![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসৎ লোকেরা কাউকে
সৎ মনে করেনা,
ভালো লোকের ভালো কাজ
নিজের চোঁখে ধরেনা।
চোর, বাটপার শোনেনা
ধর্মের কাহিনী,
ওদের ধরতে ক্লান্ত
প্রশাসনের বাহিনী।
ফজর নামাজ ফেরতরা
ভোর বেলা ঘুরছে,
চিচকে চোরা মনে করে
চুরি করে ফিরছে।
যে যার মতো ভেবে যাচ্চে
চিন্তায় নেই গলদ,
ইতিবাচক ভাবুকেরা সব
হয়ে যাচ্চে বলদ।
আধার কেটে সুখের দেখা
পাবে সবাই কবে?
নৈতিকতার চর্চা করলে
সবাই আলোকিত হবে,
লেখা লেখির সার্থকতা;
কেউবা ঐ লেখা পড়ে,
খারাপ কাজ ছেড়ে যদি
কেউ আদর্শ জীবন গড়ে।
সবাই আমরা ভালো হই
ভালো কাজ, চিন্তা করি,
মাতৃভূমির সেবা করে
এই দেশেতেই মরি।
২২/০৩/২০১৮ খ্রিষ্ট.
২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা জানবে
২| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার নীতিছড়া বেশ ভাল লাগল।
শুভেচ্ছা নিন।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার মুখ নিশ্রিত প্রশংসা ভালো লাগলো
৩| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, যুক্তি না নিলে যুক্তি দাও!
আচ্ছা আপনার নিক কি ( যুক্তি না নিলে যুক্তি দাও) না (যুক্তি না নিলে মুক্তি দাও) কোনটি??
আপনি কি জানেন? আমার আগে যে দু জন মন্তব্য করেছে তারা এই ব্লগের তুখোড় কবি? অবস্য আপনার কবিতাও সুন্দর। আপনি দ্রুত তাদের মন্তব্যের প্রতিউত্তর করুন।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নিজাম ভাই আমার নিক টা যথার্থ হয়নি এডিট করব কি ভাবে জানালে কৃতার্থ হব। মোবাইলে আমি একটু আধটু ব্লগিং করি। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর ।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: আজ থেকে আমি আপনার ভক্ত হয়ে গেলাম।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আজ থেকে আমিও আপনার অনুরক্ত হলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ