নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের পর সামুর ব্লগারদের কি মন খারাপ?

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯


কত % ভোট কাস্ট হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যা দেখে এতটুকু অনুমান করাই যায়, ৩০-৪০% ভোট কাস্ট হয়েছে। যদিও বিএনপি বলছে প্রতিটি কেন্দ্রে ডামি প্রার্থী দাঁড় করানো হয়েছে কিন্তু সত্য হল ডামি প্রার্থী হোক আর সত্যিকারের প্রার্থী হোক লড়াই কিন্তু হয়েছে। চট্টগ্রাম ৯ এ নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রায় ৭০% কেন্দ্রে লড়াই করেই জিততে হয়েছে। ব্যারিস্টার সুমন জয়যুক্ত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে সুষ্ট ভোট হয়েছে। রাজশাহী ১ আসনে নির্বাচিত হয়েছে নৌকা প্রার্থী। স্বতন্ত্র ছিল মাহি। স্বয়ং মাহি বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। জাতীর জনক কন্যা প্রথম থেকে বলে আসছেন, সংসদে এবার বিজয়ী হয়েই আসতে হবে। তাই নৌকা প্রার্থীদের মধ্যে অধিকাংশই ভয়ে ছিলেন।

বিদেশী পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। আমরা অনেক দুর্নীতিবাজকে হারতে দেখছি, গায়িকা মমতাজকে হারতে দেখেছি। তাই বলা যায় দেশের মানুষ অধিকতর যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করেছে। এদেশের মানুষ ধর্মপ্রাণ। ধার্মিকরা মিডিয়ার নায়িকাদের রীতিমতো নষ্টা বেশ্যা মনে করে। গতকাল এক ছাগু স্ট্যাটাস দিসে নর্তকী মাহি হেরে গেসে খুশী লাগতেছে। শুধু মাত্র একজন নায়িকা বলে রাজশাহীর লোকেরা ২০২৪ এ এসেও ধর্মীয় কারণে ভোট দেয়নি।বিষয়টি লজ্জার। অনেকে বলে থাকবেন - মাহি অযোগ্য। মাহি অযোগ্য হলে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কতটুকু যোগ্য জাতীর বিবেকের কাছে প্রশ্ন রইল।যোগ্য টোগ্য কিছুই না। কারণটা আসলে ধর্মীয়। আমি যতটুকু জানি রাজশাহীতে অনেক জামাত শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় একসময় শিবিরের দখলে ছিল। ওদের মতো ধর্মান্ধরা তো নয়ই, সাধারণ মুসলিমরাও মাহিকে ভোট দেয়নি। রাজশাহীর ধর্মপ্রাণ মানুষের ব্রেনে ঢুকিয়ে দেয়া হয়েছে মাহিকে ভোট দিলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়াই আমি খুবই খুশী তবে মাহি বিজয়ী হলে খুশির মাত্রা দ্বিগুণ হতো। ভাবছিলাম মাহি জয়ী হলে পোস্টের শুরুতে দেয়া ছবির মতো ওরে নৌকায় বাসিয়ে একটা ফটুশ্যুট করে ফেবুতে আপলোড দিয়ে লীগের নেতা সবগুলারে ট্যাগ দিমু কিছুই হইল না।

রাতে ব্লগে এসে দেখি প্রায় ১৭০০ ভিজিটির। অথচ ১ম পাতায় ব্লগার ১৫ টি পোস্টের মধ্যে শুধু ব্লগার ভুয়া মফিজ ও মাইদুল সরকারের ও সোনাগাজীর পোস্ট ২০০+ পাঠক পেয়েছে। মহাজাগতিক এর পোস্ট ১৭০+ পাঠক পেয়েছে। অন্য সব পোস্টেই পাঠক নেই।অথচ গতকালও ব্লগ জমে ছিল। হয়তো নির্বাচনের পর ব্লগারেরা হতাশ বা তাদের মন খারাপ। ব্লগে নির্বাচন নিয়ে ৭ তারিখে ব্লগার সোনাগাজী, তানভীর ভাই, স্নিথ ভাই, শ্রাবণ ধারা ভাই, হাসান কালবৈশাখী ভাই, শাহ আজিজ ভাই, নাহল তরকারি ভাই সহ কয়েকজন পোস্ট দিয়েছেন। ৮ তারিখে সোনাগাজী স্মিথ ও তানভীর জুমার ভাই এর পোস্টে নির্বাচন নিয়ে হালকা আলোচনা হয়েছে। একথা সত্য যে, ব্লগাররা এই নির্বাচনে সন্তুষ্ট নয়। যতই কট্টর আওয়ামী লীগ বা বিএনপি হোক হোক ব্লগার মানেই আগে দেশ ও দেশের মানুষ তারপর দলের চিন্তা করবে। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে ব্লগাররা বেশী খুশি হতেন নিশ্চিত ভাবে বলা যায়।

আমি মনে করি বিএনপির নির্বাচনে আসা উচিত ছিল। বিএনপি আসলে ১০০+ আসন পেতো। যদি অন্যান্য বারের মতো হতো তাহলেও ভালো হতো এটলিস্ট আমেরিকাকে বলতে পারত। এখন বিএনপিকে অস্তিত্ব সংকটে পড়তে হবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গতকাল আমি অত্যন্ত সুন্দর পরিবেশে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।

আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রের ভিতরে প্রবেশের আগে প্রায় 50 গজ দূরে পুলিশ বসে ছিল ।
পুলিশ ভোটার তালিকার ক্রমিক নম্বর চেক করে তারপরে স্কুলের ভিতরে প্রবেশ করতে দিয়েছে ।
স্কুলের ভেতরে একজন আনসার সদস্য দাঁড়ানো ছিলেন। আমি তাকে আমার নাম্বারটা দেখিয়ে বললামঃ আমার ভোট কয় তলায় এবং কত নম্বর কক্ষে গিয়ে দিতে হবে ।

তিনি আমাকে দেখিয়ে দিলেন । আমি সেখানে চলে গেলাম ।

ভোট শেষ করতে আমার ম্যাক্সিমাম দেঢ় থেকে দুই মিনিট সময় লেগেছিল।

আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ।

এমনও হতে পারে যে, এটাই আমার জীবনের শেষ ভোট প্রদান।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি। ভাই মৃত্যুর কথা বইলেন না প্লিজ। কোন ব্লগার মারা গেসেন শুনলে কষ্টে হৃদয় টা ছিড়ে যায়।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আজকে আমার এক কলিগকে বললাম যে দুই তিন দিন মন খারাপ থাকবে। তারপর সব ঠিক হয়ে যাবে। সে জবাবে শুকনো হাসি দিয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কলিগ কি এন্টি লীগ?

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: দেশে সবসময় নিরাপদ যাতায়াত ব্যবস্থা সুষ্ঠ থাকুক, এটাই এখন একমাত্র কাম্য। মাহি হবেনা, সেটা জানাই ছিলো। মমতাজেরটা সারপ্রাইজ হইছি। সুমন সাহেবের ভোট রেকর্ডভাবে জয়ী, তাও বিমান প্রতিমন্ত্রীর বিপক্ষ...
তবে আমি কেন্দ্রে ভোট দিতে পারিনি। ঘোলাঘুলির কারণে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ওহো নির্বাচনী এলাকা কত নং?

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০২

ডঃ এম এ আলী বলেছেন:



প্রথম আলো যে হারে ভোটের দিনের
সকালে শীতে কাতর ভোটারহীন
ভোট কেন্দ্রে ছবি দেখিয়েছে তারা শেষ
বিকালের ভোটের চিত্র তেমন করে
দেখাইনি যে কারণে তার মাঝেই
নিহীত আছে সামু ব্লগারদের মন
খারাপের বিষয়াবলী ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: তীব্র শীতে লোলজন সকালে কেন্দ্রে যায়নি। বিকেলে হিউজ ভোটার ছিল।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৬

কামাল১৮ বলেছেন: অনেকেরই মন খারাপ।তারা ভেবে ছিলো কেই ভোট দিতে যাবে না।কিন্তু বাস্তবনা ভিন্ন ছিলো।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৬

শ্রাবণধারা বলেছেন: মন খারাপ হওয়ার কারণ কী? এমনটা যে হবে তা তো অনেকটা প্রত্যাশিতই ছিলো। আশ্চর্য হওয়ার মত বা নতুন করে ব্যথিত হওয়ার মত কিছু তো হয়নি?

রাজশাহীর লোকেরা ঠিক আলাদা করে ধর্মপ্রাণ তা মনে হয় নয়। দীর্ঘদিন সেখানে বিএনপির বড় প্রভাব থাকলেও জামাতের ততটা নয়। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ঘাটি ছিলো একথা সত্যি। আমার ধারণা উত্তরবঙ্গের লোকেরা কম ধর্মান্ধ দক্ষিণ বঙ্গের তুলনায়। যদিও পরিস্থিতিটা আস্তে আস্তে বেশি খারাপ হচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বিএনপি বিহীন ভোট সফল হওয়ায় ওদের সমর্থক দের মন খারাপ হওয়ার কথা।
আমার জানা মতে রাজশাহীতে অনেক শিল্পী আছে। এবং ধর্মের প্রতি দুর্বল মানুষ বেশী।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাহি এত কম ভোট পেয়েছে যে,
এজন্য মন খারাপ করার সুযোগ নাই ।

....................................................................
মমতাজের হেরে যাওয়াটা চমক !
কেউ ভাবতে পারে নাই ।
ভোট একটি পবিত্র আমানত !
জনগন এটি প্রদানে ভূল করে, তবে এর পরিনামও ভুগতে হবে
৫ বৎসর যাবত ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশের অধিকাংশ মানুষ শিল্পী দের গালি দেয় মৌলবাদী মানসিকতার জন্য।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৯

নাহল তরকারি বলেছেন: শেখ মজিবুর রহমান এর হত্যার বিচার করতে না পারাটা, বিএনপি ও জাতীয় পার্টি (লাঙ্গল) এর পাপ ছিলো। তারা এখন সেই পাপের মূল্য দিচ্ছেন। তাছাড়া আমি গতকাল নির্বাচন কমিশনার ওয়েব সাইসে নিবন্ধিত রাজনৈতিক দল দেখেছি। আওয়ামীলীগ ও বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক পার্টির সামর্থ্য নাই তিনশ আসনে প্রতিদন্ধিতা করার।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

নতুন বলেছেন: এখন কিছু দিনের মাঝে বড় খেলা, কনসাট বা ভাইরাল ইভেন্টের আয়োজন হবে, আর জনগন সব ভুলে ঐ ভাইরালের পেছনে ছুটবে... ;)

ম্যাঙ্গ পাবলিকের নজর ঘুরিয়ে দেওয়া খুব কঠিন কাজ না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক দিন কনসার্ট দেখি না। হোক এগুলো। এগুলো হলে শিল্পী দের একটু আয় রোজগার হয়।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

নতুন বলেছেন: ত % ভোট কাস্ট হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যা দেখে এতটুকু অনুমান করাই যায়, ৩০-৪০% ভোট কাস্ট হয়েছে।কত % ভোট কাস্ট হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যা দেখে এতটুকু অনুমান করাই যায়, ৩০-৪০% ভোট কাস্ট হয়েছে।

কত% ভোটার ভোট দিতে গেছে আর দেশের মানুষ কি ভাবছে কেন ভাবছে এটা নিয়ে ব্লগার হিসেবে আমাদের ভাবা উচিত।

দেশের প্রতিটা ভোট কেন্দ্রে সিসিটিভির ১০০% মনিটরিং করা যেতো।

সেই সক্ষমতা বাংলাদেশৈর আছে। কিন্তু সেই সাহস সরকারের নাই।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক বলেছেন।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

Babul mama বলেছেন: এই দেশে কখনো আর ভালো কিছু হবে না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: তাই? কেমনে বুঝলেন?

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

Babul mama বলেছেন: এই দেশে কখনো আর ভালো কিছু হবে না।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

Babul mama বলেছেন: এই দেশে কখনো আর ভালো কিছু হবে না।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:

আমেরিকা ও ইউকে অবস্য ২দিন পার হওয়ার পর একটা সান্তনা দিয়েছে।

বলছে নির্বাচন সুন্দর (ফেয়ার) হয় নি।
পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন ফ্রী বা ফেয়ার হয়নি।
যেহেতু বিএনপি আসে নি।
নির্বাচনে রিগিং, কারচুপি জালিয়াতি বা জাল ভোট হয়েছে এমন কোন কথা বলে নি।
শুধু বলতে চেয়েছে , 'বিএনপি অংশগ্রহণ না করায় আমরা হতাশ'।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমেরিকা ইউকে অনেক দিন ধরে হাউকাউ করছে। কিছু হবেনা।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

জ্যাক স্মিথ বলেছেন: যতদিন আল্লাহ পাক শেখ হসিনার সাথে আছেন ততদিন শেখ হাসিনার কোন ভয় নেই। একটা জাতির জন্য স্বয়ং আল্লাহপাক নিজে যৌগ্যতম শাসক নির্ধারণ করিয়া দেন। ক্ষমতা দেয়া এবং ক্ষমতা কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় নেই তাদের ধৈর্য ধারণ করা উচিৎ, আর যারা ক্ষমতায় আছেন তাদের শুকরিয়া আদায় করা উচিৎ। একদিন না একদিন আ্লাহ পাক বাংলাদেশকে ইহুদী নাসাড়ার দেশ আমেরিকার থেকেও বেশী শক্তিশালী করে দিবেন, সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকা পতপত করে উড়িবে। - আমিন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ো।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

হাসান রাজু বলেছেন: আমরা অনেক দুর্নীতিবাজকে হারতে দেখছি, গায়িকা মমতাজকে হারতে দেখেছি। তাই বলা যায় দেশের মানুষ অধিকতর যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করেছে।

মাহি অযোগ্য হলে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কতটুকু যোগ্য জাতীর বিবেকের কাছে প্রশ্ন রইল।যোগ্য টোগ্য কিছুই না। কারণটা আসলে ধর্মীয়।

দেখুন, দুটি বাক্যই আপনার। নিজের সুবিধা/পছন্দ চাপিয়ে দিতে যখন যে যুক্তি যুতসই লাগে সেটা ব্যাবহার করছেন। আবেগের বাহিরে গিয়ে বিবেক কাজ করিয়ে বলেন তো, এই নির্বাচন কোন কালে কারো সমর্থন পাওয়ার যোগ্য ! এমন একটা পরিস্তিতিতে লীগ ছাড়া অন্য কোন দলের নির্বাচনে অংশ গ্রহন করা উচিত ছিল ? আপনি করতেন ?

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আমার বক্তব্য ঠিক বুঝতে পারেন নি।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: কারো কারো মন খারাপ হতে পারে। কারণ তারা যেভাবে চেয়েছিলেন হয়তো সেভাবে হয়নি।

আমার মন খারাপ তবে অন্য কারনে।

বিএনপি আসেনি সে কারনে নয়।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কি কারণে মন খারাপ?

১৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

ধুলো মেঘ বলেছেন: অপু বিশ্বাস নাকি সংরক্ষিত আসনের এম পি হবে। এই বিষয়ে আপনার মতামত কি? যতদিন শাকিব খানের সাথে লদকালদকি করতে পেরেছে - ততদিন তার কমার্শিয়াল ভ্যালু ছিল। এখন নাই, তাই ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ছুঁড়ে ফেলেছে। এরকম রদ্দি মালকে যদি প্রধানমন্ত্রী সংসদে বসানোর উপযুক্ত মনে করে, তবে আপনার মূল্যায়ন কি হবে?

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে ছুড়ে ফেলছে তা ঠিক নয়। সে মোটা হয়ে যাওয়াতে চান্স পাচ্ছেনা। বিয়ে ও বাচ্চা হলে পৃথিবীর সব দেশেই নায়িকারা আস্তে আস্তে অফ ফর্মে চলে যায়। ও একজন শিল্পী। শিল্পীদের সম্মান করুন। ওকে মাল বলে আপনি ভদ্র আচরণ করেন নি।

অপু বিশ্বাস ব্যক্তিগত ভাবে খালেদাজিয়ার চেয়ে বেশী মেধাবী শিক্ষিতা ও দক্ষ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ব্লগাররা কঠিন চিজ।
তারা ব্লগে তছনছ করে ফেলবে কিন্তু মাঠে নামবে না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: গণজাগরণ মঞ্চ কারা বানিয়েছিল? রাজাকারের বিচার কারা নিশ্চিত করেছিল? আপনি সঠিক নন।

২০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: আমার মন খারাপও না বেজাড়ও না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

২১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: বি এন পি ভেঙ্গে টুকরো হবে এবার । খালেদা , তারেক তলিয়ে যাবে । দেশে আর শক্ত বিরোধী দল রইল না । যাক লীগের আকাঙ্ক্ষা পুরন হল । এবার দেশ চালানোর পালা ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

২২| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

নাহল তরকারি বলেছেন: মেয়েটি কে?

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: নওশাবা।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের এক সময়ের একটি প্রভাবশালী রাজনৈতিক দল ধীরে ধীরে জাদুঘরের দিকে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতের নাগরিকরা দুই টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে গিয়ে জানবে যে এক সময় এই নামে একটা রাজনৈতিক দলও ছিল।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.