নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার চাঁদগাজী/সোনাগাজীকে একটু মানিয়ে নেয়ার অনুরোধ।

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১


ব্লগার চাঁদগাজীর একটাই সমস্যা তিনি অহেতুক মানুষকে খোঁচান। গার্বেজ বা নতুন প্রজন্ম যেগুলোকে গু পোস্ট বলে সেগুলোকে সরাসরি গু পোস্ট বলা ব্লগে বেমানান। ফেসবুক ইনস্টাতে বিষয়টি খুবই স্বাভাবিক। যেমন আমার প্রফেশনে ফটুশ্যুট এর নামে যারা হুদাই উদ্ভট ছবি তুলে সেগুলোকে আমরা গু শ্যুট বলি। ব্লগের একটা স্ট্যান্ডার্ড আছে। ফেসবুকের স্ট্যাটাস কিংবা স্টোরি আর ব্লগ পোস্টের মধ্যে ব্যাপক প্রার্থক্য। এখন ব্লগে কেউ নীতিমালা মেনে যা ইচ্ছা তা লিখতে পারেন। কিন্তু তাই বলে সে পোস্টে গিয়ে সরাসরি গার্বেজ বা গু পোস্ট বললে ব্লগাররা কষ্ট পান। আমরা বড়জোর সমালোচনা করতে পারি তাও গঠনমূলক। কিন্তু কোয়ালিটি পোস্ট লিখতে পারেনা বলে কারও পোস্টকে সরাসরি গার্বেজ বলা ঠিক নয়। তাই ব্লগার সোনাগাজীকে এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

সোনাগাজীর অনেক সমস্যা যেমন আছে কিছু ভালো গুণও আছে। যেমন:
১) তিনি ব্লগে সবচেয়ে বেশি সময় দেয়া ব্লগার।
২) ব্লগে কেউ থাকুক না থাকুক উনি লগ ইন থাকবেনই। কি রাত ২ টা কিংবা ভোর ৫ টা। সবসময় এক্টিভ।
৩) তিনি একজন নিরলস মন্তব্যকারী।
৪) তিনি ব্লগে থাকলে ব্লগ জমজমাট থাকে।
৫) ব্লগে এমন কেউ নেই উনার ব্লগে ঢু মারেনা।
৬) উনাকে ব্যান করা না করা সমান। নিজের ব্লগে পোস্ট দিলেও প্রথম পাতায় পোস্ট না যাওয়ার পরও তার পোস্ট সর্বাধিক পঠিত ও মন্তব্য প্রাপ্ত হয়ে থাকে।
৭) উনি একজন সত্যবাদী।
৮) কাউকে গালিগালাজ করেন না।
৯) একজন নিবেদিত প্রাণ ব্লগার।
১০) যে-কোন ব্লগারের বিপদে উনি অস্থির হয়ে উঠেন।

লক্ষ্য করুন তার খারাপ গুণ শুধু ১ টা। হুদাই খোচানো ও ব্যাক্তি আক্রমণ মূলক সমালোচনা। আর কোন দোষ কিন্তু নেই। আর উনাকে ব্যান করলে তো কারও কোন লাভ নাই। উনাকে যারা লাইক করেন না তারা হয়তো সাময়িক আনন্দ পাবেন কিন্তু কোন লাভ হবেনা। বরং উনি থাকলে ব্লগের ভালো হবে বলেই আমার ধারণা।

ব্লগ জমাতে পারাটা আর্ট। এটা সবাই পারেনা। আড্ডাবাজি, ক্যাচাল, ব্যাক্তি আক্রমণ এগুলো এখন ব্লগাররা পছন্দ করেনা। ব্লগে বিনোদন না থাকলে ব্লগিং বোরিং। আমি এই মাস ব্লগে আছি। সবাইকে (ছাগু ও কাঠমোল্লা ছাড়া) এক্টিভ হওয়ার অনুরোধ জানাচ্ছি।

তাই উনাকে একটু মানিয়ে নেয়ার জন্য সকল ব্লগারদের অনুরোধ করছি। একই সাথে ব্লগার সোনাগাজীকে অহেতুক খোচাখুচি না করার অনুরোধ জানাচ্ছি। এই পোস্টের মাধ্যমে আমার সমমনা সকল ব্লগারকে ব্লগে একটিভ হওয়ার অনুরোধ করছি। তবে পোস্ট দেয়ার আগে তথ্য উপাত্ত নিয়ে ভালো করে যাচাই-বাছাই করার আহবান জানাচ্ছি। কোন ভাবেই যেন গুজব না ছড়ানো হয়। বাঁশের কেল্লার এডমিন আর ব্লগারদের মধ্যে অনেক প্রার্থক্য। তাই বাশের কেল্লার এডমিন মার্কা কাজ করা থেকে বিরত থাকতে হবে।

আসুন আমাদের দেশ ও দেশের মানুষের পক্ষে লিখি। ফ্যাসিবাদ ও রাজাকারের বিরুদ্ধে লিখি।

জয় বাংলা।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

ব্লগে সোনাগাজী ফ্রন্ট পেজ ব্যান মুক্ত হলে আমি খানা পিনার পোস্ট দেই। এবারও তার ব্যান মুক্তি উপলক্ষে সামান্য খানাপিনার আয়োজন।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২১

আঁধারের যুবরাজ বলেছেন: অনেক দিন পরে পোস্ট দিলেন ,আশা করি ভালো আছেন।

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল। আপনি কেমন আছেন?

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২০

অধীতি বলেছেন: এত সুস্বাদু খাবারের ছবির সাথে একটা নিমন্ত্রণও দিয়ে দিবেন। ছবিগুলো দেখেই ক্ষুধা আক্রমণ করেছে।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: বিভিন্ন খানে দাওয়াত খেতে গিয়ে ছবি গুলো উঠানো। আমি গরীব মানুষ। তবে চট্টগ্রামে আসুন। ইনশাআল্লাহ আতিথেয়তার ঘাটতি হবে না।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২১

সাহাদাত উদরাজী বলেছেন: তার খারাপ গুন ১টাই! ওকে মেনে নিলাম!
ধরেন এক ড্রাম দুধে এক চামচ মানুষের মল মিশিয়ে দিলেন, পারবেন সেই ড্রামের দুধ পান করতে?
উনার অবস্থা এমনই, সেই ড্রাম ভরা দুধ!

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসুন আগে নিজের বগলটা শুকে দেখি।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



৫৩ বছরে বাংগালী এগুতে পারেনি; ব্লগিং খুবই সামান্য পরিমাণ ব্লগারকে ভালো বুঝতে ও ভালো লিখতে সাহায্য করেছে।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: সমালোচনার ভাষা নম্র হওয়া বাঞ্চনীয়।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ।
আমাকে বেশ কয়েকটা ব্লগে ব্যান করেছিলো; ওরা কেহই ব্লগিং'এ নেই।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ঢাবিয়ান নীল আকাশ ভুয়া মফিজ শাহাদাত উদারজি সহ আরো ২/১ ছাড়া আর কেউ চান না আপনি ব্যান হোন।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





তিনি অতুলনীয়।
তাঁর মতো আর কেউ নেই।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অতুলনীয় কিনা জানিনা। তবে ব্লগের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:























সর্বপ্রথম প্রতিটি মানুষের বিবেক ও চরিত্রের সংস্কার করা দরকার।

বাকি সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।

বিবেকের রিসেট বাটনে সবাই শক্ত করে চাপ দিন।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত।

৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫১

চারাগাছ বলেছেন:
১০টা গুনের কথা বলেছেন। একটাও অগ্রাহ্য উপায় নাই।
তবে উনি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ধারণা পোষণ করেন। পোষ্ট পড়ে ব্লগার কে চেনার চেষ্টা করেন।

আপনি যে খারাপ আচরণের কথা বলেছেন। সেটা শুধরাবে না। অন্যের সাথে ঝামেলায় না জড়াতে একজন শুভাশীষ হয়ে উনাকে বলেছি অনেকবার।

যাইহোক,
আপনি অনেকদিন পর।
কেমন আছেন "নতুন বাংলাদেশে'?
ব্লগে কারো সাথে ছোটখাট ঝামেলা থাকলে মিটিঢ়ে ফেলুন। ধন্যবাদ।
শুভ ব্লগিং।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগু ও কাঠমোল্লারা যেখানে দাদাগিরী করে সেখানে আমি দেশে কি করে ভালো থাকি বলুন তো।

আমরা কেউ দোষ ত্রুটির উর্ধে নয়।


পাকি দালাল ২/৩ জন ছাড়া আর কারও সাথে ঝামেলা নেই। ধন্যবাদ।

৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার জুল ভার্নের আজকের পোষ্ট, "মানুষেফ জীবনে বিবাহ প্রথা" নিয়ে? গ্রামের অশিক্ষিত মানুষও তো এসব কথা জনসন্মুখে বলার কথা নয়; কিন্তু কোন পাঠক এসব গার্বেজের প্রতিবাদ করেননি।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি উনার মত লিখুক আপনি আপনার মত লিখুন।

১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২২

রিফাত হোসেন বলেছেন: উনি পোস্টে মূল বিষয়ের বেশী ভেতরে ঢুকে যায়। ব্লগিংটা আলোচনার জায়গা, ক্ষেত্র বিশেষে relaxed বা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেও দেখা স্বাভাবিক। যাকে বলতে চায় তার স্তর অনুযায়ী মন্তব্যটা করলে ভাল হত। যাতে পোস্টদাতা আলোচনা বা বুঝতে পারে। এখন কারউ অ্যান্টেনার উপরে বার্তা দিলে কি সে তার ফ্রিকুয়েন্সীতে ধরতে পারবে?

গাজী সাহেবের কাছে অনেক পোস্ট অর্থহীন, যুক্তিহীন মনে হয়। পোস্টদাতার কাছে একই অনুচ্ছেদ অর্থবহ হতে পারে। এখানে ব্যক্তি আক্রমণ পরিত্যাজ্য। আর সবকিছু সঠিক হবে না, এটা উভয়কেই মেনে নিতে হবে। আলোচনা হতে পারে কিন্তু ভাষাগত লাগাম টেনে!

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আশা করি উনি আপনার মন্তব্য আমলে নিবেন।

১১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫১

নতুন বলেছেন: আপনি কেমন আছেন।

বর্তমানের পরিস্থিতি নিয়ে আপনার অভিঙ্গতার কথা লিখুন।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখার সময় তো হয়না। তবে লেখার চেষ্টা করব।

১২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২০

ফেনা বলেছেন: ব্লগার চাঁদগাজী/সোনাগাজী আসলে কি চান?
ঊনাকে লিখতে বলে আর তাঁর লিখা অনুযায়ী তাঁর জবান ঠিক থাকতে হবে।

ব্লগে আমরা লিখতে আসি, লিখা শিখতে আসি, পড়তে আসি, আসি নতুন কিছু জানতে।
তাহলে কেন করেন এত ক্যাঁচাল!!!

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি চান শুধু কোয়ালিটি পোস্ট আসুক। উনার মতে অধিকাংশ পোস্ট ম্যাওপ্যাও।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২১

নজসু বলেছেন:




এইবার ভার্চুয়াল না, সত্যিকারের খানাপিনা চাই। :)

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আসুন চট্টগ্রাম।

১৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৪

নজসু বলেছেন:




আমি আস্তিক।
উনি নাস্তিক।
তবুও আমি উনাকে শ্রদ্ধা করি।
ব্যক্তি হিসেবে চমৎকার একজন মানুষ।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

এসবে কাজ হবে না, উনি চলুক উনার গতিবিধি বজায় রেখে।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: নীতিমালাকে সম্মান করতে হবে সবাইকে।

১৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



অপু ও শায়মা সামুটিমে আছেন; মনে হয়, এডমিন সাহেব এই ২ জনকে প্রফেশানেল ট্রেনিং দেননি।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রধান মডারেটর হয়তো সম্পাদনার জন্য উনাদের নিয়োগ দিয়েছেন হয়ত। আমার ৪/৫ টা ফেসবুক পেজ আছে। ওগুলো পরিচালনার জন্য যেমন এডমিন দরকার এত বড় ব্লগ সম্পাদনার জন্যও সহকারী দরকার। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ঠিক মতো সম্পন্ন করে ব্লগ কে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করুক।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯

ফেনা বলেছেন: " লেখক বলেছেন: উনি চান শুধু কোয়ালিটি পোস্ট আসুক। উনার মতে অধিকাংশ পোস্ট ম্যাওপ্যাও। "

ভাই তাহলে ওনাকে বলে আমাদের স্পষ্ট করে বলে দিতে আমরা চলে যাই। আর না আসি। কিন্তু এই কথাটাও ওনার মনে রাখা উচিৎ ব্লগে যতগুলি গার্বেজ আসে তাঁর সিংহ ভাগ আসে তাঁর থেকে। নেগেটিভ আর আজাইরা যতসব বাজে চিন্তার কথা যার মাঝে কোন চিন্তা চেতনার প্রকাশ নেই, নেই কোন পরামর্শ, নেই কোন সমাধান। মনে রাখবেন যে নিজে গার্বেজ সে সবসময় অন্যকে গার্বেজই মনে করবে। এইটাই স্বাভাবিক।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো বললামই। উনাকে অযাচিত খোচাখুচি বন্ধ করতে হবে না হলে পারমানেন্টলি নিকটি ব্যান করবেন কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.