নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ সাউথ আফ্রিকা বাংলাদেশে বসবাসরত পাকিস্তানীদের উল্লাস করতে না দেয়ার জন্য।

৩০ শে জুন, ২০২৪ রাত ১২:৪৪


ধন্যবাদ সাউথ আফ্রিকা বাংলাদেশে বসবাসকারী ফাকিস্তানিদের ও ভারত বিদ্বেষী দের রাতের ঘুম হারাম করে দেয়ার জন্য। তারা বাজি টাজি নিয়ে বসে ছিল ভারত হারলে আনন্দ করবে। কিন্তু তাদের সে ইচ্ছা পূরণ হয়নি। জিতে গেছে ইন্ডিয়া। এমনিতে তাদের পেয়ারে ফাকিস্তান সুপার এইটে যেতে না পারাই কলিজা আগুনে পূড়ে ছাই হয়ে যাওয়ার তাদের জঙ্গি বাপ জঙ্গিস্থান ওরফে আফঘানিস্থান কে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু আফঘানিস্থানও গু হারা হারে। শেষমেষ বড়বেশি আশা নিয়ে বসে ফাইনালে অন্তত ইন্ডিয়া হারার পর তাদের মনের জ্বালা মেটাবে। কিন্তু না। সৃষ্টিকর্তা যোগ্যদের সাথে সুবিচার করেছে। বলিং ব্যাটিং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই ইন্ডিয়া ভালো করছে।

ভালো খেলেই ইন্ডিয়া জিতছে। বিরাটের অসম্ভব ভালো ও ম্যাচ উইনিং ইনিংস, ৫০ রানের আগে ৩ উইকেট যাওয়ার পর দুইটা অসাধারণ পার্টনারশিপ, টাইট বোলিং ও ফিল্ডিং, যোগ্য ক্যাপ্টেনসি, অন টাইমে ব্রেক থ্রো সব মিলিয়ে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া।

তবে সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগছে। সাউথ আফ্রিকার ফিনিশাররা এই ম্যাচ হারার জন্য দায়ী। বিশেষ করে মিলার। ফিলিং স্যরি ফর সাউথ আফ্রিকা।

যাই হোক ধন্যবাদ সাউথ আফ্রিকা বাঙালী ফাকিস্তানীদের উল্লাস করতে না দেয়ার জন্য।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৪ রাত ১:০১

মেঘনা বলেছেন: হা হা হা

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ???

২| ৩০ শে জুন, ২০২৪ রাত ১:১১

এক্সম্যান বলেছেন: পাপিস্তানের দালালদের ঘুম হারাম হলেও দেখা যাচ্ছে ভারতের দালালদের আনন্দ আর ধরছেনা, এরা কেন যে নিজেদের দেশে ফেরত যায় না।

আমরা যারা বাংলাদেশি তারা খালি ললিপপ খাচ্ছি আর পাপন গংদের রাজনীতি দেখছি।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজন প্রমাণিত বাংলাদেশী দালাল। আমার দেশের স্বার্থে আমি ভারত হোক আর ফাকিস্তান হোক কাউকে ছেড়ে কথা বলিনা। তবে ৭১ এ আমাদের সাহায্য করায় আমি ভারতের প্রতি কৃতজ্ঞ।

৩| ৩০ শে জুন, ২০২৪ রাত ১:১৯

আরইউ বলেছেন:



গোফরান,
মনটা খুব খারাপ হয়েছে। সাউথ আফ্রিকা আমার ৩য় প্রিয় দল (বাংলাদেশ আর অস্ট্রেলিয়া আমার হোমটিম, বাই ডিফল্ট প্রিয়)। এই দলকে সাপোর্ট করে মনে হয়না কোনদিন আনন্দের কোন উপলক্ষ পাবো।

৩০ শে জুন, ২০২৪ রাত ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া আমারও মন খারাপ হয়েছে। সাউথ আফ্রিকা জেতা ম্যাচ হারলো। ৩ উইকেট যাওয়ার পর বাজে বোলিং করে ইন্ডিয়াকে ম্যাচে ফিরাইছে এরাই। ডি কক এর ৬ টা হলে ফলাফল ভিন্ন হতো। শেষে মিলার হতাশ করছে। সাউথ আফ্রিকার কপালটাই খারাপ।

৪| ৩০ শে জুন, ২০২৪ রাত ২:০৯

কামাল১৮ বলেছেন: বালাদেশ যেদিন থেকে মাঠে নামাজ পড়া শুরু করলো সেদিন থেকেই বাংলাদেশের পতন শুরু।হারাম খেলা খেলতে গিয়ে নামাজ পড়ার দরকার কি, তাও আবার মাঠে।খেলা ছেড়ে দিয়ে যত খুশি নামাজ পড়ো।কে নিষেধ করছে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: একদিন সব কিছু ভন্ড মোল্লাদের অধিকারে চলে যাবে।

৫| ৩০ শে জুন, ২০২৪ ভোর ৪:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:

যোগ্যতর দল হিসাবেই ভারত জয় লাভ করেছে।
আর বাংপাকি আর আল বদরের ছানাপুনারা জ্বলে পুড়ে অঙ্গার।

ভারত সহজে জিতে গেলে বা আম্পায়ার ভুল ডিসিশনে কিছু হলে তাহলে বলতে পারতো যে আইসিসি তাদেরকে জিতিয়ে দিয়েছে।
ফাইনাল ম্যাচটি শেষ দিকে আনপ্রেডিক্টেবল হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হাওয়াতে এটাকে সাজানো বলতে পারছে না। দুই দিকের জ্বালা।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা।

ফাকিস্তান নিপাত যাক।

৬| ৩০ শে জুন, ২০২৪ ভোর ৪:২৮

অহন৭১ বলেছেন: বাঙ্গু মুসলিমের অবুঝ মন...........

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্রকে নিজেকে মুসলিম দাবী করলেও আল্লাহ এদের ইহুদী দের থেকে বেশি অপছন্দ করে।

৭| ৩০ শে জুন, ২০২৪ সকাল ১১:৩২

নতুন বলেছেন: ভারত বিরোধিতা করলে সমস্যা কি?

যখন আপনার সার্থে আঘাত লাগবে তখন আপনিও ভারতের বিরোধিতা করবেন।

ভারত ভালো খেলেই জয়ী হয়েছে। আইপিএল তাদের বিরাট একটা প্রতিস্ঠান যেটা ভারতকে ক্রিকেটকে শক্তিশালি করেছে।

আমার নিজের দেশ যখন বাদ পড়েছে তখন অন্যদের নিয়ে লাফালাফি করার কিছু নাই।

ভারতকে সমর্থন না করা পাবলিক নিয়ে এই উল্লাসের কি কারন বুঝতে পারলা্ম না....

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভারত বিরোধিতা তো আমি নিজেই করি। সমস্যা কই বললাম। আমি বলছি ফাকি জারজদের কথা যারা ভারত হারলে উল্লাস করে ফাকুস্তানের হারের শোক ভুলবে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভারত বিরোধিতা তো আমি নিজেই করি। সমস্যা কই বললাম। আমি বলছি ফাকি জারজদের কথা যারা ভারত হারলে উল্লাস করে ফাকুস্তানের হারের শোক ভুলবে।

৮| ৩০ শে জুন, ২০২৪ দুপুর ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার উচ্ছ্বাস দেখে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ জিতলেও এতো আরাম পেতেন না।
মানে বাংলাদেশ পারুক আর না পারুক , ইন্ডিয়া তো জিতেছে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার কেন সন্দেহ হলো বাংলাদেশের জন্য মোহাম্মদ গোফরান হাসতে হাসতে জীবন দিতে পারে এই ব্যাপারে? আমি আসলে গতকাল মনে প্রাণে চাইছি সাউথ আফ্রিকা জিতুক। আমার আনন্দের কারণ এখানে ভিন্ন। পাকি জারজরা উল্লাস করতে পারেনি তাই আমি আনন্দিত।

৯| ৩০ শে জুন, ২০২৪ দুপুর ২:৫৪

এক্সম্যান বলেছেন: নতুন বলেছেন: ভারত বিরোধিতা করলে সমস্যা কি?

যখন আপনার সার্থে আঘাত লাগবে তখন আপনিও ভারতের বিরোধিতা করবেন।

ভারত ভালো খেলেই জয়ী হয়েছে। আইপিএল তাদের বিরাট একটা প্রতিস্ঠান যেটা ভারতকে ক্রিকেটকে শক্তিশালি করেছে।

আমার নিজের দেশ যখন বাদ পড়েছে তখন অন্যদের নিয়ে লাফালাফি করার কিছু নাই।

ভারতকে সমর্থন না করা পাবলিক নিয়ে এই উল্লাসের কি কারন বুঝতে পারলা্ম না....


ঠিক বলছেন ভাই নিজ দেশের খবর নাই এরা লাফায় ভারত-পাকিস্তান নিয়ে। এরা ভারতীয়দের চাইতেও ভারতকে বেশি ভালবাসে মনে হয়। ভাবখানা এমন ভারতকে সমর্থন না করা মানেই পাকিস্তানের সমর্থক, নিজের যে একটা দেশ আছে এরা ভুলেই গেছে।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরাই ম্যাওপ্যাও মন্তব্য।

১০| ৩০ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৫

পুরানমানব বলেছেন: জয় ভfরত শাবকের জয়। :)

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বলানী কমছে না আছে এখনো?

১১| ৩০ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৯

খাঁজা বাবা বলেছেন: আপনি কি বাংলাদেশে বসবাসরত ভারতীয়?

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: না বাংলাদেশী মনে প্রাণে।

১২| ৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভারতের জয়ে আনন্দ প্রকাশ করতে পারবেন না, আনন্দ করতে পারবেন ভারতের পরাজয়ে। তবে পাকিস্তানের জয় হলে ভিন্ন কথা। এটাই এ দেশীয় বাক-স্বাধীনতা! একাত্তরে গণহত্যা, গণধর্ষণ শুধুমাত্র ধমীয় কারণে জায়েজ হয়ে যায়।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পিনাকী মার্কা গরু ছাগল বস্তি মস্তি এদের পাত্তা দিয়ে লাভ নাই।

১৩| ০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৩৯

আরইউ বলেছেন:



গোফরান,
৩০ বলে ৩০ রান লাগবে, হাতে উইকেটও আছে, সেখান থেকে ম্যাচ হেরে যাওয়া। যাহোক, যোগ্যতম দল হিসেবেই ভারত জিতেছে; প্রোটিয়ারা নার্ভ ধরে রাখতে পারেনি, রোহিত এন্ড কো পেরেছে।

আপনার পোস্ট সম্ভবত অনেকে বুঝতে পারেনি। আপনার সাথে আমার অনেক বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু এই পোস্টের কারণে আপনাকে "ভারতের দালাল" বলার কারণ কী তা তারাই জানে। এই ধরণের অহেতুক আক্রমন একদমই গ্রহনযোগ্য নয়।

০১ লা জুলাই, ২০২৪ রাত ১২:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভারতের দালালরা আমারে দুচোক্ষে দেখতে পারেনা। আমি নাকি ভারতের দালাল। এই সব পাগল ছাগল্ররে যদি এখন তাদের ভাষাতে জবাব দেই তবে আল্লামা ঢাবিয়ান- জটিল, নীল আকাশ-ভুয়া শাহ রহ: গং অভিযোগ করবে এই ব্লগের একমাত্র ব্যাক্তি আক্রমণ কারী ও ট্যাগ বাজ আমি।

১৪| ০১ লা জুলাই, ২০২৪ সকাল ১০:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি নিজেও সাউথ আফ্রিকার সাপোর্টার ছিলাম।
ক্রিকেটে আমি পাকিস্তানের ভক্ত ছিলাম। ফুটবলে ব্রাজিল।
আমি পাকিস্তানিও না ব্রাজিলিয়ানও না।

ইন্ডিয়ার অনেক ক্রিকেটারের ভক্ত আমি। ইন্ডিয়ার খেলাও ভালো লাগে।

সে বাদ দিন ,
আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারছি না। ঢাকা এলে কল দিয়েন।

০৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের ৯৯% সাউথ আফ্রিকা কে সাপোর্ট করছে। আমিও। তবে পাকি সাপোর্টাররা উল্লাস করতে পারেনি বলে আমি আনন্দিত।

১৫| ০২ রা জুলাই, ২০২৪ ভোর ৫:০৫

আরেফিন৩৩৬ বলেছেন: প্রিয় কিউট আমার চুল ছেঁড়ার ক্ষমতা আপনার নাই। আপনি একটা দ্বৈত মানদণ্ডের ব্যাক্তি। পিও ভারতবাসী। আমি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই মন্তব্য করেছি।

০৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো থাকুন। ব্লগের সুন্দর পরিবেশ বজায় রাখুন।

১৬| ০২ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৪৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: ভারত বিরোধিতা তো আমি নিজেই করি। সমস্যা কই বললাম। আমি বলছি ফাকি জারজদের কথা যারা ভারত হারলে উল্লাস করে ফাকুস্তানের হারের শোক ভুলবে।

নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ।

কোথাকার কে কি নিয়ে লাফাইলো সেটা তো তাদের ব্যক্তিগত সমস্যা। আপনি নিজের সময়, মেধা, টাকা পয়সা খরচা করে অন্যরা যে আনন্দ করতে পারেনাই তা নিয়ে এই ব্লগ লিখছেন সেটা দেখে অবাক লাগছে...

আমার দেশ যখন ভালো করতে পারেনাই তখনই এই বিশ্বকাপের ম্যাচে আর সময় দেইনাই।

এখন ভারত জিতছে আমার ভারতীয় কলিগদের অভিনন্দন জানাইছি। কাহিনি ঐ খানেই শেষ।

কিন্তু যারা ভারত বিরোধী তাদের কস্ট লাগছে দেখে আপনি আনন্দ পাচ্ছেন সেটা ভেবে মজা পাইলাম। =p~

০৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখুন দেশের শত্রুরা উল্লাস করতে পারেনি বিষয়টি আমাকে আনন্দ দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.