![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম নামক রোগে ধরলে
সারে নাকো মলমে,
রোগের ধরণ লিখতে বসলে
কালি ফুরাবে কলমে।
বাংলাদেশের শহর বাজারে
পাতি কাক আছে যত,
প্রেমে ব্যর্থ কবির সংখ্যা
ঠিক আছে তত।
টিন এজ কালীন রঙিন স্বপ্ন
প্রায় জন-ই দেখে,
বয়স পার হলেই কিন্তু
বাস্তবতা শিখে।
প্রেমের রাজ্য পদচারণা যেন
বিষম-ই কারবার,
তিলে তিলে শেষ করে
জীবন হবে যেরবার।
নকল প্রেমের বাজারে
আসল প্রেম হাওয়া,
অযথা খোঁজ করলে
যাবেনা কভু পাওয়া।
চৈতালি কবিতা তাই
দিলাম তরমুজের ছবি,
সবাই আমাকে বলবেনা
প্রেমে ব্যর্থ কবি।
প্রেম কাব্যর ইতি টানলাম
লিখতে আরও চাই
মনে আরও ছিল কথা
রসিক পাঠক নাই।
২৪/০৩/২০১৮ খ্রিষ্ট.
ছবি: গুগুল থেকে নেয়া
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ছড়া শিল্পী বরকত ভাই
মেধাবী এবং গুণী,
দিনে দুটি ছড়া দিবেন
নইলে হবেন ঋণী।
২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
দেশের অস্হির সমাজ ব্যবস্হায়, লাখ লাখ তরুণ তরুণীর প্রেমও কখনো দানা বাঁধতে পারছে না, অকালে ভেংগে যাচ্ছে।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি একমত এ ব্যাপারে। বেকারের প্রেম দানা বাধা তো দুরে থাক কাছেও ঘ্যাসে না। আমার দ্বারা পরিক্ষিত।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: আপনি তো মিয়া অনেক অভিজ্ঞতা সম্পূন্ন লোক।
ভেরি গুড।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কি যে বলেন লজ্জা লাগেনা বুঝি!!!!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: চৈতালি কবিতাখানি লিখেছেন যিনি
তার কাছে প্রেমিকারা থাকবে ঋণী।