নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

বেইলি রোডে আগুন লাগার পরের দিন যারা কনসার্টে গেসে তারা কতটুকু দোষী?

০৩ রা মার্চ, ২০২৪ রাত ১১:৩০


প্রথমে ছবিটি দেখুন। আরও ভালো করে দেখুন। হাসি খুশি একটি পরিবারের সাথে রেস্টুরেন্টে খেতে বসে ছবি তুলেছে লিনা। ছবিটি মাত্র ২৫ দিন আগের। কি সুন্দর! নির্মল হাসি। কি সুখী পরিবার। দেখলে মন ভরে যায়। আসলে পরিবারের সবার হাসিমুখ দেখার মতো আনন্দ আর নেই। কিন্তু প্রকৃতি অনেক নিষ্টুর। বিখ্যাত এক লেখক বলেছেন - "ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে, এখানে তাঁকে খুঁজিয়া পাওয়া যাবেনা"
খেয়াল করলে দেখবেন আপনি দুখ বা মনোকষ্ট পেলে ক্ষত, হতাশায় থাকলে, জালেমদের কিছু না হলে, অসাহায় দুর্বলরা মারা খেলে "ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে, এখানে তাঁকে খুঁজিয়া পাওয়া যাবেনা " কথাটা মনের অজান্তে বের হয়ে আসে।

এইবার এই ছবিটি দেখুন। চেনা যায়? প্রথম ছবির মা নাজিয়া আর তার কলিজার টুকরা ২ সন্তান বেলি রোডে ২ দিন আগে আগুনে পুড়ে মারা গেসে।


অরিজিনাল ছবিটি দেখুন লিনার তুলা যা প্রথম আলোকে দেয়া হয়েছে।


এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চা গুলো লিনাকে আন্টি ডাকতো। বড্ড ভালো বাসতো লিনাকে। লিনা যেন তাদের আরেকটা মা। শোকে লিনা পাগলের মতো হয়ে গেসে। একজন তুখোড় র‍্যাম্প মডেল ও স্টাইল ডিরেক্টর হয়ে স্টোরি দিসে - " দেশ জুড়ে শোকের ছায়া, আর এর ভেতরে কনসার্ট, আমরা জাতী হিসেবে কতটা অমানবিক এটাই তার প্রমাণ "।

শোকে লিনার মতো নিবেদিত প্রাণ একজন ভুলেই গেসে সে একজন শিল্পী। শিল্পীদের সাধারণ মানুষের মতো আচরণ করলে চলবেনা। সম্ভবত এটাই তার দেয়া একমাত্র স্টোরি যেটাতে আমার কোন রিয়েক্ট নেই। সে আমার অতি আপনজন। আমার যে কষ্ট হচ্ছেনা তা নয়। কিন্তু একজন শো অরগানাইজার হিসেবে আমি জানি - এক বছর ধরে একটি প্ল্যান করতে হয়, ভ্যানু নির্ধারণ, শিল্পী দের অগ্রীম বুকিং, সাউন্ড, লাইট, ইভেন্ট, ডেকোরেশন, শিল্পী, কলা কৌশলী, আয়োজক কমিটি সব মিলিয়ে ২০০-৩০০ মানুষ রুজি রুটির ব্যবস্থা হয় একটি শো/কনসার্ট থেকে।

তাই হুট করে একটা শো অফ করে দেয়া যায়না। মনে আছে? লেজেন্ড আইয়ুব বাচ্চু যেদিন মারা গিয়েছিলেন, সেদিন জেমসের কনসার্ট ছিল। জেমস স্টেজে উঠে কান্নায় ভেঙ্গে পড়েন। সেদিন জেমস স্টেজে ওঠার পর ১ম ১০ মিনিট গিটার থেকে কান্নার সুর বেরিয়েছে। জেমস সেদিন প্রিয় বন্ধুকে হারিয়ে স্টেজে ওঠে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন - " এই শো টা করতাম না, একদিন বাচ্চু ভাই এর সাথে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় বাচ্চু ভাই বলেন - 'শো' মাস্ট গো অন"।

বেলি রোডে আগুনে পুড়ে যারা মারা গেসেন - আমরা সবাই তাদের দু:খে দু:খি। কিন্তু তার কারণে কনসার্ট টা বাতিল হয়ে যেত, তাহলে ৩০০ জন মানুষ রোজগার করতে পারতনা। আর একটি শো হুট করে বন্ধ করে দিলে শিল্পী এবং আয়োজক উভয়ের ক্ষতি হয়ে যায়। বেলি রোডে যখন আগুন লাগছে তখন সকলেই উদ্বীগ্ন ছিল, সকলের মন খারাপ, নিহতিদের জন্য সকলেই শোকাহত - কিন্তু তাই বলে কনসার্ট অফ করে দিতে হবে কেন? সুদ খোররা সুদ না খাওয়া, পাপীরা পাপ না করা, ইত্যাদি থেকে বিরত ছিল? ধরে নেই সেদিন একটি গায়ে হলুদ ছিল। সে গায়ে হলুদে নাচানাচির আয়োজন করা হয়েছিল।যাদের গায়েদ হলুদে নাচানাচি করার প্ল্যানিং ছিল তারা কি তা বাতিল করছে? করেনি? তাহলে যারা কনসার্টে গান গাইছে, নাচছে, ফান শোনছে তাদের তিরস্কার করা হবে কেন?

বেলি রোডে আগুন লাগা ভবনে কিছু লোক ঢুকছিল মুবাইল চুরি করতে। একটা শিশু তাদের দিকে হার বাড়িয়ে ছিল বাঁচাতে। চোরের দল বাঁচায়নি। মুবাইল চুরিতেই ব্যস্ত ছিল।

ভেলি রোডে আগুনে পুড়ে এত গুলো মানুষ মারা যাওয়ার সাথে কনসার্ট বা বিপিএল ফাইনাল এর প্রসঙ্গ টানা কি ঠিক? ব্লগাররা কি ভাবছেন?

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ১১:৫৫

সোনাগাজী বলেছেন:


কনসার্ট কোথায় হচ্ছে? কি ধরণের কনসার্ট, কারা আয়োজন করেছে?

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১২:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: টেকনো নামক একটি মুবাইল কোম্পানি টেকনো স্পার্ক ২০ সিরিজ লঞ্চ উললক্ষে মিউজিক ফেস্টের আয়োজন করেছিল বসুন্ধরা কনভেনশন হলে।মূল আকর্ষণ ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী বাদশাহ্‌।

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ২:১৮

কামাল১৮ বলেছেন: স্বাধীনতার পর পর বেইলিরোডে একটা নাটক দেখেছিলাম,সামনে যাই থাক ট্রেন চলবে।কোন কিছুই থেমে থাকে না।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাইতো হওয়া উচিৎ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ ভোর ৫:০৪

চারাগাছ বলেছেন:


খেজুর পাটিতে মোড়ানো ইয়াসমিনের লাশ যখন ভ্যানে ঘুরতে ছিল তখন এদেশে ভীনদেশী নর্তকী মমতা কুলকার্নী এসে নেচে গিয়ে ছিল।

পরবর্তী সময়ে গায়ক মাহামুদুজ্জামান বাবু একটা গান গেয়েছিল-








দানবের হুংকারে দানবের জয়
যেন এই পৃথিবী মানুষের নয়
গোলামীতে কেটে যায় সারাবেলা, সারাদিন
ভোর রাতে মারা যায় ধর্ষিতা ইয়াসমিন

ঘুম ঘুম রাত যায়, ঘুম ঘুম দিন
ঘুম ঘুম রাত যায়, ঘুম ঘুম দিন

ক্ষয়ে যাওয়া সমাজের ক্ষয়ে যাওয়া মুখ
দেখেও তবু কারো জ্বলে না বুক
ভীণদেশি অশ্লীল নেচে ধর্ষিতার

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশীয় শিল্পী দের গুরুত্ব না দিয়ে ভিনদেশী শিল্পী দের নিয়ে মাতামাতি করলে এমন ক্ষোভে ভরপুর গান বের হওয়াই স্বাভাবিক। এই গানের সাথে আগুন লাগার কারণে কনসার্ট বাতিল করার কোন সম্পর্ক নেই।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ৮:২১

Snowflake বলেছেন: আপনার কথার সাথে পুরোপুরি সম্মত হতে পারলাম না। কিন্তু একটা ব্যাপার, তাদের লস টা নিশ্চয়ই এতগুলো জীবনের কাছে কিছুই না। আসলে আমরা এখন এতটাই materialistic হয়ে গেছি যে আমার মানবতা হারিয়ে ফেলেছি। পুরানো একটা উক্তি মনে পড়ে গেল, 'রোম নগরী পুড়ে যাওয়ার সময় নাকি নিরো বাঁশি বাজাচ্ছিল ' আমরাও এখন মৃত্যু দেখলে, রক্ত দেখলে উল্লাস করি। কারন এরা তো আমাদের রক্তের কেউ নন। সত্যিই কি বিবেকহীন এই পৃথিবীর মানুষ!

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি জ্যাক, নারা ভাই, ও নতুন ভাই এর মন্তব্য পড়ুন।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ৮:৪৩

এম ডি মুসা বলেছেন: কঠিন বিষয়।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ৯:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: ১৮ কোটি জনসংখ্যার এই দেশে প্রতিদিনই তো কত দূর্ঘটনা ঘটছে, আর আগুন লেগেছিল বেইলি রোডে বসুন্ধরা সিটিতে নয়।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: বেইলি রোডে আগুনে পূড়ে মানুষ মারা গেসে বলে পূর্ব পরিকল্পিত শতভাগ গোছানো একটা কনসার্ট বাতিল করার কোনই মানে হয়না।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: আপনি কর্নসার্টের কথা বলছেন!!!
ঢাকায় যে ক্রিকেট খেলা হলো ফাইনাল। তারকাবাজি ফুটানো হলো। লেজার লাইট শো হলো। বেইলী রোডের আগুন নিয়ে সাধারন মানুষের কিছু যায় আসে না। তবে যাদের ভাই বোন, স্ত্রী বন্ধু আগুনে পুড়ে মরেছে, তাদের কষ্ট বুঝার ক্ষমতা কারো নেই।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি পোস্টটি সম্পূর্ণ পড়েছেন?

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: যদি কেউ কনসার্ট বাতিল করে তবে ভালো তাদের সাধুবাদ জানাই।

কিন্তু যদি না করে তবে তাকে খারাপ বলার দরকার নাই। এমন একটা অনুস্ঠান না হলে অনেকেই ক্ষতিগ্রস্থ হবে।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নতুন ভাই মাত্র ২ লাইনে পুরা বিষয়টি এমেজিংলি এক্সপ্্লেন করার জন্য।

৯| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:১৫

রানার ব্লগ বলেছেন: বেইলি রোডে আগুন লাগার পর কি মানুষ চুলায় রান্না বন্ধ করে দিয়েছে ??

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই তো কথা।

১০| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ছাত্রদলও তো আনন্দ মিছিল করেছে সে দিন।
এগুলো কোন ব্যাপার না।
আসল ব্যাপার অস্বাভাবিক মৃত্যুর কারণ বন্ধ করুন।
এক বাড়িতে কেউ মারা গেলে পাশের বাড়িতে এক জন জন্মগ্রহণও করতে পারে একই দিনে।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো কোন ব্যাপার না।
আসল ব্যাপার অস্বাভাবিক মৃত্যুর কারণ বন্ধ করুন।
এক বাড়িতে কেউ মারা গেলে পাশের বাড়িতে এক জন জন্মগ্রহণও করতে পারে একই দিনে।

চমৎকার মন্তব্য।

১১| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭

আরইউ বলেছেন:



গোফরান,

লিনার আবেগের প্রতি সন্মান রেখে বলছি আমি আপনার ভাবনার সাথে একমত। কনসার্ট বাতিল করার কোন কারণ আমি দেখিনা। অবশ্য লিনার জায়গায় আমি হলে কীভাবে ভাবতাম জানা নেই। আই অ্যাম সেন্ডিং মাই কনডোলেন্সেস টু হার।

আপনি মান্না দে‘র সে আমার ছোট বোন গানটা শুনেছেন? গানটা থেকে কিছু লাইন কোট করছিঃ

“একদিন শহরের সেরা জলসা
সেদিনই গলায় তার দারুণ জ্বালা
তবুও শ্রোতারা তাকে দিলো না ছুটি
শেষ গান গাইলো সে পড়ে শেষ মালা
শিল্পের জন্যই শিল্পী শুধু
এছাড়া নেই যে তার অন্য জীবন...”

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া লিনা আসলে খুব কষ্ট পাচ্ছে। শুক্রবার ঈদের শ্যুট পোস্টপন্ড করসে।


অসম্ভব সুন্দর গানটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১২| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগার নতুন বলেছেন: যদি কেউ কনসার্ট বাতিল করে তবে ভালো তাদের সাধুবাদ জানাই।

কিন্তু যদি না করে তবে তাকে খারাপ বলার দরকার নাই। এমন একটা অনুস্ঠান না হলে অনেকেই ক্ষতিগ্রস্থ হবে।

ঠিক বলেছেন।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই মাত্র ২ লাইনে অসাধারণ বলেছেন।
ধন্যবাদ হিরণ ভাই।

১৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৪৭

করুণাধারা বলেছেন: কনসার্ট বাতিল করলে এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৩০০ জন আর্থিক কঠিন মুখে পড়বে, সুতরাং এই পরিস্থিতি এড়াতে কনসার্ট আয়োজন করা দোষের নয়।

মনে হয় টিকেট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। ভালো হতো যারা টিকেট কিনেছিলেন তারা যদি গান শুনতে না যেতেন। তাদের কিছু টাকাই তো লস হতো...

আমি লীনার অনুভূতি পুরোপুরি বুঝতে পারছি। আপনি কেন বুঝতে পারলেন না। :(

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: একটা কনসার্ট ফ্লফ হলে তা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো নয় আপু। আমি লিনার অনুভুতি বুঝছি তো। অনেক সান্ত্বনা দিসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.