![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা,
সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা!
ঝুপড়ি দোকানে চা খেতে খেতে জানি গল্প হবে আরো
তবে অভিমান করবো আবার হাত যদি মোর ধরো!
পাগল ছেলে তাকিয়ে থাকো পলক হীন দু-চোখে,
আমি লাল হই লজ্জায় না জানি কি বলে লোকে!
হঠাৎ যদি অভিমান করি কোন নতুন দুষ্টুমিতে,
খুব সহজেই ভাঙ্গাও তুমি কাব্য বা সংগীতে!
বোকা ছেলে তুমি এতো আনমনা কিছুই থাকেনা খেয়াল,
ফেরার পথে মা্নিব্যাগ হারিয়ে তোমার করুন হাল!
বিদায় বেলায় এতো দুঃখ হবে বুঝিনি প্রিয় আগে,
চলে গেছো তুমি তারপর থেকে শুন্য শুন্য লাগে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: ভাল্লাগসে শুনে ভাল্লাগলো ।
ছবিটি খুব খুঁজে বের করতে হৈচে। ভালোলেগেছে আপনার তাই কষ্ট সার্থক।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
একজন আরমান বলেছেন:
দারুন।
বিদায় বেলায় এতো দুঃখ হবে বুঝিনি প্রিয় আগে,
চলে গেছো তুমি তারপর থেকে শুন্য শুন্য লাগে।
চলে গিয়েও তুমি রয়েছো আমারই মাঝে,
যতো সৃতি আছে তোমার-
সবই চিৎকার করে বলে-
তুমি শুধু আমার।।
এটা কি প্রথম কাব্য?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর কমেন্ট!
কিসের প্রথম কাব্য?!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
বইয়ের পোকা বলেছেন: ২য় ভালো লাগা। ++++ চমৎকার লাগলো
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ বইয়ের পোকা।
আমিও ছোটবেলায় বইয়ের পোকা উপাধি পেয়েছিলাম!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
শের শায়রী বলেছেন: ফেরার পথে মা্নিব্যাগ হারিয়ে তোমার করুন হাল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
গ্রাম্যবালিকা বলেছেন: মানিব্যাগ হারালে তো করুন হাল হবেই!
মেয়ের কাছ থেকে টাকা নিতে হবে!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
মাক্স বলেছেন: সুন্দর!++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা! ধন্যাবাদ মাক্স। আপনার লাষ্ট পোষ্ট টা অনেক ভালো লেগেছে আমার
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
অণুজীব বলেছেন: ভালো লাগলো কিন্তু + দেওয়ার বাটনটা খুজে পাওয়া যাচ্ছে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: মনে মনে নিয়ে নিলাম প্লাস!
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
সানড্যান্স বলেছেন: শেষে মানিব্যাগ না হারাইলে কবিতা টা আরো ভাল লাগত।
আপনাদের আজ দেখলাম,ঢাকা ইউনি তে!!সামুর মানুষদের আরো কজন একসাথে এক্সপেক্ট করেছিলাম।
ধন্যবাদ!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: মানিব্যাগ হারিয়েছে কারন সে এতোই মুগ্ধ ছিলো মেয়েটার প্রতি, যে এইসবের খেয়ালই ছিলো না!
আচ্ছা!
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
আশিক মাসুম বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে
ছবিটা সুন্দর হৈসে ||
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কি বললেন?!
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
সায়েম মুন বলেছেন: বাহ
শূন্য শূন্য লাগে!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
গ্রাম্যবালিকা বলেছেন: আসলেই?!
আসলেই
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ভাললাগছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: খুব সাধারন কথাগুলোও ভালো লাগলো! ধন্যবাদ!
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বিতাটা যেমন চমৎকার, ছবিটাও চমৎকার++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: বানান তো এইটাতেই কম ভুল হৈছে!
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: *** কবিতা (খাইছে এত্ত ভানান বুল হচ্ছে কেনো?? )
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: যা বলেছেন বুঝছি! ধন্যবাদ লেখাকে ভালো বলার জন্য।
নান বাট এ ফুল ইজ ওলওয়েজ রাইট।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা,
সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা!+++++++++ ৮ লাম্বার পিলাচ ! খাইসে রে আমারে !!! :-& :-& :#> :#>
কেমন আছেন ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: অপূর্ন!!! অনেক দিন পর। আমি ভালো আছি। আনন্দেই আছি
আপনি ভাল আছেন আশা করি। শুভকামনা থাকলো।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
আশিক মাসুম বলেছেন: বলিয়াছি যে, কবিতা আর ছবি ২টাতেই +++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ দিলাম এবার। এই কথা আগে বললেই তো হত!
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
আশিক মাসুম বলেছেন: এত খুসি হওনের কিছু নাই, এডা কোন কবিতার আন্ডারে পরে??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি দুই ধরনের কথা বলছেন কেন? আপনাকে তো আপনার ব্লগে কমেন্ট করে ডেকে আনিনি, ভালো কথা বলার জন্য!
হইলাম না খুশি।এবার আপনি খুশি?
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
shfikul বলেছেন: কবিতা ভালো লেগেছে।আমারও প্রচুর বানান ভুল হয়।কবিতায় কিছু বানান মনে হয় ভুল আছে,আমি নিশ্চিত নই।শুভ কামনা জানবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
গ্রাম্যবালিকা বলেছেন: বানান জানলে তো ঠিক করেই লিখতাম। একটু কষ্ট করে বলেই দিতেন!
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: সবসময় আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
একজন আরমান বলেছেন:
না মানে এতো দিন তো শুধু গ্রাম্যবালিকার অণু - কাব্য পড়েছি। আজই প্রথম মনে হয় কাব্য পড়লাম। তাই জিজ্ঞেস করেছিলাম আর কি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: একজন আরমান, আমি কিন্তু কবিতাও লিখেছিলাম!
ভালো থাকুন সবসময়। পায়ের নিচে মাটি থাকুক, এতো শক্ত ভুমিকম্পেও যেন না কাঁপে!
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: নিলাম প্লাস। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বড় মনের মানুষকে।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
একজনা বলেছেন: আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা,
সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা
খোলা চুলই ত ভাল লাগে।
কবিতা ভাল লেগেছে আপু। ছবিটাও জোশ!
ভাল থাকবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: প্রিয়জনকে খুশি করতে ভ্যারিয়েশন আনতে হয়! তাই খোঁপা!
এরপর বেনী, আধখোলা, ঝুঁটি----------আরো কত কি করবো!
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
তারছেড়া লিমন বলেছেন: আমি শুধু ভালবাসতেই পারি
ঘর বাধতে নয়
ফলাফল আজ আমি
মনে প্রানে ব্যাচেলর।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা মনে প্রানে ব্যাচেলরের জন্য।
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
তন্ময়০১৩ বলেছেন:
অনেক দিন পর কমেন্ট করলাম মনে হয় !
যাইহোক কবিতা ভালো লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময়! আপনাকে মনে মনে খুঁজেছি, কারন আমার প্রথমদিকের পোষ্টে আপনি কমেন্ট করতেন।
ভালো আছেন তো?
শুভকামনা সব সময়ের জন্য।
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
ইখতামিন বলেছেন:
১০ এর পরের প্রথম ভালো লাগা. :!>
বিদায় বেলায় এতো দুঃখ হবে বুঝিনি প্রিয় আগে,
চলে গেছো তুমি তারপর থেকে শুন্য শুন্য লাগে।
চমৎকাররররররররররররররররররররররররররররর
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন।
লম্বা চমৎকারের জন্য আরেকবার ধন্যবাদ।
ভাল থাকুন।
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
একজন আরমান বলেছেন:
দুঃখিত।
আমি শুধু আপনার অণু-কাব্যই পড়েছি এটার আগ পর্যন্ত।
পায়ের নিচে মাটি থাকুক, এতো শক্ত ভুমিকম্পেও যেন না কাঁপে!
এই কথাটা কি উদ্দেশে বলেছেন তা আমি বুঝতে পেরেছি।
আসলে ব্যাপারটা হচ্ছে কি যার ব্যাথা সেই বোঝে !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: যার ব্যাথা সেই বোঝে এই কথা বুঝলাম।
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
বিদায় বেলায় বিরহ ছিল, কিন্তু আবেগ কম ছিল কবিতায়।
আর আমার মন্তব্যে আঁতলামি ছিল খুব।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: আঁতলামি ওয়ালা মন্তব্য পছন্দ হৈছে।
ঘটনা হৈছে এইডা পত্তম দেহার কোবতে, আবেগ ইচ্ছা কইরা কমায়ে দিছি। পরের টাইমে বাড়ামু।
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
দূর্যোধন বলেছেন: প্লাসাইলাম বৎস !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্যোধন।
বৎস শব্দের স্ত্রীলিংগ আছে?
অঃটঃ আমি আপনার অটোগ্রাফ চাই।
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
সিয়ন খান বলেছেন: দারুন হইসে ++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সিয়ন খান।
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ধরণীর অতিথি বলেছেন: tumi nei sheito tomar thaka(nirmolondo gun)...so he is always with u.
Grammo balika, namki tomar? tomake 1ta nam dibo, rakhbe? Tomar nam chopola(chonchola). Na na, narike nirobotatei beshi valo lage. Tobe tomar nam dhushor. Dhet ata ki bollam, narir moner rongto dhushorer cheyeo absa! Tobe tomar nam fagun. Na na, fagun seshe shimul jhore pore! -Shimul Ferdous-
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: কবির উধৃতির জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ব্লগ নাম গ্রাম্যবালিকা। এই নামেই খুশি। আমার নাম দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
আপনার নামটি চমৎকার।
ভালো থাকুন ধরনীর অতিথি।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
আশফাক সুমন বলেছেন: ভাল লিখেছেন। সুন্দর ছন্দ আ ছে
ধন্যবাদ +++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আশফাক সুমন।
ভালো থাকুন।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হঠাৎ যদি অভিমান করি কোন নতুন দুষ্টুমিতে,
খুব সহজেই ভাঙ্গাও তুমি কাব্য বা সংগীতে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: এটা ভালোলেগেছে আপনার?!
:#>
ধন্যবাদ।
৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
নুর ফ্য়জুর রেজা বলেছেন: বালিকা তুমি ভালো লিখো। ++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ নুর ফ্য়জুর রেজা।
সবসময় ভালো থাকুন। মনের আকাশে ঝিকিমিকি রোদ থাকুক সবসময়!
৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শাহজাহান মুনির বলেছেন: আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা,
সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা!
দারূণ লিখেছেন। ++++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: হুম। চিন্তায় ফেলে দিলেন। ১০০% ঠিক হয়নাই।৫০% ঠিক হয়েছে। শেষ দুইলাইনও যে আমার পছন্দের। কি করি?!!!!!
নেন অর্ধেক গোলাপ!
৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ। পুরো একটা গোলাপ হলে ভাল লাগত বেশি। দেখা যাক পরেরবার কি হয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: ওয়ান পিস মেড, কারিগর ডেড! চান্স শেষ!
৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
শাহজাহান মুনির বলেছেন: আরেকবার চান্স দেওয়া যায় না..????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: নাহ!
৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
মেহেরুন বলেছেন: ১৪ তম ভালোলাগা রইলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ ভগ্নী!
৩৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৫তম ভালোলাগা।।
৩৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কবি
৩৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবি কিডা?
আগে তো পাঠক হই।
পাঠক ই হইতে পারি না।
অ আ ই ঈ লিখছি মাত্র, এখনি ট্যাগ
খুব খারাপ!
আপনাদের লিখা ভালো পাই।
ব্লগে কয়েকজন দূর্দান্ত লিখতেছে, আপনি ও।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
গ্রাম্যবালিকা বলেছেন: কত বিনয়ী।
ভালো থাকুন আপনি, অনেক ভালো।
৩৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
এম হুসাইন বলেছেন: আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা,
সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা!
এই লাইন দুটি অসাধারন হয়েছে...
++++++++++++++++
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন:
অনেক ধন্যবাদ এম হুসাইন। আরো ধন্যবাদ আপনার অসম্ভব ফানি সেই ছবি ব্লগের জন্য।
৪০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
নিয়েল ( হিমু ) বলেছেন: এইটা কি ছ্যাকা মিনিয়া নাকি
ইমো টিমো নাই কেন ?
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
গ্রাম্যবালিকা বলেছেন: এটা সিরিয়াস কবিতা, বাচ্চালোগ এইটা বুঝবেনা। ভাগো। :#>
৪১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: না আসলে ইমো কন্যা যখন ইমো ইউজ করে না তখন মনে হয় কি হল রে
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: ইমো কন্যা!!
হায়রে ব্লগে আইসা আর কত নাম যে পামু!!
সবসময় ফাইজলামি করিনা , বুঝলেন। সিরিয়াস ও হই
৪২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
তন্ময়০১৩ বলেছেন: মনে মনে খুঁজেছেন! যাক তাও ভাল ভুলে যান নাই। মাঝে অনেকদিন ব্লগে আশা ছেড়ে দিয়েছিলাম।
ধন্যবাদ। শুভকামনা।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: এখন নিয়মিত হবেন আশা করি।
প্রথম প্রথম প্রত্যেক টা কমেন্ট অনেক বেশি মুল্যবান। আপনি আমাকে ইন্সপায়ার করেছেন সে সময়। ভুলি কিভাবে!
ভালো থাকুন তন্ময়। অনেক বেশি ভালো।
৪৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
তন্ময়০১৩ বলেছেন: হুম অনেক দিন পর পোস্ট দিবো আবার। তাই একটু এক্সাইটেড।
তাই! শুনে ভালো লাগলো।
আপনি কেমন আছেন ? বালিকা আপনিও অনেক ভালো থাকুন।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক মজার পোষ্ট হয়েছে তন্ময়!
হাসতে হাসতে শেষ। নিজে টুথপেষ্টের ঝামেলায় প্রায়ই পড়ি
৪৪| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
সত্যি বলছি কবিতাখানা ভালো লাগে নাই,
মিছেমিছি ভালো হওয়ার ধারে কাছেও নাই।
("সত্যি বলছি" - গানের সুরে প্রতিবাদ করলাম !)
কবিতার পাতায় আগুন জ্বালো
গেঁয়ো-বালিকার অনুকাব্যই ভালো !
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা!! ওকে দ্যান। অনুকাব্য লিখবো।
আপনিও অনেক ভালো লিখেন।
৪৫| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫
ধরণীর অতিথি বলেছেন: [email protected] add me...i need to talk wuth u
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: :-<
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে
ছবিটা সুন্দর হৈসে ||