![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাতি নেতাদের জ্বালাতনে
পথ চলা যে দায়,
মনে হচ্ছে বড় নেতারা
দিচ্ছে ওদের সায়।
বর্বরোচিত মান অপমান
সুশীলদের ওরা করে,
শান্তিকামী শান্তিরা সব
আগেই গেছে মরে।
গালিগালাজ অশ্লীলতা
মুখের প্রধান ভাষা,
সূধীজনরা ছেড়েছে তাই
নব জীবনের আশা।
হুমকি ধামকি দেয়াটাই
ওদের প্রধান কর্ম,
ভালো কাজে নেই ওরা
পালন করেনা ধর্ম।
বলতে গেলেই তেড়ে আসে
মনে হয় ভাল্লুক,
পোষাক আশাকের শ্রী দেখে
মনে হয় উল্লুক।
পাতি নেতাদের চামচামিতে
বড় নেতা খুশি হয়,
এই দৃশ্য দেখলে পরে
মনে লাগে সংশয়।
তাং ০৬/০৪/২০১৮ ইং
ছবি: অন্তর্জাল থেকে নেয়া
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হ্যা লাইনটি ঠিক আছে। শান্তিককামী আর শান্তিরা মানে শান্তি নামের একজন আমাদের এলাকায় খুব ভালো মানুষ ছিল সে ৪০/৪৫ বছরেই মারা যায় তাকে উদ্দেশ্য করেই ঐ শব্দটি ব্যবহার করা।
ভালো থাকবেন ও শুভেচ্ছা জানবেন
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনাকেও +++++ দিলাম আমার ব্লগ পড়ার জন্য
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই একদিন আপনার নামটা জানাবেন??
আমি দেখার পর মন্তব্যটি মুছে দিতে পারেন!
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অবশ্যই
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
আবু আফিয়া বলেছেন: পড়ে মজা পেলাম, ধন্যবাদ
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
পাইলেন যখন মজা
খাওয়াব কিন্তু গজা।
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর হয়েছে।
+++
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধন্যবাদ জানবেন
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
অতীবও খুশি হলাম
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দাদা, আপনি একজন জাত কবি। আমাদের নতুন রত্ন।
শান্তিকামী @শান্তিরা??? সব,
আগেই গেছে মরে।
লাইনটি ঠিক আছে?