![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরের কাগজে ফরেন করেসপন্ডেন্ট হিসেবে কাজ করব । পেপারে সাধারন ছাপাবার সাইজে ফটো ছাপাবার জন্য কি নিকন D90 কিনব ? নাকি FUJIFILM HS30EXR ই যথেষ্ট হবে ?
কাগজে কাজ করব ফ্রী তে, আমদানি লবডঙ্গ্কা । D90 তে PANORAMA MODE, RAW, HDR, 3D - আমার প্রিয় সব ফিচার্স ই নেই । একটু সাজেশন দেবেন প্লিজ ?
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
নৈঃশব্দের হাহাকার বলেছেন: D90 তহ পাঁচ বছর আগের মডেল____এটা এখনো আছে নাকি মার্কেট এ? আমার মতে সবচেয়ে ভালো হয় নাইকন D5200 নিলে, দাম ও সাধ্যের মধ্যে আর ফিচারো অনেক ভালো, আর আরো কমের ভীতর নিতে চাইলে ক্যানন 600d নেন_____
তবে আপনি যদি বলেন D90 আর FUJIFILM HS30EXR এর ভীতর চুজ করতে বলেন তাহলে সেমি এসএলআর FUJIFILM HS30EXR ই ভালো হবে।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: FUJIFILM কেনার কোন মানেই হয়না। লাইফলেস ছবি ওঠে।
৪| ২২ শে মে, ২০১৩ রাত ৮:২০
গৌতম রায় তাপু বলেছেন: আপাতত নিকন ৫১০০ নিলাম , সাথে ৭০- ৩০০ মম টেলিলেন্স । কয়েকদিনের মধ্যে সোনি এস এল টি আলফা ৫৮ ( ডি এস এল আর ) আর ফুজিফিল্ম এইচ এস ২৫ ইই একস আর নেবো ।
হয়তো এতেই হয়ে যাবে , আমি তো মডেলদের ছবি তুলে বিলবোর্ড, হোর্ডিং আর পোস্টার বানাবো না.... আপনারা কি বলেন ?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ছবির গুনগত মানের কথা বিচার করলে আমি নাইকোন ডি ৯০ ই কিনতে বলবো। তবে বেটার হয় ক্যানন কিনলে।