![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত বিকালে আসবার কথা
তার টিকিটির খোঁজ নাই,
পথ পানে চেয়ে থেকে
বেলা গড়িয়ে যায়।
অপেক্ষার পালা শেষ করে
যখন তুমি এলে,
কি আনন্দ লেগেছিল মনে
শেষ হবে না বলে।
দেখবার স্বাধ না মিটে যতক্ষণ
সামনে থাকবে দাঁড়িয়ে,
আবেগ মোহ কেটে গেলে
দিলাম হাতটা বাড়িয়ে।
প্রেম পর্বের প্রবাহ শেষে
সে কনের সাজে সাজল,
হাজার ও দফা রফা হয়ে
বিয়ের ঘন্টা বাজল।
হাতে হাত ধরে অবগাহন হবে
মুদিবে লাজুক নয়নে,
হৃদয়ের কত কথা হবে
নিশি কালে ঐ শয়নে।
তারিখঃ ০৩/০৪/১৮ খ্রিষ্ট
ছবি ঃ নেট থেকে নেওয়া
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যদিও পোস্ট করেছি কিন্তু আমিও এটাই ভাবছিলাম
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: অনবদ্য !!
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
নয় মোর গদ্য
হবেনা কেন অনবদ্য?
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লাম। তবে আগেরটার মত নয়