নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

কষ্টকাব্য /:) /:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭





তোমাকে না পেলে

কিচ্ছু হবেনা আমার, জানমনি।

সত্যিই কিছুই হবেনা।



চোখে জল?

জানোতো, আহ্লাদি, ঢংগী মেয়ে আমি

শখ করে পানি আনি চোখে।

সুখে থেকো লক্ষী সোনা,

আমার কিচ্ছু হবেনা।



বুকে ব্যথা?

নাহ, ও কিছুনা

ওটাতো গ্যাষ্ট্রিকের জন্য!

তুমি ভালো থেকো প্রিয়।

আমার একটুও ব্যথা হবেনা।



কিছু খেতে পারছি না?

এই দেখো কত্ত খাবার

সামনে নিয়ে বসে আছি!

তুমি আনন্দে থাকো জানপাখি

আমার এতটুকু কষ্ট হবেনা।



ঘুম হয়না রাতে?

ঠিক ঘুম আসবে

দেখো, বালিশ জড়িয়ে শুয়ে আছি

তুমি আরামে থেকো সোনামনি,

আমার কোন দুঃখ হবেনা। /:) /:)

মন্তব্য ১৮২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৮২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
বুকে ব্যথা?
নাহ, ও কিছুনা
ওটাতো গ্যাষ্ট্রিকের জন্য!
:P
ভালবাসা তো একেবারে উপচায়ে পড়তেসে দেখা যায়, নাইস নাইস :| ||

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ মুন।
সুখ সুখ কবিতা অনেক লিখলাম। একটু পরিবর্তন আনতে এই লেখা। জানিনা কিছু হয়েছে কিনা।

আর, হ্যা, ভালোবাসলে তো উপচিয়েই বাসা উচিত, তাই না? ;) :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: এত কষ্ট বুকে জমাট না বেধে কাউকে শেয়ার করা উচিৎ
জীবন চলে তার আপন বলয়ে শুন্য ধুক ধুক করে হৃদ ।
সুন্দর কবিতা গ্রাম্যবালিকা ভাললাগার +

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভালোলাগার জন্য।

কষ্ট মষ্ট কিচ্চু নাই পরিবেশ বন্ধু। বালিকা ইজ ওলোয়েজ হ্যাপি। লিখলাম আরকি।

আ্পনি ভালো থাকবেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

শের শায়রী বলেছেন: কভি ব্যয়ঠে বৈঠয়ে দিলকি হালত এয়সি হোতি হ্যায়
তড়গকর চ্যয়নে মিলতা হ্যায়, খুশি রোনসে হোতি হ্যায়
--- সারসার সালানী

কখনও কখনও মনের অবস্থা এমনও হয় যে কৃচ্ছতায়ই শান্তিলাভ হয়, অঝোর অশ্রুপাতেই শান্ত হয় চিত্ত

ভাল লাগল

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: কান্না আর হাসির উপর নো-বেল (!) দিলে আমিই পামু এইটা সামু ব্লগের পাতা বাইর করা অবস্থায় মনিটরে হাত রেখে বলতে পারি। =p~ !:#P

ধন্যবাদ শোভন ভাইয়া। আপনাকে আপন লাগে। কোমল মনের শের শায়েরী নামক ব্লগারের জন্য শুভকামনা। :) :)

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

লোনলিফাইটার বলেছেন: আসলেই কি ?নাকি অভিমান? ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: আসলেই কি? কি?!

পুতুপুতু মেয়ে না আমি, প্রেম-ভালোবাসা ফালতু আইটেম। তবু ভালোবাসার গান শুনতে যেমন ভালোলাগে, কবিতা লিখতেও!

লিওনার্দো ডি-ক্যাপ্রিও আমার প্রিয় একজন অভিনেতা। :)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

নীলঞ্জন বলেছেন: অনেক ভালোলাগলো।+++

শুভ কামনা।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ নীল চোখের মানুষ!

ভালো থাকেন, খুব বেশী ভালো। ভালোবাসাময় হোক জীবন।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ইখতামিন বলেছেন: পঞ্চম ভালো লাগা.
পিছু না তাকাই ফিরে
সহস্র ক্রোশ ভ্রমণিয়া আমি এক নগরীর তীরে.



ক্ষুদ্ধ

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ ইখতামিন।

ভালো থাকা হোক সবসসময়।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

রাইসুল সাগর বলেছেন: আপনার কবিতা অনেক ভালো হইছে । তবে একটা কথা বলি আপু এই আমি তুমি থেকে যদি একটু বের হওয়া যায় না ।

আমি কোন সিরিয়াস কাব্য তেমন একটা লিখতে পারি না, তবু লিখলে হয়তো একটু ট্রাই করতাম।

আমার দৃষ্টতা হলে ক্ষমা করবেন দয়াকরে । আসলে গান কবিতা এইগুলার ধরন একটু চেঞ্জ হলে ভালো লাগতো তাই বললাম।

আপনার লিখা আমি অনেক পছন্দ করি তাই বললাম কারন আমার মনে হয়েছে আপনি পারবেন।

আসুন না আপু ভালোবাসাকে আমরা সবাই না খেতে পারা শিশুটির দৃষ্টি যেমন থাকে শুন্য ভাতের থালার দিকে ঠিক সেখানে নিয়ে যাই ভালোবাসাকে, আসুননা আপু ভালোবাসাকে মানবতার সাথে মানুবিকতার সাথে মিশ্রিত করে দেই। অনেক তো লিখা হল কষ্ট কবিতা আসুন না আপু, ভালোবাসাকে নিয়ে যাই আজ খবরে প্রকাশিত গৃহপরিচালিকার ক্ষত বিক্ষত হাতে, একটু সুখের পরশ বুলিয়ে দিতে।


আপু বিনয়ের সাথে আবারো বলছি দৃষ্টতা হলে ক্ষমা করবেন।


আপনার কবিতায় + এর বন্যা এবং শুভকামনা নিরন্তর।

ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: রাইসুল সাগর, মন দিয়ে পড়লাম আপনার লেখা। আমিও সত্যিই চাই সামাজিক অসংগতি নিয়ে লিখতে। আমার লাষ্ট পোষ্ট তাই নিয়েই ছিলো।


সত্যি কথা বলতে কি , আমি যা লিখি,এইসব যে পড়ার মত কোন লেখা তাই আমার মনে হয় না।

আমি চেষ্টা করবো, সামাজিক সমস্যা নিয়ে লিখতে।

এতো সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ। শুভকামনা।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

শাহজাহান মুনির বলেছেন: এইটুকু বলে মনকে সান্ত্বনা দেওয়া। লেখায় অভিমান ভরা। ভাল লাগল অনেক।+++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: শাহজাহান মুনির, আমি কসম করে বলছি আপনার সাথে আমার কোন অভিমান নাই, সো নিশ্চিন্তে শান্তিতে ঘুমান!! ;) :P

শুভকামনা।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

দহন আহমেদ বলেছেন:
কেনো আমাকে
দুঃখ দিলি, বল?
কোথায় এখন
সুখ খুঁজিবো, বল?
/:) /:) /:)


++++++++ গুলো সব কষ্টের! /:) /:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন:


হোসনে বেশী
বুদ্ধিমান। X((
ছড়া লিখবো
ছন্দ আন। :D B-)

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছোট্ট ছোট্ট কথায় অনুভূতির মাত্রাটা চরম। এককথায় অসাধারন। কবিতাটি আপ্নার স্বাভাবিক লেখার অবশ্যই বিরুদ্ধচারণ করে। বুঝলাম না আমাদের সদা হাস্যোৎজ্জল গ্রাম্যবালিকা হঠাৎ করে এমন ইউট্রান নিলো ক্যান? কারো উপরে খুব একটা অভিমান না থাকলে এমন লেখা কখনই সম্ভব না।

ভালো থাকবেন। :D

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: ম্যান!!!!!!!!!!!!!!!!!!!!

সবার কি হলো বুঝলাম না! বালিকা আগের মতই হাশিখুশি আছে!! এই যে হা হা করে হাসি =p~ =p~

আমি অভিমান করবো সাবার সাথে, কেউ আমার লেখার মর্যাদা দিচ্ছে না। লেখকরা যে কত কিছু লিখে সব কি তাদের জীবনে ঘটে?! /:) /:)

জানি আমি লেখক টেখক না, তাই বলে কি আমি কষ্টের কথা লিখতে পারবো না, উউউউউউ :(( :((

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
:(( :(( :(( ভালুবাসা :D :D :D

ভালু না :-P :-P :-P :-P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: কথা সইত্য। খুব খারাপ। ভালোবাসার শাস্তি হওয়া উচিত। :-P

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

আশিক মাসুম বলেছেন: বেশী খারাপ্না :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার ছবিও বেশী খারাপ্না ;) :P :)

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: তোমাকে না পেলে
কিচ্ছু হবেনা আমার, জানমনি।

পুরাই সেইরকম । নতুন ডায়লগ শিখলাম । :-B :-B :-B


তুমি ভালো থেকো প্রিয়। এটা অবস্য প্রচলিত /:) /:) /:)




অনেক বেশি ভাল লাগল :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: হাহ! আমার দুক্কু আর আরেকজন আইছে ডাইলগ শিকতে! #( :((

এরেই কয়, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। :(( :(( :

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জানি আমি লেখক টেখক না, তাই বলে কি আমি কষ্টের কথা লিখতে পারবো না, উউউউউউ :(( :((

ব্যাপক হাসি পাইতাছে B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জানি আমি লেখক টেখক না, তাই বলে কি আমি কষ্টের কথা লিখতে পারবো না, উউউউউউ :(( :((
ব্যাপক হাসি পাইতাছে B-)) B-))

এইটা দেখে আমার আরো কান্না পাইতেছে, উউউউউ উহু উউউ :(( :(( :((

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

একজন আরমান বলেছেন:
:( :( :(

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: :(( :(( :(( :(( :((

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

শার্লক বলেছেন: বুক ব্যথার কথা কইলেন, পেট ব্যথার কথা কিছু কইলেন না? :P কবিতা ভাল হইছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি চিনেন আমাকে?!! পেট ব্যথা!! নাকি গোয়েন্দাপোষ্টীয় (কাকতালীয়) !! :-* :-*

চমৎকার কমেন্ট করেন আপনি। মজা পাই।

শুভকামনা সব সময়ের জন্য।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
কেন মিথ্যে বলছো?
কেন একাই কাঁদছো?
করে একাকী আমায়,
তুমি ভালো কি আছো? :| :| :|

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

গ্রাম্যবালিকা বলেছেন:


অল্প চাওয়াই
সয়নি তোমার
দিয়েই দিলে কষ্ট।
একটাই জীবন
খুব মুল্যবান
করবোনতো নষ্ট। :) :)

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখক বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জানি আমি লেখক টেখক না, তাই বলে কি আমি কষ্টের কথা লিখতে পারবো না, উউউউউউ :(( :((
ব্যাপক হাসি পাইতাছে B-)) B-))

এইটা দেখে আমার আরো কান্না পাইতেছে, উউউউউ উহু উউউ :(( :(( :((


এইটা দেখে আমার আরো ব্যাপক হাসি পাইতাছে B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: খুব নিষ্ঠুর মানুষ তো আপনি! কান্তে কান্তে যদি ঘর ভেসে যায়, শীতের এই রাতে কষ্ট করে করে কে মুছবে? ধরলাম মুছলাম না এখন, যদি আছাড় খাই, তখন তো কত্ত ব্যথা পাবো!! উ উ উ উ উহু উ উহু উহু :(( :(( :(( :((

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: গ্রাম্য বালিকার কষ্ট লাগবে উৎসর্গ এই কবিতাখানি

এত কষ্ট বুকে জমাট না বেধে
কাউকে শেয়ার করা উচিৎ
জীবন চলে তার আপন বলয়ে
শুন্য ধুক ধুক করে হৃদ ।
সীমাহীন পথ চলায় আসে
বারে বারে কত নির্ঝর নিরবতা
বাধ সাধে অন্য কেউ যে নেই
পাশে কইতে ভাঙ্গায়ে সে কথা ।
আর অপার্থিব যত বাসনা
রংধনু রঙে সোনালী স্বপ্ন আকে
মধু পূর্ণিমার মত জোছনা
ফুটে ক্ষনে নিমিষে হারায় কোন বাকে ।
হায় হায় মন উদাস আবেশে
যদি মিলে ক্ষনিকের একটু ছোঁয়া
হারাব তাহাতে মিশে আধারে
ঝালিয়ে নেব কিছু রূপক মায়া ।

আরও এমন কবিতা হোক বাসনা
তাই শুভকামনা

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কবি, আমার জন্য চমৎকার একটি কবিতা লেখার জন্য।শুভকামনা।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: শাহজাহান মুনির, আমি কসম করে বলছি আপনার সাথে আমার কোন অভিমান নাই, সো নিশ্চিন্তে শান্তিতে ঘুমান!! ;) :P

শুভকামনা। [/sb


কসম করে না বললেও আমি বিশ্বাস করতাম। :P :P :P =p~ =p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি তো মানুষ ভালোই, এখন মনে হচ্ছে অভিমান আপনার সাথে একটু করা উচিত, ফুল চকোলেট গিফট পাওয়া যেতেও পারে! :P :) :)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

জাকারিয়া মুবিন বলেছেন: এত অভিমান কার প্রতি?
অভিমান করে কার ক্ষতি?
রাগ ঝেড়ে ফেলে কর ক্ষমা,
আরো ভালবাসা হবে জমা। :) :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

গ্রাম্যবালিকা বলেছেন:


ক্ষমা করে দিয়েছি বলেই
থাকতে বলি ভালো।
তার জীবনে সুখ আসুক
আসুক অনাবিল আলো। :) :)

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সালমাহ্যাপী বলেছেন: বাহ বাহ বাহ সুন্দর সুন্দর সুন্দর :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

গ্রাম্যবালিকা বলেছেন: খুব খুব খুব খুশি খুশি খুশি!! :) :) :)

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

আশফাক সুমন বলেছেন: সালাম আপু,

কবিতা/কাব্য তেমন বুঝিনা-- ত(ব আপনের কষ্টকাব্য পড়ে ভাল লাগল।
শুভকামনা।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।

ধন্যবাদ আশফাক সুমন । ভালো থাকো খুব।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: বেবিটার আবার কি হলো?!!!!!!! স্যাড কেন??!

কাতুকুতু দিব কিন্তু!

স্বর্ণা, কেমন আছেন গো? মিসড ইউ সিস। ইউ আর সামওয়ান স্পেশাল টু মি ইন সামু। :)

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা আজব লিখার সাথে ছবির সম্পর্ক কি?? =p~ =p~ :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: মনে আসছে লিখে দিছি, মত প্রকাশের স্বধীনতা। ;) :P


আপনি এখন আমাকে জোর করলেও কমেন্ট মুছে ফেলতে পারবো না। :-P

আচ্ছা, ফাইজলামি করলাম এতক্ষন। ধন্যবাদ আমার লেখাকে বেশি খারাপ্না বলার জন্য।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দুঃখের কবিতা পড়ে মন খারাপ করি :(

ভাল। আই মিস ইউ টু। মন খারাপ তাই ব্লগে কম আসেন নাকি? ইউ আর সামওয়ান স্পেশাল টু মি টু ইন সামু। আপনি কেমন আছেন?

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমি সত্যিই ভালো আছি!!

কি এক কবিতা লিখলাম, এখন সবাই জোর করে আমাকে কষ্টে থাকতে বলছে!!

আপনাকে চুপি চুপি একটা কথা বলি, এইসব প্রেম-ট্রেম আমার কাছে বোগাস লাগে। জীবন চলার পথে অপ্রয়োজনীয় মনে হয়। তবে বিয়ে পরবর্তী সম্পর্কে পু্র্ণ শ্রদ্ধা আছে আমার। :)

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমি ছাড়া তুমি সোনামনি
বাচবেনা একদিও এইটা আমি জানি
তোমার বুকে গ্যাস্ট্রিকে ব্যথা না
আমাকে কাছে পাওয়ার সুতীব্র কামনা
বলিশ কি আর রেখেছে সাধে
আমায় কল্পনায় ভেবে মানসপটে রাখ বেধে
করনা আর হেয়ালী
আমি কিন্তু ভীষণ খেয়ালী
রাখো হাতে হাত
কথা দাও থাকবে শুধু আমারই
ভালোবেসে সখি আমি হব তোমরই ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

গ্রাম্যবালিকা বলেছেন:


কবি, হেয়ালি করিনা কখনো।
সব মায়া সবসময় তারই তরে!
বলো কবি সেই আমাকে রেখে
সে দূরে থাকে কেমন করে?!!
আমার কষ্টের কথা শুনে
যদি মোর প্রিয় কষ্ট পায়?!
তার চেয়ে বেশী ব্যথা কবি
আমি পাবো মোর হিয়ায়!!

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এইসব প্রেম-ট্রেম আমার কাছে বোগাস লাগে। জীবন চলার পথে অপ্রয়োজনীয় মনে হয়। তবে বিয়ে পরবর্তী সম্পর্কে পু্র্ণ শ্রদ্ধা আছে আমার।

আমারও তো। লাইক সিস্টার লাইক সিস্টার B-) B-) B-)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: লাইক সিস্টার লাইক সিস্টার!!

ইউ থিঙ্কিং মি থিঙ্কিং সেম সেম!!!

আগে ম্যারি হেরপর ইচ্ছেমত লাভিং, নো পুভলেম। বিফোর লাভিং ভেরি আউলাঝাউলা।

ইউ, মি, দুইজনে নো লাইক ঝামেলা। B-) B-) B-)

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

রাইসুল নয়ন বলেছেন: আবেগী কবিতায় ++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নয়ন! আবেগঈ কোবতে দেখি ভালোই চলে!!!

এখন ভাবতেছি, আমার আবেগের বোতল থেকে আর একটু বেশী আবেগ ঢেলে লিখলে তো আরো ভালো হত!! :P

নাহ। থাক, বেটার লাক নেক্সট টাইম টু মি! :P

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

শার্লক বলেছেন: আসলেই পেট ব্যথা আপনার!! B:-)
হু চিনি তো ঐ যে কম্পিউটার কিনার পোস্ট থেকে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি ঝামেলা লাগাবেন না মিঃ গোয়েন্দা। কম্পিউটার কেনা নিয়ে আমার কোন পোষ্ট নাই! :-*

আমি এখন সম্পুর্ন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ।

ভালো থাকবেন।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

অনিমেষ রহমান বলেছেন: কবিতা পছন্দ হইছে।
আর দুই একটা কমেন্টস আরো পছন্দ হইছে।
খিক খিক।
;)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার হাসিটা পছন্দ হইছে। আমিও একটু হাসি আপনার সাথে? খিক খিক খিক ;)

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

আশিক মাসুম বলেছেন: হেহে আফনেরেও ধন্যবাদ , আস্লে ওইটা আমার ছবি না ঐটা হল আমার ছোট ভাই এর বউ এর জামায়ের ভাবির মাইয়ার জামায়ের শ্বশুরের ছবি। :P :P :P :P



বিঃদ্রঃ আপনার কষ্টে আমই কষ্টিত । =p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

গ্রাম্যবালিকা বলেছেন: আপনারা দুই ভাই ? ;)

দেখছেন, না বলতেই বায়োডাটা দিয়ে দিলেন!! B:-/ ;) =p~ =p~ :P

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

দহন আহমেদ বলেছেন:

মেয়ে দেখি
ভালো হাসায়!?
সুখ পাসনি
ভালোবাসায়?! /:)
"ভালোবাসার"
সংজ্ঞাটা বল, শুনি!?
আপনি দেখি-
বিরাট জ্ঞানী-গুণী!
বাংলাদেশে এলেন
আরেক মুনি!? :| B:-)
মারহাবা মারহাবা
তালি হোক, এখুনি!?
:P /:) /:) /:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

গ্রাম্যবালিকা বলেছেন:


আগুনে ঢালিসনে ঘি
দোহাই লাগে।
ছাইয়ে চাপা আগুন
আবার জাগে!
তোর হয়েছে কি
বলতো আগে!
কথা বলিস কেন
ক্ষোভে, রাগে?!!

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শার্লক বলেছেন: উহ তাই তো রং নম্বর হয়ে গেছে। :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: কই, আমার ফোনে তো কোন আনসেভড নাম্বারের মিসড কল নাই!! ;) :P

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: ইস্‌ কত্তো কষ্ট!!! :(

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন:
ইসরে কত কষ্ট
পুরা জীবনটা নষ্ট। :P

আমি কষ্টে নাই, ধন্যবাদ। কবিতা পড়ে আপনার কষ্ট হয়ে থাকলে স্যরি। :) :)

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আশিক মাসুম বলেছেন: ডরে দিছি। X(

বালিকাদের আমই ভুই ফাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার একমাত্র ছোট ভাই এর বউ এর জামায়ের ভাবির মাইয়ার জামায়ের শাশুরীর ফোন নাম্বার টা দেন, দুই একটা কথা বলি, এক্কেরে বেরাছেড়া লাগায়ে দিমু!! B-) =p~ =p~

মজা পেয়েছি আশিক মাসুম। ধন্যবাদ। :)

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

শেষ রাতের আঁধার বলেছেন: ভালবাসা এমনই হয়
কেউ বোঝেনা ,কেউ বোঝে ,
কেউ পেয়েও হারায়
কেউ সারাজনম খোঁজে.।.।.।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন:


সব প্রেমিক দেখি আমার ব্লগে!! হাহাহা!

এইসব আপেক্ষিক জিনিস। ভালোবাসাবাসি, না পেলে মনে হয়, ইস! না জানি কি হারালাম, আর পেলে মনে হয়,ধুর! এর জন্যি এতোকিছু! :P

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

টুকরো কাগজ বলেছেন: কষ্ট লাগে রে কোথায় জানি। থাক মনে না পড়ুক ।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমি তো তাকে ভালোই থাকতে বললাম! তবু সে কেন কষ্ট পাবে! সবকিছু কেড়ে নিতে চাইলে তো প্রবলেম! তাকে ভুলেও যেতে হবে কষ্টও পাওয়া যাবেনা!! /:) /:)

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

জানমনি,
আরেকটা বালিশ কিনো, আরেকটা কোলবালিশ!
ভালো ঘুম হবে :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

গ্রাম্যবালিকা বলেছেন:
জানমনি শব্দটা কি হিট খাইলো নাকি! ;) :P

বালিশ কিনবে নাকি জলজ্যান্ত বালিশ আনবে কে জানে!! যা ইচ্ছে আনুক গে, আমার কি! হুহ! X( X(( :P

৪০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

আশিক মাসুম বলেছেন: মাগমা কয়কি আমি ভাগি B:-)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: ওহ! তারমানে আপনার একমাত্র ছোট ভাই এর বউ এর জামায়ের ভাবির মাইয়ার জামায়ের শাশুরী বলতে কেউ আছে! গুড!

শুভকামনা দুইজনের জন্যই। শুভরাত্রি। :)

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

মাহী ফ্লোরা বলেছেন: নাহ কবিতা পড়ে তো মনে হচ্ছেনা দুঃখ হবেনা! /:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন:
দুঃখ হওয়া উচিত না, তাই না মাহী ফ্লোরা? তবু দুঃখ হয় কেন বলতে পারেন? /:) /:)

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

দহন আহমেদ বলেছেন:


প্রেমিক আমি-
"ভালোবাসার" পূজারি!
ফুল ফুটিয়ে-
মালা গাঁথি, পূজার-ই!
ভ্রমর জানে-
ভালোবাসার মানে!
বলে বেড়ায় (ভ্রমর)
ফুলের কানে কানে!
"দহন" জানে-
ভালোবাসার মানে!
দিলাম লিখে
তোমার অবুঝ প্রাণে!




তুই "দহন"-এর
নিঃশ্বাস!
এইটা কি তুই
ঠিক পাস?


/:) /:) /:)










২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন:
ফুলতো ভালোবাসে মেয়ে
কাঁটাতে ভয় পায়।
ফুল নিতে গেলে সবাই
কাঁটাই দিতে চায়!! :( :(
দহন খুব করে পুড়াতে পারো আমায়?
পুড়েও যদি মনের কষ্টগুলো যায়!

৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

ফালতু বালক বলেছেন: Kabbe plus..... Khub valo....

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ফালতু বালক। কেমন আছেন আপনি? মোবাইল থেকে কষ্ট করে কমেন্ট করার জন্য আমি খুশি।

৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

নাইট রিডার বলেছেন: অচাম কোবতে !:#P !:#P !:#P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নাইট রিডার। ভালো থাকেন, শুভকামনা

৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি আনন্দে থাকো জানপাখি
আমার এতটুকু কষ্ট হবেনা।

+++++++++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব।

ভালো থাকবেন খুব।

৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

শেষ রাতের আঁধার বলেছেন: ভালবাসা নিয়ে কিছু বললেই প্রেমিক????
এটা আপনার কোন লজিক???????????????
আপনি ভালবাসা নিয়ে কিছু লিখেছেন
তাই ভালবাসার কমেন্ট পেয়েছেন>>>>>>>>>>>>>>

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন:
সো সর‌্যি! আমি মিন করিনি কিছু! প্রেমিক কি কোন গালি নাকি! আসলে এখানে একটি কিডিং ইমো দেওয়া উচিত ছিলো।

তাই তো নরমাল, ভালোবাসা নিয়ে কিছু লিখলে ভালোবাসার কথাতেই উত্তর হবে।

আমি আবার দুঃখিত শেষ রাতের আধার। ভালো থাকবেন আপনি।

৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আশিক মাসুম বলেছেন: আহারে কেও থাকলে কি আর এই নিশি রাইতে ব্লগে??? :( :( :( :((

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

গ্রাম্যবালিকা বলেছেন: বেচারা । আপচুচ /:)

আপনার কষ্টে আমিও কষ্টিত :( :(( :(( :(( :(( :(( :P

৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

দহন আহমেদ বলেছেন:

ছাই পড়েছে, চোখেতে তোর!
দেখবি ক্যামন করে? X((
দহন বলে, "ভয় মনে তোর"
বুঝবি ক্যামন করে? X(
এই ধরাতে, সে-ই ধরা খায়
মন মাঝে যার, আঁধার ভরা! /:)
জ্বালিয়ে আলোর মশালরে তুই
ফের মনের-ই আঁধার সরা!
দহন আছে হৃদয় মাঝে-
হৃদয় "দহন" ভরা!
পুড় নিশি-দিন! ধুর!(?)বেশী দিন
থাকবে না আর জরা!
"তুই আমার প্রেমে মরা"! :-P :P ;)

[আমার বাড়ি (ব্লগে) আসো, ঝগড়া আছে] :-0 /:) B-) ;) :P :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

গ্রাম্যবালিকা বলেছেন:
খুব সুন্দর হয়েছে এটা। তোমার পোষ্টে যেয়ে কথা হবে, ওকে?

তুমি প্রতিটি সেকেন্ড ভালো থাকো। :) :)

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

সিলেটি জামান বলেছেন: আহ্ অভিমানি ভালবাসা :-0

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

গ্রাম্যবালিকা বলেছেন: হুম! অভিমান বুঝেনা যে তার সাথেই যত অভিমান। বুঝলে তো অভিমান করার চান্সই দিতো না। তাই না?!

সব কিছু তো বললাম, কাঁদবো না, খাবো, ঘুমাবো! তবু সবাই অভিমান খুঁজে পায়। /:) /:)

৫০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

শেষ রাতের আঁধার বলেছেন: i also don't mean anything to u......and it was just a reply....don't take it seriously or negatively.......i didn't mind

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা! আমি কখন সিরিয়াসলি নিলাম! সব তো ঠিক আছে!


আমি আনন্দেই আছি, সামান্য কোন কিছু নিয়ে মন খারাপ করার মেয়ে আমি না! হাহ! B-) B-)

আপনি ভালো থাকবেন, চমৎকার আইডি আপনার। :)

৫১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

শার্লক বলেছেন: থাকবে কি করে, আমি কল করলে তো নাম্বার ওঠে না। ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

গ্রাম্যবালিকা বলেছেন: তাও ঠিক, গোয়েন্দীয় ব্যাপার স্যপার, এই নগন্য গ্রাম্যবালিকা বুঝবে কিভাবে! B:-) ;)

৫২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়, ডানপিটে কবির এই দুরবস্থা ক্যাম্নে হইল :|| :P

খোশ মেজাজী একটা গান শুনতে শুনতে আপ্নের পোষ্টে ঢুকছিলাম। খুব বেশী খোশ মেজাজে ছিলাম বৈলা কবিতার ফিলিংস ভালা পাইনাই :( নেন আপনেও শোনেন।




এমপিথ্রি

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ডানপিটে বালিকা ডানপিটেই আছে। :)

আপনার গান শুনলাম মজা করে! ও পাখি তোর যন্ত্রনা---------- ভালোই :) :)

৫৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

রাইসুল সাগর বলেছেন: লেখক বলেছেন: রাইসুল সাগর, মন দিয়ে পড়লাম আপনার লেখা। আমিও সত্যিই চাই সামাজিক অসংগতি নিয়ে লিখতে। আমার লাষ্ট পোষ্ট তাই নিয়েই ছিলো।


সত্যি কথা বলতে কি , আমি যা লিখি,এইসব যে পড়ার মত কোন লেখা তাই আমার মনে হয় না।

আমি চেষ্টা করবো, সামাজিক সমস্যা নিয়ে লিখতে।

এতো সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ। শুভকামনা।


আমি বলিঃ আপনার লিখা আসলেই অনেল সুন্দর এবং পড়ার মত। তাইতো বললাম লিখতে। কারন আমি জানি আপনি পারবেন।

আপনাকে অনেক অনেক শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: প্রশংসা করছেন শুধু শুধু!! আমি এতো ভালো কখনোই লিখি না।

আমি চিন্তা করছি কিছু লিখার।


ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

৫৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লিখেছেন গ্রাম্যবালিকা। আপনার নিক টি অতীব সুন্দর!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: আমার নিক আমার নিজেরও ভালো লাগে। হাহাহা, দেখছেন, নিজের প্রশংসা নিজেই করছি! :P

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

দায়িত্ববান নাগরিক, দায়িত্ব নিয়েও ভালো থাকু্ন। :)

৫৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: আপনি তো মানুষ ভালোই, এখন মনে হচ্ছে অভিমান আপনার সাথে একটু করা উচিত, ফুল চকোলেট গিফট পাওয়া যেতেও পারে! :P :) :



অভিমান করা খারাপ না। :D :D :D :D :D :D

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: কারো থেকে কিছু নিলে তার প্রতিদানে খুব বেশী কষ্ট পেতে হয় বলে আমার ধারনা। তাই কখনো কিছু চাইনা কারো কাছে। :)

অভিমান খারাপ না, তবে তা মনে হয় পরিবার আর একান্ত মা্নুষের সাথেই শুধু ভালো। :)

৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: প্রেমের অনেক প্রকার আছে জানি,
আমি আবার জটিল প্রেমকে মানি,
আমাকে দিয়ে কষ্ট থাকবি ভালো??!!
তোর আকাশে আনবো আঁধার কালো।
তোমার ছড়ায় তাই লেগেছে খটকা,
লুতুপুতু ছেড়ে দাওনা একটা ঝটকা!!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার কবিতাটা অসাম হৈছে! কমেন্টও করেছি।

ঝটকা কি দিবো! করুনা হয় সেধরনের মানুষের জন্য, সেজন্যই এতো ভালো থাকতে বলা। হাহাহা

৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

s r jony বলেছেন:
আমার কিছু বলার নাই, উপরে সবাই বলে দিছে /:) /:)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভেবেছিলাম কিছু বলবেন। এট লিষ্ট বলতেন আপনার কষ্ট দেখে মজা পাচ্ছি!! /:) /:) :P

৫৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

গ্রাম্যবালিকা বলেছেন: খুব ফ্রেন্ডলি একজন মানুষ আপনি। আমি ছেলে হলে এবং আপনার সমবয়সি হলে আপনাকে চাইতাম প্রিয় বন্ধু হিসেবে। :)

ভালো থাকুন ভালো মনের মানুষ।

৫৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান।

ভালো থাকুন

৬০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

অনীনদিতা বলেছেন: জান পাখি থাকো যদি তুমি আনন্দে:)
কষ্ট গুলো মেনে নেব আমি সানন্দে:)
+++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

গ্রাম্যবালিকা বলেছেন:
জান পাখি থাকো যদি তুমি আনন্দে
কষ্ট গুলো মেনে নেব আমি সানন্দে
আমি যেমনি থাকি ভালো আর মন্দে
যতই আমার দিন হোক অন্ধকার সন্ধ্যে!

সুন্দর লিখেছেন অনী!!

৬১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

সিয়ন খান বলেছেন: সুন্দর হইছে ++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ সিয়ন খান। ভাল থাউন খুব।

৬২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

দহন আহমেদ বলেছেন:
ঘুমিয়ে থাকি তোমার বুকে
এটাই আমার আস্তানা!
তুমি আমার, একটাই "তুমি"
দশটা না, পাঁচটা না!
:) :) :) /:)

(রাতে ঘুমাইতে পারি নাই!) /:) /:) /:) :P ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

গ্রাম্যবালিকা বলেছেন:
ওই! কি সব বলে!! লজ্জা লজ্জা! :!> :#> :P

ছেলের দেখি আজ
ভালোবাসা উপচায়!
ভালোবাসা নিবি কে
লোটা বাটি নিয়ে আয়!! :P

৬৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে... B-)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

গ্রাম্যবালিকা বলেছেন:
ব্লগ মার্ক কমেন্ট পেয়ে খুশি অইছি রে--------B-)

৬৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

নেক্সাস বলেছেন: দহন আহমেদ কমেন্ট করছে আর কিছু কমুনা B-) B-) B-) B-) B-) B-) B-)

তয় লিখায় পিলাস

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন:
সবাই মজা নেয় নিক, তাই বলে আপনিও নেক্সাস!! উহু উউ উউউউ /:) :(( :(( :((

মান করেছি খুব
জলে দিব ডুব!
তখন কেমন হবে!
হুমকি দিলাম
এখন মনে রবে?!! ;) :P

৬৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

রেজোওয়ানা বলেছেন: কবিতা পোস্টে অনেক ব্লগাদের উপস্থিত এবং স্বত:স্ফূর্ত মন্তব্য দেখে ভাল লাগছে.......আশাকরি সামুর অন্য সকল কবিদেরও এমন উৎসাহ দিয়ে যাবেন!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন:
ধন্যবাদ আপু।

আশাকরি সামুর অন্য সকল কবিদেরও এমন উৎসাহ দিয়ে যাবেন!

সহমত

৬৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: রেজওয়ানা আপা নিজেই কবিতা ব্লগে যায়না... হাহাহহা


কর যদি মান
এনে দেব পান
বাড়ি তোমার বরিশাল
পান খেয়ে মুখ লাল


২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

গ্রাম্যবালিকা বলেছেন:
বরিশাল! ধুর! :P
বাড়ী জামালপুর।
পানে নষ্ট হবে দাঁত
পঁচা দাঁতের হাসি দেখলে
মাথায় দিবে হাত!!
এই বেশ ভালো
চা খাবো চলো!! B-)

অনুকাব্য মজার হয়েছে নেক্সাস!
আপনার অনুকাব্যে প্লাস!!

৬৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

নেক্সাস বলেছেন: .......।
নষ্ট দাঁতে কষ্টের হাসি
দেখলে বলবে ভালবাসি
আগের চেয়ে অনেক বেশী

আমার বাড়ি চায়ের দোকান
কে জানেনা এই খবর খান
লাল চা যদি খেতে চাও
আমার বাড়ি নিত্য যাও :D :D

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

গ্রাম্যবালিকা বলেছেন:
নষ্ট দাঁতে কষ্টের হাসি
দেখলে বলবে ভালবাসি
আগের চেয়ে অনেক বেশী------ ফানি! :D :D


ভালোলাগে আপনার কবিতা
সাথে লাল চা!
প্রতিদিনই যাবো
চা খাওয়াইবেন নি হাচা?!! :P

৬৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

লোনলিফাইটার বলেছেন: পুতুপুতু মেয়ে না আমি, প্রেম-ভালোবাসা ফালতু আইটেম। তবু ভালোবাসার গান শুনতে যেমন ভালোলাগে, কবিতা লিখতেও!

লিওনার্দো ডি-ক্যাপ্রিও আমার প্রিয় একজন অভিনেতা।


গুড গুড আই ডোন'ট লাইক লুতুপুতু গার্ল ;) B-)) :P

ডি ক্যাপ্রিও তো আমার হিরো :)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন:
গুড গুড আই ডোন'ট লাইক লুতুপুতু ম্যান টু ;) B-)) :P

ইসমাট, পাচ্চোনালিটি, কেয়ারিং, ইরাম ম্যান বেরি গুড! B-)) B-))

৬৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহাহা


আফসোস !! কি আর করা !! তাহলে প্রিয় মুরুব্বী হিসেবেই থাকি ??

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন:
শুধু মুরুব্বী না, মুরুব্বী বন্ধু! :)

৭০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

লোনলিফাইটার বলেছেন: ইসমাট, পাচ্চোনালিটি, কেয়ারিং, ইরাম ম্যান বেরি গুড!

আই গেস ইটস মি ;) B-)) :P কিডিং B-)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন:
ইফ ইউ গেসড এবাউট ইউর প্রোফাইল পিকচার, দেন নো কিডিং!! ;) :P B-)) B-))

৭১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: :P


আপুনি!!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: শায়মাপি শেষ পর্যন্ত তুমিও সন্দেহ করলে!! এই দুঃখ আমি ব্লগের কোন চিপায় রাখি!!:P আহ হা রে---কষ্ট রে কষ্ট, :(( :(( এই কষ্ট দেখার আগে সামু আমার কমেন্ট অপশন ইনভিজিবল করলো না ক্যান! :P

৭২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মামুন রশিদ বলেছেন: ট্র‌্যাক চেইন্জ মূলক কবিতা ।



গুড । :) ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন:
কইলজার উপর দিয়া
চইল্যা গেলে ট্রাক!
কোবতের কথা গুলা
একলাই বদলায় ট্র্যাক! :(( :(( :P

৭৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

শান্তা273 বলেছেন: এতো কষ্ট ক্যান বালিকা ???

কবিতা ভালো হইসে।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন:
বালিকার উপর ভালুবাসা নামক জীনের অভিশপ্ত হাওয়া যেতে শুরু করেছিল, কিন্তু চালাক (!) মেয়ে সাঁ করে নিচু হওয়াতে অল্পের জন্য গায়ে লাগেনাই। উপর দিয়ে গেছে, তবে অতটুকুর ছোঁইয়াতেই দেখেন লুতুপুতু কাব্য চর্চা শুরু হয়ে গেছে! পুরা বাতাস লাগ্লে তো ব্লগ থেকেই হাওয়া হয়ে যেতাম!!! :P :P

৭৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই চমৎকার !!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন:
গিয়াসলিটন
চমৎকার বলায় নিন
ধইন্যাপাতা এক টন!!

৭৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

তারছেড়া লিমন বলেছেন: বালিশ জড়িয়ে শুয়ে আছি
তুমি আরামে থেকো সোনামনি,
আমার কোন দুঃখ হবেনা।
:(( :(( :(( :(( :(( :((

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

গ্রাম্যবালিকা বলেছেন:
হুম! আর কিইবা বলার আছে! সুখি হোক সবাই। :)

৭৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

শাহজাহান মুনির বলেছেন: কারো কাছে কিছু চাইব না ঠিক আছে।



পরিবার আর আপন মানুষদের সাথে ছাড়া অন্যদের সাথে অভিমান করে কি লাভ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: লাভ তো নাই, তাই করিও না। :)

৭৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

এসএমফারুক৮৮ বলেছেন: বেশ লিখেছেন..।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ এসএমফারুক ।

কেমন আছেন? ভালো থাকুন।

৭৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাক্স বলেছেন: +++++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: শুধু প্লাস নিবোনা। একটা কথাও লিখেননি কেন? /:) /:)

একটু ভাব নিলাম, লুতুপুতু কবিতায় পুতুপুতু ভাব :!> :#> :P

৭৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবেগ উপছে পড়ছে কবিতায়!
ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়াও! এতো সুন্দর যে লিখেন তার থেকে নিজের লেখা সম্পর্কে ভালো কথা শুনতে খুশিই লাগে! :)

৮০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

সহপথিক বলেছেন: কবিতা অত ভাল বুঝিনা, তবে আপনার কবিতা পড়ে ভাল লাগল। আরও অনেক কবিতার অপেক্ষায় রইলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ সহপথিক।

আপনাকে সত্যি কথা বলি, কবিতা আমিও অত বুঝিনা। সহজ কথায় কিছু বলা হলে তা বুঝি।

এখন তো আপনার জন্য হলেও লিখতে হবে দেখছি, অপেক্ষা কষ্টকর ব্যাপার। বালিকা কাউকে কষ্ট দিতে চায়না। :) :)

৮১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

দহন আহমেদ বলেছেন:

সারাটা দিন,
কাঁদে আমার আকাশ!
না যদি তুই-
আমার পানে তাকাস্!?

:(( :(( /:) /:) B:-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন:
আকাশ কাঁদুক
বৃষ্টি হোক
সবুজ বনের
সৃষ্টি হোক! ;) B-)

৮২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মাক্স বলেছেন: কবিতা নিয়া কথা কৈতে ভয় লাগে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভালো লিখেছেন;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো বলেছেন ভালো কথা , শেষে এই ইমো ;) দিয়ে তো কনফিউশনে ফেলে দিলেন!

যাউকগ্যা, ভালো মাইন্যা নিলাম। বিশ্বাসে বস্তু মেলায়, তর্কে বহুদুর! B-)

৮৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: দুক্কে ফাডি যায় বুক
দেখিয়া গ্রাম্যবালিকার শোক। :(( :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

গ্রাম্যবালিকা বলেছেন:
কি করুম কন দরদি চিয়ারম্যান
চউক্কের পানি মুছুম রুমাল দেন! :(( :((

৮৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার ধরন এক্সপেরিমেন্টাল । আবারো পড়লাম , আবারো পড়বো ।
গ্রাম্য পাখি থেকো তুমি আনন্দে
কাঁঠাল চাঁপা হাসনাহেনার সুগন্ধে । =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

গ্রাম্যবালিকা বলেছেন:
আপনার একটা কবিতা/ অনুকাব্যের পোষ্ট দেন প্লিজ। চমৎকার লিখেন আপনি। সত্যি!

হাস্নাহেনার সুগন্ধে
মন ছুঁয়ে যাক আপনারও
না পাওয়ার ব্যাথা
মন ছোঁয় না যেন কারো! :)

৮৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: গ্রাম্য বালিকার কষ্ট লাগবে উৎসর্গ এই কবিতাখানি

এত কষ্ট বুকে জমাট না বেধে
কাউকে শেয়ার করা উচিৎ
জীবন চলে তার আপন বলয়ে
শুন্য ধুক ধুক করে হৃদ ।
সীমাহীন পথ চলায় আসে
বারে বারে কত নির্ঝর নিরবতা
বাধ সাধে অন্য কেউ যে নেই
পাশে কইতে ভাঙ্গায়ে সে কথা ।
আর অপার্থিব যত বাসনা
রংধনু রঙে সোনালী স্বপ্ন আকে
মধু পূর্ণিমার মত জোছনা
ফুটে ক্ষনে নিমিষে হারায় কোন বাকে ।
হায় হায় মন উদাস আবেশে
যদি মিলে ক্ষনিকের একটু ছোঁয়া
হারাব তাহাতে মিশে আধারে
ঝালিয়ে নেব কিছু রূপক মায়া ।

আরও এমন কবিতা হোক বাসনা
তাই শুভকামনা

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: একই কমেন্ট দুইবার কেন করেছেন! আর, একটু ছোট করে কমেন্ট করবেন প্লিজ। অন্যদের হয়তো সমস্যা হতে পারে। ধন্যবাদ পরিবেশ বন্ধু। :) :)

৮৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

দহন আহমেদ বলেছেন:
সবুজ বনে
হিংস্র বাঘ!
এই কথাটা
মনে রাখ! /:) /:) /:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

গ্রাম্যবালিকা বলেছেন:
বাঘ আমি
পুষি!
তাই এতো
খুশি! ;)

৮৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

দহন আহমেদ বলেছেন:

বাঘ না, ছাই-
"বিলাই"!
ধইরা তারে
কিলাই! /:) /:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

গ্রাম্যবালিকা বলেছেন:
আমার বনে
আমি বাঘ!
বলতে কিসের
রাঘ ঢাক?! B-)

৮৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

দহন আহমেদ বলেছেন:
"বাঘটাকে"
আগলে রাখি!
আদর দেই,
রাগলে বেশী! /:) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

গ্রাম্যবালিকা বলেছেন:
থাক তুই
চুপ করে
বকা দিব
খুব করে। X( X( :P

৮৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি- কবিত্যের অবমাননা
আমায় দিয়ে হবে ? তা হবেনা ।
কবিতা অনেক বড় ব্যাপার
নয় সে নদীর এপার ওপার ।
আমি নই গ্রাম্য বালিকা
অনু কাব্যের মালিকা ।
ক্ষমা আমি চাই
পাই বা না পাই । :P :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

গ্রাম্যবালিকা বলেছেন:
ভান না, লিটান ভাই, লিখেন প্লিজ। এটাও সুন্দর হয়েছে, দেখেছেন। :) :)

৯০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

নাযীর আহমদ বলেছেন: পরান যয় জলিয়া রে :)
+ ছাড়া গরীব আর কি দিতে পারি
ও হ্যাঁ সব ভাল লাগা আর ভালবাসা দিয়ে দিলাম
কি খুশী তো :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার কষ্টের কবিতা ভালো লাগে মনে হয়! কেন কে জানে!

ভালো থাকুন নাযীর আহমদ, শুভকামনা।

৯১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

অস্থির ভদ্রলোক বলেছেন: কবিতা তেমন বুঝিনা তবে যতটুকু বুঝলাম ভালা হইছে। :P :P :P

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অস্থিরতা ভালো না। স্থির থাকুন, সেই শুভকামনা। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.