![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
চেয়েছিলাম, তোমার সাথে সমুদ্রে যাবো
লোনা পানির উত্তাল ঢেউয়ে ভাসবো দুজন!
লবন পানি সহ্য হয়না বলেই কি চলে গেলে?
হায়,যদি জানতাম! কখনো মুখে আনতাম না সাগরের কথা।
বলেছিলাম, বৃষ্টিতে একাকী কদম গাছের পাশে
ভালোবেসে হাত ধরে চুপচাপ ভিজবো দুজন!
বৃষ্টির পানিতে ঠান্ডা লাগবে বলেই কি চলে গেলে?
জানলে, ওই কুকথা কখনো ভুলে মনেও উঠতো না।
আমি পাহাড় দেখতে চেয়েছি, সবুজ
পাহাড়ের নির্জনতায় আবেগে হারিয়ে যেতাম দুজন।
তুমি উচ্চতায় ভয় পাও বলেই কি চলে গেলে?
ইস, এই অভাগিনী কেন জানতো না তোমার ভীতির কথা!
বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ।
চেয়েছিলাম, গভীর রাতে তোমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে,
বুকের ঠিক মধ্যিখানে যেয়ে আরামে ঘুমাতাম দুজন!
জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে বলেই কি চলে গেলে?
জানো, একথা আগে জানলে দু-হাত দূরত্বে ঘুমাতাম আমি!
ভালোবাসার তো কোন কমতি ছিলো না
উথালপাতাল ভালোবাসতাম দুজন দুজনকেই!
ভালোবাসার কমতি ছিলোনা বলেই কি চলে গেলে?
জানলে, কখনো এই পোড়ামুখি ভালোবাসার কথা আনতো না মুখে!!
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: কি কয়!
এতো প্লাস লিখার সম্ভাবনা নাই।
ধন্যবাদ কমেন্টের জন্য। শুভকামনা।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন ! ভীষণ ভালো লাগলো।
ভালোবাসার কমতি ছিলোনা বলেই কি চলে গেলে?
জানলে, কখনো এই পোড়ামুখি ভালোবাসার কথা আনতো না মুখে!!
শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ খন্ড-ত চঁন্দ্রবিন্দু ( তিনটি)
শুভকামনা আপনার জন্যও। চমৎকার সব কবিতা লিখেন আপনি।
আমি পারিনা এমন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
তামিম ইবনে আমান বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: হুম
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লাগলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ!
নতুন মানুষ আমার ব্লগে, কখনো আপনাকে দেখিনি এখানে।
ভালো থাকবেন, শুভকামনা সব সময়ের জন্য।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
গ্রাম্যবালিকা বলেছেন:
আমার মুরুব্বী বন্ধুর কাছ থেকে প্লাস পেয়ে খুশিই লাগছে।
ভালো থাকবেন আপনি, খুব বেশি ভালো।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
স্বপ্নকুটির বলেছেন: "কষ্টের কাব্যে কষ্টের ছড়াছড়ি,
নোনা জলে গাথা স্তব্ধতার বাড়াবাড়ি!"
ভালো লাগা জানিয়ে গেলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
গ্রাম্যবালিকা বলেছেন:
"কষ্টের কাব্যে কষ্টের ছড়াছড়ি,
নোনা জলে গাথা স্তব্ধতার বাড়াবাড়ি!"
কথাগুলো চমৎকার।
আপনার লেখার সাথে আমার চিন্তার মিল খুঁজে পাই, তাই এতো ভালো লেগেছে আপনার পোষ্টের কবিতাটা
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে। ৪র্থ প্যারা পড়ে মজা পাইসি ||
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
গ্রাম্যবালিকা বলেছেন:
মজা পাওয়া রেসট্রিক্টেড! ১৬+ হতে হবে, বুঝলে!
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
রাফা বলেছেন: ভালোবাসার উল্টো-পিঠ দেখা হয়-না বলেই চলে যেতে পারে।
ভালোবাসার বিপরীতে যা থাকে তা দেখলে কেউ ভালোবাসতোনা।
তাই চলে যেতে পারে দু'পায়ে মারিয়ে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: নাইস বলেছেন রাফা।
আপনার নাম কি রাফা, নাকি পুর্ন নামের সংক্ষিপ্ত রুপ?
যেমন, রাফসান ফাহিম।
রায়হান ফারহাদ
রাহিম ফায়রুজ
রাজিব ফাহমিদ !
হাহাহা, নাম নিয়ে মজা করলাম। ভালো থাকুন রাফা।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
প্রিয়তমেষূ বলেছেন: গ্রাম্যবালিকার কবিতা সব সময় ই ভালো লাগে+++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো কখনই লিখিনা প্রিয়তমেষু, সহজ সরল কথা হয়তো আপনার ভালো লাগে। আমারও
প্লাসের জন্য অনেক ধন্যবাদ।খুশি
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
আশিক মাসুম বলেছেন: ছিছি আফনেও পেলাস লেখেন, আমাল শরম করে (বিরাট শরমের ইমু হবেক)
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
গ্রাম্যবালিকা বলেছেন:
তুমি ১৬+ না হলে এসেছো কেন বাচ্চা ছেলে! যাও পড়তে বসো!
আর, ওই, ১৬+ মানে নাবালকই তো তাই না? ১৮+ হলে না ছিঃ ছিঃ করতে !
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
আশিক মাসুম বলেছেন: অনেক আগে বাচ্চু কাকার একটা গ্যাং শুনেছিলাম
না জানি কি জানি হয়য়য়য়
বেশী ভালবাসা ভাল নয়।
সত্যি খুব বেশী ভাল বাসলেই হারানুর ভয় থাকে।
কবিতায় যদিও তরল কবিতা(অবশ্যই আমার তার চেয়ে ভাল) আবেগে পেলাস দিয়া গেলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন:
আবেগের প্লাস নেইনা।
কবিতা তরল হতে পারে কিন্তু ভালোবাসা তো পাথরের চেয়ে শক্ত ছিলো!
তাই হবে হয়তো, বেশী ভালোবাসলেই হারানোর ভয় থাকে
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
নেক্সাস বলেছেন: আহারে কষ্টরে
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: সমবেদনা জানিয়ে থাকলে ধন্যবাদ।
নাকি কষ্ট দেখে মজা লাগছে? ভালো!
আপনার কষ্টের কবিতাতেও খোঁচা দিয়ে আসবো। হুহ!
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
১১স্টার বলেছেন: ভালো লাগলো
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ১১স্টার । আমার সবার আইডির নামকরনের কারন জানতে ইচ্ছে করে, :#> কেন আপনার আইডি এটা?
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
রাইসুল নয়ন বলেছেন: কবিতার নায়ক তো অসুস্থ !!
একটা পুরুষ মানুষ সবকিছুতেই ভয় পায় !!!
আশা করি পরের কবিতায় নায়ক সুস্থ হবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে ।।
কবিতা দারুণ লাগলো,
তবে প্রতিটি লাইনেই না পাবার যন্ত্রণা আর শেষে বেঈমানির মতো লাগলো ,
ভালো থাকুন কবি ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: অসুস্থই মনে হচ্ছে! সবকিছুতেই ভয় পায় ভিতুর ডিম কোথাকার!
সুস্থ জন ভালোবাসবে তো অনেক বেশী? কে জানে।
শেষে বেইমানি না, বলা হয়েছে, দরকার হয় মেয়েটি ভালোওবাসতো না, তবুও যদি সে চলে না যেতো!!! কাছে থাকার আকুলতায় এমনটি বলা।
ভালোলেগেছে আপনার। খুশি আমি।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
বেবিফেস বলেছেন: ভালোবাসার কমতি ছিলোনা বলেই কি চলে গেলে?
জানলে, কখনো এই পোড়ামুখি ভালোবাসার কথা আনতো না মুখে!!
শুধু বলব আপনার কবিতা আমায় মুগ্ধ করেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: শুধু বলব আপনার কবিতা আমায় মুগ্ধ করেছে। সত্যিই! আমার ধারনা আবেগী কবিতা বিরক্ত করে মানুষকে!
অনেক ধন্যবাদ বেবিফেস!
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
রাফা বলেছেন: নামের রহস্যটা ,রহস্যই থাক।
তবে শুধু এইটুকু বলি, ভালবাসা জড়িয়ে আছে আমার নিকে।
শুভকামনা রইলো গ্রাম্য-বালিকা।
অ.ট. আপনার নিকটা কিন্তু সুন্দর।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমার নামের শুরু "রা" দিয়ে! হিহিহিহিহি!
নাহ, আপনার নামের সাথে আমার নামের কোন মিল নাই।
রহস্য রহস্যই থাক, জানলে তো ভালো হবে না, তাই না!
আমার নিক-কে সুন্দর বলার জন্য অনেক ধন্যবাদ।
রাফা, প্রতিটি মুহুর্ত আহন্দময় হোক আপনার।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
ইখতামিন বলেছেন:
কারণ, আমি বিরহের মাঝেই সুখ খঁজে পাই
এমন হবে জানলে দিতাম না চতুর্থ ভালো লাগা
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমি বিরহের মাঝে কোন সুখ খুজে পাইনা! বিরহ ফালতু
ফিরিয়ে নিন ভালোলাগা। জোর করে কিচ্ছু চাই না , বুঝলেন!
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
যদি একটি লাইনও চুরি না-করে থাকেন, তবে বলি - আপনি একজন কিউট রোমান্টিক কবি।
সাধারণত কবিতা আমি পড়িনা। প্রেমের কবিতা তো নয়-ই। চারিদিকে এত অশ্লীলতা, কদর্যতা দেখে ইচ্ছে করে প্রেমট্রেমকে দুইটা লাথ্থি মারি।
তবুও .... মানুষ তো। তাই মাঝে মধ্যে শয়তানে পেয়ে বসে। সুকুমার মানবীয় দূর্বলতায় কুছ কুছ হোতা হ্যায়!
এ ধরণের কবিতা আমি কখনোই উৎসাহ দেবো না। তবে এ কবিতাটি আকর্ষণীয় লেগেছে আমার, নির্দ্বিধায় স্বীকার করি।
ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: চুরি করলে খুব সুন্দর কিছু কথা চুরি করতাম! নাহ,শুধু কথা না রবীন্দ্রনাথের ব্রেন চুরি করতাম! আমার প্রিয় কবি।
উৎসাহ দিবেন না, এমন লিখা ভালো না সত্যি। স্যরি, লিখে ফেলেছি, এবারের মত মাফ করে দেন, কারন আপনার তো ভালো লেগছে, তাই না?
ভালো থাকবেন আপনি। খুব আনন্দিত এতো মনযোগ দিয়ে পড়েছেন আমার লেখা।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
তাসজিদ বলেছেন: ভাল লাগল।
ভালবাসা অদ্ভুত এক বস্তু, কি তার রঙ, কি তার রূপ, কিইবা তার আবেদন। ?????
তবে ১৬+ না হলেই ভাল হত
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ তাসজিদ।
হুম, এখন মনে হচ্ছে ১৬+ না হলেও ভালো হত। :#>
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
জাকারিয়া মুবিন বলেছেন: তোর সাথে এত মিল কেন আমার বলতো আপু।
লিঙ্ক দিলে অনেকে বিরক্ত হয় জানি তবুও লিঙ্ক না দিয়ে পারলাম না।
কবিতাটা পরে মনে হল, আমার এই কবিতার ছায়া অবলম্বনে লেখা। তবে ভালবাসার গভীরতা বেশী হলে মনে হয় ভালবাসার মানুষটিকে পাওয়া যায়, আমিতো পেয়েছি।
ভালো থাকিস বোন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: তবে ভালবাসার গভীরতা বেশী হলে মনে হয় ভালবাসার মানুষটিকে পাওয়া যায়
সবসময় কি তা হয়? হয়না।
চমৎকার একটি কবিতার লিঙ্ক দিয়েছেন, আমারটার চেয়ে আপনার কবিতা হাজারগুন ভালো। অভিজ্ঞ লেখক আপনি।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
নাছির84 বলেছেন: চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
দাঁতটা ভাল কইরা মাইজা নিতেন তাইলে আর জিবানু থাকতো না
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইরে ভাই, যে চলে যাবে সে জীবানু ক্যান কিছু না দেখলেও ভায় পাবে!
গ্যাছে যাইক, টানাটানির মইধ্যে আমি নাইক্যা।
)
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
অনিচ্ছা সত্ত্বেও আরেকটি কথা বলতে ইচ্ছে করছে ....
কেউ যদি এ কবিতাটির জন্য মানানসই "সুর" কম্পোজ করতে পারে, এবং গানের প্রয়োজনে কবিতার শব্দচয়ন একটু এদিক-ওদিক করে, তাহলে আপনার কবিতারূপি এ লিরিকটি একটা হিট গান হতে পারে, এতে কোন সন্দেহ নেই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: আমি লিরিক আর সুর কানেক্ট করতে পারিনা। কেউ চাইলে করতে পারে। আমার কোন অভিযোগ নাই।
আপনি অনেক প্রশংসা করলেন, খুশি হলাম।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
নাযীর আহমদ বলেছেন: ভালো লাগলো- তা ও আবার সেই ভিতর থেকে ! অওঙ্ক অন্বক শুভ কামনা থাকলো, থাকলো ভালবাসা ও। ভাল থাকুন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে!
ভালো লাগলো- তা ও আবার সেই ভিতর থেকে !!! চমৎকার বলেছেন!
ভালো লাগলো আপনার কমেন্ট।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
সিয়ন খান বলেছেন: ছি ছি আপনি এত পাকনা
ভাল হইসে +++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ দেই, নিবেন? নিয়েই নেন।
আমি অবশ্যই পাকনা না, যে বুঝতে পারে সেই পাকনা!
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
নাযীর আহমদ বলেছেন: বলেছেন: ভালো লাগলো- তা ও আবার সেই ভিতর থেকে ! অনেক অনেক শুভ কামনা থাকলো, থাকলো ভালবাসা ও। ভাল থাকুন।
দুঃখিত বানান ভুলের জন্য
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বানান ভুল, ব্যাপার না, নান বাট এ ফুল ইস অলওয়েজ রাইট!
২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
রাফা বলেছেন: আপনার নাম-যে রাখি সেটাতো আমি জানি।
কাজেই কোন রহস্য নাই,কি ঠিক বলি নাই?
ভালো থাকুন,নিরন্তর।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: রাফা, আপনার গেস ১০০% ভুল।
তবে রাখি নাম আমার পছন্দ হৈছে। ধন্যবাদ।
ভালো থাকবো আমি। আপনিও রহস্যময় মা্নুষকে সাথে নিয়ে ভালো থাকুন!
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
অণুজীব বলেছেন: কষ্ট কাব্য পইড়া সুখ পাইলাম মনে হয় ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: দুনিয়াটা এতো নিষ্ঠুর হয়ে গ্যাছে আগে বুঝিনাই। আপনি প্রুভ করলেন!
আল্লাহ বাচাইছে, ঘটনা ঘটে নাই সত্যি সত্যি! তাইলে তো আমার কষ্টে নাচানাচি করতেন!
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটায় কষ্ট আছে ঠিকই কিন্তু কাব্যটা একটু কম
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: কাব্য না থাকলেই ভালো, কষ্টটা ইমপর্টেন্ট।
ভাব নিলাম, সত্যি কথা হলো, কাব্যের কিছুই জানিনা আমি। শুধু লাইন মিলানো! :!> :#>
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
অস্থির ভদ্রলোক বলেছেন: অণুজীব বলেছেন: কষ্ট কাব্য পইড়া সুখ পাইলাম মনে হয়
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: কপি করেন ক্যালা!
ইভিল লোকজনের সাথে ব্লগিং করি! হুহ! কষ্ট দেখে মজা পায়!
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
শার্লক বলেছেন: হায় হায় আমিও তো বৃষ্টির পানিতে ভিজি না ঠান্ডা লাগবে বলে। আর ঘুমানোর ব্যপারটাও।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
গ্রাম্যবালিকা বলেছেন: তাইলে আপনার খপর আছে! আর কিছু বলবো না
অভ্যাস বদলে ফেলুন! বৃষ্টি থেকে ছাড়া পেলেও-------
৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগলো, এই ভালোবাসা-বিচ্ছেদ কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: কবিতার চমৎকার নাম দিয়েছেন
ভালোবাসা-বিচ্ছেদ কবিতা। নাইস!
ভালো থাকবেন কাল্পনিক_ভালোবাসা।
৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: বুকে জমা এক সাগর কষ্টের দীর্ঘশ্বাস
আকাশের মেঘমালার মত ভাসে
ঝরায় হৃদয়ে ক্ষতের ফসল
ভুলে যেও সে কথা আখি তে নোনা জল
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর হয়েছে আপনার এবারের কবিতা!
আপনি তো স্ট্যান্ড আপ কবি!
৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
জুন বলেছেন: চেয়েছিলাম তোমার আমার সাথে
একটি কুকুর ও শুয়ে থাকবে :#>
কিন্ত কুকুর তোমার সহ্য হলো না,
তুমি খোদা হাফেয বলে চলে গেলে
খুব মজা আর অসাধারণ লাগলো আপনার কবিতা গ্রাম্যবালিকা
তাই আমিও ৪ লাইন যোগ করতে চেষ্টা করলাম
+
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: আমারও কিছু পোষতে ইচ্ছে করে আপি। কিন্তু মায়া হয়ে যাবে বলে পুষি না।
আপনার কবিতা লেখা দেখে মনে হচ্ছে সত্যিই ভালো লেগেছে আপনার।
ধন্যবাদ । সুখ ঘিরে রাখুক আপনার জীবন।
৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
টুম্পা মনি বলেছেন: ভাল হইছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: টুম্পা মনি, আপনার লাষ্ট দুই পোষ্টে চরম মজা পেয়েছি। এরকম ছেলদের টাইট দেওয়া মুলক পোষ্ট আরো চাই।
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
স্পাইসিস্পাই001 বলেছেন: ভালই লাগলো .....
কবিতা লেখেন কিভাবে একটু টিপস দিয়েন তো আপা...
তবে কবিতা কিন্তু স্পাইসি+++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
গ্রাম্যবালিকা বলেছেন:
মানিকে মানিক চিনে!
স্পাইসি চিনে স্পাইস
কবি কবিতা লেখে
প্রিয়কে করে মিস!
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
ইখতামিন বলেছেন: কিন্তু সামু'তে রেটিং ফিরিয়ে নেবার ব্যবস্থা নেই মনে হয়.
তাই আপনাকে ওটা দিয়েই দিলাম.
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমি সামুর কাছে রিকোয়েষ্ট করলাম, ইখতামিনের দেওয়া প্লাস ফিরিয়ে দেওয়া হোক।
দেখি কাজ হয় কিনা!
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
ইখতামিন বলেছেন: স্যরি আপু.
১৭ নং কমেন্টে খোঁজে শব্দটি টাইপিং মিস্টেক হয়েছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: ইটস ওকে গুড লুকিং বয়!
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
এ্যাপোলো৯০ বলেছেন: সিম্পলি............ অসাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার হাসিও সিম্পলি............ অসাম ।
দেখে মনে হয় খুব সফট একটা মন আছে আপনার।
দোয়া করি সফট মনে কেউ কখনো যেন আঘাত না করে।
৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
মারুফ মুকতাদীর বলেছেন: কষ্টের কবিতা দেখে তো আমার হাসি পাইতেছে।
ওরে মারুফ, কি নিষ্ঠুর তুই!!!
তোর কি হৃদয় বলে কিছু নাই!!!!! :p
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
গ্রাম্যবালিকা বলেছেন: কোন দুনিয়ায় আইছিস রে গ্রাম্যবালিকা! কষ্ট দেখে লোক হাসে, তুই গ্রামে ছিলি গ্রামেই ফিরে যা।
৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
প্রযুক্তি বলেছেন: class jinish....amer wife k gift dite pari?? toi apner name bolum...onumoti den
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।
অবশ্যই আপনার স্ত্রীকে দিতে পারেন, আমার নাম না বললেও কোন ক্ষতি নাই, মেয়ের নাম বলে স্ত্রীর ঝারি খান তাই আমি চাইনা।
৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বলে ছিলে দেখা করতে
শরৎ এর আকাশে নীল আর নীল - শুভ্রতায় আমি আপেক্ষা ছিলাম !!
হলুদ খামে অনুভূতি পুড়ে করে প্রতীক্ষা আর আপেক্ষার পালা ক্রমেই
দূর দূরে বহুদূরে উড়ে ঘুড়ে এক শরৎ থেকে অন্য শরৎ এসে ফিরে যায় !!
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার অনুভুতি। আপনি ম্যাচিউর একজন লেখক। আপনার বিভিন্ন পোষ্টে দেওয়া মন্তব্য মনযোগ দিয়ে পড়ি।
ভালো থাকুন।
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
আমি তুমি আমরা বলেছেন: পিলাচ দাগাইলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ, আপনি আমার অখাদ্য লেখাগুলো কেন পড়েন কে জানে!
শুভকামনা
৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
সাজিদ আল সাহাফ বলেছেন: মানুষ সুন্দর! মানুষের মাঝে যে আরো কত সৌন্দর্য লুকিয়ে আছে, আপনার কবিতার মাঝে তার নমুনা দেখে আমি আপ্লুত, তৃপ্ত। মুগ্ধতা ছড়িয়ে আছে আপনার গোটা কবিতায়। অসাধারণ লাগল! কাব্যময় জীবন হোক আপনার ছন্দময়। শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার নামের চমৎকার মনের মানুষটি আমার পোষ্টে চমৎকার একটি কমেন্ট করলেন!
এখন আমি কিভাবে আপনাকে চমৎকৃত করবো!!
৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: রুমান্টিক দুঃখ বিলাসী কবিতার সুখী *কুনোব্যাঙ* স্টাইল :প
চেয়েছিলা তোমাকে নিয়ে সমুদ্রে যাব
তোমার ওয়াটার ফোবিয়া তাই আর যাওয়া হলো না
চেয়েছিলাম তোমাকে নিয়ে কদম তলে বৃষ্টি স্নান করব
তোমার ঠান্ডায় এলার্জি তাই আর বৃষ্টিতে ভেজা হলোনা
চেয়েছিলাম তোয়ায় নিয়ে পাহাড় দেখব
তোমার হাইট ফোবিয়া তাই পাহাড় দেখা হলো না।
ব্লা ব্লা ব্লা , , , , ,
তবুও আমি পৃথিবীর সবচাইতে সুখী
কারণ তোমার ভালোবাসা ফোবিয়া নেই।
ঃপঃপ
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
গ্রাম্যবালিকা বলেছেন: *কুনোব্যাঙ* ইসটাইল পছন্দ হৈছে!
তবুও আমি পৃথিবীর সবচাইতে সুখী
কারণ তোমার ভালোবাসা ফোবিয়া নেই।
এই লাইন দুটো বেশি ভালোলেগেছে! নাইস
আপনার মজার কমেন্ট আনন্দ দেয় আমাকে। ভালো লাগে খুব।
৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
ইখতামিন বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: রুমান্টিক দুঃখ বিলাসী কবিতার সুখী *কুনোব্যাঙ* স্টাইল :প
চেয়েছিলা তোমাকে নিয়ে সমুদ্রে যাব
তোমার ওয়াটার ফোবিয়া তাই আর যাওয়া হলো না
চেয়েছিলাম তোমাকে নিয়ে কদম তলে বৃষ্টি স্নান করব
তোমার ঠান্ডায় এলার্জি তাই আর বৃষ্টিতে ভেজা হলোনা
চেয়েছিলাম তোয়ায় নিয়ে পাহাড় দেখব
তোমার হাইট ফোবিয়া তাই পাহাড় দেখা হলো না।
ব্লা ব্লা ব্লা , , , , ,
তবুও আমি পৃথিবীর সবচাইতে সুখী
কারণ তোমার ভালোবাসা ফোবিয়া নেই।
হা হা হা
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার সাথে কথা নাই, কিপ্টে, প্লাস দিয়ে প্লাস ফেরত চায়! হুহ! আমার দুঃখের ব্লগে এসে হাসলে দাত ব্যান করে দিবো, মডু কে বলে! মনে থাকে যেন!
৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
শ্রাবণ জল বলেছেন: সুন্দর
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
গ্রাম্যবালিকা বলেছেন:
এক কথায় চমৎকার কমেন্ট! ধন্যবাদ
৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
নৈশতরী বলেছেন:
জোটিল লিখেছেন বেশ ভালো লাগলো
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নৈশতরী। আপনার তরী নিরাপদে গন্তব্যে পৌছুক, সেই শুভকামনা।
৪৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
পত্রদূত বলেছেন: ভালো লাগলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: ডিজিটাল যুগে ম্যাসেনজার আছে, পত্রদুতের কাজ কি?!
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৪৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
অচিন.... বলেছেন: যদি জানতাম কস্ট কাব্য পড়ে আমার হাসি পাবে তবে কক্ষনো পোস্ট পড়তাম না
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: হাসো, হেসে দাঁত দুই একটা পড়লেও সমস্যা নাই, ব্লগে ডেন্টিস্ট আছে। স্বেচ্ছাসেবক নিক!
৫০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
নাইট রিডার বলেছেন: বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ।
চেয়েছিলাম, গভীর রাতে তোমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে,
বুকের ঠিক মধ্যিখানে যেয়ে আরামে ঘুমাতাম দুজন!
জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে বলেই কি চলে গেলে?
জানো, একথা আগে জানলে দু-হাত দূরত্বে ঘুমাতাম আমি!
কষ্টকাব্য পড়ে হেসে ফেললাম, আসলে হাসতে চাইনি, কিন্তু কি আর করা। কোবতে পড়ে জটিল আনন্দ পেলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: আনন্দ পেলেন! হাহ! কষ্ট পাওয়া উচিত ছিলো! কি করবো, এটাই নিয়তি। মেনে নিলাম
৫১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
রাইসুল সাগর বলেছেন: চমৎকার ভালোবাসার কাব্য প্রকাশে ভালোলাগা।
আহারে কেউ যদি মোরে
বাসতো ভালো এমনে,
চাঁদ চাইলেও এনে দিতাম
যেমনে পারি তেমনে।
অনেক অনেক শুভকামান জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার হৃদ-কাব্যে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন:
চাঁদ চাইনি
ছিলো অল্প কিছু চাওয়া
মন পাইনি
তার আগেই সে হাওয়া!
৫২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
লোনলিফাইটার বলেছেন: বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন:
আচ্ছা এতোটুকু পছন্দ হৈছে!! চি চি চি!
আপনার ইমো দেখতে ভালো লাগে, ইউনিক। কেন জানি। মজার মনে হয়। হাহা
৫৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
ইখতামিন বলেছেন: লোনলিফাইটার বলেছেন: বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ।
)
)
)
বহুদিন ধরিয়া হাসিনা।
তাই একটু লইলাম হাসিয়া।
আমার আছে সেই অধিকার।
আমি কোনও ধারিনা কারও ধার।
উৎসগ্যঃ লোনলিফাইটার
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: বাপ্রে! আমার পোষ্টের পাতা ফ্রি পেয়ে লোকজন উৎসর্গ কাব্য লেখা শুরু করে দিছে!!!
আমার এখানে কাঊকে উৎসর্গ করা যাবে না আমাকে ছাড়া।
না হলে ব্লগীয় দন্ডবিধি ৎ৪২০ এর ধারায় কিঞ্চিত অপমানের দায়ে মামলা করুম।
৫৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে ?
হা হা হা হা
১৬ + ই ঠিক আছে । বালিকার এর বেশি আগানো উচিৎ হঁপেনা
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: সত্যি লিখবো না, এমনকি মনে হচ্ছে, এটাই বেশী হয়ে গেছে।
রাগ করেছেন এমন লিখেছি বলে? সর্যি। এইবার মাফ করে দেন।
৫৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
একজন আরমান বলেছেন:
কাব্য অসাধারণ হয়েছে।
কিন্তু মন খারাপ হয়ে গেলো।
মন খারাপের জিনিস দেখলেই মন খারাপ হয়ে যায়।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: সবাই মজা নিচ্ছে আমার কবিতা পড়ে, আপনিও যদি নিতেন খুশি হতাম, সত্যি।
মন খারাপ আপেক্ষিক জিনিস। কোন কিছু না পেলে আমার কি মনে হয় জানেন, ঐটা আমার জন্য অবশ্যই পারফেক্ট ছিলো না তাই পাইনি। (আঙ্গুর ফল টক এমন না) উপরে একজন আছেন যিনি সব নিয়ন্ত্রন করেন।
চামে উপদেশ দিয়ে দিলাম, বাঙ্গালী উপদেশ দিতে আর ফ্রি খেতে ভালোবাসে! হিহিহিহি
৫৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
একজন আরমান বলেছেন:
আপনার শেষের কথাগুলো হয়তো ঠিক !
আর মজা নেবার কথাগুলো যে বললেন সেটা আমার আর অন্য পাঠকদের মধ্যে একটু পার্থক্য আছে মনে হয়।
সবাই যেথায় আনন্দ খোঁজে,
আমি খুঁজি বেদনা !
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি তো সুখি মানুষ! সুখে থাকতে থাকতে আর ভালো লাগেনা বলে বেদনা খুঁজে বেড়ান!
আমি আনন্দ খুঁজি। খুব ভালো থাকতে চাই। খুব বেশি।
আপনাকেও আনন্দে থাকতে বলি, শুভকামনা।
৫৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
শান্তা273 বলেছেন: কষ্ট পাইলাম!
আবার ও জানতে চাই এত কষ্ট ক্যান বালিকা ???
কষ্টকাব্য ভালো হইছে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: শান্তা, শান্ত হোন। কষ্ট পাবেন না। হাহাহাহা!
কষ্ট নাই আমার। আনন্দেই আছি। লিখি আরকি, পরীক্ষামুলক লুতুপুতু কাব্য!
৫৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
তারছেড়া লিমন বলেছেন: আমি ও একজনের ঠোঁটে চুমু আকতে চেয়েছিলাম ।ফলাফল আজ সে এক বাচ্চার মা ..................আর আমি এখন ও অবিবাহীত। বড়ই আপচুচ.
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: বাচ্চার মা বাচ্চাকে নিয়ে সুখী হোক। আপনি নতুন কাউকে খুঁজে নিন।
শুভকামনা থাকলো, খুব বেশি মায়া করে যেন আপনাকে।
৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
এ্যাপোলো৯০ বলেছেন: হায়রে আপু................ কেনো যে আরো ৭/৮ বছর আগে তুমি এই কথাটা বললা না তাইলে হয়তো আসলেই কেউ আঘাত নাও দিতে পারতো
তবে তোমার মনের ভাব প্রকাশ আসলেই অনেক সুন্দর হয়েছে। দহনের ব্লগে প্রায়ই তোমার সাডেন ছন্দ মিলানো দেখে জেলাস লাগে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
গ্রাম্যবালিকা বলেছেন: অতীত তো চলেই গেছে, সো তা নিয়ে আর ওয়ারিড কেন! আচ্ছা যাও, তুমি এই মুহুর্ত থেকে যেন চিরজীবন আনন্দে থাকো। মানুষ তো দুরের কথা কোন পশু পাখি, মশা মাছি, জীবানু, ব্যাক্টেরিয়া, অনু পরমানু কেউ যেন কষ্ট দিতে না পারে! হলো?! খুশি? এবার একটু নাইস স্মাইল টা দাও।
৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
এ্যাপোলো৯০ বলেছেন: হায়রে আপু................ কেনো যে আরো ৭/৮ বছর আগে তুমি এই কথাটা বললা না তাইলে হয়তো আসলেই কেউ আঘাত নাও দিতে পারতো
তবে তোমার মনের ভাব প্রকাশ আসলেই অনেক সুন্দর হয়েছে। দহনের ব্লগে প্রায়ই তোমার সাডেন ছন্দ মিলানো দেখে জেলাস লাগে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ প্রশংসা করার জন্য।
আমার সাথে জেলাস হয়ে লাভ নাই, তবে দহন সত্যি খুব ট্যালেন্টেড।
শুভকামনা দহনের জন্য।
৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
লোনলিফাইটার বলেছেন: চেয়েছিলাম, গভীর রাতে তোমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে,
বুকের ঠিক মধ্যিখানে যেয়ে আরামে ঘুমাতাম দুজন!
জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে বলেই কি চলে গেলে?
জানো, একথা আগে জানলে দু-হাত দূরত্বে ঘুমাতাম আমি!
এইটাও পছন্দ হয়েছে বালিকা
এই তিনটা আমার ট্রেডমার্ক ইমো
আপনার ইমো দেখতে ভালো লাগে, ইউনিক। কেন জানি। মজার মনে হয়। হাহা
থ্যান্কু
ইখতামিন @থ্যান্কস ব্রো।
দেখলে তোমার পোস্টে আমারে কবিতা ডেডিকেট করে।তুমি জেলাস হয়ো না।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: জেলাস হইলাম না। এতো গুছিয়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
ট্রেডমার্ক ইমো!!! এইটা পড়ে হাসতে হাসতে শেষ
৬২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ঘটনা কি
কান্দেন ক্যান?
যে গেসে
যাইতে দ্যান!!
পরের জনরে
আইতে কন
আইলেই আগে পায়ে বেড়ি
এইবার যাবি কই বাছাধন...
জানেন তো, মনিষী বলে গেছেন... যাকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও... যদি সে ফিরে আসে, তবে সে তোমার.... আর যদি সে ফিরে না আসে, তবে তাকে ধইরা নিয়া আস...
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
গ্রাম্যবালিকা বলেছেন: আর যদি সে ফিরে না আসে, তবে তাকে ধইরা নিয়া আস----- এতোটুকু আপনি মনিষী বলেছেন, তাই না!
ছড়া চমৎকার হয়ছে। নাইস , ভেরি নাইস।
কেন কম আসেন ব্লগে? নতুন একটা পোষ্ট দেন। ফান করবো আপনার সাথে, ছড়ায়!
৬৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
ইখতামিন বলেছেন:
একজন আরমান বলেছেন:
আপনার শেষের কথাগুলো হয়তো ঠিক !
আর মজা নেবার কথাগুলো যে বললেন সেটা আমার আর অন্য পাঠকদের মধ্যে একটু পার্থক্য আছে মনে হয়।
সবাই যেথায় আনন্দ খোঁজে,
আমি খুঁজি বেদনা !
কেনো ভাই.
আনন্দের মাঝে বেদনা কেন?
বরং গ্রাম্যবালিকার মতো বেদনার মাঝে আনন্দ খুঁজুন, যেমনটা আমি করি।
সো লাইফ ইজ হ্যাপী.
ডোন্ট ওরী. বি হ্যাপী.
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার একটি গানের জন্য ধন্যবাদ ইখতামিন।
গ্রাম্যবালিকার মতো বেদনার মাঝে আনন্দ খুঁজুন, যেমনটা আমি করি
তাই নাকি?! সুন্দর বলেছেন। ভালো থাকুন। শুভকামনা।
৬৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
অনীনদিতা বলেছেন: খুব ভালো লেগেছে বালিকা
তবে মনে হচ্ছে বালিকা দিন দিন বড় হয়ে যাচ্ছে
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
গ্রাম্যবালিকা বলেছেন: প্রেম প্রেম কাব্যের বালিকা ফরমেট থাকলে কি বালিকা বড়দের কথা লিখতো? তাই এটা বালিকার দোষ না, বাংলা ভাষার দোষ!
বড়দের হয়ে গেছে, তাই না? হয়ে গেছে, কি করবো! :#>
৬৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
একজন আরমান বলেছেন:
দেখুন সুখ কিংবা দুঃখ দুটো জিনিসই সময়ের সাথে সাথে রঙ বদলায় !
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: কঠিন করে ভাবেন আপনি। আমার জীবন যাপন খুব সরল। রাতে খাওয়ার পর চোখ ভেঙ্গে ঘুম আসে, এক ঘুমে সকাল! :#>
৬৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ইখতামিন বলেছেন: গ্রামীণ বালিকা:
আদালতে তুমি যতই চৌড়াচৌড়ী করো না কেনো-
আমার ভিআইপি ট্রেডমার্ক দন্ত ব্যান করতে পারবে না।
কারণ আগামী ১লা ফেব্রুয়ারী ২০১৩ খ্রীঃ থেকে আমি সামু'র একজন নিয়মিত মডু.
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগে কি ব্যাক্তিগত আস্ত্রপাতি রাখা যাবে? এ বিষয়ে নীতিমালা কি?
রাখা গেলে ছোট্ট মুট্ট একটা হাতুরি রাখতাম, ইখতামিনের দাঁত ভাঙ্গার জন্য!
আগামী ৩০শে ফেব্রুয়ারী থেকে মডু হলে তবে আপনাকে মানবো। না হলে নাই।
৬৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
সালমাহ্যাপী বলেছেন: তারছেড়া লিমন বলেছেন: আমি ও একজনের ঠোঁটে চুমু আকতে চেয়েছিলাম ।ফলাফল আজ সে এক বাচ্চার মা ..................আর আমি এখন ও অবিবাহীত। বড়ই আপচুচ.
চ্যয়ী হাসতে চাইনাই তবে মনের অজান্তেই হাইসা ফেলসি
আর বালিকা বড়ই সুন্দর কবিতা।
ভালোলাগা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: বেচারার দুক্ষে হ্যাপীপু তুমি হাসতেছো!
ছাতার মাথা
কবিতা দেখে
সবাই শুধু হাসে।
দুঃক্ষে আমার
চোখে পানি
টিস্যু নাই পাশে!
৬৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
আমিভূত বলেছেন: বালিকা কবিতা পড়ে মনে হল না কষ্ট কাব্য মনে হল বিরহ কাব্য
কবিতা আমার মনের মতন হয়েছে ,এক রাশ শুভেচ্ছা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: যা মনে করেন তাই, সুখ কাব্য, হাসি কাব্য তাও মনে করতে পারেন। আপনার মনের উপর কোন চাপ পড়ুক তা আমি চাই না
শুভেচ্ছা নিলাম, এক রাশ। ভালো থাকুন
৬৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
দহন আহমেদ বলেছেন:
আর কাইন্দো না
"জানমনি"?
কিন্না দিমু
"ঝাল মুড়ি"!
২০ নং, ++++++++!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন:
আর খাবোনা
ঝাল মুড়ি।
আয় দুজনে
উড়াই ঘুড়ি!
৭০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনুকাব্য ছেড়ে কবিতা, দারুন লাগল কবি ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো আছেন তো আপনি?
টিকটিকি টা কেমন আছে? দানব কে খেয়ে ফেললো না তো?!
৭১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: প্রিয় বালিকা... অনেকদিন পর সামুতে এসেই আপনার কষ্ট দেখে কমেন্ট না করে পারলাম না... তাই একটু মনিষীগিরি ফলালাম আর কি...
আর কম কম আসি কেন? .... অবসরপ্রাপ্ত হলেও বাউন্ডুলে যে...
ছড়ায় ছড়ায় আলাপন শীঘ্রই হবে... শুভকামনা রইলো...
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: প্রিয় বালিকা----! সম্মোধন পছন হৈছে! :#>
আপনার ভাই আর আপনার এতো খাতির দেখে বুঝি চমৎকার মায়াময় এক পরিবারের ছেলে আপনি।
পরিবারের ভালোবাসা অমুল্য জিনিষ। আল্লাহ আমাকে তা অফুরন্ত দিয়েছেন।
কষ্টে নেই আমি, এটা এক্সপেরিমেন্টাল কবিতা। ভালোবাসাবাসি টাইপ লিখলাম একটু!
৭২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সারাটা সপ্তাহ পর যখন শুধুমাত্র এক বেলার জন্য বাসায় যাই, সেই শান্তির কথা আমি ভাষায় প্রকাশ করতে অক্ষম... ঠিক বলেছেন বালিকা, অসাধারণ মায়াময় আমার পরিবার... আর অসম্ভব ভাগ্যবান আমি আলহামদুলিল্লাহ...
আমার বড় ভাই তো দুনিয়ার সবচেয়ে সেরা বড় ভাইদের একজন... হেব্বি কুল!!
আপনি আর আপনার পরিবারের জন্য অন্তহিন শুভ কামনা...
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ভাই ভাইয়ে প্রশংসার মারামারি লেগেছে! হাহা, আপনারা দুজনেই খুব ভালো।
শুভকামনা রইলো। হাজার ব্যস্ততাতেও মন আনন্দে ভরে থাকুক।
৭৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
শাহজাহান মুনির বলেছেন:
চেয়েছিলাম, তোমার সাথে সমুদ্রে যাবো
লোনা পানির উত্তাল ঢেউয়ে ভাসবো দুজন!
লবন পানি সহ্য হয়না বলেই কি চলে গেলে?
হায়,যদি জানতাম! কখনো মুখে আনতাম না সাগরের কথা।
দারূণ..!!!!।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ দিচ্ছি, কারন, এই লাইনগুলো খুব মন থেকে লিখেছি!
ভালো থাকুন শাহজাহান মুনির।
৭৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
একজন আরমান বলেছেন:
ওই যে বললাম সময় !
সময় বড় একটা ব্যাপার !
আপনার সময় আপনাকে ঘুমতে সাহায্য করে, আর আমাকে ভাবাতে !
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, দেখি ভাবার সময় কখন আসে! এখনো ভালোই আছি। ঘুমাতেই ভালো লাগে, আমার মনে হয় ভাবতেও ভালোই লাগবে! হাহা
শুভকামনা, আনন্দ নিয়ে ভাবুন!
৭৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
দহন আহমেদ বলেছেন:
দহন একা
ফেবু'তে!
কে কাঁদে
এই বুকে?
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
গ্রাম্যবালিকা বলেছেন:
তোর মত
তুই থাক।
রাখ সব
হাক ডাক।
৭৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ইখতামিন বলেছেন: দহন আহমেদ বলেছেন:
দহন একা
ফেবু'তে!
কে কাঁদে
এই বুকে? / /
/
ইখতামিন বলেছেন:
আজ আমার খুশির দিন.
আহা কী আনন্দে - আকাশে বাতাশে
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: কপি করা আইনত দন্ডনীয় অপরাধ! ওই আমার হাতুরী গেল কই!
আপনার কবিতা দেখবো। মনযোগ দিয়ে।
ভালো থাকুন।
৭৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বলতাম, তোমার ঐ তপ্ত ঠোঁটে আঁকবো গভীর চুম্বন।
জীবনে প্রথমবারের মত ভালোলাগায় অস্থির হবো দুজন!
চুমুর জীবানুতে ভয় ছিল বলেই কি চলে গেলে?
জানলে, কখনো চাইতাম না তোমার ঠোঁটের স্পর্শ।
ঐ মিয়া ট্যাগ ঠিক করেন। ইহা ১৬+ নয় ৬১+ হবে!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি আপনার ইচ্ছে মত ট্যাগ লাগিয়ে পড়তে পারেন! যদি মনে করেন ইহা বেহস্তে যাওয়ার পর হুরদের সাথে নিয়ে তারপর পড়বেন, তাতেও বালিকার আপত্তি নাই!
৭৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
লাবনী আক্তার বলেছেন: জনৈক গণ্ডমূর্খ এর কমেন্ট পড়ে হাসতেই আছি
বালিকা তুমি কিন্তু আর বালিকা নও।
আর যে চলে গেছে তারে আর ডেকে লাভ নাই। কারন যে চলে যাওয়ার সে চলে যাবেই, বুজছ?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
গ্রাম্যবালিকা বলেছেন: ডাকছি নাকি! খেয়েদেয়ে আরো অনেক কাজ আছে!
সত্যি বলতে, এমন কিছু না, বিরহের কবিতা লেখার ট্রাই দিলাম। জানি তেমন হয়নি। তাই কি!
ব্লগ আমার যেমন ইচ্ছে লেখার কবিতার খাতা!
৭৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
ফালতু বালক বলেছেন: কবিতা পই্যড়া তো কেমন লজ্জা লজ্জা লাগতাছে
খুব ভালো +++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: লজ্জা পাওয়া খুবই ভালো কথা বালক!
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন খুব।
৮০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
কালা মনের ধলা মানুষ বলেছেন: বড় ভাই হিসাবে দায়িত্ব জীবনে কোনদিন পালন করিনাই, ছোটবেলায় ধইরা মাইর দেয়া ছাড়া। তারপরেও ভাইয়ের কাছ থেকে এই কমপ্লিমেন্ট !! জীবনে আর কিছু কি লাগে ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: খুব ভালো লাগলো আপনাদের ভাইদের মধ্যকার ভালোবাসা। আমরা জামালপুরেরা বেশি মায়া ওয়ালা নাকি!!!
৮১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
ধরণীর অতিথি বলেছেন: ami shimul. Shimul ful pujar ojoggo tai kokhono karo moner mondire probesh korte parini. Valobasa ki ta bujhini. Tomar lekhata pore notun kore valobaste essa hosse!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: কাউরে ভালো বাইস্যা ফেলতে পারেন। লাভ লস ৫০-৫০। এইডা আমার হিসাব। কল্পনায় বের করছি।
৮২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
জাওয়াদ তাহমিদ বলেছেন: এক কবিতা দেখি সবাইকে খোলস থেকে টেনে বের করে আনল।
আপু লিখেছেন চরম, পড়তে পড়তে একবার হাসি, একবার লজ্জা পাই, একবার খারাপ লাগে, একবার মজা পাই।
:#>
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
গ্রাম্যবালিকা বলেছেন:
আপু লিখেছেন চরম, পড়তে পড়তে একবার হাসি, একবার লজ্জা পাই, একবার খারাপ লাগে, একবার মজা পাই।
চমৎকার কমেন্ট!
অনেক ধন্যবাদ জাওয়াদ তাহমিদ । আনন্দে থাকুন।
৮৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
বটবৃক্ষ~ বলেছেন: ভালোবাসার কমতি থাকেনা গো!!তারপরো চলে যায় ...
কমেন্ট পাঠে ব্যাপক বিনুদুন হইলো....
আমি লেইট পাঠিকা~!!!!
++++
১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোবাসাকে গালি গালি গালি
হে হে, আমি লেইট উত্তরদাতা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ৪২+ হইলে আমারে খবর দিয়েন