![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেরেসা মে ধরা খেয়ে
সিরিয়ায় করছে হামলা,
কিম জং উন দিয়েছে টান
ডোনাল্ড ট্রাম্প সামলা।
ভ্লাদিমির পুটিন শক্তিমান
সমীহ সবাই করছে,
পাষন্ড ইজরাইলের অত্যাচারে
ফিলিস্তিনিরা বেঘোরে মরছে।
আসাদ পুতুলে-এ সিরিয়া পুড়ল
রোহিংগা খাদক সুচি,
বুশ খেয়েছে ইরাক আফগান
লেগেছে বড় জুসি।
মোসাহেব যুবরাজ নামটি
যে তার; সৌদ সালমান,
আমেরিকার চাটুকারিতা করে
তিনি সামনে হন আগুয়ান।
সাম্প্রদায়িক ঝড়ে লন্ড ভন্ড
নরেন্দ্র মোদীর ভেলকি,
শি জিন পিং সারাজীবন
দেখাবে তাঁর খেল-কি?
মুজিব কন্যা শেখ হাসিনা
রাজনীতিতে সেরা,
মনে হচ্ছে খালেদা জিয়ার
হবে না আর ফেরা।
লৌহ মানবী শেখ হাসিনা
বাংলায় আছে যতদিন,
পথ হারাবে না বাংলাদেশ
ঠিক ততদিন।
তারিখ: ১লা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ
ছবি: গুগুল হতে নেয়া।
আজ আমার নিজ ফেসবুক-
আইডিতে প্রকাশিত।
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নিজাম ভায়ের আছাড় খাওয়াই
বাচ্চারা দিচ্ছে তালি,
ডাক্তারের কাছে গেলে বলল
ডিম খাবে কয়েক হালি।
ডাক্তার ভিজিট দিয়ে আমি
বললাম একটা সরি,
ভবিষ্যৎ- এ তেল দেয়া
এমন ভুল না করি।
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব বিখ্যাতদের এক সাথে হাজির করেছেন...........।
শুভ বনবর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার প্রতিও শুভ নববর্ষ
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কঠিন কথা সহজ করে বললেন।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার মতিগতি ভাল না। নিয়মিত না লিখলে মডুরা সেফ করবে না।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এই সেরেছে রে, কি যে করি ঠিকমত লেখার সময় পাইনা। ব্লগে দর্শন দেয়ায় সুস্বাগত
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি!!! লাইক দিলাম।

ছবিটা দারুন হয়েছে। লেখাটা সুপার! কিন্তু শেষের দিকটা বেশী তৈলাক্ত হওয়ায় আছাড় খেয়েছি।
ওষুধের দাম দিন।