![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালী আমরা হয়েছি স্বাধীন
মাথা উচু করে বলব,
কারোর সাথে বিবাদ নয়
একসাথে মোরা চলব।
শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিমায়
দেশকে এগিয়ে নিবো,
দেশের তরে মোদের জীবন
অকাতরে বিলিয়ে দিবো।
দেশকে ভালবাসেনা যারা
তারা পরজনমেও দুঃখী,
ইহজনমে ও অভাগা তারা
হবে না কভু সুখী।
নিজের অবস্হানে থেকে আমরা
চলেন দেশটাকে গড়ি,
শক্র যারা আছে লুকিয়ে
তাদের বিরুদ্ধে লড়ি।
স্বাধীনতা দিবসের ব্রত নিয়ে
সবাই ঐক্য গড়ি,
যেখানে যেভাবেই থাকি যেন
বাংলার ইতিহাস পড়ি।
সবুজ শ্যামল প্রকৃতি দেখে
ভরে যায় মোদের মন,
মুজিব আমার ঠিকানা দিয়েছে
বাংলা আপন জন।
তাং ২৬/০৩/২০১৮ খ্রিষ্টঃ
ছবিঃ গুগুল
ফেসবুকে আমার নিজ আইডিতে একই সময়ে প্রকাশিত।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মিয়া ভাই পড়ে মন্তব্য করেছেন বড়ই তৃপ্তিকর ঢেকুর তুলে প্রীত হলাম
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: আমার সামুর ব্লগ জীবনে একটা কবিতা দিয়েই ব্লগ জীবন শুরু হয়।
বিজয় দিবস নিয়ে লিখে ছিলাম।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি আমার কবিতা গুলো পড়ে মন্তব্য করেছেন খুব ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন হয়েছে ভাই!!


ঠিক তাই; কারোর সাথে বিবাদ নয়, একসাথে মোরা চলব।
সময় করে নতুন লেখা দিন।