নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি থেকে যা আজও আমায় ভাবায় -।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:০২


এপিজে আবুল কালাম এর উক্তি আমাদের সকলের জানা। তা হলো - "স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হলো সেটা, যেটা তোমাকে ঘুমাতে দেয়না।" করিম যখন ক্লাস নাইনে পড়ে তখন স্বপ্ন ছিল ইউরোপ এর কোন একটি দেশে উচ্চ শিক্ষার জন্য যাবে।কিন্তু সেটা হয়ে উঠেনি অল্প বয়সে প্রেমে পড়ার কারণে।প্রেম মানুষকে যা দেয় তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়। ২০০৩ সাল। করিম তখন এইচ এস সি ১ম বর্ষের ছাত্র। স্কুল থেকে রাজনীতির প্রতি আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর অবশ্যই রাজনীতির প্রতি আগ্রহ হারায়। ২০০৪ সাল। কনসার্টের পাগল ছিল।চট্টগ্রাম মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আর্ক এর কনসার্ট হচ্ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ তার এলাকায়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। মেডিকেল ছিল শিবির ও ছাত্রদলের দখলে। হলের দরজা থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফেরত আসতে হয়েছিল। খারাপ লাগছিল খুব। ২০১৭ সালে শহরের সবচেয়ে নামী দামী শো অরগানাইজার এর মধ্যে তার নাম লিপিবদ্ধ হয়। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত শহরে সবচেয়ে এক্সক্লুসিভ শো গুলোর আয়োজক হয় করিম। সেদিন হাসান এর গান শুনতে পারেনি তাই ২ বছরের মধ্যে নগরীর রিদম স্কয়ারে এল আর বির কনসার্ট অরগানাইজ করে ছাত্রদলের সে নেতাকে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিল। এখন গুরু জেমসের সাথে বসে চা খায়। বর্তমানে সে একজন নামকরা অরগানাইজার। সামনে তার একটি শ্যুটের ফটোগ্রাফি জেমস করবেন বলে আশা করা যায়। ভাবা যায়! জেদ এবং প্রচন্ড ইচ্চা শক্তি আপনাকে কোথায় নিয়ে যাবে আপনার কল্পনার পর্যন্ত বাইরে।

আমার একজন বেস্ট ফ্রেন্ড। খুবই ভালোবাসতাম। সে দেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ত, ভীষণ স্মার্ট। পাশাপাশি একজন আর জে। আরজেদের প্রতি আমি খুবই দুর্বল।আরজে গুলো এত স্মার্ট যে এদের প্রেমে না পড়ার কিছু নেই। স্থান চট্টগ্রামের গুলিয়াখালী সী বীচ। তাকে একজন বুয়েটিয়ান পছন্দ করত। আমাকে রেসপন্স করার সম্ভাবনা ০%। তাই প্রফোজই করিনি। সে আকার ইঙ্গিতে আমারে বুঝাতো সে সেলিব্রিটি। সো তার আরজে লেভেলের কাউকে চায়। আজ দেশের অন্যতম সেরা আরজে আমার খুব কাছের কেউ। তার নাম মারিয়া নুর। যার সৌন্দর্য এবং স্মার্টনেস এর তুলনায় সে ক্রাশ কিছুই না। আমি এখন হাত বাড়ালেই এমন সব সেলিব্রিটি দের হাত ধরতে পারি যাদের তুলনায় সে কিছুই না। আর এ অবস্থান ক্রিয়েট হয়েছে জেদ থেকে। :) প্রচন্ড ইচ্চা শক্তি আর জেদ আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

গতকাল ছিল মারিয়ার জন্মদিন। হটাৎ স্মৃতি গুলো মনে পড়ল। পোস্টটি মারিয়াকে উৎস্বর্গ করা হলো। পোস্টের শিরোনাম প্রিয় ব্লগার নূরভালম হিরণ ভাই থেকে ধার করা।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



চট্টগ্রাম কলেজে যাওয়া-আসা আছে?

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি। আমার কলেজ ছিল মহসিন। চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ দুইটাই ছাত্রলীগের দখলে এখন।

২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার না করেও পোস্ট করা যায়।
- সরাসরি একজনকে উল্লেখ করে তার ছবি সহ এই ভাবে পোস্ট করলেন!!

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: কি শব্দ? এই পোস্টে তার আপত্তি নেই। সে আমার খুবই ভালো বন্ধু। সম্পর্ক সম্মানজনক। আমাকে রেসপন্স না করা তার অধিকার। আর তাছাড়া সে জানে সব। তাও ছবিটি সরিয়ে দিলাম।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: মারিয়া আর আপনার জন্য শুভকামনা ।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কবি।

৪| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একসময় বাংলা লিংকের কনসার্ট অর্গানাইজ করতে এখানে ওখানে ছুটে বেড়াতাম।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে এখন কনসার্ট আগের তুলনায় খুব কম। অনেকদিন পর আপনারে ব্লগে দেখে ভালো লাগলো। ব্লগে থাকুন।

৫| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




খুবই ভালো কথা।
খুবই চমৎকার কথা।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




খুবই ভালো কথা।
খুবই চমৎকার কথা।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: :)

৭| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৬:১৮

কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন। করিম কে?

সেই ক্রাশ এখন বর্তমানে কি করছে, কেমন আছে জানতে ইচ্ছে করছে।

মারিয়ার জন্য শুভকামনা রইল।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: করিম আমিই। রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ব্লগের কিছু বলদ চাপাবাজী মনে করে কারণ ওরা নিজেরাই চাপাবাজ। প্রথম স্মৃতির কোন ছবি আমার কাছে নেইভ।কারণ তখন ক্যামেরা ফোন ছিলনা। বলদ গণ ছবি না দিলে আমাকেউ ওদের মত চাপাবাজ মিথ্যুক মনে করে। জানেন তো একজন মানুষ তার নিজের উপর ভিত্তি করে অন্যকে অনুমান করে। মনে করুন আপনি ভোর বেলা ফজরের নামাজ পড়তে পুকুরের এক পাশ থেকে ওযু করছেন। যদি অপরা পাশে কেউ পানি নাড়াচাড়া করে তাহলে আপনি মনে করবেন ঐপাশে ওযু করছে।কিন্তু একজন মাছ চোর মনে করবে অন্য পাশের পানি নড়াচড়া করা লোকটিও তার মত মাছ চোর। এরা কথিত মমিন মসলমান। ইসলামে অনুমান করে সিদ্ধান্ত গ্রহণ করে মিথ্যা অববাদ দেয়া জুলুম এর সমান পাপ। যা কবিরা গুনাও মাফ হয় কন্তু কাউলে মিথ্যা অপবাদ দিলে তার কাছে মাফ না চেয়ে ক্ষমা না পাওয়া পর্যন্ত কোন ক্ষমা নেই। নিশ্চিত জাহান্নাম। ভণ্ড মমিনগন এটা মানেনা আবার বলে এর নাকি মমিন।

ধন্যবাদ ভাই।

৮| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:



যাদের নিয়ে লিখেন ওরা এসে ব্লগ পড়ে? নাকি আপনি লিংক পাঠিয়ে দেন।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: মারিরা ব্লগ পড়ে মাঝে মাঝেভ। জানা ম্যাম ও অরিল্ড ভাই এর সাথে তার খুব ভালো সম্পর্ক।

৯| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

জ্যাক স্মিথ বলেছেন: সন্তান হওয়ার পর থেকে মারিয়া নূর কেমন যেন উঠাৎ উধাও হয়ে গেলো, এই মারিয়া নূর খুবই স্মার্ট এবং বুদ্ধিমতি এক মেয়ে।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ও একটু অফ আছে। নিজেকে সময় দিচ্ছে। ফিটনেস ফিরিয়ে আনতে টাইম লাগবে। তাছাড়াও বেবিরও ৩/৪ বয় হওয়া জরুরী। আবার আসবে ২০২৪ এর শেষে। আমার কাজ দিয়েই আবার ঝড় তুলবে আশা করি ইনশা আল্লাহ।

১০| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নতুন কোন পোস্ট দিচ্ছেন না যে।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই সারাদিন একটু বেশিই ব্যস্ত ছিলাম। দিব একটু পর ইনশা আল্লাহ।

১১| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি পরিশ্রমী মানুষ।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা ঠিক বলছেন ভাই। আমি খুবই হার্ড ওয়ার্কার।

১২| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: মারিয়া ভালো থাকুক। সুস্থ থাকুক।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৫

নূর আলম হিরণ বলেছেন: পরিশ্রমের সাথে সফল হওয়ার জেদ থাকলে অবশ্যই সাফল্য পাওয়া যায় এবং সেটা খুব দ্রুতই হয়।

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন হিরণ ভাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.