নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

নিশি রাইতের হরর পোষ্ট (দুর্বল আত্মা ও শুশীল লোকের জন্য নহে B-)) )

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬



আমরা প্রথম যখন এই বাসায় উঠি, তখন আশেপাশে তেমন কোন বিল্ডিং ছিলোনা বললেই চলে। বলে রাখছি এই এলাকা পুর্বে বিশাল ঝিল ছিল, ড্রেজিংয়ের সাহায্যে ভরাট করে গৃহায়ন করা হয়েছে। তাছাড়া ডেভলোপার কোম্পানির কাছে অনুরোধ করে পুরো বাড়ি নির্মান শেষ না হতেই আমারা আমাদের ফ্লাটে উঠে পড়ি। বরাবরই সাহসী আমি এখানে এসে খাঁচা ছাড়া পাখি হয়ে গেলাম, বহুতল পুরোটা বাড়ি একদম নিজের মনে হত। তিন জনের পরিবারের অন্য সদস্যরা ব্যস্ত তাদের নিজেদের নিয়ে। আমি আমার মত রাত নাই দিন নাই ছাঁদে, পুরো বাড়িতে ঘুরে বেড়াই।



নির্জনতা ও অন্ধকার আমার সবসময়ই প্রিয় ছিলো। আমার ধারনা ছিল, দিনে আলো থাকবে আর রাত হলো অন্ধকারের জন্য। আমার ছাঁদে যাওয়ার প্রিয় সময় রাত বারোটার পর, এবং ছাঁদে গিয়ে সবচেয়ে উঁচু যায়গা রেলিং ছাড়া পানির ট্যাঙ্কের কোনায় পা ঝুলিয়ে বসে থাকা। সে রাত ছিল ঘুটঘুটে অন্ধকার সাথে প্রচন্ড বাতাস। পড়নে ছিলো কালো সালোয়ার কামিজ। আমি চুল বেঁধে থাকতে পারিনা বলে বরাবরের মত ছিলো খোলা চুল। বলে বোঝাতে পারবো না, কেমন অপার্থিব একটা আনন্দ হচ্ছিলো মনে। দুই গজ দুরের কিছুও ঠিকমত দেখা যাচ্ছিলো না। গুনগুন করে গান গাইছিলাম, “আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা”।



অসম্ভব ভালোলাগার একটা মুহুর্ত কাটাচ্ছিলাম। সেপ্টেম্বরের শেষের দিক। একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। হঠাৎ কনকনে শীতল বাতাস বয়ে গেল। আমি কেঁপে উঠে পা ঝুলিয়ে বসা থেকে উপরে উঠে আসতে চাইলাম। কিন্তু তা আর করা সম্ভব হলো না। কারন কে যেন আমার দু-কাঁধে প্রচন্ড ঠান্ডা হাত দিয়ে শক্ত করে ধরে আছে! আমার স্পষ্ট মনে আছে, ছাঁদের গেট বাইরে থেকে লাগিয়ে এসেছি। কয়েক মুহুর্তের জন্য নিশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। এরপর আস্তে করে মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না! মধ্যবয়েসী একজন দাঁড়িওয়ালা মানুষ, যার চোখে আগুন জ্বলছে! তার মুখ থেকে শীতল নিশ্বাস আমার গায়ে এসে পড়ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি। আমি কথা বলে উঠলাম, এমন এক কণ্ঠে যা আমার নিজের কাছেই অচেনা লাগলো। ফিসফিস করে জিজ্ঞাসা করলাম,

“কে! আপনি কে?!”

লোকটির কথা মনে হল কত দূর থেকে ভেসে আসছে। আস্তে তবে দৃঢ় কন্ঠে বললো

“তোকে আমার হয়ে কাজ করতে হবে, নাহলে এই মুহুর্তে আমি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব!” কথাটি বলেই আমকে ঠেলা দিয়ে প্রায় ফেলে দিতে ধরলো।



আমি মৃত্যুভয় টের পেলাম। চোখে পানি ঝরছে অঝরে। বললাম

“আপনি যা বলবেন তাই হবে, প্লিজ আমাকে মেরে ফেলবেন না”

তারপর সে তার কথা বলতে শুরু করলো- তার ভাষায়-

আমরা পুর্ব পুরুষ থেকেই এই এলাকায় থাকি। আমাদের বাড়ি ছিল এই যায়গা থেকে একটু দূরে। আর এই যায়গায় ছিলো চারদিকে পানি বেষ্টিত প্রকান্ড একটা বট গাছ। আমি মাদ্রাসা লাইনে কামিল পাস করে জিন সাধনা করতাম, ধীরে ধীরে বেশ ক্ষমতা অর্জন করে ফেললাম। লোকজন আমার কাছে আসে। এবং তাদের সমস্যারও সমাধান করে ফেলি। তবে এমন কিছু সমস্যা ছিলো, যেগুলোর সমাধান দেওয়া আমার সাধ্যি ছিলোনা।



আমি মরিয়া হয়ে গেলাম সব সমস্যার সমাধান বের করার জন্য। আগেও বই পড়তাম তবে এর পর দেশি বিদেশি আরো অনেক বই পড়া শুরু করলাম।পড়তে পড়তে আমার মনে এটা গেঁথে গেল যে, জীন সাধনায় নয় বরং শয়তানের সাধনায় চরম ক্ষমতা অর্জন করা সম্ভব। আমি বাড়ি ছেড়ে বটগাছের নিচে সাধনা করা শুরু করলাম। আর শয়তানের সাধনা মানেই সব অসৎ আর কুকর্ম। যায়গাটা নির্জন হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানে কেউ যেত না। আমি আমার শয়তানি কর্মকান্ড চালিয়ে যেতে লাগলাম সাধনার নামে। যেখানে আগে সম্পুর্ন ইসলামিক জীবনযাপন করতাম সব বাদ দিয়ে সেখানে আমি শয়তানের দলে নাম লেখালাম। এদিকে লোকজন আমার কাছে সাহায্য চাইতে এসে ফিরে যেত, এবং আমার বটগাছের নিচে সাধনা নিয়ে সন্দেহ প্রকাশ করতো। দুই মাস সাধনার পর আমাকে শয়তান দেখা দিলো, তবে কঠিন এক দাবি নিয়ে। যদি আমি সর্বময় ক্ষমতা চাই তাহলে তার নামে এক কুমার যুবক বলি দিতে দিতে হবে! আমি ইতস্তত করলে শয়তান বললো, একবারই সুযোগ দেওয়া হবে, আর আমার চাহিদা পুর্ণ না করতে পারলে তোকেও মরতে হবে।



গ্রামের অভাবী পরিবারের এক ছেলেকে চিনতাম, বয়স পঁচিশ ছাব্বিশ হবে। খুব ধার্মিক, আর তাছাড়া ছোটবেলা থেলেই তাকে আমি চিনি। হঠাৎ করেই তার কথা মাথায় চলে এলো। আমি মনে মনে সেই ছেলে্কে বলি দিব বলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তার সাথে মিশতে শুরু করলাম। অভাবী পরিবারটাকে নানা ভাবে সাহায্য করতে লাগলাম। ছেলেটি আসবাবপত্রের ব্যবসা ধরেছে নতুন নতুন। আমি তাকে মুলধন দিয়ে সাহায্য করলাম। একদিন সে আমার ধ্যানের যায়গায় কিছু আসবাবপত্র দিয়ে আসতে চাইলো। আমি এই সময়ের অপেক্ষায় ছিলাম। বললাম, “সারাদিন কাজ করো, কিছুক্ষন বিশ্রাম নিয়ে তারপর আস্তে ধীরে যেয়ো, রাতে আমার ওখানে দাওয়াত”। ছেলে তাই শুনলো। এদিকে আমি আমার আস্তানায় ফিরে রাতের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। ফিরার সময় দেখলাম গ্রামের বেশ কিছু লোক জটলা করছে। এরকম গ্রাম্য সালিশ প্রায়ই হয় তাই খেয়াল করলাম না, তাছাড়া আমি আমার শিকার পাওয়ার আনন্দে মশগুল ছিলাম। প্রস্তুতি হিসেবে সুস্বাদু খাবার আনালাম বাজার থেকে, আর যোগাড় করলাম কিছু বড় বেল কাঁটা, লম্বা শক্ত রুমাল, কেরোসিন তেল, শক্ত দড়ি, লোহার রড, ধারালো ছুরি, ইত্যাদি।



ছেলেটি আসার পর যত্ন করে রাতের খাবার খাওয়ালাম। খাওয়া শেষে কিছুক্ষন গল্প করার পর শরবতের নামে একধরনের নেশা খাওয়ালাম। অনভ্যস্ত বলে তার অল্পেই নেশা ধরে গেল। আমি শয়তানকে ডেকে আনার জন্য চক্র বানানোর বস্তু ছেলেটার শরীর থেকে সংগ্রহ করতে লাগলাম। প্রথমে তার মুখ রুমাল আর শরীর রশি দিয়ে শক্ত করে বাঁধলাম, তারপর চিমটা দিয়ে হাত পায়ের নখ উপড়াতে লাগলাম। ছেলেটা ব্যথায় যত মোচড়াতে লাগলো আমার মধ্যে তত পৈশাচিক আনন্দ ভর করলো! ক্ষমতা পাওয়ার দোরগোড়ায় আমি! সর্বময় ক্ষমতা! হা হা করে হাসতে লাগলাম! এরপর ছেলেটার মাথার চুল চামড়া সহ উপড়ে ফেললাম, টেনে টেনে ও ব্লেডের সাহায্যে! সে যত কষ্ট পায় আমি তত আনন্দ পাই! শেষ বস্তু হলো তার দুই চোখ! যা বেলের কাঁটা দিয়ে উপড়াতে হবে! আমি তাও করলাম তাকে প্রচন্ড কষ্ট দিয়ে আর আমি অভুতপুর্ব আনন্দ পেয়ে! এরপর বাকী আনুসাংগিক বস্তু সংগ্রহ করে চক্র বানালাম শিকারকে মাঝে রেখে।



এখন কাজ চক্রের পাশে বসে মন্ত্র পড়া আর রড দিয়ে শিকারকে খোঁচানো ও পিটানো! এমনভাবে নির্যাতন করলাম যাতে মরে না যায়, কারন ওটাকে বাঁচিয়ে রাখতে হবে, আগুনে জ্যান্ত পোড়ানোর জন্য! আমি তখন শয়তান এসেছে কি না এসেছে তা নিয়ে ভাবলাম না! নিজেকেই অনেক ক্ষমতাধর মনে হলো! এভাবে মিনিট পাঁচেক চলার পর বাইরে কেমন একটা গুঞ্জন শুনতে পেলাম! কিছু ঠিকমত বুঝে উঠার আগেই চারদিক থেকে গ্রামের লোকজন আমাকে ঘিরে ফেলে তাদের আনা রশি দিয়ে বেঁধে ফেললো! তাদের চোখে দেখলাম হিংস্র পশুর ক্রোধ! আমি পালানোর সুযোগ পর্যন্ত পেলাম না! এরপর তারা আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দিলো! আমার চিৎকারে আকাশ বাতাশ ভারী হয়ে গেল, কিন্তু কেউ ছিলোনা আমার মত পিশাচকে সাহায্য করার!



আমার কিছু শক্তি ইতিমধ্যে চলে এসেছিলো বলে মনে হলো, কারন এতো নির্যাতনের মাঝেও আমি জ্ঞান হারালাম না। এরপর ছেলেটাকে পুতার জন্য যে যায়গা খুড়েছিলাম সেখানে তারা আমাকে তারা জ্যান্ত পুতে ফেললো। আর আমার আত্মা সেখানেই আটকে গেলো। তখন সময় ছিলো রাত সাড়ে বারো!



এখন লোকটি আমার সাথে কথা বলা শুরু করলো। বললো, “ঠিক এই সময় আমি ছাড়া পাই। তুই কুমারী মেয়ে এবং এই মুহুর্তে আমার কবরের যায়গায় বসে আছিস, তাই তোর সাথে আমি যোগাযোগ করতে পারলাম। এখন তোর আমার আত্মা মুক্তির জন্য কাজ করতে হবে!”



“আমি আজ থেকে তোর মাঝেই থাকবো। তোকে আর একটা কুমার ছেলে যোগাড় করে দিতে হবে। ছলে বলে কৌশলে সেই ছেলেকে ছাঁদে এনে এই যায়গায় এনে ধাক্কা দিয়ে ফেলে দিলে সেই আত্মার বিনিময়ে শয়তান আমার আত্মাকে মুক্তি দিবে! আমার কথার অন্যথা হলে তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো! জীবনে তোর বিয়ে হতে দিবোনা”।





প্রিয় পাঠক এরপর থেকে আমি কুমার ছেলের সন্ধানে আছি। এর আগে ইয়াহু মেসেঞ্জারের চ্যাট রুমে খুঁজেছি। সেটা বন্ধ হলে ব্লগে খুঁজতে আসি। আমি আসলে কিছু লিখতে পারিনা। এইসব ছড়া টরা সেই আত্মা আমাকে লিখায়, ছেলেদের ইম্প্রেস করার জন্য। এটা আমি নিজে অনেক কষ্ট করে লিখলাম। সেই আত্মা সারাক্ষন আমার মাঝে কথা বলে! অসম্ভব শারীরিক নির্যাতন করে। আমি জানিনা কবে তার আত্মাকে মুক্তি দিতে পারবো। কবে আমি স্বাভাবিক জীবনযাপন করবো।





মন্তব্য ২৯৫ টি রেটিং +২২/-০

মন্তব্য (২৯৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

শাকিল ১৭০৫ বলেছেন: ভঁই পাইছি

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

গ্রাম্যবালিকা বলেছেন: হাঁচা নি?! ;)

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

ফারজানা শিরিন বলেছেন: আমার ছাঁদে যাওয়ার প্রিয় সময় রাত বারোটার পর, এবং ছাঁদে গিয়ে সবচেয়ে উঁচু যায়গা রেলিং ছাড়া পানির ট্যাঙ্কের কোনায় পা ঝুলিয়ে বসে থাকা। সে রাত ছিল ঘুটঘুটে অন্ধকার সাথে প্রচন্ড বাতাস। পড়নে ছিলো কালো সালোয়ার কামিজ। আমি চুল বেঁধে থাকতে পারিনা বলে বরাবরের মত ছিলো খোলা চুল। বলে বোঝাতে পারবো না, কেমন অপার্থিব একটা আনন্দ হচ্ছিলো মনে।

আমি সন্ধ্যা রাতে কাজটা করি । কারণ ১২টার পর যেতে দেয় না । :(( :((

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: আহারে! দুঃখ দুঃখ!

আমার বেশি রাইতেই মজা লাগে! B-))

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

বোকামন বলেছেন: স্বাভাবিক জীবনযাপনটাইতো অস্বাভাবিক .......

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: কি জানি! আমি তো আত্মার জ্বালায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না /:) :( :(( :P

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

ফারজানা শিরিন বলেছেন: ্পাইলে আমাকে জানায়েন । =p~ =p~ =p~ বাইচা গেলাম ছেলে না !!! :-P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: হ, বাইচ্যা গেছেন। বুকে থু দেন । ওয়াক থু! আমি দিয়া দিলাম! ;) B-))

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আরেট্টু রাইতে দিতেন! জমত বেশি

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, তা মনে হয় ভালা হইতো! :)

দিয়া ফেলছি। ক্ষুধা লাগছে। সারা রাইত বইসা থাকতে পারুম না। :P

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

অচেনা আগন্তুক বলেছেন: হুমমমমম...

আমি আছি মেয়ে!

তোমাকে বাঁচাতে। ধাক্কা মেরে ফেলতে হবে না। অনেক পথ আছে।

জানতে চাও- তবে এসো.......

রাত ১২টায়, যেখানে বলব সেখানে....হা হা হা


-
-


কি উল্টো ভয় পেলেন নাকি????

এটা কি অনুবাদ গল্প? নাকি নিজের!!!!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি মরবেন সত্যি!! ভাই আমারে বাঁচান। জলদি মোবাইল নাম্বার দেন, এখনো সময় আছে! ;) :P

অনুবাদের মত সুন্দর হয়েছে নাকি!!! এটা আমার রিয়েল লাইফ কাহিনী!!

হায়রে কেউ বিশ্বাসও করেনা! :( :(( :P

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

অনীনদিতা বলেছেন: দুর হো বালিকা।রাতের বেলায় ভয় দেখাস কেন;) :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: তোমার ইমো দেইখ্যা তো মনে লয় না ভয় খাইছো! ;) :P

৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

কস্কি বলেছেন: আপচুচ!! এখন পয্ন্ত ভূত দেখতে পারলাম. না :D

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: দেখতে চাইলে রিস্ক লইয়া আইতারেন! :D ;) :P

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

ফালতু বালক বলেছেন: আপনার ব্লগে ঢুইক্যা তো তাহলে ভুলই করলাম :(

+++++++++++ ;) ;) ;) ;)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: হে হে হে! ফালতু বালকরে লিষ্টে এড করলাম! ;) B-)) :P

পিলাসের জইন্য ধইন্যা। B-)

১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: প্রিয়তে নিলাম
রাইতে পড়মু

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা। :)

১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

ভুল উচ্ছাস বলেছেন: পচা গল্প। /:) /:)


ভয় পাই নাই।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ভয় পাইতে কইছে কেডায়! :P

১২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

ইলুসন বলেছেন: গতানুগতিক হরর গল্প। তবে বর্ণনার মাঝে সবলীল একটা ভাব আছে। শেষের লাইনগুলো পড়ে অনেক মজা লাগল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ ইলুসন!

আপনি আমার লেখা পড়েছেন। তাতেই খুশি। :)

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

ভুল উচ্ছাস বলেছেন:
হই হই পুত্তুম পিলাচ কি আমিই দিলাম নাকি? :-/

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো লাগেনাই আবার পিলাচ দিছেন ক্যান! হুহ! ফিরায়ে নেন! নাইলে আপ্নারে আত্মার কাযে লাগাইমু! X( X(( :P

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

কস্কি বলেছেন: কস্কি ?? :-B, তয় আমি আসলে ভূত পালাইবো! তাই. আর নাই আসলাম.! B-))

এককাজ করেন, টিকেটের ব্যাবস্থা করেন.! :-P. কিছু ইনকাম হইলে আমারে কিছু দিয়েন!! :!> =p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: কস্কি! কস্কি!! B:-) B:-/

এইডা ভুত না শয়তানের উপাসক! খেয়াল কইরা! ;)

ভুত দেখানোর টিকেট??!! মিয়া আমি কি বেবসা ধরছি?! নিজেরে বাঁচানের চিন্তায় অস্থির! :(( :((

১৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

অনীনদিতা বলেছেন: আমি ভয় পেয়ে একা একা কাদতেছি :(( :((

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: অনী একলা কান্দো! বিশ্বাস করতারলাম্না! তুমার কত জনবল! ;) :P

১৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

মৈত্রী বলেছেন:
উফ্‌...
এটা কুমার ছেলে ধরার পোস্ট...
এখানে আসাটাই ভুল হয়েছে...

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: আরেকটা পাইছি! সুজা লিষ্টিতে। ;) :P

পোষ্ট দিয়া কাম অইবো মনে লইতাছে! :D

১৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মাক্স বলেছেন: হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন: আমার পোষ্টের সমস্যা কি!

রান্নার পোষ্ট পইড়া লুল না ফালায়া হাসে, হরর পোষ্ট পইড়া ভয় না পায়া হাসে! /:) /:) /:)

ধুর, ব্লগামুইনা :(( :(( :P

১৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

ইখতামিন বলেছেন:

২য় ভালো লাগা.
নাম দেখে দিলাম.
এখনও পড়িনি.

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: আপনে কি ভালালাগা দেয়ার গাছ পাইছেন স্বপ্নে?!

খালি সবাইরে পোষ্ট পইড়া না পইড়া ভালালাগা দিয়া বেড়ান!! :-* B:-) B:-/ :P

তয় ব্যপারডা খ্রাপ্না! ;) :D

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

ডার্ক হর্স রাইডার বলেছেন: ডরাইসি । B:-/ কুমার বইলতে হেতে কি বুজাইসে ? অক্ষয় কুমার রে খুজে না ত?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: যারা কুমার তারা বুঝলেই চলবো! ;) B:-/ B-))

২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: আজ কাল কাপালিকরাও দেখি ডিজিটাল হয়ে গেছে!! তা পেলেন কুমার ছেলে! না পেয়ে থাকলে জানিয়েন আমার খোঁজে আছে একজন! ;)


ভালো লাগল নিশি রাইতের হরর পোষ্ট :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: সুময়ের সাতে তাল মিলাইতে হইবো না?! কুনোব্যাঙ ব্লগিং করতারলে কাপালিক কি দুষ কইরলো?! B:-) :-B

আপনার খোঁজে থাইকলে পাঠায়া দিয়েন। :D

ধইন্যা নেন।

২১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: অরে আল্লাহ আমি শেষ হাসতে হাসতে


এ তো গ্রাম্য বালিকা না, কুমার ধরা বালিকা =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: ভইনডি, বিরাট যন্ত্রনাত আছি, আত্মা আম্রে মাইরালাইলো। :( :(( :(( :P

আফনের খোঁজে কুমার থাইকলে পাঠায়া দিয়েন। :D

২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

এটা কি গ্রাম্যবালিকার ব্লগে এসেছি !!! আমি অভিভূত । +++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নে অভিভুত না হয়া অভিআত্মায়িত হইলে ভালা হইতো! আমার মইধ্যে বাস করা আত্মার মুক্তির লাগি কুমার বলি দেওন লাইগবো :(( :(( :P

২৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

অনীনদিতা বলেছেন: বালিকা কিতা কও ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: ঝড়, বাতাস, সাইক্লোন!!!!!!

ওহ, আমি ভয় পাই ;)

২৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

পথ-হারা এক পথিক বলেছেন: পথ হারিয়ে কোথায় চলে আসলো পথিক B:-) B:-) B:-)
জাউজ্ঞা আসছি যখন কুমার পাত্র পাওনের দোয়া দিয়াগেলাম। লগে একখান +

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: দোয়া দিলেন ভালা কতা, কিন্তুক কুমার পোলাডার লাগি বদদোয়া হয়া গেল না?!! B:-) B:-) :P

পথ হারায়া এইখানে আসার লাগি ধইন্যা।

২৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

পাপাই বলেছেন: কুমারী পোলা খুজতাসেন ঠিক আছে, শুভ কামনা। কিন্তু ছাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না, আই মিন ভবিষৎ এ দাম্পত্ব কলহের নামে পুরুষ নির্যাতন কইরেন না কিন্তু। :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

গ্রাম্যবালিকা বলেছেন: কুমারী পোলা!! =p~ =p~ =p~ =p~

মাইরালাইলে আর নির্যাতন কি! এক্কেরে খুন! সাতে সাতে গুম! B-))

২৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: একটা ফ্লাটে আমি এখন একা কলিগরা সব ঢাকায়...জুড়ী মৌলভীবাজারে পাশের ফ্লাটে কে উ নে ই গতপরশু রাতে ভুত স্বপ্নে দেখেছি...এখন রাতে ভুত আসলে আমার কি অবস্থা হবে পাশের ফ্লাটে আবার কয়েক জোড়া কবুতর থাকে প্রা্য়ই ডানা ঝাপটায়।এটা পড়া ঠিক হয়নি আমার জন্য।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: এতো ভীতু কুমার চইলবো না। ছাঁদ পর্যন্ত না আইতেই হার্ট এটাক হইবো!! =p~ =p~

আপ্নেরে লিষ্টিতে নিলাম না, যান, নির্ভয়ে ঘুমান গিয়া। :P

২৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


যাক বাইচা গেছি আমি কুমার না। B-)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: আফনের চৌদ্দ গোষ্টিতে কেউ থাইকলেও তারে খুইজ্যা বাইর করুম! B-)) :P

২৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী আমি এখনও কুমার কি বিপদে পড়লাম।কেন যে এখনও বিয়ে করিনাই।এখন তো জান যায় অবস্থা

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: উত্তর দিয়া দিছি। আপনে বাদ মিয়া! এত্ত ডরখোর! :-* :-* :P

২৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই ভয়ের কিছু নাই, একটা চোখ টিপ দেন দেখবেন সব ঠিক ।

ঠিক এইভাবে ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: হ

আমিও কই সেলিম ভাই, ঠিক এইভাবে ;)

৩০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

আমি-টর্নেডো বলেছেন: আমাকে কি মনে হয়?আমি কিন্তু কুমার তবে রাজকুমার ;) B-)) :P =p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

গ্রাম্যবালিকা বলেছেন: আমারও তাই ধারনা।

আপনি রাজকুমারই হবেন, অন্য কুমার না ;)

৩১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

ডার্ক হর্স রাইডার বলেছেন: "সে রাত ছিল ঘুটঘুটে অন্ধকার সাথে প্রচন্ড বাতাস। পড়নে ছিলো কালো সালোয়ার কামিজ। আমি চুল বেঁধে থাকতে পারিনা বলে বরাবরের মত ছিলো খোলা চুল।"

কাপালিক টা সাহসী ছিল বইকি আমি হইলে তো আপনাকে দেইখাই ডরে ছাদ থিকা নিজে লাফ দিতাম। :-* :-* :-*

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: সেই জন্যি আপনে কাপালিক না ;) B-))

৩২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

অনীনদিতা বলেছেন: বালিকা এই রাতের বেলা এমনিতেই ভূতের ভয় দেখাইছো:(
তারপর আবার কি সব ঝড়, বাতাস, সাইক্লোন এইগুলার ভয় দেখাচ্ছো:(
খালি কানতেই আছি



ভয় পাইছো;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: হাহ! আমার লগে আত্মা থাকে আর হেয় আম্রে ডর দেখায়!! B:-) B:-) B-))

হোহ হাহ হাহ হা হা =p~ =p~ =p~ =p~

চিন্তা করছি, তুমারে বলি দেয়া যায় কিনা। দেহি আত্মার লগে কতা কমু ;)

৩৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

ফারজানা শিরিন বলেছেন: ধ্য বয়স্ক শয়তানটা এখন কই ? ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: এখন লেপটপের মনিটরের উপ্রে পা ঝুলায়া বইসা আছে :P

৩৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: "প্রিয় পাঠক এরপর থেকে আমি কুমার ছেলের সন্ধানে আছি"
---------------
টেনশানের বিষয়
:| :| :| :| :| :| :| :| :| :|
পোস্টে এসে তো দেখি ব্ল্যাক লিস্টেড হয়ে গেলাম
:( :( :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :((

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, এর মধ্যেই অনেকগুলা ধরছি। আপনেও লিসটিতে রইলেন! ;)

কাইন্দেন না, ধাক্কা আস্তে দিমুনে ;) :P

৩৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

অনীনদিতা বলেছেন: অবশেষে কেউ একজন সাকসেস হইলো;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: ক্যাম্নে কি? B:-)

ভুজলামনা :P

৩৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, চমৎকার। :)
আপনি ব্লগার একজন আরমান এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যদি সে কুমার না হয়ে থাকে তাহলে আপনি ব্লগার এস আর জনি এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সেখানে কাজ হবে বলে আমি আশা করছি। :)

শুভকামনা রইল। :)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: আফনে তো দেহি লোক ভালানা! সহব্লগারদের ইমুন বিপদের মধ্যি ফালাইয়া দিলেন, উলটা আরমানরে কি ইংগিত কইরলেন! :-* B:-) B:-/ :P

জনি ব্লগাররে দেহি নাই, ফুন দিমু চিন্তা লইছি ;) B-))

৩৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩

আশিক মাসুম বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, চমৎকার। :)
আপনি ব্লগার একজন আরমান এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যদি সে কুমার না হয়ে থাকে তাহলে আপনি ব্লগার এস আর জনি এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সেখানে কাজ হবে বলে আমি আশা করছি। :)

শুভকামনা রইল। :)


হাসতেই আছি।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: হাইসতে থাহেন। হাইসা নেন, কখন কি হয় কয়া যায়না ;) B-))

৩৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬

আশিক মাসুম বলেছেন: আপনি তো খুবি বিপদজনক মহিলা খাইছে আমারে । ঘটনা হাসানি??




আপনার লিখার হাত যথেষ্ট ভাল, গল্প লিখলে নিঃসন্দেহে অনেক ভাল করবেন। অনেক শুভ কামনা আপনার জন্য।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমারে বিপদজনক মুনে হইতাছে আফনের!! তাইলে তো আফনেরেও লিসটিতে লয়া যায়! ;) B-))

ভালা হইছে, আরেকটা পাইলাম! :D

কনকি! হাচা হইবোনা ক্যান! বিঃদ্র দিছি নাকি! B:-)

হেই! শুভকামনার জন্য ধন্যবাদ! খুশি। :)

৩৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২

বাংলার হাসান বলেছেন: ২১ ফেব্রুয়ারী যখন আসছিলেন তখন কি সাথে ছিল?

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: :( :(( :(( :(( :(( :(( :((

৪০| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
B:-)

:|
:D

.......... আচ্ছা, একটা প্রশ্ন করি, কেমন?

জ্বিন, শয়তান, আত্মা - এসবে সত্যিসত্যি বিশ্বাস করেন?

যদি করেন, তবে ঐ বিশ্বাস কীভাবে হোল?

ধর্ম গ্রন্হ থেকে?

না-কি, বাস্তব কোন ঘটনা থেকে?

আর, যদি ঐ সবে বিশ্বাস না-করে থাকেন, তবে বলবো, আপনি নিরানন্দ একঘেয়ে রসকষহীন গোত্রের মানুষ। রাইট অর্ রয়ং?

আরেকটা কথা বলি -

নিরেট বাস্তবতায় আনন্দ নেই কিন্তু। মজা্ও নেই। থ্রিল কিংবা রোমান্স নেই। সেজন্যই বোধ হয় "কবিরা" বাস্তবতা অতিক্রম করে। এবং "কবিতা" জিনিষটা চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে এবং আনন্দ দিয়ে এসেছে।

সত্যি কথা বলতে কি - জ্বিন-শয়তান-আত্মা-ফেরেশতা এসব যদি বাস্তবে না-ও থাকতো, তবে আমি বোধহয় "থ্রিল-আনন্দ-মজা-রোমান্সের" ইত্যাদির জন্য মিছেমিছি বিশ্বাস করে হলেও আনন্দ নিতে চাইতাম।


আপনি কী বলেন? :||




০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

গ্রাম্যবালিকা বলেছেন: ইসলামে বিশ্বাস করলে জ্বীনেও বিশ্বাস করতে হবে। করিও।

তবে অতিপ্রাকৃত কিছু জীবনে কখনো দেখলে মন্দ হবেনা। অন্যরকম অভিজ্ঞতা হবে।

অনেক কথার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। :)

৪১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
মজা পাইসি B:-/ ||

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

গ্রাম্যবালিকা বলেছেন: কনকি মুন! ভয় দেখাইতে চাইলাম পাইলেন মজা। উ উ উ :(( :(( :P

৪২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী গ্রাম্যবলিকা আমাকে চোখ মেরেছে খেয়াল করেছেন? রাতের বেলা খচ খচ আওয়াজ পেয়েছি ...ভয়ে জান যাওয়ার জোগার.....তাকিয়ে দেখি কই মাছ...আসলে ৩০টা কই মাছ কিনেছিলাম কলিগরা সব ঢাকা আমি এখন একা...তাই রাতে দুপুরে দুই বেলা দুই কই খাই বাড়তি বাজারের কোন ঝমেলা নাই?কই গুলো গামলা থেকে বেড়িয়ে যায় যাক কই বিড়ম্বণা মনে পড়ল যে বিপদে পড়েছিলাম.....আপাতত মায়াবতী-৪ প্রকাশ করেছি কোন এক লাল শুক্রবারে কই বিড়ম্বণা পোস্ট করবো।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: চোখ মারা মানে চোখ মেরে ফেলা!! আয়হায়! আমি আপনার চোখ তুইল্যা ফেলছি! :D

কই খাইতে থাকেন।

৪৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

লাবনী আক্তার বলেছেন: বালিকা একি শুনাইলা?? B:-) B:-) B:-)


গল্প ভালা হইছে!! তয় সেষের কথায় কইলাম ডর খাইছি।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: কতা সইত্য ভইন! আছি অশান্তিত। :((


শেষের কতাও সইত্য। দেহি পোলা যোগাইতে পারি কিনা! আফনে মাইয়া ডরান ক্যা! B:-) :P

৪৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

s r jony বলেছেন: আমি আজ থেকে তোর মাঝেই থাকবো। তোকে আর একটা কুমার ছেলে যোগাড় করে দিতে হবে। ছলে বলে কৌশলে সেই ছেলেকে ছাঁদে এনে এই যায়গায় এনে ধাক্কা দিয়ে ফেলে দিলে ........


আপনার বাসা তো দুরের কথা, আপনার ব্লগেও আর আসুম না।
মুই ভুই পাই

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা দেহি হাচা কতাই কইছে। আফনেরে সিরিয়ালের এক নম্বরে থুইলাম! আহ , এখন একটু চিন্তা কম হইতাছে :D :D B-))

৪৫| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

ভিটামিন সি বলেছেন: আমি আছি সেই যুবক। চলে আসেন আমার কাছে। আপনার আত্মার মুক্তি আছে আমার কাছে।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: উলটা বুজুইন ক্যারে?! আফনেরে এই খানে আইতে অইব! ভালা মন্দ যা খাওয়ার খাইয়া নেন! টাইম শ্যাষ। :D

৪৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠিন টুইস্ট !!!!!

দারুন !!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ :)

৪৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

আমি কবি নই বলেছেন: আমি এই পোস্ট দেখি নাই, এবং পড়িও নাই। আমি কুমার ছেলের পদ থেকে পদত্যাগ করলাম :| :| :|

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: নাম লিষ্টিতে! হায়রে কত শিকার!!! চিন্তা করতেছি নিজেই কয়ডা বলি দিয়া কাপালিক হয়া যামু কিনা! ;) B-))

৪৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

জুন বলেছেন: রাঁতের বেঁলা পঁড়েছিলাঁম কিঁন্ত দুঁর্বল আঁত্মা বঁলে কিঁছু বঁলিঁনি। এঁখন বঁলে যাঁচ্ছি বাঁলিকা :-&
অনেক ভালোলেগেছে ভুতের গল্পটি।
আমি ভুতের গল্প ভালোবাসি তবে ভয়ে ভয়ে :P

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: হিহিহিহি! জুনাপি! নাইস কমেন্ট

ভালা লাইগছে ভালা কতা, এহন আম্রে কুমার পোলা আইন্যা দেও :P

৪৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

আহলান বলেছেন: আ আ আ .... ভয়ে শেষ...

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

গ্রাম্যবালিকা বলেছেন: তাই তো দেহি! ভয়ে কতাই কইতারতেছেন না! B:-)

৫০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

শীলা শিপা বলেছেন: B:-) :-B

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

গ্রাম্যবালিকা বলেছেন: এই মাইয়া ভয়ে কতা কওয়া ভুইল্যা গ্যাছে! :P :P

৫১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

খাটাস বলেছেন: গ্রাম্য বালিকার এত মিষ্টরই.।.।.।।। B:-) B:-) B:-) ভয় লাগছে। পরের বার যোগী মামার তাবিজ নিয়ে আসব ব্লগ এ। :#> :#> :#> আপাতত আপনার জন্য ভাল লাগা। ইয়ে মানে আপনার পোস্টের জন্য আর কি.।।।!!!!!! :#> :#> :#>

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগে পা যহন দিয়ালাইছেন, অহন আফনে অরক্ষিত। তবিজ তুবিজে আর কাজ হইতোনা। :D

পোষ্টের জন্যি ভালালাগা নিলাম । ;) :)

৫২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

খাটাস বলেছেন: গ্রাম্য বালিকার এত মিষ্টরই.।.।.।।। B:-) B:-) B:-) ভয় লাগছে। পরের বার যোগী মামার তাবিজ নিয়ে আসব ব্লগ এ। :#> :#> :#> আপাতত আপনার জন্য ভাল লাগা। ইয়ে মানে আপনার পোস্টের জন্য আর কি.।।।!!!!!! :#> :#> :#>

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: এতো লজ্জার ইমু ক্যা!!! মরার কতা হুইন্যা মানুষ লজ্জা পায়!! কই আছিরে! B:-) B:-)

৫৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

রোহান খান বলেছেন: আমি রাজি আছি । ০০৯৭১-৫০-৮৯৬**** na thak blog e dibo na. amake mail diyen. amar abar challange nite khubie valo lage....dekbo..- Email: [email protected]

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: হু্নুইন, জান নিয়া খেইলেন না। পড়ে আইসা দৌড়াদৌড়ি কইরবেন তা হইবো না!

এহানে ভুত দেখার কিছু নাইক্যা। ছাঁদে আইন্যা হেইয়ো বলে ধাক্কা! ব্যস খেল খতম। B-))

৫৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

রোহান খান বলেছেন: ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
লেখক বলেছেন: আপনি মরবেন সত্যি!! ভাই আমারে বাঁচান। জলদি মোবাইল নাম্বার দেন, এখনো সময় আছে!

অনুবাদের মত সুন্দর হয়েছে নাকি!!! এটা আমার রিয়েল লাইফ কাহিনী!!

হায়রে কেউ বিশ্বাসও করেনা! """..dekbo kemon sotti..""" 3 ta bosor vuter sondhane ghutesi...Bhoot FM Suni niyomito...ebar na hoi shamne shamne dekbo. r zodi vuya kotha bole thaken...tai le khboor ase !!!! X(

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: কি খবর আছে!!! খিক খিক খিক!! :#) :D

আমি কি খবরে ভয় পাই!! আমার বাসায় সারাদিন বিটিভি চলে! =p~ =p~ =p~

৫৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: কালকে রাতে ভয়ের চোটে পড়ি নাই। দুপুরবেলা পড়লাম তাই। ভালা হৈছে। প্লাস।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা, মজার মন্তব্য!

হামা ভাই এই পোষ্ট দেইখ্যা ভয় পায়!! :D :P

প্লাসের লাগি ধইন্যা। :)

৫৬| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

শীলা শিপা বলেছেন: ভয়ে কথা কওয়া ভুলি নাই। :( ভাবতেছি আজ থেকে এখানে কুমার ছেলেদের আনাগুনা বাইড়া যাইতে পারে। 8-| 8-| সাবধান কইলাম :P

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: শীলা মনি, আমি চিন্তা করতাছি আনাগোনা কইম্যা যায় কিনা! যে কতা কইছি! জানের ডর কার না আছে! :( :( :P

৫৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

একজন আরমান বলেছেন:
নতুন ধরনের লেখা।
দারুন।

আমি কিন্তু কুমার। :!> :#> ;) ;)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: আরমান!!!!!!!! করছেন কি!! নিজের পায়ে নিজে বোমা মারলেন! কুমার পোলা বলি দিমু! আর আপ্নে এইডা সোজা কয়া দিলেন!! মরছেন আপ্নে :( :((

তয় আমি খুশি। শিকার অনেক মিলছে। এখন চুজ করা বাকী। !:#P !:#P

৫৮| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

শীলা শিপা বলেছেন: যা কইলাম তাই হইল। উপরে দেখেন B-)) :-B B-) ;)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: আরেহ! শিকর বাকর লইয়া আফনের ব্লগে বইসা যান । জৈতিষী হয়া গ্যাছেন তো! :-* B-))

ম্যাডাম, আমার ভাগ্য কনতো দেখি। কুমার পোলা পামু? ;)

৫৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

আলমপুরের জুয়েল বলেছেন: কি করা যায় বলুন তো?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্ট না পড়ে শুধু লিঙ্ক দেওয়া ব্যাপারটা ভালো দেখায় না। :)

৬০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

শীলা শিপা বলেছেন: এখন আর শিকড় বাকড় লইয়া বয় না X(( এখন বসে ল্যাপটপ নিয়া ;) আপনের ব্লগে কুমার পোলাগো বন্যা বয়া যাইতেছে। আর কিছু কইলাম না :!> B-)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: ভালা তো, ল্যাপ্টপ লয়া জৈতিষী পোষ্ট দেন,

"কুমার পোলারদের জন্য সুচিকিৎসা আছে।" এইডা লিখ্যা দিতারেন। আফনের ব্লগে পোলার জলোচ্ছ্বাস হইবো! ;)

৬১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

ইখতামিন বলেছেন:
গ্রাম্যবালিকা বলেছেন: আপনে কি ভালালাগা দেয়ার গাছ পাইছেন স্বপ্নে?!

খালি সবাইরে পোষ্ট পইড়া না পইড়া ভালালাগা দিয়া বেড়ান!! :-* B:-) B:-/ :P


আপনি আমার এতো খবর রাখেন! কেমনে কী... B:-) :||
যাক, পড়তে এসেছিলাম। তবে এবারও না পড়ে চলে যাচ্ছি।
সব দোষ সামু'র। X((
চেয়েছিলাম লাইক রেটিং ফিরিয়ে নেব। তা আর হলো না। :(

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আমি লগে আত্মা লয়া ঘুরি, আর হেয় আমারে ডর দেখায়!! রেটিং ফেরতের! খবরদার X( B-)) B-))

৬২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন:
আমি তো বলি হওয়ার জন্য বলি নাই, অন্য কারণে বলছি। ;) ;) ;)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: আমার মাথার ঘাঁয়ে কুত্তা পাগল দশা। আমি শুধু বলি দিতে চাই। মুক্তি চাই মুক্তি। অন্য কোন কারন টারন নাই! ও মনু বোজ্জো?! ;)

৬৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্প, কবিতা সবই লিখতে পারেন।
হিংসা, হিংসা :)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: হিংসা শুনে খুশি লাগছে! :P

ধন্যবাদ কবি। আপনি অনেক অনেক অনেক বেশি চমৎকার লিখেন।:)

৬৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

ইখতামিন বলেছেন:
যাহ! যা একটু পড়তে শুরু করেছিলাম. আর পড়বো না. X((

চিকনাবালিকা! ;) (কারণ, শরৎ ভাই বলেছে- সবাই তার ইমেজ মতই প্রোফাইল বানায়, আর আপনার পিপি চিকনা)

আরেকজনের আত্মা বেচে খাও. না!! X(
শুনে রাখো! সামহোয়্যারইনে দুই জন ছিল আত্মাওয়ালা।
১) ইমন ভাই.
২) শায়মা আপু.
ইমন ভাই চলে যাওয়ার পর তার আত্মা আমার কাছে চলে এসেছে B-) ;)

আপনি না জানলে কী হপে?
সবাই জানে. আমার কাছে ভুত আছে। B-)) B-)) B-))
১২৩ নং বিপদ সংকেত দিলাম.

নইলে কিন্তু ভুত-প্রেত পাঠাইয়া ঘাড় মটাকাইয়া দেবো.
চেঁলাঁর পাঁড়ের ভুঁত..ঁঁঁঁঁঁঁঁ
হুমমমমমম. ;) ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: আফনেরে জোড় করছে ক্যাডায় পড়ার লাগি! X( B:-)

চিকনাবালিকা! হাহাহা, শরৎ ভাইয়ার গেস বেশি খ্রাপনা। ;)

খবরদার ইমন ভাইয়ের আত্মা নিয়া কিছু বল্বেন না। পোষ্টে অনেক যন্ত্রপাতি আছে! খেয়ালকইরা!

লিসেন, আমার কাছে কাপালিক এর আত্মা , আর মিয়া আপ্নে আইছেন ভুত টুত নিয়া! অইগুলা ফু দিলেই উইরা যাইবো! হুহ হা হা =p~ =p~

৬৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

একজন আরমান বলেছেন:
ডরাইচি। :|| :-& :-& :-&
থাক আমি যাইগা। /:) /:) /:)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

গ্রাম্যবালিকা বলেছেন: আমিও তাই কই। আফনের ডরানি উছিত। আশেপাশেই নাকি থাকেন। যদি আত্মা কয় আরমান পোলাডা নরম সরম, ওরে আইনা দে ধাক্কা! আমার তো আর কিছু করার থাকপো না। /:) B-))

৬৬| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

ইখতামিন বলেছেন:

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: হাহ! জবান বন্ধ হয়া গ্যাছে ডরের চোটে!! কতা কইতারেনা। খালি ইমো দেয়!! ই হাহ হা ইহহাহা =p~ =p~ =p~

৬৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

ইখতামিন বলেছেন:
কী?
আপনি ফু দিবেন কীসের!
তার আগেই তো আপনার গলায় চিকন দাঁত ঢুকিয়া যাইবেক X(
রক্তশূন্যতায় ইন্না লিল্লাহি হইয়া যাইবেন B-)) B-)) B-)) B-)) B-)) B-))

হিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁহিঁঁঁঁঁঁঁঁঁঁ

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: ইখতামিন যদি ভ্যাম্পায়ার হয়, তাইলে তার নাম হবে ইখপ্যায়ার!! হিক হিক হিক!! কি হাস্যকর! শুইন্যা পেট ফাইট্যা হাসি পাইতেছে। কি করি রে আমি কি করি!!! =p~ =p~ =p~

৬৮| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

একজন আরমানের আত্মা বলেছেন:
আরমান কে ভয় দেখাইয়া কোন লাভ নাই। B-)) B-)) B-))

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: হুহ!!! এইডা তো ভার্চুয়াল আত্মা!! কোন পাওয়ার নাই! :P :P

৬৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

ইখতামিন বলেছেন:
ঐ. কী হইতাছে এইসব X( :P

আঁমি রাঁগলে সবাঁর রঁক্ত খাঁইয়ালামু কঁইলাম.
B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন:

=p~ =p~ =p~

৭০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

মামুন রশিদ বলেছেন: ভয় পাওয়াইন্না পোস্টের জন্যি পিলাচ..(ফাউ না, হিসাব রাখছি ১৪ নাম্বার ;) )



আর বালিকার জন্য অনেক অনেক ভালু লাগা ;) ;)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া!! আপনি ভালো হিসাব পারেন! হিসাব মিলায়ে দেখি ১৪ টাই! ;)

আমার জন্য ভালু লাগা দেওয়ার জন্য আপনার জন্যও ভালুলাগা ;)

৭১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

ইখতামিন বলেছেন:
চিঁকনা. খঁপর আঁছে কঁইলাম.
আঁমার নাঁম নিঁয়া টাঁল্টিবাল্টি. X( X( B-))
সুঁযোগ মঁতো দঁন্ত ফুঁটাইয়া দিমু কইতাচি. X((


B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: ফু------------হুহ! ---------- 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

এইডা কিছু হইলো!! টমেটো সস বার্গার দিয়া না খায়া এম্নে এম্নে খাইছে, এখন ঝাল ধরছে, আর চিল্লাইতাছে!!!

ইখতামিন, ওইডারে কন পানি খাইতে, ঝাল ছাইড়া যাইবো! =p~ =p~ =p~

৭২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

অনীনদিতা বলেছেন: বালিকা চলছে কেমন:)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ভাল আর চলে কই! এখনো শিকার ধরতারিনাই :(( :((

৭৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ইখতামিন বলেছেন:
চিকনালিকা! X(( ফটোশপের কাজ ভালোই শিখেছো.
আর যাই বলো- আমি আর কিছু বলছি না।
সময়ই বলে দেবে.

░░░░▒▒▒▓▓▓█ ঠিক এইভাবে █▓▓▓▒▒▒░░░░

B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমার ছুরি

দেখে আপনার অবস্থা

৭৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

শাহজাহান মুনির বলেছেন: আমিও ডরাইছি। =p~ =p~ =p~ =p~ =p~ =p~


০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নে মিয়া আজিব পাব্লিক , যা দেখেন তাই দেইখ্যা হাসি!! :-* B:-) :||

৭৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

সিয়ন খান বলেছেন: আমি কুমার.... ভয় পাই না আপনার ভুতরে। X(( X(( আপনার ভুতরে আমার সাথে দেখা করতে কইয়েন :P :P :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: নো কিডিং! মারতে নিলে বাবাগো মাগো কয়া চিল্লাইলে আগে এক ফ্যাসে গলা কাইট্যা ফেল্বাম X( X(

৭৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

ইখতামিন বলেছেন:
ওকে. ওকে. বুঝতে পেরেছি- আপনার অনেক সাহস রয়েছে।
কিন্তু আমাকে ছুরির ভয় দেখিয়ে কী লাভ বেবী ;) আমাকে কেটে টুকরো করে ফেললেও আমি আবার জোড়া লেগে যাবো B-)) B-)) B-))
তখন তোমার কি হপে? সেই ব্যবস্থা করে নিও।

আর একবার যদি আমার উপরে কথা শুনি. তাহলে কিন্তু আজ গভীর রাতে তোমাকে ছাদ থেকে ফেলে দেবো। তোমার ফালতু আত্মা তোমাকে বাঁচাতেই পারবেনা। কারণ, সে নিজেই নির্যাতিত। আর আমাকে দেখলে সে ১০০০ মাইল বেগে দৌড়ে পালাবে হুমম..............
;) B-)) :P =p~ :-* :) B-) B:-/ !:#P

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: ডোন্ট কল মি বেবি এভার! আই উইল কিল ইউ! X( X((

ওইডা তুমি সাধারন ছুরি ভাইব্যা থাকলে চরম ভুল বুঝছো ইখপ্যায়ার!!!

ঐডা দিয়া ভ্যাম্পায়ার মারি! হোহ হা হা হোহ হো =p~ =p~

আত্মার সাথে তো কুনু কারবারই নাই, আমি ছলে বলে কৌশলে ;) আইন্যা দিমু জোরসে ধাক্কা। কাহিনী কুলজ! B-))

৭৭| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

ইখতামিন বলেছেন:
খিয়াল কইরা... ;) B-) :P

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: আহারে!!! এতো অবুঝ লোকদের সাথে আমার মত সিরিয়াস মানুষকে কথা বলতে হচ্ছে

চু চু চু--- নিজের জন্য আপচুচ হচ্ছে /:) /:) :P

৭৮| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: হু হু হা হা হা, আমি বাইচ্চা গেসি। কুমারত্ব শেষ আরো ৬ বছর আগে। ;) ;)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: হুনুইন, ধানের সাথে চিটা, বাকল ইত্যাদি জোটে। আফনে হইলেন ঐগুলা। আমি ধান( কুমার) সংগ্রহ করতাছি। ;) =p~

৭৯| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২০

s r jony বলেছেন: আর কোনো ভয় নেই,
এইডা আনছি ভুতের হাত থেকে রক্ষার জন্যে।



আর এইডা আনছি সুন্দরি মেয়েদের বশি-করনের জন্যে

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

গ্রাম্যবালিকা বলেছেন: ঐ গুলা কোন কাজেই লাগতো না, দেখেন আত্মা আগেই আম্রে কত তাবিজ কবজ দিয়া দিছে, যাতে কেউ আম্রে ফিরাইতানা পারে :(( :(( :((



৮০| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

ইখতামিন বলেছেন:
@ s r jony

কী চলছে এই সব ভ্রাতা ;)

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

গ্রাম্যবালিকা বলেছেন: @জনি! ;)

৮১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

রোহান খান বলেছেন: বালিকা দেখতাছি বোহুত চালাক। পোলাপাইন.... B-) :D :D :D :D

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

গ্রাম্যবালিকা বলেছেন: কাম অন! কল মি ইনটেলিজেন্ট ;) B-) :P

৮২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

ইখতামিন বলেছেন:
হিহিিহিহি
ভয় পাইয়া দৌড়াইয়া ভাগছে. B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: আরেহ!! আমার পোষ্টে আইসা মানুষরে দাবড়ানি দিবেন না। আমার শিকার হাতছাড়া হয়ে যাবে ;) B-)) :P

৮৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

লুছিফার বলেছেন: আপনি কষ্ট করে লেখার জন্যে প্লাস দিলাম ।
কিন্তু গ্রাম্য বালিকা ফ্ল্যাটে ক্যেন? O.o সে তো মাটির ঘরে কিংবা টিনের বেড়ার ঘরে থাকার কথা । :P
আর জীবনে কুনোদিন ভূত দেখি নাই ।
আপনে যদি ঐ ভূতের লগে আমার দেখা করাই দিতে পারেন তাইলে আমি আপনের লগে ছাদে যাইতে রাজী আচি ।
আমারে নিচে ফালাইয়া দিয়া নিজের বিয়ার লাইন ক্লিয়ার করবেন ;) :D

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: ভার্চুয়ালি অনেক হাতি ঘোড়া বাঘ ভালুক শিংহ এলিয়েন কিংকং ওয়ারওলফ ড্রাকুলা ভ্যাম্পায়ার---------------মারা যায়। বাস্তবে আইসা
" আমাকে ছেড়ে দাও, আম্মুর কোলে যাবো" হিহিহিহি ;) =p~

বালিকা রাজপ্রাসাদে বন্দি। আত্মা মুক্তি পেলেই গ্রামে চলে যাবে :((

আমার বিয়া নিয়া চিন্তা করবেন না। পোলাপান ;)

ধন্যবাদ প্লাসের জন্য।

৮৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: আপ্নে মিয়া আজিব পাব্লিক , যা দেখেন তাই দেইখ্যা হাসি!! :-* B:-) :||


সুখী মানুষরা তো হাসবেই। আবারও... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

গ্রাম্যবালিকা বলেছেন: ধুর মিয়া খালি হাসে!! =p~ =p~ =p~ =p~ =p~

আমারো হাসি পাইলো :P

৮৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

মুহিব বলেছেন: বাইচা গেছি আমি কুমার না।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

গ্রাম্যবালিকা বলেছেন: এইডা কি সাইবোর্ড লাগানোর কথা! :P

আপ্নে আমার লিশটিত নাই। যান গিয়ে :-< :-< :P

৮৬| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

আদম_ বলেছেন: ভালো লাগেনি গল্পটা।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

গতানুগতিক লেখা। ভাল লাগার মত না আসলে। :(

৮৭| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

ইখতামিন বলেছেন:
নাহ! X( X( X( X( X(
আমি তোমাকে শিকার করিতে দেবো না.
ঐ নিষ্পাপ প্রাণগুলো আমার শিকার
হেহেহেহেহেহেহিাহাহাহাহাহা
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))


কইসিনা খিয়াল কইরা! X(
তুমি আম্রে দেখলেই না কিচু করপা।
আমিতো থাকি বাতাসে বাতাসে হুমমমম. ;) B-)) B-)) B-))

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: লিসেন, বাতাসের ইখপ্যায়ার ধরার কারিশমা আমি জানি!

সেগুলা আর ওপেন প্লেসে কইলাম না।

আপ্নে মরতে না চাইলে বলে ফেলেন, বেশি ডরাইছেন মনে লয়। =p~ =p~

৮৮| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: বালিকা রাজপ্রাসাদে বন্দি। আত্মা মুক্তি পেলেই গ্রামে চলে যাবে :((

তোমার সেই সাধ আর পূরণ হপে না চিকনালিকা
তুমি চাইয়া দেহ, তোমার আছেপাছে প্রবোল বাতাছের সুটাসুটি হইতেছে.
মাগার তুমি বুছতে পাতেছো না, ওই খ্যানেও আমি তোমারে পাহারা দিতাছি ;)

খালি সুযুক মতোন পাইলেই খাইয়া ফালামুগা হুমমমমঁঁঁ
B-)) B-)) B-))


০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: বুঝতাছিনা, এরে কি এম্নে এম্নে মাইরালামু কিনা।

আত্মারে এতক্ষন থামায়ে রাখছিলাম। কিন্তু আপ্নে তো আগুনে ঘি ঢাইল্যা দিতেই আছেন দিতেই আছেন। সে রাগ করলে আমার থামানোর শক্তি নাই।

সোজা আপ্নের কাছে চলে যাইবো, এরপর আপনার লাইফ হেল এর চেয়ে খারাপ কিছু থাকলে তা করে দিবে X( X(

৮৯| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

ইখতামিন বলেছেন:
আদম_ বলেছেন: ভালো লাগেনি গল্পটা।

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
গতানুগতিক লেখা। ভাল লাগার মত না আসলে। :( :((



আমি একটু পরে বলি
আগে কান্না থামাক।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: কান্দলাম কখন!! X( X( X((

৯০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

ইখতামিন বলেছেন:
আমি আমার জন্য নয়,
বরং একজন কুমারকে বাঁচাবার জন্যেই এতো কিছু বলছি।

আমি তোমাকেই ধাক্কা দিয়া সেই আত্মাটাকে মুক্তি দিতে চাই.

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: আরেহ, কুমার লাগবে! কুমারী লাগলে তো আমি এতোদিন কষ্ট সহ্য করতাম না। আত্মাটা আমাকে নরকে রেখে দিছে :(( :(( :((

৯১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

ইখতামিন বলেছেন:
আমি তো সেটাই চাই বেবী. ;)

আমি চাই সবগুলা কুমার বেঁচে থাকুক.
তুমিও বেঁচে যাও। আই মিন আত্মার হাত রেহাই পাও।
তুমি তো বুঝতে পারছো না খুকী।

ঠিক আছে। আত্মাটাকে আমার কাছে পাঠিয়ে দাও বেবী

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: আর ইউ কিডিং! আই টোল্ড ইউ নট টু কল মি বেবি! X(( X((

আত্মা তো একেবারে যাবেনা। তোমাকে শায়েস্তা করতে যাবে ফর এ সার্টেইন টাইম। :(

৯২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

লুছিফার বলেছেন: হেহ্‌
ভার্চুয়াল এর দোহাই দিয়া নিজের অক্ষমতা না ই বা ঢাকলেন।
ভূত দেখাইতারবেন না ঐডা স্বিকার করলেই তো হয় X(
আর পোষ্টে বলেছেন বাসার ছাদে আছেন, এখন বলছেন রাজপ্রাসাদে আত্বা বন্ধি ।
[[মাথা ঘুরাইতেছে]]

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: আর ইউ কিডিং!!

আমি কি পোষ্টে বলেছি, ভুত দেখাবো? জাষ্ট ছাঁদে এনে ধাক্কা দিয়ে ফেলে দিব!
ভুতের কারবার তো নাই

৯৩| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

ইখতামিন বলেছেন: লুছিফার বলেছেন: হেহ্‌
ভার্চুয়াল এর দোহাই দিয়া নিজের অক্ষমতা না ই বা ঢাকলেন।
ভূত দেখাইতারবেন না ঐডা স্বিকার করলেই তো হয় X(
আর পোষ্টে বলেছেন বাসার ছাদে আছেন, এখন বলছেন রাজপ্রাসাদে আত্বা বন্ধি ।
[[মাথা ঘুরাইতেছে]] :) :) :) :) =p~ :P




০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ফ্লাট বাসাকে রাজপ্রাসাদ বললে মহাভারত অশুদ্ধ হবে!

লুসিফার & ইখতামিন , আপনারা আসলে ভয় পেয়েছেন। সত্যি সত্যি জানটা যায় কিনা এই ভায়! ভীতুর ডিম। =p~ =p~

৯৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

ইখতামিন বলেছেন:
তবুও পাঠিয়ে দিন।
দেখি তার কতো ক্ষমতা।
আমি যদি জিতে যাই. তাহলে তো আপনি সহ কুমাররাও বেঁচে যাবে।
আর আমি যদি হেরে যাই, তাহলে কুমার খুঁজবেন.

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন?

এতো জনদরদি হইলেন ক্যান। B:-)

আমি কুমার খুন করলে করমু। আফনে এতো ডরান ক্যান! B-))

৯৫| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

ইখতামিন বলেছেন:

তো কোনও কুমার কি পেলেন?
কুমারও পাবেন না. নিজেকে মুক্তও করতে পারবেন না.


এর চেয়ে ভালো আত্মাটাকে ক্ষেপিয়ে আমার কাছে পাঠিয়ে দাও.

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: পামুনা কে কইছে!! অলরেডি কত্তগুলা সিরিয়ালে আছে! B-))

৯৬| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

ছোট্ট নিথী বলেছেন: দিনেদুপুরে ভয় পাইয়ে দিলে আপু! :-/ :-/ ++++

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: মেয়েদের কোন ভয় নাই। ডোন্ট বি এফ্রেইড কিউট নিথী! :) :)

৯৭| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

ইখতামিন বলেছেন:
জী না বেবী ;)

আমি ভয় পাইনি.

আমি চাইনা তুমি তোমার জীবন বাঁচাতে নিষ্ঠুর ভাবে একটা কুমারকে বলি দাও. তাই আমি কুমারদরদী হতে বাধ্য।


কেনো মিছেমিছি এমন করছো.
আত্মাটাকে আমার কাছে পাঠাতে কি ভয় পাও?
না পেলে আমার কাছে পাঠিয়ে দাও।
তুমি মুক্তি পাবে।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: ম্যান!! আপনার গায়ে গ্রিজ লাগানো নাকি!! কতবার বলছি এককথা!!

নো মোর বেবি! আমি আর কমেন্ট করবোনা আপনার ব্লগে! ;) B-))

বলি দিব দিব দিব দিব দিব দিব দিব। !:#P !:#P

পারলে ঠেকান =p~ =p~ =p~

৯৮| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

লুছিফার বলেছেন: ল্যাও ঠেলা ।
এইবার আম্রে ভিতুর ডিম কয় ।
নিজে কি? হুঁ? X(
আপনেরে ভূতের লগে বিয়া দিমু, খারান ।
তাইলে সব ল্যাঠা চুকে যাইবো B-) B-)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ভীতুর ডিম রে তো ভীতুর ডিমই বলবো। ভুতের ডিম তো বলেয়া যাবেনা =p~ =p~

ওই! আমার বিয়া নিয়া মাথাব্যথা ক্যান?! X(

আমার কুমার দরকার, খোঁজ পাইলে বলি দিমু। চুপচাপ থাকেন। ;) B-)

পরে বেঘোরে প্রানডা হারাইলে আমার কুনো দুষ নাই 8-| B-))

৯৯| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: ধুর মিয়া খালি হাসে!! =p~ =p~ =p~ =p~ =p~

আমারো হাসি পাইলো :P



ঠিক আছে এখন থেকে আর হাসব না। :| :| :| :| :|

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: উখে আমিও হাসবো না :| :| :| :| :| :| :|

১০০| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইখতামিন বলেছেন:

ঠিক আছে. ঠিক আছে. আর বেবী বলবো না...

কী. X( আমার ব্লগে কমেন্ট করবেন না? তাহলে কিন্তু আবারও বেবী বলবো B-))

তারপরও কুমার বলি দেবেন? দেন...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: গুড ব্লগার!

কমেন্ট করছি না! X( X(

বলির দাওয়াত খাইতে চায়েন না আবার। দিতারমুনা 8-| ;) B-))

১০১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

ইখতামিন বলেছেন:
কেমনে কী?
একজনেরে কয় কুমার পাইলে বলি দিব!
আরেকজনেরে কয় কত্তোগুলা পাইসে?
ইস্... শখ কতো!
কুমার মনে হয় গাছে ধরে? B-))

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নের মাথায় সমস্যা হচ্ছে , যান কবিতা লিখে মাথা ঠান্ডা করে আসেন। :P

লিসেন, পাইছি অনেকগুলা। এখন এইগুলারে নিয়া রিয়েলিটি শো এর মত করে বেষ্ট একটা চুজ করমু। B-))

কারন, সাহসী হইতে হইবো, নাইলে ছাঁদে না যাইতেই মইরা যাইতারে। B-))

১০২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: balika kumar jodi martei hoi amakey maro....ar valo lage na ar koto kal kumar thakbo......or cheyee morey geley a thekey rokkha pai....tumio rokkha paw.......

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: সর‌্যি, আপ্নেরে আগেই বাদ দিছি। ভীতু লোক চলবেনা । 8-|

১০৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

ইখতামিন বলেছেন:
হাহাহা
হাসতেই আছি.
ওই গুলার মুখ বন্ধ কইরা রাখপা এইভাবে


পারলে আমার কাছে ২/১ টারে পাঠাইয়া দিপা
আমার খাইতে মুঞ্চায় ;) B-)) B-)) B-)) B-))

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: হাসে ক্যা!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১০৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: akhon sahosh hoichhey...ami vito na..khali juddhey jitey akto dorai aktai jibon gelega kemon hobey?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নে আগে যুদ্ধ করে প্রুভ করেন যে সাহস আছে, তারপর ভাববো।

১০৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভয় পাই নাইক্কা।
ভালা হইলে হইছে না হইলে নাই। আমার অত কিসের চিন্তা।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: হ! ভালা হইলে হইছে না হইলে নাই। আমার অত কিসের চিন্তা। B-))

১০৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

ইখতামিন বলেছেন:
ওরা আপনের চাপাবাজি আর পাগলামি দেইখ্যা হাসে।
পারলে মুখ বন্ধ করেন B-)) B-)) B-)) B-)) B-))
আর নইলে আমার কাছে পাঠাইয়া দেন।
চাপা কম মারেন.

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: যান মিয়া, আপ্নেরে নেই নাই লিষ্টিতে। 8-|

এতো ভয় পান, আগে কইলেই হইতো!!! ;)

ধুর , টাইম লস। এতোক্ষনে আমার রিয়েলিটি শো এর কাজ করতে পারতাম X( X( :-0

১০৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

ইখতামিন বলেছেন:
ঠিকাচে. আমি তো নাইক্যা. হেইডা কবের থেইক্যাই জানি।

কিন্তু পারলে এইগুলানরে সামলান.
নইলে কিন্তু এইগুলা ভুত সাইজ্যা আপনেরেই খাইয়া ফালাইবো.

আমি ইখতামিন কইয়া গেলাম. হিহিিহি
একটু ব্যাঙ্গাইয়া যাই.

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নে নাই আগে কবেন না!!!!

কমেন্টের উত্তর দিতে দিতে কি-বোর্ডের কি ক্ষয়া গেল! :(( :((

১০৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

ইখতামিন বলেছেন:
ডরাইচে আম্রে.. B-))





০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: কতা কইতারে না, ইমু দেয়-------------------!

ফুহ---ফু---ফুপ----- 8-| 8-| 8-|

১০৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

অনীনদিতা বলেছেন: We are cute duaghters, we are sweet sisters, we are lovely lovers, we are darling wives, we are adorable mothers, we are source of strength, we are WOMEN! Happy Women’s Day!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: শুভ নারী দিবস

এটাই বাংলা?

হ্যাপি উইমেন ডে! :)

১১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রীতিমত হুমকি!
আসে আর ঘুম কি ?
সব পোস্ট পড়ে
কমেন্ট দেব পরে ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

গ্রাম্যবালিকা বলেছেন:
হুমকি দিয়ে
হয়েছে দেখি কাজ!
এসেছে দেখো
লিটন ভাই আজ!! :)

১১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: তোমারে আসলেই শয়তানে ধরল
হে হে

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: হে হে :P :P :P

১১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

এম হুসাইন বলেছেন: ১৭তম ভাললাগা।


মাগার ভুই পাইনাইক্কা, কুনু হরর মুভি আর গপ্পই আমারে ভুই দেহাইতে পারে না... কি যে করি... :( ;) =p~

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: ইটস ওকে!!

ভয় না পেলে মন খারাপ করার কি আছে!! আপনি বীরপুরুষ! ;) B-) :P

ভালোলাগার জন্য ধইন্যা। :D

১১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

দি সুফি বলেছেন: পোষ্টে ১৮+ ট্যাগ নাই কেন? #:-S সিরিয়াস্‌লি, ১৮ বছরের কম বয়ষ্কদের জন্য এই পোষ্ট উপযুক্ত নয়।


আমার কথার অন্যথা হলে তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো! জীবনে তোর বিয়ে হতে দিবোনা”। - এই লাইনটাতে মেলা মজা পাইছি :-P
আপনি দেখি বিয়ের জন্য পাগল। B-)) B-)) এই জন্যই সারাদিন ধরে কুমার ছাওয়াল খুজেন! :-P

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

গ্রাম্যবালিকা বলেছেন: ট্যাগের মত কিছু লেখা আছে কিনা আমি বুঝিনি। না ভয়ের কোন কনটেন্ট না এডাল্ট কিছু!! B:-) B:-)

ওই মিয়া বিয়া তো করমুই একদিন :#> :P , চিরকুমার থাকার ইচ্ছে আপনার থাকলে থাকতারেন ;) :-P :-P B:-/

১১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

দি সুফি বলেছেন: ৮ নম্বর প্যারা "ক্রুইড্‌ ভায়োলেন্সের বিস্তারিত ব্যাখ্যা" - এটা ১৮+ (কোনো কোনো ক্ষেত্রে ২১+) কন্টেন্ট। এবং অবশ্যই সতর্কবানী থাকা উচিত ছিলঃ দূর্বল চিত্তের লোকের জন্য পারফেক্ট নয়
হোস্টেল/ স (Saw) টাইপ হয়ে গেছে এই প্যারাটা।

আমার চিরকুমার থাকারমত কুন ইচ্ছা নাই :!> :!> B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: হাহা, দেখেছেন আমি নিজে ট্যাগ দিয়ে নিজেই ভুলে গেছি! আপনার আর কি দোষ! :P

বিয়ের দাওয়াত দিবেন! B-))

১১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

দি সুফি বলেছেন: **************
দুঃখিত, পোষ্ট শিরোনামে সতর্কবানী আছে। খেয়াল করিনি।
**************

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

গ্রাম্যবালিকা বলেছেন: ইটস ওকে! :)

১১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ইখতামিন বলেছেন:
কী যে করি!
বালিকার নিজেরই ১৮ ওভার হয় নাই। :P তাহলে ১৮+ দিবে কেনো.
নারে বালিকা! B-)) B-))

এল্লাইয়ে তো কই- বালিকা বিয়ার লাই এতো হাগল ওই গেসে কিল্লাই. ;) :P :-* :) :-* :-* :-* :-* :-* :-* :-*

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২

গ্রাম্যবালিকা বলেছেন: হোয়াটস রং উইদ ইউ?!!!

১৮+, ১৮- এইগুলা কি?? /:)

গল্প লিখেছি, ঠিকাচে? বাংলার দিন ভূগোল পরীক্ষা না! X( X( :P

১১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

দি সুফি বলেছেন: ইখতামিন ভাই দেখি বস্তার তুলা বাতাসে উড়াই দিতেছে B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: @ইখতামিন।

আমি কথাটা বুঝিনাই। তুলা বালিশ না বানায়ে উড়াবে ক্যান! /:)

১১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

ইখতামিন বলেছেন:
@ দি সুফি
কেমন আছেন?
বহুদিন দেখিনাই।
ভালো থাকবেন.
মনে রাখবেন.


চিকনা বালিকা! রাগ করবেন না।
আপনার কিছু জায়গা ব্যবহার করলাম। :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি আমার ব্লগের যায়গা ব্যবহার করার আগে অনুমতি নেন নাই /:)

১১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

ইখতামিন বলেছেন:
বালিকা।
আই কি মিছা কতা কইছি নি?
আই তো হাচা কতাই কইছি B-)) B-)) B-)) B-)) :!> :P :P :P :P =p~

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমি অবশ্যই ব্লগের মডুর নিকট থেকে কিছু অস্ত্রপাতি ধার নিবো। লাইসেন্স ওয়ালা। X( X( X( ;)

১২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

দি সুফি বলেছেন: @ইখতামিনঃ আলহামদুলিল্লাহ্‌। ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দিন ব্লগে আসিনি, তাই দেখেন নি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: @ ইখতামিন 8-| 8-| 8-|

১২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

কালীদাস বলেছেন: এক্সপেরিমেন্টাল হিসেবে খারাপ না, যদিও হরর হিসেবে বেশ উইক থিম।
চালিয়ে যান :) ++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

গ্রাম্যবালিকা বলেছেন: হেইইই! :)

আপনি আমার পোষ্ট পড়েছেন!! খুশি।

বিভিন্ন পোষ্টে আপনার কমেন্টগুলো আগ্রহ নিয়ে পড়ি। কত ম্যাচিউর চিন্তাভাবনা করেন!! ভালো লাগে।

অনেক ধন্যবাদ কালীদাস। মুহুর্তগুলো আনন্দময় হোক। :)

১২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
বিয়ের দাওয়াত দিবেন!


ওকে বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম। যখন বিয়ে করব, তখন চলে আসবেন B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ B-)

১২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

দি সুফি বলেছেন: বস্তার তুলা বাতাসে উড়ানো হল হাটে হাড়ি ভাঙ্গার অন্যরকম ভার্সন ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: তুলাই উড়ানো দরকার কি, হাড়ি ভাঙ্গাই দরকার কি?!! টাকা বেশি হইছে?! আজিব! B:-) /:) ;) :P

১২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

অ্যানোনিমাস বলেছেন: এ্যঁ B:-)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: " এ্যঁ " মানে জানিনা। /:)

আপনি প্রথম আমাকে কমেন্ট করলেন। তাও এমন এক কথা লিখলেন যার অর্থ আমার অজানা। আফসুস /:) /:)

১২৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

ইখতামিন বলেছেন:
@ দি সুফি!
আমিও অনেক ভালো আছি।
ভালো থাকবেন.

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

গ্রাম্যবালিকা বলেছেন: @দি সুফি

আরো কিছু জিজ্ঞাসা করতেন! পেইজ তো পড়েই আছে X( :-< |-)

১২৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: নাইসলি রিটেন।
হরর মুভি দ্যাখলে হাসি পায়। অখন আপনের হরর কাহিনী শুনে ডরাইলাম ক্যাঞ্জানী। :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ডড়ানোর ব্যাপার তো অবশ্যই আছে! বি কেয়ারফুল। কারো ছাঁদেই যাবেন না ;)

১২৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

অ্যানোনিমাস বলেছেন: হা হা, এমন কেউ না। কমেন্ট করলেই কি না করলেই কি B-)) এইডার কোন মানে নাই ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমি আমার নিক গ্রাম্যবালিকা দিয়ে আমার অবস্থান পরিষ্কার করেছি, তা হলো সহজ সরল মেয়ে! :)

এইডার কোন মানে নাই বলেও চোখ টিপি ইমো দিলেন! এই কথার সাথে চোখ টিপির মানে কি কে জানে /:) /:)

১২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

ইখতামিন বলেছেন:
@ দি সুফি,

বালিকা চিকনা তো, তার আবার এতো জায়গার দরকার হয়না।
সব জায়গা আমাকে দিয়ে দেছে।

যতো পারেন কথা বলেন আমার সাথে.

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: @দি সুফি


আপনি ব্লগের কোনটা কার মাল্টি চিনে ফেলেন! ইমোর মানে জানেন না?!! হুহ X( X( X(

১২৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ইখতামিন বলেছেন:

আহারে কপাল!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন: B-)) B-)) B-)) B-)) :P

১৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

ইখতামিন বলেছেন:
ঘটনা কী?
B-)) B-)) B-)) B-)) :P :-* :-* :-* :-* :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: এটা দিয়ে দাঁতে বারি দিব X( X( :P

১৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

ইখতামিন বলেছেন:
হাহাহা.
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

বালিকা দাঁত দেখালে জায়েজ।
আর আমি দেখালে হাতুড়ার বাড়ী :( :((

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমার পোষ্টে আমি হাসবো, আপনার কি!!! হো হো হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P

১৩২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: দি সুফি, আপনার কমেন্টটি ভালো লাগলো না আমার। সর‌্যি ডিলিট করে দিলাম। :(

১৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

ইখতামিন বলেছেন:
ওই!!!!!!!!!!!!!
রিপ্লাই কই? X( :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: এই যে X( X( X(

১৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ইখতামিন বলেছেন:
দি সুফি ভাইয়ের কমেন্টটা ডিলিট করে দিলেন? :(

ভাই. কষ্ট পাইয়েন না। বালিকা রাগ করেছে বোধ হয়! :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: ডিলিটের জন্য সর‌্যি বলেছি তাকে।

১৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

ইখতামিন বলেছেন:

হাহাহা.
ফটু দেইখ্যা হাছতেই আসি. B-)) B-)) B-)) B-))

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: কাউকে রাগতে দেখে হাসার কি আছে 8-| 8-| 8-|

১৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

দি সুফি বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: দি সুফি, আপনার কমেন্টটি ভালো লাগলো না আমার। সর‌্যি ডিলিট করে দিলাম।

সমস্যা নেই। এটা একটা বাংলা গান থেকে নেয়া। গানটা খারাপ উদ্দেশ্যে নয়! এবং ওটা লেখার মাঝেও আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

কষ্ট পেয়ে থাকলে, আই অ্যাম ছরি!

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: ইটস ওকে। আসলে বুঝার ভুল হয়তো। একেক জনের একেক রকম চিন্তাভাবনা। ভাবলাম, কেউ যাতে ভুল না বুঝে। :)

১৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

ইখতামিন বলেছেন:

৪৩ বছরের বুড়ি :) ;) :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা, আপনি ৩/৪ বছরের বাচ্চা ছেলে । খুশি ;) :P

১৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

টিনটিন` বলেছেন: প্লট ভালো লেগেছে, এন্ডিং সম্পূর্ণ অন্য রকম। লেখার স্টাইলটা কিছুটা আপগ্রেড করলেই আমার মতে ৮/১০ দেওয়া যায়। :)

আপনার বাবা-মা আপনার বিয়ে ঠিক করলে , সেই ছেলেকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে এই গল্প নিজের জীবনের ঘটনা বলে চালিয়ে দিয়েন। সাধকের আর বিয়ে ভাঙ্গা লাগবেনা। পোলা ঢোক গিলে এমনেই পালাবে। =p~ =p~

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, সাবলীল ভাষায় এখনো লিখতে পারিনা। আসলে আমি খুব নতুন লিখি।

৮/১০ অনেক বেশি দিয়ে ফেলেছেন! খুব খুশি। :)

বিয়ে ভাঙ্গানোর বুদ্ধিটা চরম!শুধু এই লিঙ্কটা ছেলেকে মেইল করে দিব! =p~ =p~

আমি কোন ফি দিতে পারবো না এর জন্য। :P

১৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

নিমচাঁদ বলেছেন: সেই অচেনা কুমার যুবকটির প্রতি গভীর সমবেদনা রহিল।
আমরা না হয় বিয়া কইরা শহীদ হইছি , আর সে না হয় বিয়ার আগে জেনে গেলো , সে শহীদ হইবে ।

চুক চুক ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: আমার তরফ থেকেও আফসুস

চুক চুক


কি করুম, নিজে বাঁচলে বাপের নাম। বলি দিতেই হইবো। :P

১৪০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

অনিরুদ্ধ রহমান বলেছেন: কুমার পাওয়া আজকাল আসলেই টাফ্। আগে হইলে বোঝা যাইত বিয়া করে নাই মানেই কুমার। এখনতো সেই উপায়ও নাই!

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) :P


ধন্যবাদ কমেন্ট করার জন্য। শুভকামনা :)

১৪১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমারে দিয়া হপে ?
কবে কোথায় আসব ? :P

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: নিয়েল!! আপ্নারে মারতারমুনা আমি। আপনি একমাত্র ব্লগার যারে আমি কোন পোষ্ট উৎসর্গ করেছি। আমার সেফ হওয়ার পোষ্ট :P :P

১৪২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: তাইলে আর কেউরে পাইবেন কৈয়া মনে হয় না /:)

যাই হোক ১মাসে অনেক গুলো আনরিড পোষ্ট জমেছে (আপ্নি ১আ না ) সবার গুলো শুরু করতেছি পড়া আপনাকে দিয়ে শুরু করলাম B-) কারন আমিও প্রথম পোষ্ট উত্‍সর্গ করি আপনাকেই ।(ঐটার আগে কখনো উত্‍সর্গ করি নাই)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা জানান! পেয়েও যেতে পারি। ;)

ধন্যবাদ আমাকে দিয়ে শুরু করার জন্য এবং আপনার প্রথম কোন পোষ্ট আমাকে উৎসর্গ করার জন্য। B-)

১৪৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

জাওয়াদ তাহমিদ বলেছেন: হুম পড়লাম।
|-) |-)























































এখন হাসতাছি।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: একটি বিশেষ শ্রেনীর লোকেরা ভয় পেলো আমার গল্পের শেষ অংশ পড়ে। আপনি হাসলেন, ঘটনা কি কে জানে! ;)

১৪৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: শিরোনাম দেখে ঢুকলাম তবু কেন জানি পুরাটা পড়ার ধৈর্য হইল না। আরেকদিন এসে পুরাটা পড়ে কমেন্ট করে যাব।

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

গ্রাম্যবালিকা বলেছেন: ওকে :)

১৪৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭

নিষিদ্ধ আমি বলেছেন: ভুই পাইসি
++++++

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

গ্রাম্যবালিকা বলেছেন: গুড। :P

১৪৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

এ্যাপোলো৯০ বলেছেন: ২ / ১ টা আমারেও দিও ;) B-) B-) B-) B-) ;)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগে যতগুলা আছে নিজের মনে করে নাও, আমি মাইন্ড করমু না ;) :P

১৪৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

খায়ালামু বলেছেন: অনিরুদ্ধ রহমান বলেছেন: কুমার পাওয়া আজকাল আসলেই টাফ্। আগে হইলে বোঝা যাইত বিয়া করে নাই মানেই কুমার। এখনতো সেই উপায়ও নাই! =p~ =p~
গল্প ভালো লেগেছে +++++++++
আপনি কিন্তু ভূত এফেমে যেতে পারেন B-)) B-)) :P

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: আমি ভুত এফ এম এর রেডিও অফিসে যেতে চাইলে যেতেই পারি। :P :Pপ্রোগ্রামে না B-))

১৪৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

সালমাহ্যাপী বলেছেন: আরে আরে তুমি তো আমারে ডুর পাওয়ায় দিছো !!! এখন কি হপে????? :-& :-& :-&


লেখাটা মজার হইছে :)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: তুমি ভয় পেয়েছো, আমাকে যদি বকা দাও এই ভয়ে এত দেরিতে উত্তর দিলাম।তোমার ভয় পাওয়ার পর এটাই হলো :P

আপি, তোমাকে ভালো লাগে ব্লগে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.