নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
এটি একটি ফান পোস্ট। পোস্ট দেখে যদি কারও খারাপ লাগে বা জ্বলে অনুগ্রহ করে এড়িয়ে যান।
ব্লগার চাঁদগাজী কিংবা সোনাগাজী। পৃথিবীর যারাই বাংলাব্লগ লিখে, পড়ে, বা ব্লগে আনাগোনা আছে সকলেই নামটার সাথে পরিচিত। আমি ব্লগে আসতাম না। ব্লগে কি হয় কেন হয় এগুলো নিয়ে কোন ধারণা ছিলনা। তাছাড়া আমি ব্লগারও না। আমাকে ফেসবুকার বলা চলে। তবে ব্লগে যেহেতু কাকের ট্যাং বগার ট্যাং কিছু লিখি, মন্তব্য করি, অন্যের পোস্ট পড়ি তবে নাম মাত্র ব্লগার বলা যেতে পারে। তবে ব্লগার চাঁদগাজীকে চিনেনা, উনার ব্লগে যায়না এমন ব্লগার পাঠক সামুতে একজনও নেই। ব্লগ বন্ধ হয়ে যাবে কথাটি যখন পুরনো ব্লগাররা ফেসবুকে জানেন, তখন অনেকে মন্তব্য করেছেন চাঁদগাজী আছেন বলে ব্লগে এখনো মজা আছে। চাঁদগাজীকে যখন ব্যান করা হয় তখন অনেক ব্লগার ব্লগে ইনএক্টিভ হয়ে যান। ব্যান মুক্ত হওয়ার পরপরই আবার ফিরে আসে। ফলে ব্লগ জমজমাট হয়ে উঠতে থাকে। সামু ব্লগকে জমজমাট ও প্রাণবন্ত করে রাখতে তার অবদান অসামান্য। চাঁদগাজী নিক কতবার হিট হয়েছে আমার জানা নেই। তবে সোনাগাজী নিকটি ২ বছরে ১৭-১৮ মাস ব্যান থাকার পরও ৪ লক্ষের বেশি বার দেখা হয়েছে। চাঁদগাজী নিক থেকে সম্ভবত ৯৮ হাজার মন্তব্য করা হয়েছে। সোনাগাজী নিক থেকে ২২ হাজার মন্তব্য করা হয়েছে টোট্যাল ব্লগিং সময়ের শতকরা ৭০ ভাগ সময় ব্যান থাকার পরও। যা সামহোয়্যারইন ব্লগের এক অসাধারণ রেকর্ড। এমন নজিরবিহীন ব্লগিং এর আগে সামুতে কেউ করছেন কিনা আমার জানা নেই।
আমার প্রিয় ব্লগার হাসান মাহবুব ১৬ বছরে সম্ভবত ৭৩ হাজার মন্তব্য করেছেন। মন্তব্য একটি ব্লগের প্রাণ। যারা ব্লগারদের পোস্টে নিরলস ভাবে মন্তব্য করেন তাদের ধন্যবাদ জানাই। কিছু ব্লগার তাদের পছন্দের ব্লগারদের পোস্টে শত শত মন্তব্য করেন অথচ প্রথম পাতার ৯০% পোস্টে মন্তব্য নেই। ব্লগার সোনাগাজী সবার পোস্টে গড়ে ৩/৪ টা মন্তব্য করেন। বিষয়টি সুন্দর।
যাই হোক, দীর্ঘ ৪ মাস পর প্রথম পাতায় ফিরে এসেছেন ব্লগার সোনাগাজী বা চাঁদগাজী। আশা করছি এবার ব্লগ জমে উঠবে।
ব্লগার সোনাগাজীর প্রথম পাতায় ফেরা উপলক্ষে সামান্য খানাপিনার আয়োজন:
হ্যাপি ব্লগিং।
১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: কিউট একলব্য এতদিন পর কোত্থেকে? কেমন আছেন?
ধন্যবাদ ফিডব্যাক এর জন্য।
২| ১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথা তো সত্যিই।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মিথ্যার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি মিথ্যা বলিও না মিথ্যার ধারে কাছেও যাইনা।
৩| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাওয়া দাওয়া করুন। কোন সমস্যা নেই। তবে আমি একটু তিতা কথা বলি।
ব্লগার সোনাগাজী আমাদের পর্যবেক্ষনে রয়েছেন, তিনি প্রথম পাতায় পোস্ট প্রকাশ করতে পারবেন তবে অন্য কোন পোস্টে মন্তব্য করতে পারবেন না।
আপনারা যারা তাঁর অতি ভক্ত আছেন এবং যাদের কারনে তিনি ব্লগীয় নীতিমালা দম্ভ সহকারে লঙ্ঘন করে নির্বিকার থাকেন - এবার অনুগ্রহ করে আপনাদের নিজেদের কিছুটা সংশোধন করার সময় এসেছে। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই - এবার যদি তিনি নীতিমালা লঙ্ঘন করেন তাহলে তাঁর ব্লগিং সুবিধা আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিবো।
আর যদি আপনি মনে করেন, কোন ব্লগারকে ছাড়া সামহোয়্যারইন ব্লগ চলবে না - তাহলে আপনার সাথে সেই তর্কে যাবার কোন ইচ্ছে আমাদের আনুষ্ঠানিক ভাবে নেই, সেটা সময় বলে দিবে।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় মডারেটর,
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কর্তৃপক্ষ কাকে ব্যান করবেন কাকে রাখবেন তা মডারেশনের একান্তই ব্যাক্তিগত ব্যাপার।
কোন ব্লগার ছাড়া সামু চলবেনা এটা আমি কখনো বলিনাই বা মনে করিনাই।
সোনাগাজী পোস্ট দিয়ে জানতে চেয়েছেন "উনি কি কি ব্যাক্তি আক্রমণ করেছেন কাকে কাকে? যারা উনার ব্যাক্তি আক্রমণ এর শিকার হয়েছেন তাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, একজনও আসেমনি। তাই আপনার মাধ্যমে উনি কর্তৃক ব্যাক্তি আক্রমণ এর শিকার হওয়া প্রতিটি ব্লগার কে আমি আহবান জানাতে চাই, উনি কাকে কি ব্যাক্তি আক্রমণ করেছেন অনুগ্রহ করে প্রমাণ দিন তারভপোস্টে গিয়ে।একান্তই যদি উনার পোস্টে মন্তব্য করতে আপত্তি থাকে আলাদা করেবপোস্ট দিন বা এখানে প্রমাণ দিন। "
আর আমার দীর্থদিনের প্রশ্ন "উনাকে যারা ব্যাক্তি আক্রমণ করেছেন, ব্যাক্তি আক্রমণ এর জবাব উনাকেউ ব্যাক্তি আক্রমণ করে দিয়ে দেন সে ক্ষেত্রে উনি যে ব্যাক্তি আক্রমণ এর শিকার হয়েছেন সেগুলোর উপযুক্ত প্রমাণ উপস্থাপন করলে তাদেরকেউ কি ব্যান করা হবে? ব্যাক্তি আক্রমণ এর জবাব যদি ব্যাক্তি আক্রমণ করে দিয়ে দেন তাহলে উনাকে বতান কিরার প্রশ্ন কেন আসছে? যদি উত্তর হ্যা হয় তাহলে মডারেশনের প্রতি শ্রদ্ধা আর যদি উত্তর না হয়, তাহলে এটা কি বৈষম্য নয়? "
একজন আমব্লগার হিসেবে আমি সকল ব্যাক্তি আক্রমণ কারীর বিচার চাই। সেটা যদি আমিও হই তাহলে আমাকেও নীতি মালায় আনলে আমি কষ্ট পেলেও হাসিমুখে ন্যায় বিচার মেনে নিব।
অনেক ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: মুবাইল থেকে পোস্ট ও মন্তব্য লিখলেই টাইপো হয়ে যায়। স্যরি ২/১ টা টাইপোর জন্য।
৪| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৪১
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,
সোনাগাজী (চাঁদগাজী) সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা ঠিক।
সোনাগাজীর প্রত্যাবর্তন সুন্দর হোক। সুন্দর হোক ব্লগখানিও................
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমি কখনোই ব্লগে ভুল তথ্য দেইনিব।ভবিষ্যতেও দেয়ার সম্ভাবনা নেই।
৫| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৩৬
অহন৭১ বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসা,
ভাইয়া আপনি কী সব আবলতাবল বলছেন?! আপনি ব্লগ নীতিমালা নিয়ে থাকেন, সমস্যা নেই। কিন্তু এভাবে একটি ফান পোষ্টে এসে পুলিশের মত কথা না বল্লেও পারতেন। নিচু মানসিকতা............
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কারও মন্তব্য দিয়ে তাকে নীচু মানসিকতা ভাবা ঠিক নয়। উনার একটা সুন্দর মন আছে। সেটা বুঝার চেষ্টা করুন। উনি চাইলেই অনেক কে উপযুক্ত কারণ দেখিয়ে ব্যান করতে পারেন। কিন্তু মায়া করে করেন না উনার একটা মানবিক ও সুন্দর মন আছে বলে। সে সুন্দর মনটাকে বুঝার ট্রাই করুন।
৬| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:০৪
ধুলো মেঘ বলেছেন: ব্লগের সময় শেষ হয়ে আসছে। আমরা আর অযথা কচলাকচলি না করি!
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই। ঠিক বলেছেন।
৭| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৯
আলামিন১০৪ বলেছেন: চলেন আমরা সব আম্রিকা গিয়ে সেলিব্রেট করি, ওরে বলেন ভিসার ইনভাইটেশন লেটার পাঠাতে
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগের কাজ ব্লগে করাই বেটার।
৮| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অহন৭১ সহ আরো কয়েকটি মাল্টিনিক ভালোই চালিয়ে যাচ্ছে।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগিং এর জন্য মাল্টি নিক সুন্দর। তবে মানুষ কে কষ্ট দেয়া আঘাত করা হেয় করার জন্য মাল্টি খোলা ক্রিমিনাল দের কাজ। ক্রিমিনাল এড়িয়ে চলুন।
৯| ১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: খাওয়ার আয়োজন মন্দ নয়, তবে দেখার জন্য কোনগুলো খাওয়ার জন্য কোনগুলো তা বললেন না।
১২ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: সব খাওয়ার জন্য।
১০| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার এই পোস্ট অবশ্যম্ভাবী ছিলো।
১২ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা দস্যু ভাই বলে জানা কথা একটা পোস্ট আসবেই সোনাগাজী আনব্যান হলে।
১১| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৫
পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই না থাকলে ব্লগের মজাই পাওয়া যায় না। অভিনন্দন চাঁদগাজী ভাই
১২ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। অনেক ধন্যবাদ।
১২| ১২ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৫
জ্যাক স্মিথ বলেছেন: ভালো খবর, এখন ব্লগ গরম হবে।
গাজী সাহেব কে একটি ইউটিউব চ্যানেল করে দিলে উনার সময়টা ভালো কাটবে।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: চুড়ান্ত ব্যান করাবে মনে হচ্ছে। তখন ফেসবুকে একটা ফ্যান পেজ খুলা হবে। আমার একজন এডমিন পেইজটা চালাবে। উনি মেইলে পোস্ট লিখে দিবেন এডমিন সেগুলো পোস্ট করবে। আমরা লাইক কমেন্ট শেয়ার করব। উনার পেইযে ফলোয়ার ৩ মাসে ২/৩ লক্ষ অরগানিক ফলোয়ার আনার দায়িত্ব আমার।
১৩| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৭
জনারণ্যে একজন বলেছেন: গোফরানের পোস্ট যতটুকু বিরক্তিকর, তারচেয়ে অনেক বেশি বিরক্তিকর কাল্পনিক ভালোবাসা'র মন্তব্য।
কাল্পনিক ভালোবাসা'র ধারণা সোনাগাজী ওনার 'অতি ভক্তদের' কারণে ব্লগীয় নীতিমালা দম্ভ-সহকারে লঙ্ঘন করে নির্বিকার থাকেন। আমি যদি বলি, আপনারা, যারা মডারেটর আছেন, তাদের কারণেই উনি এমনটি করে থাকেন?
আপনারা ব্যান/আনব্যান খেলা খেলবেন আর তার দায়ভার চাপাবেন অন্য ব্লগারদের উপর?
আপনার যদি সোনাগাজীকে কিছু বলার থাকে (অফিসিয়ালি - যেহেতু মন্তব্য এসেছে মডারেটরের আইডি থেকে), সেক্ষেত্রে ওনাকে ইমেইল করে কিংবা ওনার পোস্টে যেয়ে বলছেন না কেন?
কেন আপনি এক ব্লগারের পোস্টে এসে আরেক ব্লগারকে ওয়ার্নিং দেবেন? উপরন্তু গোফরান যেখানে বলেই দিয়েছেন এটি একটি ফ্যান পোস্ট।
পেশাদার আচরণ শিখে তারপর অন্যকে জ্ঞান দেয়া উচিত।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: বাদ দেই। এগুলো নিয়ে আর কথা না বলি।
১৪| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ২:০৮
নিমো বলেছেন: সামান্য দুই পয়সার ব্লগের মডুর তাফালিং দেখলে আর বুঝতে অসুবিধা হয় না যে, যে দেশের মডুদের এই হাল কেন ?
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: সকল ব্যাক্তি আক্রমণ কারীকে ব্যান করা দরকার। শুধু দুই একজনকে ব্যান করা দু:খজনক।
১৫| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিমোঃ হা হা হা আপনাদের ভাষা দেখলে আগে বিরক্ত হতাম এখন হাসি পায়। মডারেটরকে নিশ্চিন্তে গালি দেন, যা ইচ্ছে মন চায় বলেন - আপনার দুই টাকার ব্লগ আপনাকে অন্তত এই স্বাধীনতা দিচ্ছে - এই হিসাবে কিছুটা কৃতজ্ঞ হোন।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়েটিং ফর ডিসেম্বর ধামাকা।
১৬| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ২:৪৯
নিমো বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিমোঃ হা হা হা আপনাদের ভাষা দেখলে আগে বিরক্ত হতাম এখন হাসি পায়। মডারেটরকে নিশ্চিন্তে গালি দেন, যা ইচ্ছে মন চায় বলেন - আপনার দুই টাকার ব্লগ আপনাকে অন্তত এই স্বাধীনতা দিচ্ছে - এই হিসাবে কিছুটা কৃতজ্ঞ হোন।
আপনার স্টেপ ডাউন হাসিনা হ্যাশট্যাগ পোস্ট নির্বাচিত পাতায় নেয়া কিংবা ফরহাদ মাজহারের কোন কোভিড বিষয়ক পোস্ট জনৈক ব্লগার কপি পোস্ট করতে নির্বাচিত পাতায় নেয়ার পর অভিযোগ আসলে আপনার বিখ্যাত বাণী আমি ওটা কবিতা ভেবেছিলাম পড়ে আমারও আগে বিরক্ত লাগত, আজকাল হাসি পায়। হা হা হা! কোটি টাকার দেশ যদি আপনার আ্শ্রয়েপ্রশয়ে জাতীয়তাবাদের নামে দেশকে উগান্ডা বলা, জ-শিদের দিয়ে প্রোপাগান্ডা করানোর পরও ছাড় দেয় বা আপনার বলা অন্তত এই স্বাধীনতা দিচ্ছে - এই হিসাবে, তাহলে আপনি ও ব্লগ কর্তৃপক্ষও কিছুটা কৃতজ্ঞ হোন।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: নিমো ভাই বাদ দেন।
১৭| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৪
নিমো বলেছেন: লেখক বলেছেন: নিমো ভাই বাদ দেন।
আমিতো ভেবে পাই না, একটা মারখোর ব্লগের মডু হয় কিভাবে ?
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৬
একলব্য২১ বলেছেন: সামু কতৃপক্ষকে ধন্যবাদ উনাকে ফ্রন্ট পেইজে ফিরিয়ে আনার জন্য।
চাঁদগাজী সাব ওয়েলকাম ব্যাক এগেইন।