেশের মানুষ যদি এতই খারাপ থাকতো এসব রেস্টুরেন্টে খেতে যেত?
হ্যাঁ এটা সত্য যারা সৎ ও হালাল ভাবে ব্যাবসা করেন, করোনার ধাক্কার পর ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সর্বোপরি বৈশ্বিক মন্দা অর্থনীতির প্রভাবে উনাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। আমি নিজেই এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি।বলতে গেলে ব্যবসা বন্ধ করে দেয়ার উপক্রম। কিন্তু তাই বলে সরকারের পজিটিভ দিক গুলো না বলে শুধু নেগেটিভিটি স্প্রেড করা কি ঠিক?
বিএনপি জামাত এর চেয়ে আওয়ামী লীগ ৫ গুণ বেশী ভালো। দেশকে মৌলবাদী , রাজাকার ও জঙ্গি মুক্ত করতে শেখ হাসিনার বিকল্প নেই। আমরা বাংলাদেশকে পাকিস্তান ও আফঘানিস্থান হিসেবে দেখতে চাইনা। একদম ১ম ছবি দেখুন। শীত কালে গ্রাম বাংলার কমন দৃশ্য।সুজলা সুফলা বাংলাদেশ দেশের সরল মানুষ গুলো খুবই সুন্দর। শুধু মৌলবাদ ঢুকে গেলেই বিশ্রী। ফেসবুকে মেহজাবিন খান নামের একটি মেয়ের কণ্ঠে অনেক দিন পর "নীলা" গানটি ফুল ভলিউমে শোনে নস্টালজিক হয়ে যখন কমেন্ট পড়া শুরু করলাম দেখি এক মোল্লা কমেন্ট করছে "তোদেরকেই জাহান্নামের লাকড়ি বানাবে" - অথচ জাহান্নামের ১ম লাকড়ি একজন মোল্লা।
৭ তারিখে রাজশাহী ১ আসনে মাহিয়া মাহিকে ট্রাক মার্কায় ও অন্য সব আসনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে "স্মার্ট বাংলাদেশ" গড়তে সহযোগিতা করুন।
জয় বাংলা - জয় বঙ্গবন্ধু - বাংলাদেশ চিরজীবী হোক।
ফুল ভলিউমে মেহজাবিন খানের কণ্ঠে মাইলসের নীলা গানটি শুনুন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই দেশ আমাদের সবার।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: তা তো অবশ্যই। কিন্তু মোলারা বাংলাদেশ কে পাকিস্তান বানাতে চায়।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১
কামাল১৮ বলেছেন: এবারতো এমনিতেই পাশ করবে।সামনের ইলেকশনে ভোট দিতে দেশে যাবো।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ ২০০ বছর বেঁচে থাকুক।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
নয়ন বড়ুয়া বলেছেন: ভোট দেবো...
ভোট দিতে ভালো লাগে...
মনে হয় দেশের নাগরিক...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমারও। আমি প্রতিদিন নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছি।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় ঢাকার আল রাজ্জাক রেস্টুরেন্টে ভালো ফালুদা বানাতো ।
এখন বানায় কিনা কে জানে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি খাইনি কখনো। হামা ভাই বলতে পারবেন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
জ্যাক স্মিথ বলেছেন: বাচ্চা কোলে উনাকে নায়িকা পুর্ণিমার মত মনে হচ্ছে। ঘোমটা না দিয়ে ছবি পোস্ট করার কারণে নিশ্চয়ই উনি বুলিং এর শিকার হয়েছেন, আমি জানি।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ও নাম সাইমা। একজন ইনফ্লুয়েঞ্চার। পুর্নিমা নয়। মোল্লারা বুলিং করবেনা এটা কি সম্ভব?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: এসব রসাতল পার্টির কথা না শুনে শেখ হাসিনা যা করতেছে একদম পার্ফেক্ট করতেছে, এসব রসাতল বাদীদের কথায় পাত্তা দিয়ে লাভ নেই। দেশ শেখ হাসিনার চেয়ে ভালো কেউ চালাতে পারবে না।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশের মানুষ যারা ভোট দিয়ে জামাতি দের ক্ষমতায় পাঠাইয়া দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করে, তাদের পিটাইয়া সোজা করার জন্য শেখ হাসিনার ভীষণ দরকার।
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: দেশ গেলোর কি হলো বুঝলাম না। মোল্লারা সব সময় বাড়াবাড়ি করে । তার মেয়েদের গৃহবন্দী করার পরিকল্পনা করছে ।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লাগো কথা আর কইয়েন না ভাই। পুরাই পেইন।
৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৩
মোগল সম্রাট বলেছেন:
কি দরকার ছিলো দেড় হাজার কোটি টাকার শ্রাদ্ধের?
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: যার দরকার সেই ভালো বলতে পারবে।
১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হামা ভাইটি কে?
উনার নাম তো আগে কখনো শুনিনি।
আফসোস!
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: এ দেখি বড়ই আচানক ঘটনা।
আপনার জন্য ধাঁধা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্লগের হামা ভাই কে খুঁজে বের করবেন। উনি ঢাকায় কোথায় কি খেতে ভাল তা সম্পর্কে ভালো ধারণা রাখেন।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
নতুন বলেছেন: ৭ তারিখে কি জনগন তাদের নিজের ভোটা নিজে দিতে পারবে?
না কি আয়ামীলীগের নেতা কর্মীরা সেটা নিজেরা দিয়ে দেবার সার্ভিস দেবে বলে ঠিক করেছে?
৭ তারিখে জনগনের কস্ট করে নিবার্চন কেন্দ্রে গিয়ে ভোট দিতে যাবার কস্টটুকু লাঘবের জন্য আয়ামী পরিকল্পনা আছে কি?
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এই দেশের জনগণ ফেয়ার ইলেকশন ডিজার্ভ করেনা। ওদের ভোট দিতে দিলে আবার রাজাকারের গাড়িতে পতাকা উড়াবে।
১২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
জীব জগতে মানবকুল শুধু শ্রেষ্ঠ নয় মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রানী। ধর্মপুস্তকেও একই কথা বলে।
প্রাচীনকাল থেকেই মানুষ পুরুষ হউক বা মহিলা হউক সবাই নিজেদের পছন্দের মানানসই সুন্দর পরিষ্কার পোষাক পরিধান করতে চায়।
পুরুষ নারী সবাই সুন্দর পরিস্কার পোষাক কেন পড়ে?
এটি দেহ প্রদর্শনের একটা ব্যাপার নয়। মানুষের মনস্তত্ত হচ্ছে নিজেকে বিভিন্ন ভাবে বন্ধুদের কাছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বা চাকুরিস্থলে নিজেকে সুন্দর ফ্রেস ও গুরুত্বপুর্ন করে উপস্থাপন করে নিজের ভাবমুর্তি তুলে ধরা। শুধু সুন্দর পোষাক না, সুন্দর জুতো দামী ঘড়ি, বস্ত্রটি ছোট না বড় সেটা নির্ভর করে কোথায় যাচ্ছে, কোন পরিবেশে যাচ্ছে। কোন ধরনের পার্টিতে যাচ্ছে বা ট্রাভেলে যাচ্ছে, নিজেকে সুন্দর ফ্রেস ও গুরুত্বপুর্ন করে উপস্থাপন করে নিজের ভাবমুর্তি তুলে ধরা। যার যার অভিরুচি।
আপনার দুবাইয়ের ছবিটা পৃথিবীর যে কোন টুরিষ্ট জোনে কোন কফি হাউসে বিমান বন্দর বা রাস্তায় খুবই কমন। এমন কি আরবেও (মরক্কো তিউনিশিয়া লেবানন আরব আমিরাত ইত্যাদি) তবে অফিসে আবার ভিন্ন সুন্দর মানানসই পোশাক।
একটি সুন্দর মানানসই ড্রেস পরিহিত নারীকে যদি বেশ্যা বলা হয় তাহলে পুরুষ কেন দামী জুতো পরে সুন্দর দামী আকর্ষনীয় পোষাক পরে?
কারনটা একই নিজেকে পরিবার পরিজনের কাছে, সমাজে ও কর্মস্থলে সুন্দর ফ্রেস ও গুরুত্বপুর্ন করে উপস্থাপন করে নিজের ভাবমুর্তি তুলে ধরা।
কিন্তু আমাদের দেশে একটি মহলের কাছে মেয়েরা ৩ পরত কাপড় পরিধান করার পরও বলা হয় খানকি বেশ্যা।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
আমি কখনও ফালুদা খাইনি। জানেন কোনোদিন খাবোও না।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: কেন?
১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: প্রথম ছবিতে মেয়েটির পোশাকের রং কি সুন্দরভাবে সর্ষে ক্ষেতের রঙের সাথে মিলে গিয়েছে।
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আর হামা মানে........ ব্লগার হাসান মাহাবুব!
বড়ই আচানক আপনি এটা জানেন না!
আফসোস।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: ও একজন মারাত্মক মেধাবী অভিনেত্রী। ওর ড্রেস আপ সেন্স আসলেই ভাল।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ভোট দক্ষিণ ঢাকার কদমতলী থানায় ।
আমি ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাল্লাহ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার ভোট আপনি দিন
যাকে খুশী (জামাত ছাড়া) তাকে দিন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৮
জ্যাক স্মিথ বলেছেন: ইসরে!! দেশটা রসাতলে চলে গেলো!!