নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায় প্রথম পাতার ১৫ টি পোস্টের হিট। ব্লগের এই অবস্থার মূল কারণ কি লিখলে চাকরি থাকবেনা। তবে ইনিয়ে বিনিয়ে বুঝানোর চেষ্টা করছি।

আজকে রবিবার। বৃহ:প্রতি,শুক্র বা শনিবার নয় যে ছুটির দিনের বাহানা দিবে কেউ এসে। ব্লগে হিট কম কেন, ব্লগ মরা মরা অবস্থা জেনে কেউ পোস্ট দিলে কিছু ব্লগার এসে বলবেন, ফেসবুক, ব্লগে এই সমস্যা হেন সমস্যা, হেন তেন ডিসের লেন দুনিয়ার সব ফালতু এক্সকিউজ। ফ্রন্ট পেজ ব্যান থাকা একজন ব্লগার তার নিজস্ব ব্লগে একটা পোস্ট দিয়েছেন। পোস্টটিতে ২১২ টি হিট, ২৭ টি মন্তব্য ও ৩ টি লাইক এখন পর্যন্ত। সুতরাং অজুহাত দিয়ে কোন লাভ নাই। উক্ত ব্লগার খুবই মজার মানুষ। ২/৪ জনের ২০/২১ টি মাল্টি ও ২/৩ জন মোল্লাক্লাসের ব্লগার ছাড়া উনাকে সবাই লাইক করেন। তিনি সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে লিখেন, কেউ ম্যাওপ্যাও পোস্ট দিলে সেগুলো সমালোচনা করে পোস্ট দেন। ফ্রন্ট পেইজ ব্যান থেকে প্রথম পাতার সব পোস্ট থেকে বেশি হিট ও মন্তব্য পেতে ব্লগে জীবনে দেখছেন কখনো? ব্লগে এমন নজির কি আছে?

কেউ ফান করে ম্যাওপ্যাও হাউকাউ, ডোডো, পিগমি, লিলিপুটিয়ান বললে তাকে ব্যান করবেন কি করবেন না তা কর্তৃপক্ষের পারসোনাল মেটার। কিন্তু এসব শব্দ প্রয়োগের কারণে কোন ব্লগারকে দুষ্ট গরু বলা দু:খজনক। ব্লগের এই করুণ অবস্থায় ব্লগ যারা জমজমাট রাখেন, ব্লগ মাতিয়ে রাখেন, ব্লগে হিট আনেন, ব্লগার ও ভিজিটর দের আনন্দ দেন, মন্তব্য হীন পোস্ট কে মন্তব্য করে প্রাণবন্ত করেন তাদের ব্যান না করাই ভাল। যে গরু দুধ দেয় সে গরু লাথি মারলেও ভাল।

আমি লঘু পাপে সবসময় গুরু শাস্তি পাই। আগের বার আমাকে ফ্রন্ট পেইজ ব্যান করা হয়েছিল এক ব্লগারকে তুমি বলায় অথচ উনি আমাকে আগে তুমি বলছেন। এবার আমায় ফ্রন্ট পেইজ ব্যান করছে একজন একটি বিশ্ববিদ্যালয়ে না পড়েও উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতে দাবী করার প্রতিবাদ করায়। যাই হোক আমি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সবসময় সম্মান করি।

আজকে ফ্রন্ট পেইজ ব্যান মুক্ত। তাই সামান্য খানাপিনা।

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৪ ভোর ৫:১০

ঢাকার লোক বলেছেন: মাশাল্লাহ, অনেক খাওয়া দাওয়া ! খুশির দিন। আমাদেরও দাওয়াত দিলে আপনার খুশিতে শরিক হতে পারতাম !!

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: দাওয়াত দিলাম। আসেন গরীবের বাড়িতে।

২| ২০ শে মে, ২০২৪ ভোর ৫:১৯

কামাল১৮ বলেছেন: খানাপিনার আয়োজন বেশ ভালো।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লোকজন দাওয়াত দিসিল ঈদে। সেখান থেকে ছবি গুলো তুলা।গ্যালারিতে ছিল। আপলোডাইছি।

৩| ২০ শে মে, ২০২৪ ভোর ৫:২১

কামাল১৮ বলেছেন: মডু সাহেবতো বলেন,দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: মডু ইজ অলওয়েজ রাইট।

৪| ২০ শে মে, ২০২৪ ভোর ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:


এই যদি হয় সামান্য খানাপিনা তাহলে আসামান্য বলে কাকে!!
ব্লগে কমেন্ট ও হিটের এই খরার মুল কারণ গুলি কী ?

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দাওয়াত পাই। সেখান থেকে তুলা পিক গুলো।

ব্লগে কমেন্ট ও হিট করার মুল কারণ গণহারে ম্যাওপ্যাও পোস্ট ও হিট ব্লগারদের ব্যান করে রাখা।

৫| ২০ শে মে, ২০২৪ সকাল ৮:০২

নূর আলম হিরণ বলেছেন: ওয়েলকাম ব্যাক।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে মে, ২০২৪ সকাল ৯:০৯

ধুলো মেঘ বলেছেন: আশ্চর্য ব্যাপার, এসেওব কারণে কারও চাকরি যায়?

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কথার কথা। নাম বললে চাকরি থাকবেনা একটা ডাইলগ বিশেষ।

৭| ২০ শে মে, ২০২৪ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই গরমে এত খাবার না খাওয়াই ভাল, পেটের সমস্যা হতে পারে। তাই সবাই সাবধানে পছন্দের খাবারটি নিয়ে নেন। স্বাগতম।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই খাইনি। একজন দাওয়াত দিসিল। ওখানে এই আয়োজন ছিল। বেশি খাইনি।

৮| ২০ শে মে, ২০২৪ সকাল ১১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


এসব খাবার কতজনের আয়োজন?উপলক্ষ কি?

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ৮-১০ জন।

৯| ২০ শে মে, ২০২৪ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: পান্তা ভাত আর ডিম ভাজা হলে ভালো হত ।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পান্তা ভাত এর সাথে ডিম ভাজা খাইনি কখনো।

১০| ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম , তুমিও ব্যান আছিলা ? কাল ভাবতেছিলাম ফেসবুকে নক করি ।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি ভাই। অনেক ধন্যবাদ মনে রাখার জন্য।

১১| ২০ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৪

আহলান বলেছেন: এই সামান্য খানা পিনা !!

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকের কাছে আসলে সামান্যই।

১২| ২০ শে মে, ২০২৪ দুপুর ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:

ব্লগে ফিরে আসার জন্য ধন্যবাদ।
এখন আবার আগের মত জমে উঠবে ব্লগ।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই। ব্লগ জমজমাট রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।

১৩| ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫৬

বিষাদ সময় বলেছেন: আপনি ব্লগের যে পরিসংখ্যান দিয়েছেন সেটাও মনে হয় ব্লগকে লাইফ সাপোর্ট দেয়ার পর।
তিনি ফিরে আসুন এটা সব সময়ই চাই , তবে নিজের মঙ্গল চাইলে তাঁকেও সব জাগায় নাক গলানোটা কমাতে হবে।
ওয়েলকাম ব্যাক।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
রাইট।
ধন্যবাদ।

১৪| ২০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নানাবিধ কারনে ব্লগে পাঠক সংখ্যা কমে গেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিভিন্ন মোবাইল আইএসপি থেকে ব্লগে প্রবেশের সমস্যা।
মোবাইল ভার্সন এর অবস্থাও প্রাগৈতিহাসিক। ফলে মোবাইল দিয়ে লগ ইন করাও ঝামেলাজনক। তাই মন্তব্য কমে গেছে।

১। অর্থহীন, অযৌক্তিক ১০০ মন্তব্যের চাইতে যৌক্তিক এবং যৌক্তিক সমালোচনাপুর্ন একটি মন্তব্যও ১০০০ ফালতু মন্তব্যের চেয়ে শক্তিশালি।
২। একজন ভালো ব্লগার অর্থহীন, অযৌক্তিক ১০০ মন্তব্যের চাইতে একটি ভালো মন্তব্যকে বেশি গুরুত্ব প্রদান করে এবং ব্লগিং প্রেক্ষাপটে ঐ একটি মানসম্পন্ন কমেন্টই ভালো ব্লগিং অন্যতম মানদন্ড।
৩। অন্যকে অযৌক্তকভাবে উত্যক্ত করে, বিরক্ত করা হিটের কোন মুল্য আমাদের কাছে নেই।

আমরা কোন হিট ব্লগার চাই না। আমরা চাই ব্লগাররা এমন একটা পোস্ট লিখবে, যে পোস্টে বুদ্ধিমত্তা, যুক্তি বা সৃজনশীলতার দৃষ্টান্ত থাকবে। দুঃখের কথা কি জানেন, আগের ব্লগাররা এক্টিভ থাকলে বর্তমানে অনেক ব্লগারের ব্লগিং ক্যারিয়ারের ইতি বহুদিন পুর্বেই হতো বিশেষ করে যারা মানসম্মত পোস্টের চাইতে হিট, মন্তব্য পাওয়াকে বেশি গুরুত্ব দেন।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আগের অনেক ব্লগার এক্টিভ আছেন এখন ভাইয়া।আগে আর বর্তমান সময় কি এক? মুবাইল নেট কেউ ইউজ করে এখন? অনলাইনে যারা ব্লগিং করেন তাদের ওয়াইফাই ইউজ করেন অধিকাংশ। তাছাড়া একজন ব্লগার ভিপিএন অন রাখার মত নলেজ রাখেন। আমি সকাল ১০ টা থেকে রাত ১০ বাইরে থাকি। ২৪ ঘন্টা ভিপিএন অন রাখি শুধু ব্লগ ইউজ করার জন্য। যে ব্লগিং ভালো বাসে সে কোন কোন ভাবে ব্লগে ঢুকবেই।

মডু ইজ অলওয়েজ রাইট।

১৫| ২০ শে মে, ২০২৪ রাত ৯:৫২

জনারণ্যে একজন বলেছেন: দুঃখের কথা কি জানেন, আগের ব্লগাররা এক্টিভ থাকলে বর্তমানে অনেক ব্লগারের ব্লগিং ক্যারিয়ারের ইতি বহুদিন পুর্বেই হতো বিশেষ করে যারা মানসম্মত পোস্টের চাইতে হিট, মন্তব্য পাওয়াকে বেশি গুরুত্ব দেন।

-- এই অতীব মূল্যবান (আক্ষেপসূচক) মতামত দেখে কেন জানি পুরোনো এক বাংলা এক প্রবাদ মনে পড়ে গেলো - "সে রামও নেই, সে অযোধ্যাও নেই।"

আপনারা কেউ কিন্তু আবার মনে কইরেন না এখানে আমি 'রাম' বলতে এই ব্লগের অ্যাডমিনগণ কে অথবা অযোধ্যা বলতে "সামু" কেই বুঝিয়েছি। এই কুচিন্তা আমার মনে কক্ষনোই আসতে পারে না।

বর্তমান অতি-বিচক্ষণ এডমিনগন এখানে ন্যায়ের পরাকাষ্ঠা এবং নিরেপেক্ষতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখিয়ে চলছেন প্রতিনিয়ত।

ও হ্যাঁ, বলতে ভুলেই গেছিলাম - 'কাল্পনিক ভালোবাসা' সাহেবের করা মন্তব্যে (১, ২, এবং ৩ নম্বর) পয়েন্টগুলি খুবই জেনেরিক।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মডু ইজ অলওয়েজ রাইট।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ২০ শে মে, ২০২৪ রাত ৯:৫৭

ঢাকার লোক বলেছেন: যারা সবসময় লিখে এ ব্লগের পাতাকে চালু রাখছেন তারা অবশ্যই প্রশংসা পেতে পারেন। তবে কে লিখছে তার চেয়ে কি লিখছে সেটা নিশ্চয়ই বিচারের দাবি রাখে । সংখ্যার চেয়ে লেখার মান অধিক প্রাধান্য পাওয়া উচিত। কাউকে অপমান করে ব্যাক্তিগত আক্রমণ করা কোনোমতেই বাঞ্চনীয় নয়। প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক স্যামুয়েল জনসন বলেছিলেন, " আমি যত লোকের সাথেই কথা বলেছি তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে আমার চেয়ে ভালো জানেন!" এ কথা স্যামুয়েলের জন্য যদি সত্যি হয় তো আমাদের বেলায়ও কি তা নয়? ধন্যবাদ !

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আবারও অনেক ধন্যবাদ মানসম্মত মন্তব্যের জন্য।

১৭| ২০ শে মে, ২০২৪ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,




ফ্রন্ট পেজ ব্যান মুক্ত হয়েছেন- পূনরায় স্বাগতম

কাল্পনিক_ভালোবাসার এই কথাটুকুতে মনে হয় কেউ দ্বিমত করবেন না ---
আমরা কোন হিট ব্লগার চাই না। আমরা চাই ব্লগাররা এমন একটা পোস্ট লিখবে, যে পোস্টে বুদ্ধিমত্তা, যুক্তি বা সৃজনশীলতার দৃষ্টান্ত থাকবে।

২০ শে মে, ২০২৪ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।


যি তিনি ঠিক বলেছেন।

১৮| ২০ শে মে, ২০২৪ রাত ১০:১২

জনারণ্যে একজন বলেছেন: হ, ঠিকই কইছেন @ ঢাকার লোক। আপনার, ভালোবাসার এবং জি এস সাহেবের সাথে পুরোপুরি একমত।

এক কাম করি চলেন।

টাইম মেশিন দিয়া সামু'র আগের সেই স্বর্ণালী জামানাতে চইলা যাই। জাইয়াই মনে করেন; লুঙ্গিডা টাইট কইরা কাছা মাইরা, তখনকার সময়ের কয়েকজন বুদ্ধিমান এবং সৃজনশীল ব্লগারকে জাইত্তা ধইরা নিয়ে আসি।

প্রব্লেম সল্ভড।

২১ শে মে, ২০২৪ রাত ১২:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: তাম্র যুগের সোনালী ব্লগারগণ যেহেতু এখন নেই, আসার সম্ভাবনাও নেই, তাই যারা আছেন বর্তমানে তাদের দিয়ে ব্লগ বাঁচিয়ে রাখতে হবে।

১৯| ২১ শে মে, ২০২৪ দুপুর ১:৫২

শেরজা তপন বলেছেন: আমি কিন্তু ব্লগার রাজীব নুরকে বেশ মিস করছি - তাঁকে নিয়ে কিছু বললেন না?
ব্যাপক খানাদান- শুধু কাবাবে নজর গেল :)
ফিরে আসায় অভিনন্দন।

২২ শে মে, ২০২৪ রাত ১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীবকেউ ব্যান করে রেখেছেন।
কাবাব বেশ ছিল খেতে।
ধন্যবাদ।

২০| ২১ শে মে, ২০২৪ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফ্রন্ট পেজ ব্যান মুক্ত হয়েছেন- পূনরায় স্বাগতম। (কপি-পেস্ট করলাম।)
- সোনা সাহেবের পোস্ট প্রথম পাতায় আসছে না, দেখেছি।
- রাজীব সাহেব ব্যান খেলেন কেনো!! আবারও কি কপি-পেস্ট কারণ?

২২ শে মে, ২০২৪ রাত ১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
দুইজনে ফ্রন্ট পেইজ এ ব্যান।

২১| ২১ শে মে, ২০২৪ রাত ১১:১৯

শ্রাবণধারা বলেছেন: ফিরে আসার জন্য অভিনন্দন।

খাবার-দাবারের ছবির পাশাপাশি যদি এই ব্যান থেকে আপনি কী শিক্ষা নিলেন সেটা লিখতেন তাহলে আরও ভালো হত।

যদি কিছু মনে না করেন তাহলে দুটি বিষয়ে বলতে চাই। প্রথমত, ক্লাস, ক্লাসি এই শব্দগুলো সম্পূর্ণ পরিত্যাগ করুন। আমরা যে সময়ে বাস করছি তাতে "এলিট, অভিজাত, ক্লাস, ক্লাসি" এই জাতীয় শব্দগুলি আমার কানে গালির মত শোনায়। দ্বিতীয়ত, কাউকে মৌলবাদী, জামাত ইত্যাদি অভিধায় সম্ভাষণের আগে "কেন এবং তাতে কি?" এই প্রশ্ন করুন। তাহলে কেন তাকে মৌলবাদী বলছেন তার সাথে সাথে তার কোন মৌলবাদী চিন্তাটা সমাজের জন্য ক্ষতিকর সেটা পরিষ্কার হবে।

২২ শে মে, ২০২৪ রাত ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাকে ব্যান করা হয়েছে আমি মিরোরডডল ও সোনাগাজীকে সেরা ব্লগার বলছি তাই।

আন্দাজে কিছু না জেনে মোল্লাদের মত ব্লেইম দিলে তো কিছু মনে করতে হবে? আমি ক্লাসি বলতে বুঝায় যারা মৌলবাদী বা মোল্লা না ওদের। আর যারা মৌলবাদী বা মোল্লা ধর্মান্ধ তারা অবশ্যই ক্লাসলেস।


আর জামায়াত শিবিরের বিরুদ্ধে পোস্ট দিসি। সেখানে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সমর্থন করেনি এইরকম কাউকে আমি ছাগু বলছি একটা প্রমাণ দেখাতে পারবেন? এই যে আপনি সমালোচনা করেছেন আপনাকে কি ছাগু বলছি? প্লিজ না জেনে আন্দাযে ব্লেইম দিবেন না।

২২| ২২ শে মে, ২০২৪ রাত ১:৫৯

শ্রাবণধারা বলেছেন: "আন্দাজে কিছু না জেনে মোল্লাদের মত ব্লেইম দিলে তো কিছু মনে করতে হবে?" এটা কী বললেন? :)

আপনার মোটামুটি সব পোস্টই আমি পড়েছি এবং আপনার বহুল ব্যবহৃত শব্দগুলোর মানে আমি জানি। মানুষ হিসেবে আপনি উদারনৈতিক এবং আপনার জীবন-দর্শনের প্রতি আমি বেশ শ্রদ্ধাশীল হলেও পাঠক হিসেবে আমি জানি যে আপনার চিন্তা-ভাবনা মুদ্রাদোষের মত কতগুলো শব্দবন্ধে আটকে আছে।

এই শব্দ-শৃঙ্খল থেকে নিজেকে মুক্তি দিতে পারলেই আপনার ব্লগের ভাষা আপনার জীবন-দর্শনের মতই সমৃদ্ধ হবে। তখন আর কারো সাথে অনর্থক কলহে জড়াতে হবে না এবং কেউ আপনার ঐ "ক্লাসি" শব্দটি ব্যবহার করে রম্য লিখবেন না।

আমি মনে করি কিছুকিছু ক্ষেত্রে ব্লগে আপনার প্রতি ন্যায়বিচার হয়নি। সেজন্যই আপনার প্রতি আমার বিশেষ স্নেহ আছে। আর এজন্যই আগ বাড়িয়ে ঐ মন্তব্যটি করা।

২২ শে মে, ২০২৪ রাত ৮:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্লাসি শব্দ নিয়ে যারা রম্য লিখে এরা একচোখা ও অনিরপেক্ষ। কয়েকজন বিএনপি ভেক ধরা জামায়াত শিবির। এদের মূল সমস্যা রাজনৈতিক ভিন্নতা। রাজনীতিতে প্রতিপক্ষকে পাত্তা দিতে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.