নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ঈদ নামক উৎসবটি বর্জন করা উচিত নয় কি?

২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:১২


প্রিয় পাঠক,
পোস্টের শুরুতে একটু খানি মানবিকতা দেখানোর চেষ্টা করছি।আজ সারাদিন কাটছে কিছুটা ব্যস্ততায়। সাধারণত ফ্যাশন রিলেটেড বিজনেস থাকায় গত ১০ বছর পাঞ্জাবি কিনা হয়নি। প্রতি বছর ২/১ টা গিফট পাই। আজ হঠাৎ মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়ল। আশ্চর্য হয়ে গেলাম। মেয়েদের একটি মোটামুটি মানের ড্রেস কিনতে গেলে ২৫০০ টাকা ননস্টিস সেলাই সহ ৩৫০০ টাকা বাজেট করতে হবে। অথচ এসব ড্রেসের কসটিং কোন অবস্থাতেই ১২০০ টাকার বেশি না। ২০০% প্রফিট করতেসে ডাকাতরা। যেহেতু লিনা একজন ফ্যাশন ডিজাইনার অত্যন্ত চমৎকার ডিজাইন করে তাই আমি উদ্যোগ নিয়েছি ন্যায্য মূল্যে ঈদ ড্রেস বিক্রি করার। ১২০০ টাকার মধ্যে উন্নত মানের পাঞ্জাবি ও ২০০০ টাকার মধ্যে অত্যন্ত চমৎকার দেখতে ত্রিপীছ আছে আমাদের কাছে। ওয়ার্ডার করা শেষ তারিখ ১৭ই রমজান। আমি একটা পাঞ্জাবি ও একটি কামিজের ছবি দিচ্ছি। দেখে জাস্ট ওয়াও বলতে হবে। ডাকাতরা পাঞ্জাবি গুলো বিক্রি করছে ৩০০০ টাকা, আড়ং এ শুধু লোগো লাগিয়ে ৫০০০+, মেয়েদের থ্রিপিস গুলো বিক্রি করছে ৬০০০ থেকে ৭০০০ টাকা। আমাদের কাছে কিছু শাড়ি আছে যেগুলো ডাকাতরা বিক্রি করছে ৭০০০ থেকে ১০০০০ আমাদের এখানে ৩৫০০ থেকে ৫০০০। শুধু কস্টিংটা বললাম। প্রফিট আপনার সুবিধা মতো দিলেই হবে।

আমার দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত দের সুইসাইড করা ছাড়া কোন উপায় নেই। এদিকে সৃষ্টি কর্তা সাহেব সুইসাইড করলে নিশ্চিত জাহান্নামে দেয়ার ঘোষণা দিয়েছেন। তীলে তীলে যন্ত্রণা পেয়েই মরতে হবে। একবারে মরলে হবে না। নীচের ছবিটি আপলোড দিয়ে মাওলানা সাহেব শিখাচ্ছেন - কিভাবে ১ বারে হাতের কব্জিতে একসাথে ৩৩ বার তাজবিহ গুনতে হয়।

সাধারণ মানুষ প্রচন্ড বিশ্বাস নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর পর বছর তাসবিহ জপে। কোন লাভ হয়না। গরীবরা আরও বেশি গরীব হয়, ধ্বনিরা আরও বেশি ধনী হয়। অথচ এই হাতে যদি কেউ উদ্যোগ নিয়ে কিছু মূলধন তুলে দিত কতই না ভালো হতো।১০% মানুষ ৫ টা থেকে ২০ টা পর্যন্ত ড্রেস কিনছে গরীবের রক্তচোষা টাকা দিয়ে। মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষের শপিং করতে চাঁদরাত পপর্যন্ত অপেক্ষা। ঈদে বাড়ি যাবে গাড়ি ভাড় ডাবল। ওভার লোডেড হয়ে তীব্র জ্যাম লাগবে, গাড়ি এক্সিডেন্ট করে লঞ্চ ডুবে অনেক মানুষ মারা যাবে। ইসলাম এর এই ঈদ এর কোন দরকার নেই। মসজিদে কিছু লোক নতুন সুন্দর দামী পাঞ্জাবি পড়ে বসে থাকবে আরেকদলের সেমাই কেনার পয়সা টুকুনও থাকবেনা। ঈদ নামক চরম অমানবিক ও বৈষম্যের এই রিচুয়াল বর্জন করা সময়ের দাবি। একজন গরীব মানুষ যার পেশা দুবাইতে ৫০ ডিগ্রি তাপমাত্রায় কনস্ট্রাকশন এর কাজ করে তার জন্য রোজা ফরজ করা অমানবিক।

ছবিতে দেয়া ড্রেস গুলো ডাকাতরা বিক্রি করছে ৫ থেকে ৭ হাজার। হুবুহু আমাদের কাছ থেকে নিতে পারবেন ৩০০০ এর মধ্যে। ১০০+ ডিজাইন আছে। কেউ প্রয়োজন মনে করলে নি:সংকোচে বলতে পারেন এই মেইলে - [email protected]। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:২৯

নিবারণ বলেছেন: সব অমানুষে ভইরা গেছে দ্যাশ। আপনার এই উদ্যোগরে সাধুবাদ জানাইতাছি।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই ভাই। অনেক ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: বিতর্কিত শিরোনাম হয়ে গেছে, মুসলিম দেশে কি আর ঈদ বর্জন করা সম্ভব।
আপনার বিজনেসের সাফল্য কামনা করি, ঠিকমত মার্কেটিং করতে পারলে ভালো সেল হবে।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: যে কথিত ঈদ আমরা পালন করি ইসলাম নিজেই সে ঈদের বিরোধিতা করে।

৩| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ৩:০৯

রোকসানা লেইস বলেছেন: ভালো উদ্যোগ মানুষ সঠিক মূল্যে যদি আপনার থেকে ড্রেস কিনতে পারে অবশ্যই কিনবে।
তবে প্রচার করতে হবে সাধারন মানুষের কাছে পৌঁছানের জন্য।
আমি অনেককাল ঈদ উপলক্ষে কিছু কিনি না।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু অনেকেই কিনছেন। আমাদের ডিজাইন ক্লাসি। এবং কোয়ালিটি খুবই ভাল। বাঙালী ১ লাইন বেশি বুঝে। তারা মনে করে যে এত কম দামে এমন কোয়ালিটি প্রোডাক্ট কেমনে কি? নিশ্চয় ঘাপলা আছে।

৪| ২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:



ফিতর থাকুক আজহাটা নিয়ে ভেবে দেখতে হবে ;বিভিন্ন উদ্যোগ নিয়ে ফিতরের ইদে গরীবদের মুখের হাসি বজায় রাখার চেষ্টা করতে হবে।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: গরীবরা বড়লোকদের দেখে আরও বেশি মন খারাপ করে।

৫| ২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩৯

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আপনার উদ্যোগ ভালো।তবে ইসলামের সাথে বিষয়টাকে গুলিয়ে ফেলেছেন।ডাকাতি আর প্রতারণার বিরুদ্ধে কথা বলুন।ইদ তো একদিন।মোল্লারাও আপনাকে প্রতিদিন বোঝাবে না।বাকিদিনগুলো কারা কব্জা করে রাখে সেটা খুঁজে বের করুন।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আমরা ঈদ পালন করি ইসলাম মতে সেটা সীমা লঙ্ঘন। ইসলাম নিজেই এমন ঈদের ঘোর বিরোধী।

৬| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৭:২০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার উদ্যোগ দাদা। আপনার সাথে দেখা করে, একটা নিতে হবে...
আপনার জন্য শুভ কামনা সবসময়...

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অবশ্যই নিবেন দাদা। ভালো থাকুন।

৭| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঈদ নামক উৎসবটি বর্জন করা উচিত নয় কি? -না

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এই কথিত ঈদ ইসলাম সমর্থন করে না।

৮| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৪

রশিদ মোঃ হারুন বলেছেন: ঈদ নামক উৎসবটি বর্জন করার সুযোগ নেই। কেননা ঈদ হচ্ছে রোজাদারের জন্য আল্লাহর পক্ষ হতে দেয়া একটি আনন্দের দিন। আর দুবাইতে ৫০ ডিগ্রি তাপমাত্রায় রোজা অমানবিক এটাও বলার সুযোগ নেই কেননা মহান আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আপনি যতবড় মানবিক হউন না কেন ইসলামের মৌলিক বিষয়কে বর্জন করার সুযোগ নেই। আর আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা খোরদের যে ইঙ্গিত করেছেন সেটাতে আমিও আপনাকে সমর্থন করি। বর্তমানে মানুষের নৈতিক চরিত্র অধঃপতন হয়েছে বিধায় ভালো-মন্দের পার্থক্য করতে পারে না। শুধু নিজের লাভের চিন্তা টুকুই করে।
ইসলাম যে সাম্যের কথা বলেছে যে অর্থনীতির কথা বলেছে যদি সেটা মেনে চলা যায় তাহলে দেখবেন মসজিদে কেউ দামী পাঞ্জাবী পরে বসে আছে আর কারো ঘরে খাবার নেই এমনটা হবার কোন কারণ থাকবে না। হে আল্লাহ আমাদের সকলকেই ইসলামের সঠিক জ্ঞান দিন আমিন। আপনার ব্যবসা ভালো চলুক।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার বক্তব্যে ভিন্নমত করার সুযোগ নেই। আমি ১ মাস রোজা রেখে রোজা না রেখে ফিতর পালন করার ঈদের কথা বলছি। আমি বিরোধিতা করছি সে উৎসব এর যে উৎসব পুরাই হাউকাউ।

৯| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশের ৮৫% ব্যবসায়ী অসৎ ও হারামজাদা।
তারা নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে।
কিন্তু ৫ টাকার জিনিস বিক্রি করে ৯৫ টাকায়।
এটা নাকি তাদের জন্য হালাল!

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এরা শয়তানের দোসর।

১০| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ইদ বর্জন করার দরকার নাই।
বর্জন করতে হবে দুষ্ট লোকদের।

সামুতে ক্রেতা পাবেন না। পাবেন শুধু শুভেচ্ছা, অভিনন্দন আর উপদেশ/পরামর্শ।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের ক্রেতা অনেক সামুতে থেকে ক্রেতা পাওয়ার কিছু নেই। তবে আমাকে ৩ জন মেইল করছেন। ১ জনের বাজের পুরা পরিবারের জন্য ১০ হাজার। আমি পুরা পরিবারের জন্য ৯০০০ টাকায় - ৩ টা পাঞ্জাবি, ২ টা কামিজ, ২ টা শাড়ি দিব। উনি খুবই খুশি। এগুলো বাইরে থেকে কিনতে গেলে ২০ হাজার এর নীচে কল্পনা পর্যন্ত করা যাবেনা।

১১| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার উদ্যোগটি মহৎ।
শুরু করে দিন।

সেদিন আমি ক্যাটস আইতে গিয়েছিলাম।
২৫০০ টাকার নীচে কোন শার্ট নেই।
বিক্রি তো থেমে নেই।
স বাই ছাগলের মতো কিনছে।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাটস আই থেকে নিবেন না। শার্ট লাগলে বলবেন। আমি যেগুলো ১৩০০ তে দিব সেগুলো ক্যাটস আই তে ২৫০০ + ভ্যাট। পুরাই ডাকাত।

১২| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৬

রাােসল বলেছেন: রমজান, ঈদ, যাকাত তথা ইসলাম সর্বজনীন কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। যদি আমরা সেগুলিকে অনৈতিকভাবে ব্যবহার করি তবে এটি অনুশীলনকারীদের সমস্যা, ইসলামের সমস্যা নয়।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: তাই তো বলছি ঈদ উৎসব এর নামে হাউকাউ বন্ধ হওয়া জরুরী।

১৩| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩২

noyon2009 বলেছেন: আমরা যে ঈদ পালন করি ইসলাম ধর্মে এই ভাবে ইদ পালন করতে বলে করে নাই

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

১৪| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানুষের এই বিলাসিতা বর্জন করা উচিত।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন।

১৫| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি ফেসবুক দিয়ে শুরু করুন ।
ফেসবুকে যদি আপনি আপনার পণ্যের প্রচার শুরু করেন আমার মনে হয় আমি সহ অনেকেই অর্ডার দিবে।
আমার ফেসবুক আইডি হচ্ছে

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আমার বিজনেস ফ্যসশন ফিল্ম বানানো, বিজ্ঞাপন বানানো, ফ্যাশন শো ও কনসার্ট অরগানাইজ করা। ও একটা ফ্যাশন ম্যাগাজিন বের করা। মানবিক ভাবে পরিচিত জনের যদি উপকার হয় তাই এই পোস্ট। পেজ খুলে বিজনেস করার মতো ইনভেস্টমেন্ট ও সময় নেই।

আপনাকে এড করেছি ফেসবুকে।

১৬| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আপনি ফেসবুক দিয়ে শুরু করুন ।
ফেসবুকে যদি আপনি আপনার পণ্যের প্রচার শুরু করেন আমার মনে হয় আমি সহ অনেকেই অর্ডার দিবে।
আমার ফেসবুক আইডি হচ্ছেঃ
https://www.facebook.com/sazzad.hossain.167

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এড করেছি আপনাকে। ধন্যবাদ।

১৭| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১:৫৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ,ভালো জিনিসপত্র অনেক সূলভ মূল্যেই দিচ্ছেন৷ ফেসবুক পেজ আছে কোনো আপনার?

ফ্যাব্রিক কী? টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আগ্রহ হতে জানতে চাইলাম।

অনেক অনেক শুভ কামনা রইল, আপনাদের এই বিজনেসের জন্য৷

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রো ক্লথিং বিজনেস এর কোন পেজ আমাদের নেই। তবে আমার প্রতিষ্ঠান ও ম্যাগাজিন এর আলাদা আলাদা পেজ আছে।

১৮| ২৬ শে মার্চ, ২০২৪ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ উৎসব কেন্দ্র করে এই সব ডাকাতি বন্ধ করা দরকার।

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.