![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই তো সেদিন শুরু হলো
আজ হবে এর শেষ,
ভক্তকুলের কষ্ট দুঃখ
বয়ে যাচ্ছে রেশ।
মেসি নেইমার খেলতে পারেনি
কারণ চোঁখে পড়েছে বালি,
কেউ খেয়েছে দুই গোল,
কেউ খেয়েছে হালি।
মেসি নেইমার ব্যর্থ হয়ে
ফিরে গেছে বাড়ী,
সি আর সেভেন সোজাসুজি
ইটালি দিয়েছে পাড়ি।
কোরিয়া জাপান মন কেড়েছে
দারুণ তাদের খেলা,
বড় দলগুলো বিদায় নিয়ে
বুঝেছে কত জ্বালা।
বিশ্বকাপে বাংলাদেশ
যদি সুযোগ পাই,
দেশবাসী কত খুশি হবে
বলার ভাষা নাই।
বাংলাদেশ বিশ্বকাপ পেলে
হবে ইতিহাস লেখা,
ইহজনমে পাবোনা ইহা
পরজনমে হবে দেখা।
এই বিশ্বকাপ পাবে কোন দেশ?
প্রশ্ন করল জয়নাল,
দুটি দলের একটি পাবে
ফুল এ্যান্ড ফাইনাল।
১৫/০৭/২০১৮খ্রিঃ
ছবিঃ গুগুল
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
পাঠকের প্রতিক্রিয়া
বলেছে দারণ,
প্রথম পাতায় চান্স নেই
বিষয়টি করুণ।
২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো।।
সুন্দর । নিয়মিত লিখে যান। আর
লেখা পড়ে যান। মন্তব্য করুন। অপরের লেখাতে।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
কথা ভালো বলেছেন
আগ্রহ আর নাই,
প্রথম পাতায় চান্স পাওয়ার
দোয়া একটু চাই।
৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: জুনে-১টি
জুলাইয়ে-১টি পোস্ট !
ব্যাপার কি ?
১ম পাতায় কবে দেখবো আপনাকে ?
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ফেসবুকে লিখে যায়
হরহামেশা,
ব্লগে মোর জায়গা নেই
ছেড়েছি আশা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন হয়েছে।


পুনশ্চঃ