![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
###আমারা পানি পান করে আগের রাস্তা ধরে হাটছি চারদিক নিরব আর পাখির কলরব তার ভিতর গ্রামের রাস্তা দিয়ে ভাল লাগছে হাটে বেশ অনেক টা পথ হাটার পর পথি মধ্যে দেখলাম এক ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে। আমারা ভ্যান থামিয় তাকে বল্লাম ভাই আপনার ভ্যানে আমাদের একটু চরাবেন আমারা আপনাকে টাকা দিব সে রাজি হলাে সবাই ভ্যান এ উঠে বসলাম সবাই কিছু ছবি ও তুলাম অনেক টা পথ ভ্যান এ করে এসে নেমে গেলাম তাকে কিছু টাকা দিলাম কিন্তু সে আমাদের বলাে আপনারা কোথা থেকে এসেছেন আমার বলাম ঢাকা থেকে সে এই কথা সুনে আমাদের কাছ থেকে টাকা নিতে রাজি হইলোনা তবু আমারা জোর কেরে তাকে টাকা দিলাম। এইবার আবার হাটার পালা হাট ছি তো হাটছি অনকে টা পথ হাটার পর একটি পানির সেচ কল দেখতে পেলাম আমার সবাই সেচ কল থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম সারা দিন খুব হাটা হাটি করছি খুব ক্লান্ত হয়ে পড়েছি হাত মুখ ধুয়ার পড় আর পানি পান করার পর একটু প্রশান্তি পেলাম###
###কি ঠান্ডা পানি যেন ফ্রিজ থেকে বাহির করা ভিতরটা জুরিয়ে গেল আমাদের। পথে চলতে দেখলাম কৃষক খেতে ধান রোপন করছে দেখে খুব ভাল লাগল কত কষ্ট করে তারা রোদ বৃষ্টি উপেক্ষা কেরে আমাদরে মুখে ভাত তুলে দেয় আর আমারা শহর এর লোকেরা তা কোন ভাবেই বুজিনা যে কতটা কষ্টে তারা আমাদের জন্য ধান সব্জি উৎপাদন করে শহরে পাঠায়। আর তা খেয়ে আমার বেচে আছি আমারা তার সাথে বেস অনেক ক্ষন গল্প করলাম তিনি আমাদের জানালেন আগের মত আর কৃষি কাজে লাভ নাই সব কিছুর খুব দাম সার বিদৎ, খেয়ে দেয়ে কোনা রকম চলে আরকি, তার কথা গুলি সবাই শুনছিলাম আর খুব কষ্ট লাগছিল। আমার সবাই তার সাথে কিছু ছবি তুলে রাখলাম###
######আমরা চাচা মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আবার রাস্তা ধরে হাটা শুরু করলাম কিছু দুর হাটার পর পথে দেখলা খেজুর গাছে হাড়ি বাধা তা দেখে আমাদের সকলের রস খেতে ইচ্চা করল আমাদের এক ভাই তো গাছেই উঠে গেল রস খেতে###
######যাহোক এই রস খেতেই হবে কি করে খাওয়া যায় চিন্তা করছি আর হাটছি আমারা রাস্তা দিয়ে হাটতে হাটতে এক জন মানুষ পেয়ে গেলাম তার কাছে জান্তে চাইলাম ভাই এই খেজুর রস কিন্তে চাই কি করব জান্তে চাইলাম আমারা, সে আমাদের বল আপনারা আর একটু এগিয়ে জান সামনে একটা বাড়ি দেখবেন সেই খানে গাছির বাড়ি দেখতে পাবেন আমারা তার কথা মত এগিয়ে গিয়ে মানুষ জন এর কাছে গাছির বাড়ির কথা জান্তে চাইলাম তারা বাড়ি দেখিয় দিল। আমার তার বাড়ি গিয়ে যে গাছ কাটে তাকে পেয়ে গেলাম তার কাছে বলাম ভাই আমারা ঢাকা থেকে এসেছি এই খানে পথে দেখলাম খেজুর গাছ আর আমাদের খুব রস খেতে ইচ্ছা করছে আপনি যদি আমাদের রস খাওয়াতেন আমরা খুব খুশি হতাম লোকটা আমাদের কথা শুনে আমাদের নিয়ে রওনা দিল খেজুর গাছ থেকে রস পারতে তিনি বলেন এখন তো মাত্র গাছ কেটেছি এখোনাে ভাল ভাবে রস জমা হয় নাই। যা হোক অনেক গুলাে গাছ থেকে রস পেরে আমাদের রস খাওয়ার ব্যবস্থা করলেন###
###কিযে আনন্দ লাগছে গাছ থেকে রস পাড়ছে আর আমারা নিচে অপেক্ষা করছি রস খেতে আমাদের যেন আর তর সইছেনা আমারা গাছ তলায় রস ছাকার জন্য ছাকনি নিয়ে অপেক্ষা করছি ভাই গাছ থেকে রস পেড়ে আনছে আর আমরা তা ছেকে মগ ভরতি করছি###
###এক সময় মগ ভরে গেল খেজুর রস দিয়ে আমারা পেট ভোরে খেজুর রস পান করলাম এই দিকে সন্ধা প্রায় হয়ে আসছে তাই ফিরতে হবে আমারা তাকে কিছু টাকা দিয়ে বিদায় গ্রহন করলাম এইবার ঢাকা ফিরার পালা আমারা সবাই স্যার এর এখানে এসে হাজির হলাম সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম গাড়ি ছেড়ে দিল শুরু হল পথ চলা ঢাকার উদ্যেশে। চার দিক অন্ধকার হয়ে গেছে আর এর ভিতর আমাদের গাড়ি ঢাকার ভিতর প্রবেশ করল আমার গাড়ি থেকে নেমে যে যার বাসায় চলে গেলাম কেটে গেল একটি সুন্দর দিন আবার শুরু হল যান জট পূর্ণ জীবন
২| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: স্থানগুলো পরিচিত পরিচিত লাগছে! ঘুরতেই গিয়েছিলেন?
৩| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫
খোলা মনের কথা বলেছেন: বেশ মজা করেছেন মনে হচ্ছে। আপনার ছবি গুলো আমিও কম মজা পাইনি। ধন্যবাদ শেয়ার করার জন্য
৪| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩
সুখী পৃথিবীর পথে বলেছেন: চমৎকার। বাস্তব তথ্য তুলে ধরেছতকার । ভাল থাকবেন।
৫| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: ভালো একটি দিনই কাঁটিয়েছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৬| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০
গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: সাবাই কে অনেক ধন্যবাদ আসল আমারা সবাই খুব ব্যস্ত থাকি কিন্ত এর মধ্যে যদি একটু সময় বাহির করা যায় তবেই জীবন টাকে একটু খানি প্রশান্তি আর আনন্দ দায়ক করা সম্ভব ভালথাকবেন আশা রাখি
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮
মশিউর বেষ্ট বলেছেন: শেয়ার করার জন্য ধন্য বাদ