| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
 
১।
চোখ রাখিস
এ চোখেই![]()
মনের মাঝেই
হারাস খেই।![]()
২।
ভীড় খুব
পার্কে।
তুমি ছাড়া
কার কে?! :#> 
৩।
ছেলে আজ
চুপচাপ।
দূরে ক্যান
কাছে চাপ!  :!> 
৪।
রেষ্টুরেন্টের
কোনায়,
চুমু দেব
শোন আয়! :!>  
 
৫।
চলো যাই
কনসার্টে।
লিপষ্টিক লাগুক
সাদা সার্টে! 
 
৬।
ক্লীন শেভড
গাল।
চুমু মিষ্টি
ঝাল! 
  
  
 
৭।
যাওয়ার আগে
জরিয়ো।
ছোঁয়া লাগুক
জরিও!  :!>  
 (জামার জরি)
৮।
রোদে তুলে
হুড।
কাছে আসার 
মুড!![]()
৯।
গাজীপুরে
শালবন।
প্রেমে চাই 
চুম্বন।![]()
![]()
১০।
চৌদ্দই
ফেব্রুয়ারী।
আজই 
ভাংবো আড়ি। 
 
১১।
ভালবাসা দিবসে
জড়াবো আবেশে। :!>  :#> 
১২।
গোলাপ সুন্দর
লালেই 
চুমু সুন্দর
গালেই!  
 
১৩।
আজ ভুলো
বাইন্ড।
করবোনা 
মাইন্ড!  
  
 
১৪।
রাত হলো
দাও বিদায়।
“আসি” বলো
নো “যাই”! ![]()
![]()
উৎসর্গঃ একজন ব্লগারের ফেবু স্ট্যাটাসে দেখলাম কার যেন পাখি উড়ে গেছে ১৪ই ফেব্রুয়ারীর আগে!![]()
 সে সহ সকল পাখিহীনদের। 
 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: হেই! কেমন আছেন? 
প্লাসের জন্য ধন্যবাদ  
 
২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
তামিম ইবনে আমান বলেছেন: 
মাইনাস। এসব কাব্যের বেইল নাই  
 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: তামিম, আমি জানি আপনার কাছে বেইল নাই।  
  
  
  
শুভকামনা আপনার জন্য ।  
  
ভালো কথা, আপনি কি সত্যিই রাগ করে মাইনাস দিছেন? আমি একটু কম বুঝি  
 
৩| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:  
  
   ভালো লাগলো 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।  
  
 
৪| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: plus+++++
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।  ![]()
৫| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৫
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ভালোই তো ![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৭
গ্রাম্যবালিকা বলেছেন:  :!>   :#>  
ধইন্যা। 
ভালো আছেন তো? শুভকামনা থাকলো। 
৬| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৫
মাহবু১৫৪ বলেছেন:  
  
  
   
১৮+ কবিতা  
   
তয় ভাল লাগা 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: ১৮+  ছিঃ ছিঃ  ![]()
ধন্যবাদ 
৭| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৬
তামিম ইবনে আমান বলেছেন: 
আসলে প্লাস দিছি।
এসব কাব্য টাব্য দিয়ে কিসসু হয় না।
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২২
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা! প্লাস!  
 
হুম, আসলেই কিচ্ছু হয় না। 
৮| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৯
রোদের ক্রোধ বলেছেন: মজা লাগলো । কাল শোনানো যাবে .........
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: লাগান কাজে, আপনাদেরই দিন  
  
হাহাহা , কিডিং  
 
৯| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২০
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: জী আলহামদুলিল্লাহ... শুভকামনা আপনাকেও... ![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনিও চমৎকার লিখেন! অনুকাব্যের পোষ্ট দিবেন, দেখবো।
১০| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২২
ছোট নদী বলেছেন:  
  
  
 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: 
 
 
 
১১| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২২
একজন আরমান বলেছেন: 
ক্লীন শেভড
গাল।
চুমু মিষ্টি
ঝাল!  
আমি তো জানি চুমু মিষ্টি হয়,  :!>  :#>  
 
কিন্তু আপনার কাছে ঝালও লাগে? 
 
  
 
উৎসর্গে নিজের নাম দেখিয়া বড়ই আনন্দিত বোধ করছি। 
 
 ![]()
ফাল্গুনের শুভেচ্ছা। 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: মিষ্টি না ঝাল কে জানে 
  ছন্দ মিলাতে দোষ কি! 
হাহাহা, উৎসর্গ । 
 
ফাগুনের শুভেচ্ছা আপনাকেও। ![]()
১২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৩
নগর বালক বলেছেন: ফাইন ।
দারুন
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্য বালিকা নগর বালককে ধন্যবাদ জানাচ্ছে। ![]()
১৩| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৩
রায়হান০০৭ বলেছেন:  কাব্যে কেউ গলেনা  
  
  
 
 ভালোবাসাও আর হয় না  
  
  
  
 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: 
গলাতে চাইনা
ঝামেলা।
একা থাকি
এ বেলা।  
 
১৪| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: "গঁ" তেঁ গ্রাঁম্যঁবাঁলিকাঁ
তুঁই লুঁল ! তুঁই লুঁল !   
  
  
 
(Like a boss!)  
 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: "শঁ" তেঁ শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ , তুঁই ভুঁত! তুঁই ভুঁত!  
  
  
 
(লাইক এ রিয়েল ভুত!) 
 
১৫| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
ইমরাজ কবির মুন বলেছেন: 
খাইসে 
 ||
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: কস্কি মোমিন!  
  
  
 
১৬| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
ইখতামিন বলেছেন: 
৬ষ্ঠ...
বহুদিন পরে দেখা.
ভেবেছিলাম- বালিকার বিয়ে শাদী হয়ে গেছে.
এখন মনে হচ্ছে আগের মতোই আছে.
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: বালিকা আগের ঠিকানায় আছে! সময় পাইলে আইসেন! 
 
 গ্রামে বরই পেকেছে। ইস, লবন মরিচ গুড়া দিয়ে খেতে কিজে মজা।  
 
১৭| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৪
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ !!
গেছি!!!!!!!!![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: না আপু, যায়োনা পিলিজ লাগে! 
 
এডাল্ট হৈছে, সর্যি  :!>  :#> 
১৮| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৮
ইখতামিন বলেছেন: Click This Link
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১১
গ্রাম্যবালিকা বলেছেন: পড়ে কমেন্ট করবো। ওকে ?
১৯| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৮
ঘুমন্ত আমি বলেছেন: হাহাহা ।অনুকাব্য সেরম হয়েছে ।
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা থাকলো। 
২০| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২২
দহন আহমেদ বলেছেন: 
#
মুখ ঢাকা
"হিজাব" এ!
"চুমু" দেয়া
কি যাবে?! 
  
 
#
ভালোবাইসা
লাভ নাই!
যাইতে হবে
পাবনাই!! 
  
 
৯ নং +++++++!
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: 
কার মাঝে কি?!
ভালোবাসা ফাঁকি!  
 
কল্পনায় থাকি
আনন্দে লিখি!  
 
২১| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
নিরপেক্ষ মানুষ বলেছেন: কাব্য তো ভালাই হইছে কিন্তু পাখি তো নাই..
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা পাখি নাই?! থাক পাখি গাছেই, কি বলেন !  
 
২২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন:   সুন্দর  অনু কাব্য   
  B#)  
 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর না 
 
নাইস প্রো-পিক
২৩| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:১৫
আশিক মাসুম বলেছেন:  এইত আছি ভাল মন্দে মাখামাখি, 
আপনি কেমন  আছেন? 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমি আনন্দে আছি আশিক মাসুম। ভালো আছেন শুনে খুশি হলাম  
 
২৪| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
ক্লীন শেভড
গাল।
চুমু মিষ্টি
ঝাল!  
ইইইইইই সসসস  :!>  :!>  :!> 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: কিছু বলবো না-------------- :!> :#> :#> :#> :#> :#> :#>
২৫| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৪
s r jony বলেছেন: রেষ্টুরেন্টের
কোনায়,
চুমু দেব
শোন আয়! 
হাসতেই আছি হাসতেই আছি  
  
 
জটিল হইছে, ১২ তম ভাললাগা
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
গ্রাম্যবালিকা বলেছেন:  
  
  
  
  
  
 
২৬| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৩
স্পাইসিস্পাই001 বলেছেন: বুঝলাম না মিষ্টি না কি ঝাল 
 
ভাবছি কত ভাগ্যবান আমার গাল 
  
 
+++++
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: বুঝলাম আপনার গাল ভাগ্যবান! শুভকামনা 
 
 
২৭| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: বালিকা বড় হয়া যাইতেসে !!
মা'য়ে জানে? 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
গ্রাম্যবালিকা বলেছেন: যাহ, কি বলে 
 
  
আমি বড় হইনি তো! এইগুলা আমি বুঝি না! বড় মানুষদের জন্য লিখেছি  
 
২৮| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৪
অনীনদিতা বলেছেন: শুভ ভালোবাসা দিবস![]()
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
গ্রাম্যবালিকা বলেছেন: শুভ ভালোবাসা দিবস অনীনদিতা ![]()
২৯| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫১
সরকার আলী বলেছেন: গ্রাম্যবালিকার দিকে বাড়াই ভালবাসার হাত,
কারণ তাহার কাছে আছে প্রেমের জলপ্রপাত।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১২
গ্রাম্যবালিকা বলেছেন: হেই!!  
  
  
  
তবে সুন্দর কাব্যিক কমেন্ট। ![]()
৩০| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৬
জাকারিয়া মুবিন বলেছেন: বুচ্ছি, তর লাইগ্যা লাল টকটকে একটা ঝাল মরিচ লাগব।
এন্তেজাম করতাছি।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়াআআআআআআআআআআ-------!  :#> 
এতো বুইঝো না,  
  
 আমার কিচ্ছু লাগবে না বুঝছো! আমি ভালোই আছি ![]()
৩১| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৮
রাফা বলেছেন: গ্রাম্যবালিকা, মন্তব্য পরে আর পড়বোও পরে।আগে বলেন শাহবাগের আন্দোলনে আপনার কোন সারা শব্দ নাই কেনো?
রাজাকার ইস্যুতে কি কিছুই বলার নেই।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: রাফা, আমি সকল যুদ্ধাপরাধীর বিচার চাই। আমার দেশকে রাজাকারমুক্ত দেখতে চাই। 
৩২| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:২৮
সিয়ন খান বলেছেন: রেষ্টুরেন্টের
কোনায়,
চুমু দেব
শোন আয়!   
  
  
  
 
মজা পাইলাম +++ 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: 
 
 
 
৩৩| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৫
shfikul বলেছেন: পনের তম প্লাস।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ shfikul  
 
৩৪| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
শিশেন সাগর বলেছেন: সে সহ সকল পাখিহীনদের। হাহাহাহাহাহাহাহাহা
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: হ, পাখিহীনদের একটু মায়া করলাম।  
  
 
৩৫| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৪
শাহজাহান মুনির বলেছেন: রাত হলো
দাও বিদায়।
“আসি” বলো
নো “যাই”! ![]()
 
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১১
গ্রাম্যবালিকা বলেছেন: হেইইইই! আপনি আমার পছন্দের টা পিক করেন সবসময়! 
হ্যাপি! থ্যাঙ্কস! 
 
৩৬| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৯
নীল-দর্পণ বলেছেন: ৩নং টা.......  
  
 
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নীল-দর্পণ! এতো কিউট একটা বেবী বড় হয়ে না জানি আরো কত্ত সুইট হৈছে দেখতে! 
 
৩৭| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১১
আশিক মাসুম বলেছেন: ভাল বলিনাই, বলেছি ভাল মন্দের মাখামাখি।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: পোলাপান মানুষ শান্তিতে থাইকবো, হাইস্যা খেইল্যা বেড়াইবো! তা না খালি আইল্যা ঝাইল্যা কতা! 
হুনুইন, ভালা থাইক্তে পয়সা লাগে না। ভালা থাকুইন যে।  
 
৩৮| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৮
আশিক মাসুম বলেছেন: রেষ্টুরেন্টের
কোনায়,
চুমু দেব
শোন আয়! 
আহ মচতকার।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৮
গ্রাম্যবালিকা বলেছেন:  
  
  
  
  
  
 
  
  
  
  
  
  
  
  
 
৩৯| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৪:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: ডানপিটে কবির ভালোবাসা মাখা ডানপিটেনুকাব্য! :দ
অঃটঃ এতদিন কোথায় ছিলেন?
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা, ডানপিটে কবি বামপিটেনুকাব্য লিখলে কি ভালো হবে?!! হা হা হা
অঃটঃ গ্রামে। জিজ্ঞাসা করেছেন, খুশি।  
 
৪০| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৯
রাফা বলেছেন: অনুকাব্য খারাপ না,আবার বেশি ভালোও হয় নাই।
কি রাগ করলেন-তো? আসলে আমার ভালো লাগে নাই। ভালো হয় নাই বলাটা মনে হয় ঠিক না।পরেরটা নিশ্চই ভালো হবে।
ধন্যবাদ। 
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ রাফা। 
ভালো না হলে অবশ্যই বলবেন। আমি খুশি হবো।  
 
ভালো থাকুন 
৪১| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
মশামামা বলেছেন: 
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক, 
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক, 
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো - 
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার। 
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: 
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার। 
৪২| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, বামপিটেনুকাব্য মোটেই ভালো হবেনা!!
অঃটঃ বালিকার গ্রাম কি আসলেই জামালপুরে নাকি ভুল বুঝেছি? 
জামালপুর থেকে তোলা এই ছবিটা আপনার জন্য ![]()
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
গ্রাম্যবালিকা বলেছেন: জি জামালপুরেই কোন এক প্রত্যন্ত গ্রামে। যেখানে সন্ধ্যায় অসংখ্য জোনাকি জ্বলে, 
  আর সাপ কোনাব্যাং ধরে!  
 
সেই চেনা পথ!!! আপনার ছবি নষ্টালজিক করে দিলো।
চমৎকার ছবির জন্য ধন্যবাদ রাজপুত্র ( ছদ্মবেশি  
 ) !
৪৩| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৫০
লাবনী আক্তার বলেছেন: হায় বালিকা হায়!
তুমি আর বালি নাই! 
তোমার চলন বলন , কথার ধরন 
আর আগের মতন নাই
তুমি আর বালিকা নাই!  
  
  
 
আহা! এই ভ্যালেন্টাইন ও একা কাটাইলাম!  
  
 
দুকলা  পাইলাম না! 
  
 
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: বালিকা সংগ দোষে বড়দের কথা লিখছে, আসলে সে এইসব বুঝেনা।  
  
 
দুকলা দের তো প্রতিদিনই ভ্যালেন্টাইন। আমার ধারনা একলারাই ভ্যালেন্টাইন ফিল করতে পারে! 
 
 
৪৪| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪২
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: হেইইইই! আপনি আমার পছন্দের টা পিক করেন সবসময়!
হ্যাপি! থ্যাঙ্কস! 
 
আপনার যেটা পছন্দ, ওটা আমার ভাল লাগে কেন বুঝলাম না।  
  
  
  
  
  
 
যাক শুনে ভাল লাগল। ধন্যবাদ।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার মেন্টালিটি কোমল! তাই! 
প্রশংসা করলাম।  
  
দেখি আমার পরবর্তী পোষ্টে পিক করতে পারেন কিনা। পারলে আপনার জন্য গিফট আছে। অবশ্যই ভার্চুয়াল গিফট।  
 
৪৫| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪৭
মাক্স বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: মাক্স! কেমন আছেন? আজকাল কম দেখি কেন? এক্সাম? প্রশ্ন বেশি করে ফেললাম? আর করবো না? করবো না, ওকে?  ![]()
৪৬| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:২৬
বাংলার হাসান বলেছেন: দারুন হয়েছে
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান। আপনার নামটা বাংলায় লিখলাম।  
 
ভালো থাকুন। 
৪৭| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতিমাত্রায় লুয়ায়িত উত্তেজনাময় ভালবাসার উথালপাথাল অনুকাব্য। ![]()
 ![]()
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার অতিমাত্রায় সঠিক লেখককে পঁচানিমুলক কমেন্টে অত্যধিক লজ্জা পেয়েছি  :`> 
 
৪৮| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০৭
নুর ফ্য়জুর রেজা বলেছেন:  পক্ষীবিহীন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।  
  
  
  
 
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: নিন্দা নিন্দা নিন্দা--------------- 
৪৯| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: ৪নাম্বারটা যতটা জোশ হৈছে তার চেয়ে বেশি জোশ হৈছে ইমু দুইটা । 
ভাল্লাগছে । 
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক দিন পর! 
আপনি হলেন ইমো বিশেষজ্ঞ! প্রশংসার সাথে আমার পছন্দের ইমো আপনাকে দিলাম----- ![]()
![]()
![]()
![]()
![]()
৫০| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৪৩
মাক্স বলেছেন: এক্সাম ছাড়াও হালকা দৌড়ের উপ্রে আছি। 
ভালো থাকুন গ্রাম্যবালিকা!
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: দৌড়ের উপ্রেও আনন্দে থাকুন। শুভকামনা। ![]()
৫১| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৫২
ইনকগনিটো বলেছেন:  গ্রাম্যবালিকা,
লিখে অশ্লীল কবিতা  
  
  
 
 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: সব দোষ ভ্যালেন্টাইন ডে'র ।  
  
 
৫২| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন:  
সেই চেনা পথ!!! আপনার ছবি নষ্টালজিক করে দিলো। 
চেনা পথটা কোনদিকে যায়? বাহাদুরাবাদের দিকে নাকি জগন্নাথগঞ্জের দিকে? নাকি ভাগ হওয়ার আগেই থেমে যায়? 
 
অঃটঃ রাজপুত্র কিন্তু ছদ্মবেশী না, সত্যি সত্যি (ব্যাপক ভাবের ইমো!)  
  
  
ভালো থাকবেন
মনে রাখবেন,
শুভ কামনা সর্বক্ষণ
সুস্থ থাকুক দেহ মন 
 ![]()
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪০
গ্রাম্যবালিকা বলেছেন:  বাহাদুরাবাদের দিকে যায়।  বাহাদুরাবাদ বলতে কিছু নাই এখন, নদী ভেঙ্গে শেষ। আমাদের ঐদিকে অনেক নদীভাঙ্গন। মানুষজন সহায়সম্বলহীন হয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়। একজনের ভিটেবাড়ি চলে গেলে আর কিই বা থাকে!  
 
চমৎকার শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।
৫৩| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩২
ফালতু বালক বলেছেন: রেষ্টুরেন্টের
কোনায়,
চুমু দেব
শোন আয়!  
  
  
  
 
++++++++
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪০
গ্রাম্যবালিকা বলেছেন:  
  
  
  
  
  
 
৫৪| 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৫০
তারছেড়া লিমন বলেছেন: ভালবাসা কি জিনিস
এক চুমুতেই ফিনিস।।।
 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: 
 
 
 
 
 
 
আমার কাছে ভালোবাসা দীর্ঘমেয়াদি মনে হয়। এতো হাল্কা হলে সারাজীবন একসাথে থাকা কঠিন হয়ে যাবে।
৫৫| 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
নাছির84 বলেছেন: গ্রাম্য বালিকার গহন মনে.......
পীরিতির অনুকাব্য বুদবুদ করে।
অঙ্গার মনে তা ফোটে.....খৈ হয়ে !
 
 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা  :#>  :#>  
প্রো-পিকের বেবিটা এত্তো কিউট! 
৫৬| 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: আপনার মেন্টালিটি কোমল! তাই!
প্রশংসা করলাম। ![]()
দেখি আমার পরবর্তী পোষ্টে পিক করতে পারেন কিনা। পারলে আপনার জন্য গিফট আছে। অবশ্যই ভার্চুয়াল গিফট। 
 
পিক করলাম। ঠিক হলে যেন গিফট পায়।
 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: গিফট নির্ভর করে নেটের স্পীডের উপর। যদি ছবি আপ্লোড করা যায়। 
হাহাহা, এতো চিন্তা!  
  
 
৫৭| 
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:১৬
শাহজাহান মুনির বলেছেন: আপলোড মনে হয় পুরোটা দিয়েছিলেন, কিন্তু নেটের স্পীডের কারণে অর্ধেকটা হল..... 
  
  
  
  
  
  
  
 
 
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: জি না। অর্ধেক ছবিই দিয়েছি!  
  
  
  
 
৫৮| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:৪৫
অন্য মানুষ।। বলেছেন: ৫ নাম্বার টা ভালো ছিলো  
 
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
আশিক মাসুম বলেছেন: ১ম ভাল্লাগা